NBSTC to launch app for booking tickets

The North Bengal State Transport Corporation (NBSTC) will soon launch a mobile app through which people across the state will be able to book bus tickets for long-distance buses to go anywhere in north Bengal.

More than 500 buses are operational under NBSTC. Cooch Behar-Kolkata and Siliguri-Kolkata are some of the popular routes for which demand is high most of the year.

NBSTC officials said the app would be specially useful for students, who want to travel to and from north Bengal on weekends and avoid harassment of ticket booking.

They also said that NBSTC is also working on updating its website. The updated website will now include details of the popular tourist destinations across north Bengal and their route of travel.

Source: Indian Express

 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে

উত্তরবঙ্গের যেকোনো জায়গায় যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের টিকিট এবার কাটা যাবে অ্যাপে। শীঘ্রই এই অ্যাপটি তৈরি করবে উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ৫০০র বেশী বাস চলে। কোচবিহার-কলকাতা ও শিলিগুড়ি-কলকাতা রুটগুলিতে টিকিটের চাহিদা সারা বছর থাকে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আধিকারিকরা জানান, এই অ্যাপটি পড়ুয়াদের জন্য খুব উপকারী হবে। কারণ অনেক পড়ুয়াই সপ্তাহান্তে উত্তরবঙ্গে গিয়ে থাকে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তাদের ওয়েবসাইটটি আপডেটেরও কাজ করছে। এবার এই ওয়েবসাইটে উত্তরবঙ্গের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গুলির বিবরণ ও সেখানে যাওয়ার রুটের বর্ণনাও থাকবে।

Bengal Govt to operate small aircraft to improve regional connectivity

The State Transport Department, in collaboration with private airlines operators, has decided to operate small aircraft to increase regional connectivity.

The aircraft will be operated from Kolkata to Andal, Cooch Behar, Bagdogra, Malda and other small airports. Each aircraft will have seating capacity of 10 to 25 people. Among the airports, Bagdogra, Balurghat and Cooch Behar have been renovated by the government for operating small aircraft.

The State Government has also decided to spend Rs 300 crore for infrastructure development of Kazi Nazrul Islam Airport in Andal near Durgapur including better sewerage and drainage system, transport system as well as for providing better services to air passengers.

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সরকার চালাবে ছোট বিমান

 

রাজ্য পরিবহণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বেসরকারি বিমান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সরকার চালাবে ছোট বিমান।

এই বিমান চলবে কলকাতা থেকে অন্ডাল, কোচবিহার, বাগডোগরা, বালুরঘাট, মালদা ও অন্যান্য ছোট বিমানবন্দরে। প্রতিটি বিমানে থাকবে ১০ থেকে ২৫ জনের বসার জায়গা। এই কারণে, বাগডোগরা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দরগুলির সংস্কার করা হয়েছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুরের নিকটস্থ অন্ডাল বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় করবে।
Source: The Statesman

State Govt opening 8 Sufal Bangla outlets in north Bengal

After the success of Sufal Bangla in the districts of south Bengal and in Kolkata, the State Agriculture Marketing Department is going to open Sufal Bangla outlets in Kurseong, Kalimpong and other parts of north Bengal.

Besides Kurseong and Kalimpong, Sufal Bangla stalls will also come up in Siliguri (two stalls), Jalpaiguri, Raiganj, Cooch Behar, and Alipurduar. All the stalls in north Bengal are expected to become operational by November.

It may be mentioned that the Sufal Bangla stalls have been introduced to ensure that common people get fresh vegetables at the correct price. The stalls are mainly run by different farmers’ producers’ organisations (FPOs), who collect the vegetables directly from farmers. Thus the stalls benefit farmers as well as the common people – the former because they do not need to depend on middlemen and hence get to keep the entire amount from selling their produce.

At present, there are 19 permanent Sufal Bangla stalls and 48 mobile stalls, 22 of the latter having been introduced just ahead of Durga Puja. According to an official of the Agriculture Marketing Department, during the days of the Durga Puja, the total turnover of the Sufal Bangla stalls had gone up, so much so that operators had to stock vegetables twice a day.

The Agriculture Marketing Department has set a target of establishing 100 Sufal Bangla stalls all across the state by the end of the current financial year, that is, March 2018.

 

‘সুফল বাংলা’ এবার পাড়ি দেবে উত্তরবঙ্গে

 

দক্ষিণবঙ্গে অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের কৃষি বিপণন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে কার্শিয়ং, কালিম্পং ও উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় সুফল বাংলার স্টল খোলার। স্টল খোলার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছে কৃষি বিপণন দপ্তর।

কার্শিয়ং, কালিম্পং-এর পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ারেও খুলবে সুফল বাংলা বিপণি। শিলিগুড়িতে খুলবে দু’টি স্টল। পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে এই স্টলগুলির খুলে যাওয়ার কথা।

প্রসঙ্গত, সুফল বাংলা বিপণি খোলা হয় সাধারন মানুষকে ন্যায্য মূল্যে তাজা সবজি বিক্রি করার জন্য। সরাসরি চাষিদের থেকে সবজি কিনে সুফল বাংলা কেন্দ্রে তা বিক্রি করা হয়। এর ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্যও পান।

এই মুহূর্তে, দক্ষিণবঙ্গে মোট ১৯ টি স্থায়ী এবং ৪৮ টি ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল আছে। এর মধ্যে পুজোর আগে ২২ টি ভ্রাম্যমাণ স্টল শুরু করা হয়। দপ্তরের লক্ষ্য আগামী বছর মার্চ মাসের মধ্যে এই সংখ্যা ১০০ তে নিয়ে যাওয়ার।

Source: Millennium Post

Bengal Govt gearing up to turn historical towns into heritage cities

The State Tourism Department has decided to turn each of the well-known historical towns of Bengal into a ‘heritage city’.

Cooch Behar, with its royal palace and famous lake (Lal Dighi), and 2, with its cultural heritage linked to Chaitanya Mahaprabhu, are first on the list.

The State Government has appointed IIT Kharagpur (for Cooch Behar) and IISER Shibpur (for Nabadwip) to prepare detailed project reports (DPR). The renovations and modernisations of the tourist sites and facilities would be taken up based on the DPRs.

Work is expected to begin this year itself. Among the areas to be looked into are the electricity and sewage systems of the places. Similar steps would be taken up gradually for the other famous places in the state.

পর্যটনে সুদিন আনতে ঐতিহ্যের শহরে রুপটান

মাথায় মহামহিম হিমালয়। পদতল ধুয়ে দিচ্ছে বঙ্গোপসাগর। এহেন প্রাকৃতিক ঐশ্বর্যের পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে সাংস্কৃতিক আর ঐতিহাসিক সম্পদ। পর্যটন জোয়ার আনতে এ বার রুপটান পড়তে চলছে সেই সব ঐতিহ্যবাহী অঞ্চলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় ঠিক করেছেন ,পর্যটক টানতে রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী শহরে সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা করা হবে। উত্তরে কোচবিহার এবং দক্ষিণে নবদ্বীপকে দিয়ে শুরু হচ্ছে সেই কাজ।

ব্রিটিশ আমলের বাংলার একমাত্র রাজন্যশাসিত রাজ্য কোচবিহারের অন্যতম ঐতিহ্য তার দিঘি ,প্রাসাদ ও বাড়ি।আর গৌড়ীয় সংস্কৃতির পীঠস্থান নবদ্বীপের ঐতিহ্য তার মন্দিরে ,তার চৈতন্যসংস্কৃতিতে। এসবই সংরক্ষণ করে দুই শহরের প্রাচীন রূপ ফিরিয়ে আনার কাজ করবে সরকার।

কি ভাবে তা করা হবে ,তার সবিস্তার রিপোর্ট তৈরির দায়িত্ব পেয়েছে আইআইটি খড়্গপুর এবং আইআইএসটি শিবপুর। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ,ঐতিহ্যবাহী শহরের সার্থক রূপ দিতে মাটির তলা দিয়ে শহরের বিদ্যুতের সংযোগ এবং নিকাশির ব্যবস্থা হবে।

এর পর ধাপে ধাপে বিষ্ণুপুর-সহ ঐতিহ্যবাহী সব শহরকেই সংরক্ষণের আওতায় আনার পরিকল্পনা আছে।

Cooch Behar, Nabadwip towns to become heritage sites for historical importance

The Mamata Banerjee Government will soon declare the historically important towns of Nabadwip and Cooch Behar as heritage sites. As per the Chief Minister’s instructions, the West Bengal Heritage Commission has initiated necessary measures including engaging competent authorities to undertake studies before declaring the places with immense historical importance as heritage towns.

The primary reasons behind the decision are preserving and maintaining the old monuments and encouraging tourists to visit them. The commission has engaged Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur to carry out a study on Nabadwip and Indian Institute of Technology, Kharagpur on Cooch Behar.

A road map will be chalked out based on the reports for the restoration of the monuments and other buildings in the towns. As per rules, there has to be a museum in a town that gets a heritage tag. Hence, steps would be taken build one in each of the towns, where their histories would be laid out and also the reasons behind declaring them as heritage ones.

Nabadwip in Nadia district is the birthplace of the great Vaishnava saint and social reformer, Chaitanya Mahaprabhu. It was also known as the ‘Oxford of East’ for centuries as it was once a centre of learning and philosophy. It is a centre of pilgrimage for lakhs of people from India as well as different parts of the world. The old structures and monuments of Nabadwip portray the richness and glory of the Bhakti Movement in the medieval period.

On the other hand, Cooch Behar in North Bengal is one of the few planned cities that came up during the 19th century. The princely state of Cooch Behar  had a progressive king in the 19th century who had engaged a German town planner. As a result, the houses were built on the lines of German architecture. All the roads in the town were built following a particular plan. The banks of ponds were also beautified. The king had also planned for the setting up of an airport in Cooch Behar. Moreover, it had been a long-standing demand of the people to declare it as a heritage town. After coming to power in 2011, the Chief Minister had decided to preserve the heritage of historical towns and develop their infrastructure.

 

 

ঐতিহাসিক গুরুত্বের জন্য হেরিটেজ তকমা পেতে চলেছে কোচবিহার ও নবদ্বীপ

ঐতিহাসিক গুরুত্বের জন্য কোচবিহার ও নবদ্বীপ পেতে চলেছে হেরিটেজ তকমা – মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এক অভিনব উদ্যোগ। মুখ্যমন্ত্রী এইকাজের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে। কোনও স্থানকে ঐতিহাসিক দিক দিয়ে বিচার করে হেরিটেজ ঘোষণা করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন, তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল নির্দিষ্ট কর্তৃপক্ষকে নিযুক্ত করা যারা ঐতিহাসিক গুরুত্ব বিচার করবে।

এই সিদ্ধান্তের মূল কারন, ওই প্রাচীন ঐতিহাসিক নমুনা গুলিকে সংরক্ষণ করা ও পর্যটকদের ওইসব স্থান পরিদর্শনে উৎসাহিত করা। কন্সারভেশন আর্কিটেক্টও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ওই দলগুলি শীঘ্রই তাদের নির্দিষ্ট করা স্থানগুলিতে যাবেন। তাঁরা গভীর অনুসন্ধান করে যা রিপোর্ট দেবেন, সেটিই রাজ্যসরকারের কাছে পাঠানো হবে।

একটি কর্মসূচী তৈরী করা হবে যেটিকে অনুসরণ করে ওই ঐতিহাসিক সৌধ ও বাড়িগুলির সংস্কারের কাজ করা হবে। ওই দুটি শহরে একটি করে মিউজিয়াম গড়ে তোলা হবে যেটিকে হেরিটেজ বলে ঘোষণা করা হবে। এর পাশাপাশি ওই মিউজিয়ামগুলিকে হেরিটেজ ঘোষণা করার কারণও লিপিবদ্ধ থাকবে।

নদীয়া জেলার নবদ্বীপ হল বৈষ্ণব মহাপ্রভু ও সমাজ সংস্কারক শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। দর্শন শাস্ত্রের জন্য নবদ্বীপ নগর শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ছিল। এই অঞ্চলটি এককালে সারা বিশ্ব ও দেশের কাছে ছিল পীঠস্থান। আজও এখানকার স্মৃতিসৌধগুলি মধ্যযুগের ভক্তি আন্দোলনের ঐতিহ্য বহন করে।

অন্যদিকে কোচবিহার হল ঊনবিংশ শতাব্দীর কয়েকটি পরিকল্পিত শহরের একটি। উত্তরবঙ্গের এই স্থাপত্যে মোড়া ঊনবিংশ শতকের শহরে এক প্রগতিশীল রাজা এক জার্মান স্থপতিকে নিযুক্ত করেছিলেন এই শহরের পরিকল্পনা করতে। তাই বাড়িগুলি তৈরি হয়েছে জার্মান স্থপতির পরিকল্পনা অনুযায়ী। সমস্ত রাস্তাঘাট তৈরি হয়েছে সুপরিকল্পিত ভাবে ও পুকুরের পাড়গুলিকেও সুন্দর ভাবে সাজানো হয়েছে। রাজা ওই অঞ্চলে একটি বিমানবন্দর নির্মাণেরও পরিকল্পনা করেন। এই অঞ্চলের মানুষের অনেক বছরের দাবী ছিল এই শহরকে হেরিটেজ ঘোষণা করা। ২০১১’য় ক্ষমতায় আসার পর ঐতিহাসিক নগর গুলির সংরক্ষণ ও পরিকাঠামোর উন্নয়নের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

 

 

Bengal Govt sets up Rajbongshi Development Board

The Bengal Government has decided to set up the Rajbongshi Development Board. This was announced by Chief Minister Mamata Banerjee in Cooch Behar.

The board is going to work for the well-being of the Rajbongshi people; this is the latest board to be set up by the State Government for the ethnic communities of north Bengal.

On Tuesday, she was felicitated by Kamtapur People’s Party at a function in Raas Mela Math, Cooch Behar. Speaking on the occasion, she said, “We respect all languages and cultures. We must preserve our own language and culture.”

The CM added: “We respect and love all religions. We will not tolerate divisive politics. We will not tolerate politics of riots by BJP.”

 

রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠন করবে রাজ্য সরকার

রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠন করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার কোচবিহারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উন্নয়ন পর্ষদে রাজ পরিবারের সদস্যদের নেওয়া হবে।

উত্তরবঙ্গের রাজবংশী জনগোষ্ঠীর মানুষদের উন্নয়নের জন্য কাজ করবে এই পর্ষদ। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য অনেকগুলি উন্নয়ন পর্ষদ গঠন করেছে রাজ্য সরকার।

মঙ্গলবার কামতাপুর পিপলস পার্টির একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সব ভাষাই আমার ভালো লাগে, নিজের ভাষা, সংস্কৃতিকে মর্যাদা দেওয়া উচিত।

তিনি আরও বলেন, “আমি সব ধর্মকে ভালোবাসি, সম্মান করি, বিভেদের রাজনীতি বরদাস্ত করব না। বিজেপির দাঙ্গার রাজনীতি আমরা মেনে নেব না।”

Mamata Banerjee to visit north Bengal today

Bengal Chief Minister Mamata Banerjee will visit Cooch Behar and Alipurduar during her north Bengal visit starting today and hold administrative review meetings in both the districts. She is also said to be attending public rallies from where she will be distributing benefits to people as well.

The Bengal government had taken up several projects to ensure overall development of the districts. Banerjee will be taking stock of the development projects, works of which are going on in full swing in the districts. Alipurduar is a new district that has been carved out of Jalpaiguri and this is the 20th district of the state that came into existence on June 25, 2014.

The state government had prepared a comprehensive plan to ensure proper development of the new district. During her visit, the Chief Minister will be giving emphasis on those projects that have been taken up for the overall development of the newly-formed district including better communication facilities and healthcare system. She will also be taking stock on the progress of the work done in those projects. Most of the enclaves that came under the Indian Territory in 2014 lie in Cooch Behar.  The state government had taken up several projects including supply of power, construction of roads and distribution of ration cards among the enclave dwellers.  The Chief Minister will also be taking stock of the progress of the development work taken up for the enclaves.  She will also be addressing meeting with officials who are in-charges of executing the work in the enclaves and would plan the future road map for the overall development of the region.

 

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উন্নয়নের ডালি নিয়ে আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া জনসভাও করবেন এবং সেখান থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

২০১৪ সালের ২৫ জুন ২০ তম জেলা হিসেবে স্বীকৃতি পায় আলিপুরদুয়ার। এই জেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধ্যায় নেতাজী সুভাষ ইনডোর স্টেডিয়ামে কোচবিহার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।

আগামীকাল কোচবিহার জেলার রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে এবং এরপর একটি জনসভা করবেন তিনি।

 

Partha Pratim Ray asks a Supplementary Question on telecom services in LWE affected areas

FULL TRANSCRIPT

The BSNL network is poor not only in LWE areas, but in almost every State of the country, specially in rural and border areas, including my constituency Cooch Behar. In this online age, day to day work both in public and private sector (specially in banking sector, education sector and various online services like salary submission, scholarship and other activities) are hampered due to poor network of BSNL. And there is a common tendency to use other networks instead of BSNL.

My question, through you, to the Minister is what is the government’s initiative to provide smooth and secured BSNL network throughout the country, specially in rural and border areas.

The Ministry of Human Resources Development is going to launch a new e-based education system. For the success of this programme the online network should be ensured in the rural areas. What is the government’s initiative in this regard?

 

Partha Pratim Ray demands Cooch Behar be included under BRGF scheme

FULL TRANSCRIPT

Sir, Cooch Behar district, my constituency, is 52% SC, 27% Muslim-minority populated. At the same time it is economically backward region; it is an agri-based district. There are no major industries.

Almost 3 lakh people who go to different States as labourers every year. Per capita credit and deposits are also not satisfactory in comparison to national average.

Under these circumstances, I demand that Cooch Behar district be included under the BRGF scheme.

Thank you, Sir.

 

Partha Pratim Roy asks a Supplementary Question on electrification of villages

FULL TRANSCRIPT

Many of the villages all over India, including few villages of West Bengal, are unelectrified till now. Madam, in my parliamentary constituency Cooch Behar 54 Mouzas which are disconnected from the mainland – due to the rivers Kaljani and Dhoula – are unelectrified. Fifty five Bangladeshi enclaves which were recently exchanged between Government of India and Government of Bangladesh are also unelectrified. My earnest request to the Minister is to electrify these areas immediately. What is government’s initiative taken in this regard?