Cooperatives to offer interest subsidy for long-term loans to farmers

The Bengal Government has decided to give interest subsidy for long-term loans to farmers from cooperatives.

This was a recent suggestion of the State Level Monitoring Committee for Cooperative Sector, a high-powered committee set up last January to look into the matter of extending banking facilities to more rural areas and into other areas to improve the cooperative sector.

Interest subsidy for short-term loans is already being extended to farmers. Now the same would be given for long-term loans. It will ensure further development of the State in the agriculture sector.

The Trinamool Congress Government has given a new lease of life to the State’s agriculture sector. Decisions like waiving tax on agricultural land and helping farmers with modern tools, and many others, have ensured an increase in the yield of numerous crops, helping the State bag the Central Government’s Krishi Karman Award for five consecutive years.

For the welfare of farmers, old-age pension – to those above 60 years – is being given. The number of recipients was recently decided to be increased, as well as the amount – from 69,000 to 1 lakh, and from Rs 650 to Rs 750 per month to Rs 1,000, respectively.

Source: Millennium Post

Bengal Govt to convert 2,600 cooperatives to banks

The Bengal Government has decided to give cooperative societies in villages where there are no banks all the facilities of banks. Through this move, 2,600 societies would be turned into banks.

Chief Minister Mamata Banerjee gave instructions in this regard on March 30. The State Cooperation Department has allotted Rs 396 crore for this purpose.

The cooperative society-turned-banks would have all the facilities of regular banks, including those related to loans and money transfer. For example, money can be transferred through NEFT and RTGS. The banks would have their own ATMs too. These banks would start operating from the next financial year.

According to the Cooperation Minister, who gave these details while announcing the formation of the banks, the 2,600 cooperative societies have been selected on the basis of better track records from among the approximately 6,000 cooperative societies in Bengal.

 

২৬০০ ঋণদানকারী সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সরকার

রাজ্যের যে সমস্ত গ্রামে কোনও ব্যাঙ্কের শাখা নেই, সেখানে ঋণদানকারী সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সমবায় দপ্তর। মোট ২৬০০টি সমিতি ব্যাঙ্কের মর্যাদা পাবে। ওই সমিতিগুলি থেকে ঋণের পাশাপাশি ব্যাঙ্কের যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩০শে মার্চেই এই নির্দেশিকা জারি হয়েছে। এজন্য রাজ্য সমবায় দপ্তর ৩৯৬ কোটি টাকা বরাদ্দ করেছে। সমবায় দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের মতো এখানেও এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে আরটিজিএস বা এনইএফটি করা যাবে। সমিতিগুলির নিজস্ব এটিএমও চালু হবে। আগামী আর্থিক বছরের প্রথম থেকেই এই ব্যবস্থা চালু হবে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্যের ২৫০টি গ্রাম পঞ্চায়েতে কোনও ব্যাঙ্কেরই শাখা নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা। রাজ্যে প্রায় ৬০০০ সমবায় সমিতি আছে। তার মধ্যে থেকে আমরা ট্র্যাক রেকর্ড ভালো থাকা ২৬০০টি সমবায় সমিতি বাছাই করেছি। আমরা ২৫০টি জেলা সমবায় ব্যাঙ্কের শাখা করব বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার কাজও চলছে।

দ্রুত বাছাই করা সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের পরিকাঠামো তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছে। সমবায় দপ্তর সূত্রের খবর, প্রতিটি গ্রামে এটিএম কাউন্টার তৈরির পাশাপাশি এনইএফটি বা আরটিজিএস করার জন্য অনলাইন লিঙ্ক চালু করা থেকে শুরু করে প্রযুক্তিগত সমস্ত ব্যবস্থা দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও শহরের সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হচ্ছে না।

Bengal Govt to set up cooperative banks in 250 more villages

2The State Cooperation Minister has announced recently that cooperative banks are going to be set up in 250 more villages across Bengal. Now there are 710 gram panchayats without any banks.

Cooperative banks are the primary banking institutions in rural regions, as bigger government and private banks cannot afford to serve such small populations. Hence it is crucial that more such banks are set up.

On December 6, a first-of-its-kind meeting was chaired by Chief Minister Mamata Banerjee where all the district cooperative bank chairpersons were present, as well as some of the senior ministers and State Government officials. This decision is an outcome of that meeting.

The 250 villages selected are those which are isolated, and hence most in need. People from these villages will have easy accessibility to loans from these banks, and interest rates of cooperative banks are not that high.

Currently, there are 29,000 cooperative banks in Bengal.

২৫০টি গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়বে রাজ্য

রাজ্যের ৭১০টি গ্রামে কোনও ব্যাঙ্ক নেই। কয়েক কিলোমিটার দূরে যেতে হয় টাকা জমাতে। গরিব মানুষের সঞ্চয়ের ইচ্ছায় বাধ সেধছে দূরত্ব। তাই এবার গ্রামে গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়বে রাজ্য। আপাতত ২৫০টি গ্রামে এই সমবায় গড়ার সিদ্ধান্ত হয়েছে। এ কথা জানিয়েছেন সমবায় মন্ত্রী।

তিনি বলেন, সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। আমরা পারি সমবায় ব্যাঙ্ক করতে। এ কারণেই রাজ্যের বিভিন্ন গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়ার চিন্তা ভাবনা। যে সব গ্রাম একেবারে পিছিয়ে সেগুলিকে চিহ্নিত করে তালিকা করা হয়েছে। সেখান থেকে ২৫০ গ্রামকে বেছে নেওয়া হচ্ছে।

এই সমবায় ব্যাঙ্ক থেকে গ্রামের মানুষ সহজে ঋণ নিতে পারবেন। সুদও কম। ফলে সরকারি বড় ব্যাঙ্কের ঝামেলা থাকবে না। রাজ্যে ২৯ হাজার সমবায় ব্যাঙ্ক রয়েছে।

 

Source: Aajkal

Bengal CM launches Shreshtarghya – a cooperative for journalists in north Bengal

Bengal Chief Minister Mamata Banerjee today launched a unique cooperative for the journalists of north Bengal, at Siliguri. She has christened the cooperative as Shreshtarghya.

The Chief Minister handed over the land documents for the Siliguri Journalists’ Club. She has allotted 5 kathas of land for the SJC at Kawakhali in the outskirts of Siliguri.

West Bengal Government  has already announced a health insurance scheme for journalists. The scheme has been named Mabhoi by the Chief Minister herself. The formal name of the scheme is West Bengal Health Scheme for Journalists, 2016. The scheme is applicable for all West Bengal Government-accredited journalists till the age of 65, including those who have retired.

The Chief Minister will then visit Kalimpong where a number of Government programmes are lined up for the next day.

 

মুখ্যমন্ত্রীর হাতে আজ সূচনা হল ‘শ্রেষ্টার্ঘ্য’-র

উত্তরবঙ্গের সাংবাদিকদের জন্য সুখবর। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় একটি অনন্য সমবায়ের সূচনা হল আজ শিলিগুড়িতে, মমতা বন্দোপাধ্যায় যার নাম রেখেছেন “শ্রেষ্টার্ঘ্য”।

শিলিগুড়ি থেকে অনতিদূরে একটি পাঁচ কাঠা জমির দলিল তিনি আজ উত্তরবঙ্গের সাংবাদিকদের হাতে তুলে দেন; এখানে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব তৈরী করা হবে।

ইতিপূর্বেই সরকার সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমার কথা ঘোষণা করেন, যে উদ্যোগটির নামকরণ করা হয়েছে মাভৈ। এই প্রকল্পটির সরকারি নাম অবশ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর জার্নালিস্টস, ২০১৬। ৬৫ বছর বয়স পর্যন্ত কাজে নিযুক্ত ও অবসরপ্রাপ্ত সকল সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত সাংবাদিকরা এই প্রকল্পের আওতায় পড়বেন।

এরপর মুখ্যমন্ত্রী কালিম্পঙ যাবেন যেখানে কাল তিনি একগুচ্ছ সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।