Singur produces a golden harvest after a decade

Bengal Chief Minister Mamata Banerjee has always maintained that there is no competition between agriculture and industry. They complement each other.  Bengal is a perfect example where agriculture and industry exist side by side.

The farmers of Singur got back their land after 10 years with the help of the Trinamool Government. The soil has been made cultivable through modernized technologies and proper irrigation system. The farmers have received around Rs 10,000 as grants from the Government. The Government has also supported the farmers in order to receive agricultural loans.

Today, Singur is smiling. After the historic verdict of the Supreme Court, the farmers of Singur have been given back their land pattas, which were once taken away forcibly from them by the erstwhile Left Front Government. They have once again produced rich harvest on the same land.

Those who grew up on the soils of Singur, are once again free. With the support of DIdi, they have got back their own land, the soil that was harvested by their fathers and forefathers. They know the language of that soil, its texture,, its smell and its feel. And that have made them to produce a golden harvest, even after a decade.

 

সিঙ্গুর ফিরে এল শস্যের ভাণ্ডারে

রাজ্যের কৃষি এবং শিল্পায়নে অগ্রগতি নিয়ে বরাবর এক স্বচ্ছ ভাবমূর্তি দেশের কাছে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যয়াপাধ্যায়।

‘কৃষি-শিল্প ‘ কারও সংগে কারও প্রতিযোগিতা নেই। ওরা একে অপরের পরিপূরক। নতুন বাংলায় তাই কৃষি ও শিল্পের সহাবস্থান যথেষ্টই তুলনাস্বরুপ।

১০ বছর পর রাজ্য সরকারের উদ্যোগে সিঙ্গুরের কৃষকেরা তাদের নিজ নিজ জমি ফেরত পেয়েছেন। এবং যথেষ্ট আধুনিক উপায়ে জমিকে চাষযোগ্য করে তোলার লক্ষ্যে সেচের জন্য তারা চেক বাধ এবং ছোট নলকূপ ও বসিয়েছেন। এবং রাজ্য সরকারের কাছ থেকে কৃষকগোষ্ঠী অনুদান মাফিক ১০ হাজার করে টাকাও পেয়েছেন। কৃষকরা যাতে ঋন পায় তারও ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আজ সিঙ্গুুর হাসছে। সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরে বুদ্ধবাবুর পুলিশ দিয়ে গায়ের জোরে কেড়ে নেওয়া জমি ফের পাট্টা ও দলিল সমেত ফেরত পেয়ে সেই জমিতে আবার সোনার ফসল ফলিয়েছেন সিঙুরের কৃষক।

মাটির স্পর্শে বেঁচে থাকা মানুষগুলি আজ স্বাধীন। মমতাময়ী দিদির প্রচেষ্টায় ফিরে পেয়েছেন বংশ পরম্পরায় মাটির সংগে তাদের সম্পর্ক।ওরা মাটির ভাষা বোঝে, মাটির গন্ধ খোঁজে, তাই তাঁরা এই স্বাধীন চেতা মন নিয়ে তাদের ফিরে পাওয়া জমিতে নতুন করে সোনার ফসল ফলিয়েছেন।

Development of farmers has been our focus since 2011: Mamata Banerjee on Krishak Dibas

On the 10th anniversary of the Nandigram Dibas, the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee felicitated 77 farmers from all the districts of the State with ‘Krishak Ratna’ awards at Nazrul Mancha, Kolkata.

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee observes 14 March – the day when police had opened fire on protesting farmers in Nandigram – as Krishak Dibas.

Speaking on the occasion, the CM said: Farmers are our pride. We are honouring farmers in every block today. The nation cannot run without farmers. The country stands on rural economy.”

She added that the government had set up Mati Tirtha and started the Mati Utsav, which was later picked up by the United Nations. She said that her government had fulfilled the promise by returning land in Singur to farmers.

 

Here are some achievements in agriculture and allied sectors:

  • Bengal has been receiving Krishi Karman award every years since 2011
  • Paddy production has increased in the State in the last 5 years to 1.78 lakh metric tonnes
  • 70 lakh Kisan Credit Cards have been distributed in the last five years
  • 166 Kisan Bazaars have been set up, 20 more are in the process
  • Bengal Govt is developing SPOs with farmers to enable them to be self-sufficient
  • MSP of paddy was Rs 1036 when we came to power. We have increased it to Rs 1436
  • The State Govt is conducting soil tests. 20 lakh farmers have received soil health cards
  • Government pays the premium for crop insurance
  • Bengal Govt has launched ‘Matir Kotha’ to answer queries of farmers regarding agriculture
  • Bengal Govt has overshot our target of creating ponds under ‘Jal Dharo Jal Bharo scheme’
  • Bengal Govt is focussing on pisciculture to increase production in the State
  • Bengal Govt has started onion cultivation in Bankura. Areas of chilli cultivation has also expanded
  • Bengal Govt will procure 28,000 metric tonnes of potato for mid-day meal scheme and Anganwadis
  • Bengal Govt will give subsidies for export of potatoes
  • Bengal Govt have started Swami Vivekananda Scholarship for meritorious students

 

২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে নিরীহ কৃষকদের ওপর গুলিচালনার দশম বর্ষপূর্তি উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা, মাটি, মানুষ সরকার ‘কৃষক দিবস’ হিসেবে উদযাপিত করে। আজ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষক রত্ন পুরস্কার বিতরণ করেন।

জমি রক্ষার লড়াইয়ে এবং অমর শহীদ স্মরণে ‘কৃষক দিবস’ পালন করা হচ্ছে রাজ্যস্তরে। কৃষি, উদ্যান পালন, প্রাণী পালন এবং মৎস্য চাষ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হল এই ‘কৃষক রত্ন’ পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং বিশিষ্ট অতিথিরা।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • যারা আজ সম্মানিত হলেন তাদের ও তাদের পরিবারকে আমার অনেক শুভেচ্ছা
  • আজ এই ৭৭ জন কৃষককে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত
  • ২০০৭ সালে নন্দীগ্রামে ১৪ জন কৃষক পুলিসের গুলিতে প্রাণ হারান। ২০১৩ সাল থেকে এই দিনটি আমরা ‘কৃষক দিবস’ হিসেবে পালন করছি
  • ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় আমি ২৬ দিন অনশন করেছিলাম
  • ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম
  • কৃষকরাই আমাদের গর্ব। আমরা আজ প্রতিটি ব্লকে ব্লকে কৃষকদের সম্মানিত করছি
  • কৃষকদের ছাড়া দেশ চলতে পারে না। দেশ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল
  • আমরা মাটি তীর্থ তৈরি করেছি, মাটি উৎসব শুরু করেছি। ২০১৫ সালে রাষ্ট্রসংঘ একে স্বীকৃতি দিয়েছে
  • ২০১১ সাল থেকে প্রতি বছর কৃষি কর্মন পুরস্কার পাচ্ছে বাংলা
  • সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, নেতাই এমনকি নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন সেই সকল শহীদদের আমার প্রণাম
  • আমরা সিঙ্গুরের জমি ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের কথার দাম আছে
  • ২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য
  • গত ৫ বছরে রাজ্যের ধানের উৎপাদন বেড়ে হয়েছে ১.৭৮ লক্ষ মেট্রিক টন
  • গত ৫ বছরে ৭০ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে
  • ১৬৬টি কৃষক বাজার তৈরী হয়েছে, আরও ২০টি তৈরীর কাজ চলছে
  • কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্য SPO চালু করা হয়েছে
  • আমরা ক্ষমতায় আসার সময় ধানের ন্যূনতম সহায়ক মূল্য ছিল ১০৩৬ টাকা। আমরা এটা বাড়িয়ে করেছি ১৪৩৬ টাকা
  • আমরা মাটি পরীক্ষা করছি। ২০ লক্ষ কৃষক soil health card পেয়েছে
  • ফসল বীমা চালু করেছে বাংলার সরকার
  • কৃষকদের কৃষি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ‘মাটির কথা’ চালু করেছি
  • ‘জল ধর জল ভরো’ প্রকল্পের টার্গেট ছিল ৫০,০০০০। আমরা ১,৫০,০০০ পুকুর কেটেছি
  • রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা মাছ চাষের ওপর নজর দিচ্ছি
  • বাঁকুড়ায় পেঁয়াজ চাষ চালু করেছি। এখন আরও অনেক জায়গায় লঙ্কা চাষ হচ্ছে
  • জঙ্গলমহলের শুষ্ক এলাকায় আমরা চেক ড্যাম তৈরী করেছি, সেই এলাকা চাষের উপযোগী করে তোলা হয়েছে
  • বাম সরকারের ঋণের বোঝা আমরা বহন করছি, রাজস্বের পুরোটাই ঋণ মেটাতে চলে যাচ্ছে
  • মিড ডে মিল ও অঙ্গনওয়ারীর জন্য আমরা ২৮ হাজার মেট্রিক টন আলু কৃষকের কাছ থেকে কিনে নেব
  • আলু রপ্তানিতে আমরা ভর্তুকি দেব
  • মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছি আমরা
  • বাংলায় স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। বিনামুল্যে শিশুদের হার্ট অপারেশন করা হয়
  • আমরা SNCUs, SNSUs, মাদার ও চাইল্ড হাব তৈরী করেছি
  • চিকি९সা একটি সামাজিক সেবা। চিকি९সার নামে রোগীদের লুঠ করা চলবে না
  • বিভিন্ন প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত এটা বাধ্যতামূলক করা উচিত নয়
  • কৃষক দিবসে আমাদের অঙ্গীকার বাংলাই হবে বিশ্বসেরা

Nandigram Dibas: 10th anniversary of the massacre during CPI(M) rule

Today is Nandigram Dibas. We remember the martyrs who fell to the bullets of police and cadres, under the instructions of CPI(M) on this day, ten years ago.

In January 2007, farmers in Nandigram erupted in protest against a proposed special economic zone (SEZ).

On March 14, the then Chief Minister Buddhadeb Bhattacharya sent 2,500 policemen to ‘recapture’ Nandigram, but unofficially, they were accompanied by CPI(M) cadres.

Officially, 14 farmers died in the firing, but over 100 were declared “missing”. A similar attempt in November by the cadres finally ‘recaptured’ Nandigram. Buddhadeb Bhattacharya showed no remorse as he said, “They (farmers and Trinamool activists) have been paid back in their own coin.”

In its final report, the People’s Tribunal on Nandigram had called the violence of March 14, 2007 a “pre-planned, state-sponsored massacre” carried out “to teach a lesson” to people opposing the SEZ project on their land.

The Tribunal report, handed over to Gopal Krishna Gandhi, Governor of West Bengal on August 8, also called for the re-arrest of the ten CPI(M) cadres taken into custody earlier by the CBI but let off on bail due to the deliberate laxity of the West Bengal State police in filing charges against them within the statutory period.

 

ফিরে দেখা নন্দীগ্রাম

২০০৭ সালের ১৪ ই মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ১৪ জন নিরাপরাধ গ্রামবাসীর প্রাণ ছিনিয়ে নিয়েছিল সশস্ত্র পুলিশ ও একদল বন্দুকবাহিনী। এছাড়াও আহত হয়েছিল হাজারের উপর নিস্পাপ গ্রামবাসী যাদের মধ্যে অনেকই মহিলা এবং শিশুও ছিল। মিডিয়া ও বাইরে থেকে যাতে কেউ ঢুকতে না পারে, তাই তারা নন্দীগ্রামের ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।

শুধুমাত্র একটি টিভি চ্যানেলই সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ও মারপিটের লাইভ কভারেজ করেছিল। ঠিক দুদিন পরে অর্থাৎ ১৬ই মার্চ হাজারের উপর গ্রামবাসী সারা গ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য আবার একত্রিত হয়েছিল। সেইসময় প্রিন্ট মিডিয়া ও অন্যান্য টিভি চ্যানেলগুলি গ্রামে ঢুকে গ্রামবাসীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ নিচ্ছিলো। কিছু তথ্যচিত্র পরিচালক ও সেইদিনের ঘটনাগুলি রেকর্ড করছিল। পরে অনেক সমাজসেবী সংস্থা সেইদিনকার ঘটনার প্রতিবাদ করেছে ,তারা গ্রামে ঘুরে আহত গ্রামবাসীদের আর্থিক সাহায্যও দিয়েছে।

দোল উৎসবে শ্রী গৌরাঙ্গের নামকীর্তন করতে করতে একদিকে যেমন হিন্দুরা গ্রামের তিন দিকে জড়ো হচ্ছিলো, অন্য দিকে মুসলমান সম্প্রদায় মানুষরাও পবিত্র কোরান পাঠের জন্য জমায়েত হচ্ছিলো। এইভাবেই গ্রামের সমস্ত মানুষজন এক অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করছিল।বিভিন্ন সূত্রের খবর এই হাজারো গ্রামবাসীর জমায়েত কে লক্ষ করেই হঠাৎই শুরু হয়েছিল কাঁদানে গ্যাস ও গুলির বৃষ্টি।

নন্দীগ্রামের সেই নারকীয় গুলিচালনার ঘটনার পর আজ দশটি বছর কেটে গিয়েছে। নন্দীগ্রামের অমর শহীদদের আমরা ভুলিনি, ভুলবো না।

Bengal CM slams Left Front regime for lack of development works

Bengal Chief Minister Mamata Banerjee during the Assembly session on Wednesday lashed out at CPI(M) for not doing anything in past 34 years. In reply to the question in the Assembly, the Chief Minister said that her government has increased allowances of 14,000 people.

Various social schemes have been started for the Self Help Groups, school students and various others. She slammed the erstwhile Left Front government for not doing any development works during their regime. She also blamed the previous government for the loan burden of crores of rupees. The state government has decided to increase the allowances of the MLAs by Rs 5,000 for which a Bill will be passed in the Assembly on Thursday.

The Bengal Chief Minister once again reiterated that the previous Left Front government failed to do any development works which would benefit the people and improve the economic condition of the people in the villages. Instead of this, they left a huge debt burden on the present government. Fighting all odds, the Mamata Banerjee government has successfully implemented various schemes for the benefit of the people in the state.

Chief Minister Mamata Banerjee also extended good wishes to the women on the occasion of International Women’s Day. She said that her government has provided 50 per cent reservation for women at all levels of the three-tier panchayat system in the state. In College Service Commission, 38 per cent seats have been reserved for women.

After coming to power, the present government has introduced various schemes to improve the socio-economic condition of women in various sectors. The school students have been brought under Kanyashree scheme.

 

৩৪ বছর কোনও উন্নয়ন না হওয়ায় বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী

বিধানসভার অধিবেশন চলাকালীন বুধবার সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি। এদিন তিনি বলেন, তাঁর আমলে ১৪ হাজার মানুষের ভাতা বৃদ্ধি হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠী, ছাত্রছাত্রী ও অন্যান্যদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে। বিধায়কদের ভাতা ৫০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, বুধবার এই সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়।

গ্রামের মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য পূর্বতন বাম সরকার ৩৪ বছর ধরে কোন উন্নয়ন করেনি। তার পরিবর্তে আমাদের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করছে এবং সেগুলি সফলভাবে বাস্তবায়িতও করছে।

আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রী সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, তাঁর সরকার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সব স্তরে নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রেখেছেন। কলেজ সার্ভিস কমিশনে নারীদের জন্য ৩৮ শতাংশ স্থান সংরক্ষিত করা হয়েছে।

ক্ষমতায় আসার পর, বর্তমান সরকার নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। স্কুল ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।

 

Bengal CM slams Opposition for trying to disturb peace in the State

Chief Minister Mamata Banerjee on Thursday held some Opposition paties responsible for spreading communal tension in the state and in one breath said that any attempt to destroy the fabric of communal harmony will be dealt with seriously.

“They are fanning communal tension and trying to disturb the communal harmony in the state. Any attempt to disrupt the environment of communal harmony and peace will be dealt with seriously,” she said. She was addressing a rally at Jamboni in West Midnapore.

She also said that the Centre was reducing its funds allocation in many projects making it almost impossible for the state government to carry on with them. She said because of the lack of planning of CPI(M) government, the state government had to spend a major portion of its earnings to clear the loan burden.

“For three decades, the CPI(M) government did not do anything for the state’s development and took loans. The situation has become so alarming that a major portion of the state’s earning has to be spent to clear the loan”. The Centre should do something in this regard, she maintained adding: “The CPI(M) leaders have no work to do except finding faults with the state government.”

 

বাংলায় দাঙ্গাবাজদের কোনও ক্ষমা নয়:‌‌ মমতা

পশ্চিম মেদিনীপুরের জামবনির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কিছু বিরোধী দল শান্ত বাংলাকে অশান্ত করার জন্য কাজ করে চলেছে, তিনি একই সঙ্গে জানান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসন সর্বদা প্রস্তুত।

“বিরোধীরা সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে দাঙ্গার পরিবেশ তৈরী করার। বাংলা দাঙ্গাবাজদের বরদাস্ত করবে না।”

সাথে সাথেই তিনি কেন্দ্রকেও বিঁধেছেন। “কেন্দ্র প্রায় সব প্রকল্পের টাকা কমিয়ে দিয়েছে, যার ফলে সেগুলি চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। বিগত বাম আমলের পরিকল্পনার অভাবে আমাদের আয়ের একটা বিশাল অংশ শুধু দেনা মেটাতে দিয়ে দিতে হচ্ছে,” বলেন তিনি।

“তিন দশক ধরে বাম সরকার বাংলার জন্য কোনো কাজ করে নি, শুধু ধার নিয়ে গেছে। তিনি এও বলেন “সিপিআইএম নেতাদের কোনোই কাজ নেই শুধুমাত্র এখনকার সরকারের খুঁত ধরা আর তাই নিয়ে কুত্সা ও অপপ্রচার করা ছাড়া।”

 

Mamata Banerjee speaks on the conspiracies hatched by the Opposition against Trinamool Congress – FULL TRANSCRIPT

Whenever it is election season in Bengal, the Opposition engages in falsehoods, conspiracies, slander and misinformation; canards are spread against us. In other states political battles are fought only at the time of polls; there is no politics over developmental works. However, in Bengal a section of the media and the Opposition only believes in smear campaign.

A section of the media has already started its smear campaign but, according to me, this is a manufactured conspiracy; it is concocted and there is involvement of foreign money in this case.

So many political parties have joined hands to take on Mamata Banerjee and Trinamool Congress in the polls. Even then, they need black money from foreign soils to blackmail us. They do not have any ethical right to continue in politics.

Why are they so afraid?What are they afraid of? I have always maintained that our political opponents should fight us politically. Let them challenge us on development; let them compete with us on the plank of development and progress.Judge us on the parameter of work done;judge us on the basis of our performance. But the Opposition is afraid to do that.

In the last five years we have transformed Bengal. People now are proud to say that they belong to Bengal.But CPI(M), Congress and BJP, with the help of some agencies with vested interests, want to paint a negative picture of the State through continuous conspiracies. Sometimes they stage riots to sow seeds of division between people.

This operation has all the signs of a conspiracy, hatched with the help of foreign funds. I have my doubts on the authenticity of the incident. I think they are concocted. I have doubts over the involvement of the Trinamool Congress with this case.

This person had conducted a similar affair earlier, but couldn’t prove the allegations. There was a lot of illegality involved. What credibility does that person have to question Trinamool Congress, just before the elections?

If the operation was conducted in 2014, what stopped the agency from broadcasting the tapes for two years? Why were they sleeping on it? Was it because they wanted to malign us just before the Assembly polls as they know that they will not be able to defeat us in any other way?

If you cannot defeat her, beat her up and murder her – this is always their plan. Since they cannot defeat me politically, they are maligning my party. I have reached the position I am in now after years of struggle; 99 per cent of my party workers are hard-working.They are trying to malign all these people. It is not always possible to control the rest one per cent; that is also the case for any family. If we come to know of any such malicious activities we always take action. We never authorise anyone to collect money on behalf of party like this.

The BJP, the Congress and the CPI(M) have enough party funds to run an election campaign; they have a lot of moveable and immoveable assets. Trinamool Congress, on the other hand, is a political party which is not-so-well-off financially. We just about manage to fulfil our election expenses with whatever little we have. We depend on membership fees and whatever else people give us. I think our budget is the smallest among the political parties in India.

People of Bengal can see through the intentions of the Opposition; they cannot tackle us politically; so they are up to dirty tricks. Money power, muscle power, mafia power, and media (some sections not all) power have ganged up along with central agencies to malign the character of Mamata Banerjee.

We want an investigation into the whole incident; let there be an investigation about the people who are using foreign money and black money to try and blackmail Trinamool leaders.

The main target of these vested interests is not the 2016 Assembly but the 2019 general election. They are afraid that Mamata Banerjee might have a say in the power centres in Delhi too. Mamata Banerjee does not seek power. I was born in Bengal, have lived in Bengal and would die in Bengal too. I love Bengal and I love to work for its people. If they, who have no hold over their tongues, can question the integrity of a person like me, one can only imagine what they would say about others.

They cannot counter us in any way – be it on principles, on philosophy, on culture or on purity of thought. So they have only one job now – to malign us, to spread canards. They should reflect on their actions. No matter how hard they try they will get a big ZERO.

CPI(M), Congress and BJP have already created a rainbow alliance against me. What else do they want? Even a section of the media is supporting them. Why do they still need to create a scam? I challenge them to prove all the allegations. If they cannot, they must leave politics.

I demand that the authenticity of this video be investigated. Where did the money come from? Was foreign money involved? Have they become so ideologically bankrupt that they need foreign black money to malign me?

Was there a deal? Who struck the deal, if there was one? Which political party is behind the conspiracy? People of Bengal will give a fitting reply to all the conspiracies during the elections.

 

বিরোধীদের কুৎসার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবাংলায় যখন নির্বাচন আসে তখনই বিরোধীরা এইসব চক্রান্ত, ছলনা, কুৎসা, অপপ্রচার শুরু করে। অন্যান্য রাজ্যে রাজনৈতিক লড়াই শুধু নির্বাচনের সময় হয়, উন্নয়নের কাজে কেউ বাধা দেয় না। শুধুমাত্র বাংলাতেই বিরোধীদের সঙ্গে কিছু মিডিয়া মিলে একসাথে এই কুৎসা ও অপপ্রচার চালায়।

মিডিয়ার একাংশ ইতিমধ্যেই অপপ্রচার শুরু করে দিয়েছে। কিন্তু আমি মনে করি পুরো ঘটনাটাই সাজানো। পুরো ঘটনাটাই ম্যানুফ্যাকচারড। এর মধ্যে বিদেশি টাকা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য অনেকে হাত মিলিয়েছেন। তারপরও আমাদের ব্ল্যাকমেল করার জন্য তারা বিদেশ থেকে কালো টাকা আমদানি করছে। ওদের কোন নৈতিক যোগ্যতা নেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করার।

ওরা কেন এত ভয় পায়? বিরোধীদের উচিত আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করা। তারা আমাদের সঙ্গে উন্নয়ন, প্রগতি, কাজের মাপকাঠি নিয়ে প্রতিযোগিতা করুক।

গত ৫ বছরে আমরা বাংলাকে বদলে দিয়েছি। এখন মানুষ গর্ব করে বলে যে তারা বাংলায় বাস করছে। বাংলার উন্নয়নের জোয়ার থমকে দিতে সিপিএম-কংগ্রেস-বিজেপি ক্রমাগত চক্রান্ত করে চলেছে। তারা কখনো দাঙ্গা করার চেষ্টা করছে, কখনো মানুষে মানুষে বিভেদ তৈরির চেষ্টা করছে।

বিদেশি টাকায় ষড়যন্ত্র করে তৈরি করা হয়েছে এই ‘অপারেশন’। এই ঘটনার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে। এই ঘটনায় আদৌ তৃণমূল নেতারা যুক্ত কিনা সে ব্যাপারেও আমার সন্দেহ আছে।

শোনা যাচ্ছে যে এই ধরনের কাজ ভদ্রলোক আগেও করেছেন, কিন্তু অভিযোগগুলো প্রমানিত নয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে এরূপ প্রশ্ন করার বিশ্বাসযোগ্যতা কি এই ভদ্রলোকের আদৌ আছে?

যদি ২০১৪ সালে এই ‘অপারেশনটি’ করা হয়ে থাকে তাহলে ২ বছর আগে সংস্থাটি ভিডিওগুলো কেন প্রকাশ করল না? নির্বাচনে আমাদের হারাতে পারবে না, এটা জেনে আমাদের কালিমালিপ্ত করার জন্যই কি?

যদি আমাকে পরাজিত করা না যায় তাহলে মার, না হলে খুন করে দাও এটাই সবসময় ওদের মতলব। রাজনৈতিকভাবে আমাদের হারাতে পারবে না তাই সর্বদা আমাদের দলের চরিত্র হননের চেষ্টা। আমি এখন যে জায়গায় পৌঁছেছি তা বহু বছরের সংগ্রামের ফল। আমার দলের ৯৯% কর্মী সৎ, সর্বদা এদের চরিত্র হননের চেষ্টা চলছে। যেকোন পরিবারের এক শতাংশ সদস্যকে যেমন কখনো কখনো নিয়ন্ত্রণ করা যায় না এখানেও তাই। যদি কখনো কোনরকম অবাঞ্ছিত কোন ঘটনার কথা আমাদের কানে আসে আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এরকমভাবে দলের জন্য টাকা জোগাড়ের দায়িত্ব কখনোই কাউকে দেওয়া হয়নি।

বিজেপি-সিপিআইএম-কংগ্রেসের দলীয় তহবিলে প্রচুর টাকা আছে যা দিয়ে তারা নির্বাচনী প্রচার চালায়। ওদের প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে। তৃণমূল কংগ্রেস গরীব দল। আমাদের যেটুকু আছে তা দিয়েই আমরা নির্বাচনী প্রচারের খরচা চালাই। সদস্যপদের টাকা ও জনগনের অনুদানই আমাদের একমাত্র সম্বল। অন্য সকল রাজনৈতিক দলের থেকে আমাদের তহবিল সর্বাপেক্ষা কম।

বাংলার মানুষ বিরোধীদের আসল রূপ দেখছে। তারা রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে পারেনা বলেই অপপ্রচার চালাচ্ছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হনন করার জন্য মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার ও কেন্দ্রীয় সংস্থাগুলি একজোট হয়েছে।

আমরা পুরো ঘটনার তদন্ত চাই।  বিদেশ থেকে আসা কালো টাকা ব্যবহার করে যারা তৃণমূল নেতাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

এদের মূল লক্ষ্য ২০১৬-র বিধানসভা ভোট নয়, ২০১৯ এর সাধারণ নির্বাচন। আমার ক্ষমতার ওপর কোন লোভ নেই। আমি বাংলায় জন্মগ্রহণ করেছি এবং বাংলাতেই মৃত্যুবরণ করব। আমি বাংলাকে ভালোবাসি এবং বাংলার মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। ওদের জিভে কোন লাগাম নেই, আমার সম্বন্ধে যদি এই প্রশ্ন করে,জানিনা অন্যদের সম্বন্ধে কি বলবে।

আমাদের কালিমালিপ্ত করা, আমাদের কুৎসা করা ছাড়া তাদের আর কোন কাজ নেই। তারা আয়নায় নিজেদের দেখুক, কি করছে তারা ভাবুক। ওরা যতই চেষ্টা করুক, পাবে তারা লাড্ডু।

সিপিএম-কংগ্রেস-বিজেপি ইতিমধ্যেই রামধনু জোট করেছে আমার বিরুদ্ধে। আর কি করতে চায় তারা? মিডিয়ার একাংশ এব্যাপারে তাদের সাহায্য করছে। আমি এই সব অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ জানালাম। যদি তারা প্রমান করতে না পারেন তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

আমি চাই এই ভিডিওর সত্যতা যাচাই হোক। কোথা থেকে এত টাকা এল? বিদেশি টাকা এর মধ্যে আছে কিনা? তারা কি আদর্শগতভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে বিদেশ থেকে কালো টাকা এনে আমার চরিত্র হননের চেষ্টা করছে?

লেনদেন কি সত্যিই হয়েছিল? হলে কাদের মধ্যে হয়েছিল? কোন রাজনৈতিক দল এই চক্রান্তের পেছনে আছে? আগামী নির্বাচনে এইসব প্রশ্নের যোগ্য উত্তর দেবে বাংলার মানুষ।

 

 

 

RS Chairman admonishes CPM MP for “petty politics”, allows supplementary TMC Question

While asking a supplementary question in the Rajya Sabha, Trinamool MP Sukhendu Sekhar Roy today informed the House that almost 80 per cent of people in Bengal have been brought under the ambit of the public distribution system.

He also described how the people of Maoist-affected backward regions used to survive on ant eggs during the CPM rule in Bengal. He urged the Centre to increase allocations of food grains so that all the citizens of the State are covered under PDS.

Rajya Sabha Chairman Hamid Ansari today admonished a CPM MP for “doing petty politics” over a question. “Why are you bringing your political battles inside the House” he said.

CPM and BJP playing a got-up game to stall Parliament: Sudip Bandyopadhyay

Leader of Trinamool in Lok Sabha, Sudip Bandyopadhyay today alleged that the CPM and BJP are playing a got-up match in the Lok Sabha to stall the debate on intolerance.

“I want to ask the CPM and BJP if this is a got-up match. It appears to me that the CPM and BJP have decided they will not allow the intolerance debate to take place,” he said.

 

Adjournment Motion

Earlier today, he moved an adjournment motion in Lok Sabha to discuss the very urgent issue of escalating price rise.

“The prices of essential commodities is skyrocketing. Hungry people are fighting with hunger,” Sudip Bandyopadhyay said on the flood of the House.

He also suggested that the government must bring 15 essential commodities under public distribution system, which will largely benefit poor people.

Tourist inflow

During the Question Hour, Sudip Bandyopadhyay suggested to the Union Tourism Minister that the Centre should consider launching a tiger safari in Sunderbans (on the lines of South African safari) to boost the footfall of foreign tourists to the country.

The Kolkata North MP also suggested that Darjeeling – which is the Queen of Hills – should be brought on the World Tourism Map to boost tourist inflow to India.

The Union Minister promised that the proposals will be considered by his Ministry.

TMC dubs CPI-M processions as effort to bring back terror days

Trinamool Congress described the processions organised by the CPI(M) in rural areas as a bid to bring back the “days of terror” in the state.

The TMC leadership accused the Marxists of trying to unleash terror and capture villages ahead of the Assembly polls in the state in the name of organising ‘jathas’ (processions).

“They are trying to create a reign of terror ahead of Assembly polls and trying to capture villages. But people will give them a befitting reply,” TMC Secretary-General and state Parliamentary Affairs Minister Partha Chatterjee said.

CPI(M) trying to create an atmosphere of violence in Bengal: Trinamool

Lashing out at the CPI(M), Secretary General of the party Partha Chatterjee today said that the communist party is trying to incite violence in the State in the name of political movements.

Taking a dig at CPI(M)’s ‘jatha’ he said such tactics of capturing rural areas cannot be allowed in a democratic set up. “The Opposition is taking political initiatives only to make headlines. They cannot win people’s trust like this,” he added.

He also remarked that the Opposition is jealous of the developmental initiatives launched in the last four years by Mamata Banerjee and was thus trying to stay relevant through headlines in the media.

“We have no problem with democratic means of political movement. We cannot allow plans to capture villages by force,” Partha Chatterjee said.

“For 34 years, CPM ruled through violence, terror, fear mongering and force. People witnessed development under Mamata Banerjee,” he added.