Bangla Govt to add 2,000 MW of power in 5 years

The Bangla Government is planning to add 2,000 megawatt (MW) of power over the next five years and is also planning to incorporate the latest technologies to reduce distribution and transmission losses. These decisions were announced by the State Power Minister at the 9th Energy Conclave organised by the Confederation of Indian Industry (CII) recently.

The 2,000MW will be a mix of thermal and hydro, as well as of solar and other alternative sources of power. Part of the 2,000 MW will be 300 MW of solar power.

According to the minister, efforts are also being made to improve the quality of power. Old thermal power plants are gradually being replaced by modern facilities to improve efficiency in power generation.

The State Government has already made a significant improvement in the field of power generation. Renewable energy has been given special thrust since Chief Minister Mamata Banerjee came to power.

The minister said at the conclave that renewable energy has become an important component for achieving energy security. From 1 MW when the Trinamool Congress came to power, solar power capacity of Bangla is now around 200 MW.

IT sector in Bangla: Improving in leaps and bounds

The information technology sector in Bangla has progressed in leaps and bounds under the leadership of Chief Minister Mamata Banerjee. The Trinamool Congress Government has created a favourable environment for the growth of the sector and its related industries in Bangla.

This is evident from a comparison of the achievements of the Information Technology & Electronics Department in 2010-11, which was the last year of the Left Front rule, and 2017-18:

· Plan Budget of the department: More than doubled, from Rs 93.7 crore to Rs 201.53 crore, signifying an increased focus on the information technology and electronics sector;
· Software export turnover: Grew by almost 2.5 times, from Rs 8,500 crore to Rs 21,000 crore. Bangla is thus gradually turning into a hotbed of cutting-edge technology;
· Employment in IT sector: Significant rise from 90,000 to 1.5 lakh, ushering in a tech-savvy generation
· Investment for creation of IT hardware clusters: Nil earlier to Rs 14.86 crore; thus, the State Government, for the first time, under the direction of Trinamool Congress, is focussing on the creation of hardware clusters
· Investment for creation of IT parks: Grew by more than 16 times, from Rs 37.18 crore to Rs 612.11 crore, thus bringing about an unprecedented focus on infrastructure creation – 15 IT parks have been completed and 10 more are under construction.

Under the direction of Mamata Banerjee, the department is bringing about an all-round development, opening numerous employment opportunities, both in software and hardware.

Bangla Govt introduces GEM portal for more transparency

To make buying by Government departments more transparent, the Bangla Government has introduced a model called Government e-Marketplace (GEM).

GEM is in the form of a portal. Details regarding the purchase of any stationery item by a department costing more than Rs 10,000 would have to be put up on the portal. All vendors of the Government would also have to be registered on the portal.

After the details are put up, online tenders would be issued. As happens with any tender, the vendor bidding the lowest amount would get the tender. About 4 lakh items would be available through this portal.

A special training was organised at Nabanna for officials of all the departments in batches, from August 6 to 10. Officials of the Finance Department provided the training. For each department, a nodal officer and two master trainers have been identified, who were provided the training. They, in turn, would train the colleagues of their departments who deal with procurement.

This is another fruitful step by the Trinamool Congress Government in making e-governance an integral part of the governmental system. Systems like e-tender, Integrated Financial Management System (IFMS), Government Receipt Portal System (GRIPS) and Human Research Management System (HRMS) by the Finance Department are up and running for quite some time.

From January this year, the process was started to make all Government offices into e-offices, whereby all paper documents of all departments are being scanned in a step-by-step manner and stored online, and easy retrieval systems being put in place.

Source: Bartaman

The inception of Trinamool Congress – Looking back at January 1, 1998

Mamata Banerjee had carried out numerous movements in the interest of the people over a period of time, but simultaneously she was realising that to take her movement ahead, she needed a separate platform to raise her voice against the barbaric rule of the CPI(M). Being with the Congress party was becoming a hindrance.

It was this idea and need which gave birth to the Trinamool Congress on January 1, 1998. In 1997, when the Congress convention was going on at Netaji Indoor Stadium, Mamata Banerjee organised an outdoor convention. She believed in working for grassroots people. She wanted to work for common people. That is why she and her compatriots chose the name Trinamool.

The time she chose was the end of the 11th Lok Sabha and the beginning of the 12th Lok Sabha. As a politician of much experience and stature, she understood that it was the right time to launch the party and feel the pulse of the electorate, as people were in admiration of her having seen her work.

Trinamool Congress was established on January 1, 1998. “A silent revolution is taking place in West Bengal. The people are on the verge of writing history… A new epoch will start”, said Chairperson Mamata Banerjee.

On the day of the inception of Trinamool Congress, Mamata Banerjee sketched the logo of the party which signifies ‘grass root’ (two saplings on the grass). She thought if the Election Commission approves the logo then she will achieve two goals: one, the launch of her party and two, of simultaneously taking the philosophy of the party and explaining to the people her deep thought behind the logo, which was the message of secularism, “Ek e brinte duti kusum, Hindu Musalman, ekjon tar noyonmoni onno ti tar pran” (two buds on the tree, Hindu and Muslim. If one of them is the eye, then the other is life).

The Election Commission did approve the logo but had also issued a stricture which read if the Trinamool Congress failed to get six-percentage of votes in the 12th Lok Sabha elections, then the pre-symbol will be cancelled. Trinamool Congress well passed the cut-off percentage and the party was born.

 

ফিরে দেখা ১লা জানুয়ারী, ১৯৯৮ – কি করে তৈরী হল তৃণমূল কংগ্রেস?

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের প্রথম থেকেই একের পর এক গণআন্দোলন করেছেন মানুষের স্বার্থে। তবে যত সময় গড়িয়েছে, তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে অত্যাচারী সিপিএম-এর নৈরাজ্য থেকে বাংলা ও বাংলার মানুষকে মুক্তি দিতে হলে তাঁর একটি পৃথক মঞ্চ চাই, যেখান থেকে তিনি তাঁর নীতি, সিদ্ধান্ত, বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, যা তিনি কংগ্রেস দলে থেকে কিছুতেই করতে পারবেন না। এই চিন্তা থেকেই ১৯৯৮ সালের ১লা জানুয়ারি জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।

১৯৯৭ সালে যখন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেস সম্মেলন চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন জনসমক্ষে এক পৃথক সম্মেলনের আয়োজন করেন। তিনি সবসময় তৃণমূল স্তরে সাধারণ মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী ছিলেন। এই জন্যই তিনি, ও তৎকালীন তাঁর সহ রাজনৈতিক যোদ্ধারা, নতুন দলের নাম রাখেন তৃণমূল।

১১তম লোকসভার সমাপ্তি ও ১২তম লোকসভার শুরু – এই সময়ের সন্ধিক্ষণের সময়টাই তিনি বেছে নিয়েছিলেন। অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ার কারণে তিনি অনুধাবন করতে পারেন এটিই সঠিক সময় একটি নতুন রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার। তিনি এও বুঝেছিলেন, এটি সঠিক সময় সাধারণ মানুষের প্রবণতা বোঝার, কারণ অনেক দিন ধরেই প্রচুর মানুষ তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য উদগ্রীব ছিলেন।

তৃণমূল কংগ্রেস তৈরী হয় ১৯৯৮ সালের ১লা জানুয়ারি – “পশ্চিমবঙ্গে একটি নিঃশব্দ বিপ্লব শুরু হচ্ছে। মানুষ নতুন ইতিহাস তৈরির দোরগোড়ায়-এক নতুন কাল সৃষ্টি হবে”, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।

তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক আঁকেন – ঘাসের ওপর জোড়া ফুল। তৃণমূল দলটি যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেটিও প্রতিফলিত হবে এই প্রতীকে। ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।’ এই ছিল এই প্রতীকের বার্তা।

নির্বাচন কমিশন এই প্রতীকটি অনুমোদন করে, কিন্তু, একটি শর্ত দেয়, আগামী লোকসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস যদি ৬শতাংশ ভোট না পায়, তাহলে এই প্রতীক বাতিল করে দেওয়া হবে। তৃণমূল খুব সহজেই এই বাধা অতিক্রম করে এবং জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।

Trinamool for probe of destroyed Netaji files during Cong regime

Following declassification of 50 files on 29 March 2016 relating to Netaji Subhas Chandra Bose, it has been revealed that a file (Number 12 (226)/56PM) was destroyed on 6 March, 1972, “certain documents” of another file (Number 23(156)51PM) was also destroyed, and another file (Number 2(381)60-66PM) was not traceable.

All India Trinamool Congress demands a probe into the Netaji files that have been reported destroyed and/or untraceable during the Congress regime.

“We are deeply disappointed by this misdeed on the part of the then Central Government led by Congress Party in destroying files that would reveal the truth about our greatest national hero, Netaji Subhas Chandra Bose, and condemn the irresponsibility of such acts,” said Sukhendu Sekhar Roy, Chief Whip, Rajya Sabha.

“It is incumbent upon the Government of India to constitute a high-powered committee in public interest and unearth the true nature and contents of the Netaji files, and also to ascertain the names of the persons who failed in the safekeeping of the files,” he added.

It is also reported that the Central government led by the Congress party filed a review petition in the Delhi High Court to avoid the publication of the book ‘A History of the Indian National Army, 1942-45’, the draft of which was prepared by the Historical Division of the Defence Ministry of the Government in 1949-50.

All India Trinamool Congress also urges upon the Central Government to publish the book without further delay.

 

কং-আমলে নষ্ট হয়ে যাওয়া নেতাজির ফাইলের তদন্ত চাইল তৃণমূল

২৯শে মার্চ ২০১৬ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ৫০টি নথি প্রকাশের পর জানা গেছে যে ১৯৭২ সালের ৬ই মার্চ একটি ফাইল (Number 12 (226)/56PM) নষ্ট হয়ে যায়, ওপর একটি ফাইলের (Number 23(156)51PM) কিছু অংশ নষ্ট করা হয় এবং আরও একটি ফাইল (Number 2(381)60-66PM) পাওয়া যাচ্ছে না।

কংগ্রেসের শাসনকালে নেতাজির যেসব ফাইলগুলি নষ্ট হয়েছে সেগুলির তদন্ত দাবি করল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস।

“দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব নথি যেভাবে কংগ্রেস আমলে নষ্ট করা হয়েছে তা অত্যন্ত হতাশাজনক। এই দায়িত্বজ্ঞানহীন কাজের আমরা তীব্র নিন্দা করছি,”  বলেছেন রাজ্যসভার তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়।

তিনি আরও বলেন, “জনস্বার্থের খাতিরে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে একটি high-powered কমিটি গঠন করে নেতাজি সংক্রান্ত ফাইলগুলির সত্য উদঘাটন করা ও যারা এই নথিগুলি রক্ষণাবেক্ষণে ব্যর্থ হয়েছেন তাদের নাম জনসমক্ষে আনা”।

১৯৪৯-৫০ সালে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দপ্তর ‘A History of the Indian National Army, 1942-45’ শীর্ষক একটি বই প্রকাশ করার উদ্যোগ নেয়। পরবর্তীতে কংগ্রেস পরিচালিত সরকার এই বইটির প্রকাশনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করে।

সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের কাছে বইটি যথাশীঘ্র প্রকাশ করার আর্জি জানাচ্ছে।

Mamata Banerjee speaks on the conspiracies hatched by the Opposition against Trinamool Congress – FULL TRANSCRIPT

Whenever it is election season in Bengal, the Opposition engages in falsehoods, conspiracies, slander and misinformation; canards are spread against us. In other states political battles are fought only at the time of polls; there is no politics over developmental works. However, in Bengal a section of the media and the Opposition only believes in smear campaign.

A section of the media has already started its smear campaign but, according to me, this is a manufactured conspiracy; it is concocted and there is involvement of foreign money in this case.

So many political parties have joined hands to take on Mamata Banerjee and Trinamool Congress in the polls. Even then, they need black money from foreign soils to blackmail us. They do not have any ethical right to continue in politics.

Why are they so afraid?What are they afraid of? I have always maintained that our political opponents should fight us politically. Let them challenge us on development; let them compete with us on the plank of development and progress.Judge us on the parameter of work done;judge us on the basis of our performance. But the Opposition is afraid to do that.

In the last five years we have transformed Bengal. People now are proud to say that they belong to Bengal.But CPI(M), Congress and BJP, with the help of some agencies with vested interests, want to paint a negative picture of the State through continuous conspiracies. Sometimes they stage riots to sow seeds of division between people.

This operation has all the signs of a conspiracy, hatched with the help of foreign funds. I have my doubts on the authenticity of the incident. I think they are concocted. I have doubts over the involvement of the Trinamool Congress with this case.

This person had conducted a similar affair earlier, but couldn’t prove the allegations. There was a lot of illegality involved. What credibility does that person have to question Trinamool Congress, just before the elections?

If the operation was conducted in 2014, what stopped the agency from broadcasting the tapes for two years? Why were they sleeping on it? Was it because they wanted to malign us just before the Assembly polls as they know that they will not be able to defeat us in any other way?

If you cannot defeat her, beat her up and murder her – this is always their plan. Since they cannot defeat me politically, they are maligning my party. I have reached the position I am in now after years of struggle; 99 per cent of my party workers are hard-working.They are trying to malign all these people. It is not always possible to control the rest one per cent; that is also the case for any family. If we come to know of any such malicious activities we always take action. We never authorise anyone to collect money on behalf of party like this.

The BJP, the Congress and the CPI(M) have enough party funds to run an election campaign; they have a lot of moveable and immoveable assets. Trinamool Congress, on the other hand, is a political party which is not-so-well-off financially. We just about manage to fulfil our election expenses with whatever little we have. We depend on membership fees and whatever else people give us. I think our budget is the smallest among the political parties in India.

People of Bengal can see through the intentions of the Opposition; they cannot tackle us politically; so they are up to dirty tricks. Money power, muscle power, mafia power, and media (some sections not all) power have ganged up along with central agencies to malign the character of Mamata Banerjee.

We want an investigation into the whole incident; let there be an investigation about the people who are using foreign money and black money to try and blackmail Trinamool leaders.

The main target of these vested interests is not the 2016 Assembly but the 2019 general election. They are afraid that Mamata Banerjee might have a say in the power centres in Delhi too. Mamata Banerjee does not seek power. I was born in Bengal, have lived in Bengal and would die in Bengal too. I love Bengal and I love to work for its people. If they, who have no hold over their tongues, can question the integrity of a person like me, one can only imagine what they would say about others.

They cannot counter us in any way – be it on principles, on philosophy, on culture or on purity of thought. So they have only one job now – to malign us, to spread canards. They should reflect on their actions. No matter how hard they try they will get a big ZERO.

CPI(M), Congress and BJP have already created a rainbow alliance against me. What else do they want? Even a section of the media is supporting them. Why do they still need to create a scam? I challenge them to prove all the allegations. If they cannot, they must leave politics.

I demand that the authenticity of this video be investigated. Where did the money come from? Was foreign money involved? Have they become so ideologically bankrupt that they need foreign black money to malign me?

Was there a deal? Who struck the deal, if there was one? Which political party is behind the conspiracy? People of Bengal will give a fitting reply to all the conspiracies during the elections.

 

বিরোধীদের কুৎসার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবাংলায় যখন নির্বাচন আসে তখনই বিরোধীরা এইসব চক্রান্ত, ছলনা, কুৎসা, অপপ্রচার শুরু করে। অন্যান্য রাজ্যে রাজনৈতিক লড়াই শুধু নির্বাচনের সময় হয়, উন্নয়নের কাজে কেউ বাধা দেয় না। শুধুমাত্র বাংলাতেই বিরোধীদের সঙ্গে কিছু মিডিয়া মিলে একসাথে এই কুৎসা ও অপপ্রচার চালায়।

মিডিয়ার একাংশ ইতিমধ্যেই অপপ্রচার শুরু করে দিয়েছে। কিন্তু আমি মনে করি পুরো ঘটনাটাই সাজানো। পুরো ঘটনাটাই ম্যানুফ্যাকচারড। এর মধ্যে বিদেশি টাকা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য অনেকে হাত মিলিয়েছেন। তারপরও আমাদের ব্ল্যাকমেল করার জন্য তারা বিদেশ থেকে কালো টাকা আমদানি করছে। ওদের কোন নৈতিক যোগ্যতা নেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করার।

ওরা কেন এত ভয় পায়? বিরোধীদের উচিত আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করা। তারা আমাদের সঙ্গে উন্নয়ন, প্রগতি, কাজের মাপকাঠি নিয়ে প্রতিযোগিতা করুক।

গত ৫ বছরে আমরা বাংলাকে বদলে দিয়েছি। এখন মানুষ গর্ব করে বলে যে তারা বাংলায় বাস করছে। বাংলার উন্নয়নের জোয়ার থমকে দিতে সিপিএম-কংগ্রেস-বিজেপি ক্রমাগত চক্রান্ত করে চলেছে। তারা কখনো দাঙ্গা করার চেষ্টা করছে, কখনো মানুষে মানুষে বিভেদ তৈরির চেষ্টা করছে।

বিদেশি টাকায় ষড়যন্ত্র করে তৈরি করা হয়েছে এই ‘অপারেশন’। এই ঘটনার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে। এই ঘটনায় আদৌ তৃণমূল নেতারা যুক্ত কিনা সে ব্যাপারেও আমার সন্দেহ আছে।

শোনা যাচ্ছে যে এই ধরনের কাজ ভদ্রলোক আগেও করেছেন, কিন্তু অভিযোগগুলো প্রমানিত নয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে এরূপ প্রশ্ন করার বিশ্বাসযোগ্যতা কি এই ভদ্রলোকের আদৌ আছে?

যদি ২০১৪ সালে এই ‘অপারেশনটি’ করা হয়ে থাকে তাহলে ২ বছর আগে সংস্থাটি ভিডিওগুলো কেন প্রকাশ করল না? নির্বাচনে আমাদের হারাতে পারবে না, এটা জেনে আমাদের কালিমালিপ্ত করার জন্যই কি?

যদি আমাকে পরাজিত করা না যায় তাহলে মার, না হলে খুন করে দাও এটাই সবসময় ওদের মতলব। রাজনৈতিকভাবে আমাদের হারাতে পারবে না তাই সর্বদা আমাদের দলের চরিত্র হননের চেষ্টা। আমি এখন যে জায়গায় পৌঁছেছি তা বহু বছরের সংগ্রামের ফল। আমার দলের ৯৯% কর্মী সৎ, সর্বদা এদের চরিত্র হননের চেষ্টা চলছে। যেকোন পরিবারের এক শতাংশ সদস্যকে যেমন কখনো কখনো নিয়ন্ত্রণ করা যায় না এখানেও তাই। যদি কখনো কোনরকম অবাঞ্ছিত কোন ঘটনার কথা আমাদের কানে আসে আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এরকমভাবে দলের জন্য টাকা জোগাড়ের দায়িত্ব কখনোই কাউকে দেওয়া হয়নি।

বিজেপি-সিপিআইএম-কংগ্রেসের দলীয় তহবিলে প্রচুর টাকা আছে যা দিয়ে তারা নির্বাচনী প্রচার চালায়। ওদের প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে। তৃণমূল কংগ্রেস গরীব দল। আমাদের যেটুকু আছে তা দিয়েই আমরা নির্বাচনী প্রচারের খরচা চালাই। সদস্যপদের টাকা ও জনগনের অনুদানই আমাদের একমাত্র সম্বল। অন্য সকল রাজনৈতিক দলের থেকে আমাদের তহবিল সর্বাপেক্ষা কম।

বাংলার মানুষ বিরোধীদের আসল রূপ দেখছে। তারা রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে পারেনা বলেই অপপ্রচার চালাচ্ছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হনন করার জন্য মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার ও কেন্দ্রীয় সংস্থাগুলি একজোট হয়েছে।

আমরা পুরো ঘটনার তদন্ত চাই।  বিদেশ থেকে আসা কালো টাকা ব্যবহার করে যারা তৃণমূল নেতাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

এদের মূল লক্ষ্য ২০১৬-র বিধানসভা ভোট নয়, ২০১৯ এর সাধারণ নির্বাচন। আমার ক্ষমতার ওপর কোন লোভ নেই। আমি বাংলায় জন্মগ্রহণ করেছি এবং বাংলাতেই মৃত্যুবরণ করব। আমি বাংলাকে ভালোবাসি এবং বাংলার মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। ওদের জিভে কোন লাগাম নেই, আমার সম্বন্ধে যদি এই প্রশ্ন করে,জানিনা অন্যদের সম্বন্ধে কি বলবে।

আমাদের কালিমালিপ্ত করা, আমাদের কুৎসা করা ছাড়া তাদের আর কোন কাজ নেই। তারা আয়নায় নিজেদের দেখুক, কি করছে তারা ভাবুক। ওরা যতই চেষ্টা করুক, পাবে তারা লাড্ডু।

সিপিএম-কংগ্রেস-বিজেপি ইতিমধ্যেই রামধনু জোট করেছে আমার বিরুদ্ধে। আর কি করতে চায় তারা? মিডিয়ার একাংশ এব্যাপারে তাদের সাহায্য করছে। আমি এই সব অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ জানালাম। যদি তারা প্রমান করতে না পারেন তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

আমি চাই এই ভিডিওর সত্যতা যাচাই হোক। কোথা থেকে এত টাকা এল? বিদেশি টাকা এর মধ্যে আছে কিনা? তারা কি আদর্শগতভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে বিদেশ থেকে কালো টাকা এনে আমার চরিত্র হননের চেষ্টা করছে?

লেনদেন কি সত্যিই হয়েছিল? হলে কাদের মধ্যে হয়েছিল? কোন রাজনৈতিক দল এই চক্রান্তের পেছনে আছে? আগামী নির্বাচনে এইসব প্রশ্নের যোগ্য উত্তর দেবে বাংলার মানুষ।

 

 

 

WB CM chairs meeting with Task Force to check price rise of vegetables at Nabanna

West Bengal Chief Minister Mamata Banerjee on Thursday directed the traders to ensure that prices of essential commodities are not raised during the next two to three months. During the task force meeting at Nabanna on Thursday, Banerjee told the traders forum to work together to arrest price hike and directed the Enforcement Directorate (ED) to keep a vigil on the markets.

The prices of vegetables and fruits are somewhat stable during the last few months and the Chief Minister appreciated the traders for keeping the prices under check.

The next meeting of the task force has been called 15 days later wherein the prices would be checked. This apart, the West Bengal Chief Minister also cautioned traders against price hike of potatoes and urged bureaucrats to see to it that potato prices do not rise. Presently, potatoes (chandramukhi variety) cost Rs.14 per kg and the jyoti variety cost Rs.12 per kg.

Farmers are getting around Rs.10 per kg compared to Rs.3 that they got last year and are getting a good price for their produce. But if the prices go up, then the Government would interfere

The Government is taking all efforts to ensure that potato crisis does not arise.

In fact, Bengal has the lowest inflation among states according to the latest economic survey from the Central government. The Chief Minister said that it was the result of the state’s better performance in agriculture.

“The latest Economic Survey published by the Central Government has noted that our State has shown the lowest inflation rate in the country (less than 3%). This distinction could be achieved due to our continuous monitoring of prices of essential commodities in Task Force meetings held regularly,” Mamata Banerjee posted on the Facebook.

 

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার নবান্নে খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ নিয়ে গঠিত টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাক-সবজি, আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে কৃষি ও খাদ্য দপ্তরেরে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিশেষত আলুর দাম নিয়ন্ত্রনের ওপর বিশেষভাবে নজর দেন মুখ্যমন্ত্রী। বর্তমানে আলু চাষিরা ১০ টাকায় আলু বিক্রি করে দিচ্ছেন ফলে বাজারে প্রায় ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন টাস্ক ফোর্সের আধিকারিকদের জানিয়েছেন, এই মুহূর্তে গোটা রাজ্যের আলু পরিমাণ কতটা তার হিসেব চেয়েছেন মুখ্যমন্ত্রী। খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে ১৫ দিন অন্তর বৈঠক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এনফোর্সমেন্ট দফতরের পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বাজারগুলিতে নজর রাখতে। রাজ্য সরকার সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে পারায় মুখ্যমন্ত্রী খুশি।

কৃষিক্ষেত্রে যেন কোনভাবেই বিদ্যুতের ঘাটতি না হয় সেদিকে নজর রাখতে হবে। বাজারগুলিতে নিয়মিত খাদ্য সামগ্রী বিক্রিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ধারাবাহিকভাবে কৃষি কর্মণ পুরস্কার জিতে নজির গড়েছে। এদিন কৃষিক্ষেত্রে আরও একটি সাফল্য পেল পশ্চিমবঙ্গ সরকার।পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে কম।

“আপনারা জেনে খুশি হবেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে অর্থনৈতিক সমীক্ষার ফল প্রকাশ করেছে সেখানে দেখা গেছে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতি সবচেয়ে কম। তিন শতাংশের কম হারে রাজ্যে মুদ্রাস্ফীতি হয়েছে”। মুখ্যমন্ত্রী তার ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন।

Congress didn’t give a penny to Bengal when it was in power at Centre: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee today slammed the Congress in a press conference at Trinamool Bhavan.

“Congress was in power at Centre till 2014. They did not help West Bengal with even a penny,” he said. Abhishek Banerjee added that when Mamata Banerjee was leading a people’s movement in Singur and Nandigram, no one came forward to support her.

“No party was there with Mamata Banerjee during Singur-Nandigram movement. No one came forward.”

He also slammed the Opposition for their constant slander against Trinamool led West Bengal Government. “Nothing happened in Bengal for 34 years. Now the Opposition is saying no work is being done,” he said.

Sujapur MLA Abu Naser Khan Chowdhury today joined Trinamool Congress. “Leaders of other parties are joining TMC because they are impressed with the work done by Mamata Banerjee,” commented Abhishek Banerjee after handing over the party flag to him.

Sudip Bandyopadhyay speaks on Land Bill | Full Transcript

Full Transcript

Hon’ble Deputy Speaker Sir,

I rise to oppose the Right to Fair Compensation & Transparency in Land Acquisition, Rehabilitation & Resettlement (Amendment) Bill, 2015. Sir, a land bill was brought by UPA Government in 2013. It was debated on the August 28, 2013 and both Congress and BJP supported the Bill. There was voting. The voting result was: 268 Ayes & 19 Noes. The 19 noes were from Trinamool Congress only; this voting was on my amendment and the motion was lost.

Who was the main Speaker in Lok Sabha on behalf of BJP? Rajnath Sigh ji was the main speaker who spoke on behalf of the Bill. Who was the main Speaker in Rajya Sabha on behalf of BJP? Mr Katiyar was the main speaker on behalf of BJP in Rajya Sabha. What is the necessity of introduction of another Bill when one Bill is already passed on the floor of the House with division of votes? Everybody has now come to know that what is the role of which party.

Trinamool Congress is of the opinion that farmers are to be given more free hand so far the Land Acquisition is concerned. We are totally against at the forceful occupancy of the land. I believe that every one of us should protest the forceful occupancy of the land on the farmers. We had our own fight in our State under the leadership of Mamata Banerjee when Singur land was occupied by a very big corporate house. We have seen the struggle of hungry farmers, how they maintain their livelihood.

Sir, land is not elastic that if you stretch it, it will increase. Land is the same but the population is increasing.  If the land is grabbed forcefully and all the decisions are taken in favour of the captains of industries or by the corporate houses, then gradually size of the land will be decrease and very soon there will be food scarcity in the country.

The Standing Committee made 13 recommendations when UPA brought a land bill. UPA Government accepted 11 recommendations but did not accept 2 recommendations. Trinamool Congress is in favour of all 13 recommendations made by the Standing Committee.

What were the two recommendations discarded by the then Rural Development Minister Hon’ble Jayram Ramesh Ji? Mainly it was that the private investor is expected to buy at least 80 per cent of the required land directly from the people. The government can acquire the remaining 20 per cent, according the draft. In case of social sectors it would be up to 70 percent other is to be acquired by the Government in whatever manner they deem fit.

What we raised objection at that time? That investor and the farmer should discuss among themselves and settle the price. It is totally to be left on the discretion of the farmers that whether he is interested or keen to sale his land or not. The government should not play the role of the mediator. It is not the duty and responsibility of the government to play a role of a mediator. Normally a farmer feels in such negotiations the attitude of the government is automatically favourable towards corporate houses.

We are against forceful acquisition of land. We believe 100% acquisition must be done by those who want to set up industry.

We also believe that only two types of land can be acquired -barren land and mono-crop land. We are against acquisition of multi-crop land.

Sir, Trinamool Congress has been at the forefront of land movement from the very beginning; we opposed the land bill even at the time of UPA Government. We still stick to our stand.

We believe this Bill will not serve the interest of common farmers. It will be certainly projected as anti-farmer and Trinamool Congress thoroughly opposes the Bill.

Thank you, Sir.