Primary Agri Cooperative Societies to be upgraded by Bengal Govt

The around 2,600 Primary Agricultural Cooperative Societies (PACS), which are the main deposit mobilising institutions in rural areas, are being upgraded by the State Government by computerising them and connecting them to core banking solution of cooperative banks.

This is meant to further extend banking service to the rural populace in the State, to places which lack proper banks. Thus a PACS would become a customer service point for banking facilities.

The work to upgrade 1,133 PACS to banks has already been initiated. The target for completing the upgrading of all the PACS has been set as the end of financial year 2019-20. Upgrading all PACS would ensure that people in every part of the State can avail banking facilities.

The State Level Monitoring Committee for Cooperative Sector, a high-powered committee set up last January to look into the matter of extending banking facilities to more rural areas, has suggested the above as well as a series of other measures to improve the cooperative sector, which have been accepted by the Bengal Government.

It has recommended that district and state cooperative banks open bank branches in the gram panchayats with no banking facilities. Steps have already been taken to install micro-ATMs in all the PACSs.

The panel has proposed the establishment of 2,000 farm machinery hubs through the best-performing PACS. This has also been accepted by the Government. During 2018-19, 1,000 such hubs will be established; the remaining will be taken up during the 2019-20 fiscal.

Citing the current practice of giving interest subsidy to farmers for short-term crop loans from cooperatives, the committee has suggested that the same facility should be provided for long-term loans as well.

The State Government has also decided to give ad hoc grant to all employees of cooperatives and the amount of the grant is to be raised from Rs 1,000 per to Rs 2,000 per month.

The cooperative employees will also be brought under the Swasthya Sathi scheme of the State Government.

The State Government has also taken necessary steps so that the audit of all cooperative bodies is carried out and corrective measures, if needed, are taken immediately.

Source: Millennium Post

Bengal Govt to provide farming implements for free to marginal farmers

The State Government has decided to provide marginal farmers whatever agricultural implements they need for free. They would be distributed through cooperative societies.

Rs 60 crore has been allocated for the programme, which has been decided to be completed within the next three months. The money would reach the cooperative societies in the first week of February.

Rs 10 lakh would be given, in the first phase, to each of the almost 600 cooperative societies in Bengal. This amount is to be used to buy power tillers, crop cutters, hand tractors, mechanical winnowers and the other machinery to be distributed.

Another decision that has been taken to help farmers is to provide seeds for vegetables at highly subsidised rates through cooperative societies, for which Rs 116 crore has been allocated. Instructions have been sent to ensure the seeds are provided as soon as possible for the summer crops.

Since these seeds are certified by the government, they are of very good qualities. These seeds would also be produced by the cooperative societies.

প্রান্তিক চাষিদের বিনামূল্যে চাষের সরঞ্জাম দেবে রাজ্য

গ্রামের প্রান্তিক চাষিদের বিনামূল্যে চাষের যাবতীয় যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সমবায় সমিতির মাধ্যমে এই যন্ত্রপাতিগুলি দেওয়া হবে।

আগামী তিন মাসের মধ্যেই যাতে চাষিদের হাতে এই যন্ত্রপাতি পৌঁছে যায়, তার জন্য ইতিমধ্যেই ৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই টাকা সময়বায় সমিতিগুলির হাতে পৌঁছে যাবে।

রাজ্যে প্রায় ৬০০ সমবায় সমিতি আছে।প্রতিটি সময়বায় সমিতিকে প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই টাকা দিয়ে পাওয়ার টিলার, ধান কাটার মেশিন, হ্যান্ড ট্রাক্টর, ধান ঝাড়ার মেশিন ইত্যাদি সমবায় সমিতিকে কিনতে হবে। তারপর তা প্রান্তিক চাষিদের মধ্যে বিলি করে দেওয়া হবে।

এছাড়াও চাষিদের সমবায় সমিতির মাধ্যমে ভর্তুকিতে বিভিন্ন সব্জির বীজও দেওয়া হবে। এর জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রীষ্মকালীন সব্জির জন্য দ্রুত এই বীজ যাতে চাষিরা পান, তার জন্য সমবায় সমিতিগুলিতে গত সপ্তাহেই নির্দেশিকা পাঠানো হয়েছে। চাষিদের নামমাত্র দামে সমবায় সমিতিগুলির মাধ্যমে সব্জির বীজ দেওয়া হবে। সমবায় সমিতিগুলি এই বীজ তৈরি করে। এগুলি সবই সার্টিফায়েড বীজ। ফলে এই বীজে ফসল ভালো হয়।

Three-stage oversight structure for cooperative societies

The Bengal Government has decided to set up a three-stage structure for oversight of the cooperative societies.

There would be a state-level committee, under which would be district-level committees and under each of these would be block-level committees.

The primary work of these committees would be to monitor the cooperative societies, to ensure that the committees work at a fast pace and to ensure proper coordination between these committees and various departments of the government at all levels.

The state-level committee will work under the chairmanship of the State Government’s chief secretary, and would consist of five other senior administrative officials – additional chief secretaries of the Agriculture, Panchayats and Rural Development, and SHG Departments, principal secretary of the Finance Department and the chief executive officer of the West Bengal State Rural Livelihood Mission.

The district-level committees would be headed by the district magistrates (SP) and the block-level committees would be headed by block development officers (BDO).

The block-level committees would hold monthly meetings, the district-level committees would hold bi-monthly meetings and the state-level committee would hold tri-monthly meetings.

 

সমবায়গুলিতে ত্রিস্তরীয় কমিটি গড়ছে রাজ্য

সমবায়ে কাজকর্মের ওপর নজরদারির জন্য ত্রিস্তরীয় কমিটি গড়ছে রাজ্য সরকার। রাজ্য, জেলা এবং ব্লক স্তরে এই কমিটি সমবায়ের কাজকর্মের ওপর নজরদারি চালাবে। কোনও নির্বাচিত সমবায়ী নয়, পাঁচ থেকে ছ’জন প্রশাসনিক কর্তা থাকবেন ওই কমিটিতে। গত ২৩ ডিসেম্বর রাজ্য সরকার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে। জেলায় জেলায় তা পৌঁছে গিয়েছে।

গ্রামীণ এলাকার মানুষের সুবিধার কথা ভেবে সমবায়কে আরও শক্তিশালী করাটা লক্ষ্য এই উদ্যোগের। রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্য, জেলা এমনকী ব্লক স্তরেও একটি করে কমিটি করা হচ্ছে। জেলায় জেলায় কো অপারেটিভের কাজকে মনিটর করবে এই কমিটিগুলি। কাজে গতি আনার চেষ্টা করবে।

মন্ত্রী বলেন, বাম সরকারের আমলে কো অপারেটিভে লুঠের রাজত্ব ছিল। এ বিষয়ে আগেই নজর দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে কো অপারেটিভগুলি ব্যাঙ্কের কাজ করে। স্বচ্ছতা আরও বাড়িয়ে মানুষের কাজে যাতে লাগানো যায় সে জন্যই এই সিদ্ধান্ত।

জানা গিয়েছে, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমবায়ের সমন্বয় রক্ষা করতেও কাজে আসবে এই কমিটি। সরকারি নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, কো অপারেটিভ সেক্টরে মনিটরিং করার জন্য রাজ্য, জেলা এবং ব্লক স্তরে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং পরিষেবা আরও ভালো করার জন্যই এই সিদ্ধান্ত। মূলত গ্রামীণ এলাকার কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এই কমিটির বড় ভূমিকা থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

রাজ্যস্তরের মনিটরিং কমিটির মাথায় থাকছেন স্বয়ং মুখ্যসচিব। তিনিই এই কমিটির চেয়ারপার্সন। এছাড়াও সদস্যদের মধ্যে থাকছেন কৃষি দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন, এসএইচজি দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, অর্থদপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের চিফ এক্সিকিউটিভ অফিসার। সমবায়ের প্রিন্সিপাল সেক্রেটারিকে কনভেনার বা মেম্বার সেক্রেটারি করার কথাও বলা হয়েছে।

এমনভাবেই জেলাস্তরে জেলাশাসককে চেয়ারপার্সন করা হচ্ছে। সঙ্গে সদস্য হিসাবে থাকছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিআরডিসি), ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার। এআরসিএস বা ডেপুটি রেজিস্ট্রারকে কনভেনার বা মেম্বার সেক্রেটারি করার কথা বলা হয়েছে।

ব্লকস্তরে বিডিওকে কমিটির মাথায় রাখা হচ্ছে। এছাড়াও থাকছেন এডিও, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, ফিশারিজ এক্সটেনশন অফিসার, ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, কো অপারেটিভ ইন্সপেক্টর। কো অপারেটিভ ইন্সপেক্টরকে কনভেনার করা হচ্ছে ব্লকস্তরের কমিটিতে। নির্দেশিকায় বলা রয়েছে, প্রয়োজনে আরও অফিসারকে এই কমিটিতে ঢোকানো যাবে।

প্রাথমিক নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক মাসে ব্লক লেভেল কমিটি বৈঠকে বসবে। দু মাস অন্তর জেলাস্তরের কমিটি বৈঠকে বসবে। আর রাজ্যস্তরের কমিটি তিন মাস অন্তর বৈঠকে বসবে।

Source: Bartaman

No better alternative to strengthening the rural economy than cooperative societies: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and presided over a session on ‘Socio-economic Development Under Cooperatives’ at the Netaji Indoor Stadium in Kolkata.

Senior ministers of the government were present at the thought-provoking session.

In the last six years, the State Cooperation Department has achieved numerous successes. A new initiative named ‘Sufala’ has been undertaken. The venture is meant to ensure that farmers get remunerative price on their yields and at the same time produce of good quality is made available to consumers at a reasonable price.

Several cold storages and seed processing units have been constructed, which have proven to be extremely useful to farmers.

 

Salient points of the Chief Minister’s speech

 

  • There is no better alternative to strengthening the rural economy than cooperative societies. Almost 18 lakh families are associated with cooperative societies, of whom 2 lakh belong to self-help groups. Among self-help group members, 88 per cent are women.
  • The amount of capital with self-help groups has to be increased from Rs 30,000 crore to Rs 1 lakh crore. For this we have to work very hard. The process has to be transparent, there has to be a discipline. There needs to be regular auditing too.
  • Some crucial steps need to be taken, like computerisation, training, improvement in administration, improvement in internal structures, etc.
  • To find solutions to your problems, a high-level committee under the chief secretary would be formed, which would submit a report in six months.
  • It’s a good thing that the cooperative societies are being equipped with ATMs and mobile banks. These mobile banks, set up on cycle vans, will brings banking services to the doorsteps of those locking access to banks.
  • Some people just give orders to bring about digitisation. But we have made that into a reality. Bengal is number one in India in terms of digitisation.
  • Bengal is number one in e-governance. Though having different viewpoints, the Central Government has had no option but to bestow the award for being the best in e-governance on Bengal.
  • The Bengal Government has given 69 lakh Kisan Credit Cards to farmers in the state, of which 26 lakh have been distributed by the cooperative societies. The cooperative societies have helped the State Government a lot in procuring paddy directly from farmers; they have procured 28 lakh metric tonnes from farmers.
  • A lot more warehouses need to be constructed. There is scope for the cooperative societies to improve much on all aspects of their working.
  • Our government has absolved farmers from paying back their loans. Farmers are our pride. The government provides them all possible help. To the flood-affected farmers, we have gives Rs 1,200 crore. From Rs 91,000 during 2010-11, the average annual income of farmers in Bengal has climbed to Rs 2 lakh.
  • This year, the government has decided to advance loans to the tune of Rs 1,000 crore to the cooperative societies. The societies should be given more opportunities.
  • Sufala Banks have been set up. Earlier, the capacity for storing foodgrains in warehouses was 8 lakh metric tonnes, now it has been increased by another 30,000 metric tonnes. The business of cooperative banks has increased to Rs 1,000 crore annually. In the coming days, it is the cooperative societies of Bengal that will show the way for the rest of the country.
  • During demonetisation, people had to face a lot of trouble. They could neither deposit money nor take loans. We had even appealed to the President about this.
  • The cooperative banks have to be more proactive. Our government will always help them to become the best in the country. All government scholarships are given out through banks. If you improve the standards of your banks, we would be able to distribute scholarship money through cooperative banks too.
  • If cooperative banks are able to give out interests on deposits and loans on time, they can become as powerful as public-sector banks. You should see to it that the people’s money is safe in your hands. The money should not be wasted on purpose. The cooperative banks should be careful to not incur any losses.
  • I appeal to the banks to extend more loans to farmers and to self-help groups, so that they are able to work properly. My firm belief is that, one day, the cooperatives of Bengal will become the model for the whole country.

 

 

গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায় সমিতির কোন বিকল্প নেইঃ মুখ্যমন্ত্রী

আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সমবায় দপ্তরের উদ্যোগে ‘আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত সাড়ে ছয় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমবায় দপ্তর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নজির সৃষ্টি করেছে।

সমবায় দপ্তর যে নতুন উদ্যোগটি নিয়েছে, তার নাম হল ‘সুফলা’। এই উদ্যোগের উদ্দেশ্য হল চাষিরা যাতে তাদের উৎপাদনের সঠিক মূল্য পান, পাশাপাশি ক্রেতারাও যাতে ন্যায্য মুল্যে সঠিক মানের দ্রব্য পান। প্রচুর শীতল ঘর ও বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী করা হয়েছে, যা চাষিদের জন্য খুব উপযোগী হিসেবে প্রমানিত হয়েছে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

 

  • গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায় সমিতির কোন বিকল্প নেই। প্রায় ১৮ লক্ষ পরিবার এই সমিতির সাথে যুক্ত আছে এর মধ্যে রয়েছে ২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী।স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে ৮৮% মহিলা।
  • সমবায় সমিতির আমানতের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা থেকে ১ লক্ষ কোটি টাকা করতে হবে। এটা করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। শৃঙ্খলার মধ্যে দিয়ে করতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে হবে, নিয়মিত অডিট করতে হবে।
  • বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন – কম্পিউটারাইজেশন, কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া, পরিচালন ব্যবস্থা উন্নয়ন, আভ্যন্তরীণ বিকাশ ইত্যাদি।
  • আপনাদের সব সমস্যা দেখার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হবে। ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি।
  • এ টি এম ও ভ্রাম্যমাণ মোবাইল চালু করা হল, নিঃসন্দেহে এটা খুব ভালো কাজ। যারা ব্যাঙ্কের পরিষেবা পায় না সেখানে এগুলো চালু করুন তাহলে এই মোবাইল ভ্যান গুলো সেখানকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবে।
  • কেউ কেউ মুখে বলে ডিজিটাল করো, কিন্তু করতে পারে না। আমরা কাজে করে দেখাই। ডিজিটাইজেশনে আজ ভারতের মধ্যে বাংলা ১ নম্বরে।
  • ই-গভর্ন্যান্সে আজ বাংলা ১ নম্বরে। মতের মিল না হলেও আমাদের কাজের জন্য কেন্দ্রীয় সরকার আমাদের এই পুরস্কার দিতে বাধ্য হয়েছে।
  • সরকার ৬৯ লক্ষ কিশান ক্রেডিট কার্ড দিয়েছে তার মধ্যে ২৬ লক্ষ কিশান ক্রেডিট কার্ড বিতরণ করেছে সমবায় সমিতি। ধান উৎপাদনে সমবায় সমিতিগুলি কৃষকদের থেকে সরাসরি ধান কিনতে সরকারকে অনেক সাহায্য করেছে। কৃষকদের কাছ থেকে এবার ২৮ লক্ষ মেট্রিক টন ধান নিয়েছে এই সমিতিগুলি।
  • আরও বেশি ওয়্যার হাউসিং তৈরি হোক, যাতে গোডাউনের সংখ্যা বাড়ে এবং আগামী দিনে আরও বেশি উৎপাদন ও কাজের মধ্যে দিয়ে আপনারা শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে পারেন।
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি।কৃষকরা আমাদের গর্ব। সরকার কৃষকদের সবরকম সহযোগিতা করছে। ২০১-১১ সালে কৃষকদের আয়ের পরিমাণ ছিল ৯১ হাজার টাকা এখন তা বেড়ে হয়েছে ২ লক্ষ টাকা।
  • এই বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়ার জন্য ১০০০ কোটি টাকা ঋণ ধার্য করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত।
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হবে। তারা বছরে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা পারবে।
  • ‘সুফলা’ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। আগে শস্য সংরক্ষণ ক্ষমতা ছিল ৮ লক্ষ মেট্রিক টন, আরও ৩০০০০ মেট্রিক টন বাড়ানো হয়েছে। ব্যবসা বেড়েছে ১ হাজার কোটি টাকা। আগামী দিনে এই সমবায় ব্যাঙ্কগুলি সারা ভারতবর্ষকে পথ দেখাবে। সমবায় সমিতিগুলো সমাজের গর্ব হোক।
  • নোট বন্দির সময় মানুষ অনেক সমস্যায় পরেছিলেন, টাকা জমা দিতে পারছিলেন না, ঋণ নিতে পারছিলেন না, তখন আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে আর্জি জানিয়েছিলাম।
  • সমবায় দপ্তরকে আরও সক্রিয় হয়ে ভালো করে কাজ করতে হবে। তাদের ১ নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য সব রকম সাহায্য করবে সরকার। আমরা সব স্কলারশিপের টাকা ব্যাঙ্কের মাধ্যমে দিই, আপনারা স্বাবলম্বী হলে আমরা আপনাদের মাধ্যমে এই টাকা গুলো দিতে পারব।
  • সময়মতা জনগণের টাকা ফেরত দিলে, সময়মতা ঋণ দিতে পারলে এই সমবায় সমিতিগুলো রাষ্ট্রীয় ব্যাঙ্কের মত শক্তিশালী হবে। মানুষের টাকা যাতে আপনাদের কাছে সুরক্ষিত থাকে তা দেখতে হবে। কেউ যেন এই টাকা তছনছ না করে, লোকসান যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে।
  • সমবায় সমিতিগুলোর কাছে অনুরোধ কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীদের আপনারা বেশি করে ঋণ দিন, যাতে তারা ভালো করে কাজ করতে পারে। আমার বিশ্বাস সারা ভারতে একদিন মডেল হবে এই সমবায় সমিতিগুলি।