Be alert and take immediate action to prevent riots: CM tells police

Chief Minister Mamata Banerjee on Friday instructed the police force to take immediate steps to maintain law and order, and prevent riots.

The chief minister presided over the administrative review meeting in Howrah on Friday afternoon. She asked the police to be on alert and take immediate action if anybody tries to foment communal trouble.

“The police should always remain alert and keep an eye on each and every incident. Don’t ignore any information and cross check its veracity. Use civic police, green police and local clubs to gather ground-level information. Some people from outside are trying to foment communal discord,” she said.

She asked the police to be on the road and play an effective role to maintain law and order. “Lot of false propaganda is being carried out that nothing has been done in Dhulagarh. It is absolutely false. Why don’t they tell the facts about how many people were arrested? How many people were given compensation by the government?” she said.

“A TV channel had shown a one-sided report about Dhulagarh. It did not say any word on action taken by the government, she said. The fact is that the state government is reconstructing the houses and shops affected in Dhulagarh violence in addition to payment of compensation of Rs 2.5 crore,” the CM said.

 

দাঙ্গা রুখতে পুলিসকে আরও তৎপর হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

হাওড়ায় প্রশাসনিক বৈঠকে সাঁকরাইলের ধূলাগড়ের অশান্তির কথা উত্থাপন করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়ে গেলেন, বাংলায় তিনি কোনও দাঙ্গা, অশান্তি আর উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবেন না।

তিনি বলেন, “দিল্লির একটা চ্যানেল ধুলাগড়ের ঘটনা নিয়ে যা ইচ্ছে তাই করে গেছে। সরকারের কাজগুলোর কথা তো লেখেনি। ধুলাগড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি/দোকান গুলি পুনর্নির্মাণ করে দিচ্ছে রাজ্য সরকার। ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।”

তিনি পুলিশকে নির্দেশ দেন, অশান্তিতে যারা উসকানি দেবে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশ কমিশনারের কাছ থেকে গ্রামীণ জেলার পুলিশ সুপার সুমিত কুমারকে সাহায্য ও পরামর্শ নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি তাঁদের বলেন, মানুষের সঙ্গে যোগসূত্র বাড়ান, ক্লাব, ভালো মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। এলাকায় বড় কোনও অনুষ্ঠান থাকলে আগাম ব্যবস্থা নিন। পুলিশ দেখলে গুন্ডারা যাতে ভয় পায়, সেটা করুন। কেউ দাঙ্গা বাধাতে চাইলে সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।তিনি পুলিশকে বলেন, ঝুঁকি নিতে হবে।

Mamata Banerjee tears into the BJP at Trinamool’s organisational polls

Trinamool Chairperson and Bengal Chief Minister Mamata Banerjee today teared into the BJP at party’s organisational polls. Slamming the ruling party at Centre she said that It is the need of the hour for all regional parties to come together for the sake of the nation. Didi said, my message to all regional parties is ‘Be Together, Be United’.

She said, “Trinamool is targeted because we speak for the common people. How many leaders will you put in jails? I dare you to arrest all our MPs, Ministers, MLAs. They are carrying out malicious propaganda. Wherever I go, London, Puri or Delhi, they send workers to disrupt.”

The Chairperson added, “Who are you to decide what a person can eat or wear? Trinamool works for people of all castes, creed, religions. I believe I am a worker of the party. In Trinamool, workers and not leaders are the biggest assets.”

BJP is dividing people based on religious identities. We respect all religions but humanism is our biggest identity. They (BJP) have destroyed the democratic culture of the country with their vindictive politics and vendetta,” Didi said.

Mamata Banerjee lashed out at the BJP for indulging in divisive politics. She said, “Religion means peace and harmony. But BJP gave arms to children during their rally. BJP only believes in conspiracies not rule of law.

I am proud of my religion. I am proud of all religions. Hinduism means tolerance. BJP is defaming Hinduism. Riots cannot be religion. Religion unites people, does not divide them. Be proud of the land you are born in. This is our motherland. We are proud of it.”

She told party workers that the next two years as a challenge. “We have to fight against the malicious propaganda and conspiracies. They are bringing cadres from other States to incite trouble in Bengal. We have to be very careful,” Didi added.

She also took on the BJP for their malicious propaganda on social media. “BJP spends crores on social media. They put fake photos and distort my words. We have to counter them. They post photos and videos of Bangladesh and say it is Bengal. They are spreading rumours.”

She also reiterated that Trinamool will continue to fight for the people. “As a political party we have a responsibility. We have to fight valiantly. We will not tolerate politics of vindictiveness. India is a vast country with a lot of diversity. We will not allow politics of ‘Divide & Rule’. Let us stand for unity,” was her message.

She slammed the BJP for destroying the federal structure of the country. She maintained the voice of the press-media has been muzzled by the Centre.

 

তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের অনুষ্ঠানমঞ্চ থেকে আরও একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সভানেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন দেশের স্বার্থে আঞ্চলিক দলগুলির একজোট হওয়া প্রয়োজন। সব সব আঞ্চলিক দলগুলির প্রতি দিদির বার্তা ” এক হও, একজোট হও”।

তিনি বলেন, “তৃণমূলকে বারবার টার্গেট করা হয় কারণ তারা সাধারণ মানুষের হয়ে কথা বলে। কত জন নেতাদের ওরা জেলে পাঠাবে? ওদের সাহস থাকলে আমাদের সব সাংসদ, বিধায়ক, নেতা মন্ত্রীদের গ্রেফতার করুক”।

সভানেত্রী আরও বলেন, “মানুষ কি খাবে, কি পরবে সেটা ওরা ঠিক করার কে? তৃণমূল সব ধর্মের, সব জাতির মানুষের জন্য কাজ করে। আমি মনে করি আমি দলের একজন কর্মী। নেতারা নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের বড় সম্পদ”।

বিভাজনের রাজনীতি করার জন্য এদিন বিজেপির উদ্দেশ্যে বলেন, “ধর্ম মানে শান্তি ও সম্প্রীতি। অথচ বিজেপির মিছিলে ছোট শিশুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বিজেপি। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মানবিকতাই আমাদের প্রধান পরিচয়। কুৎসা ও অপপ্রচার করে ওরা দেশের গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।

বিজেপি শুধু চক্রান্ত ও ষড়যন্ত্র করে। ওরা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। প্রেস মিডিয়া ওদের বিরুদ্ধে কথা বলছে না, ওদের কণ্ঠ রোধ করে দিয়েছে।

আমি আমার ধর্মের জন্য গর্বিত। হিন্দুধর্ম মানে সহনশীলতা। বিজেপি হিন্দুধর্মকে অপমান করছে। দাঙ্গা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম মানুষকে জোরে, ভাগ করে না।

আপনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন সেই দেশের জন্য গর্বিত হোন। এটা আমাদের মাতৃভূমি”।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ওদের কুৎসা ও অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে ওরা বাংলায় সমস্যার সৃষ্টি করছে। আমাদের আরও সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি টাকা ব্যয় করে বিজেপি। জাল ফটো দেয় আর আমার কথাকে বিকৃত করে। ওদের মোকাবিলা করতে হবে। বাংলাদেশের ফটো, ভিডিও পোস্ট করে তা বাংলার বলে চালায়। গুজব ছড়াচ্ছে ওরা, ওতে কান দেবেন না”।

তাঁর বার্তা, “রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। সাহসিকতার সঙ্গে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা বরদাস্ত করব না ভারত বৈচিত্র্যময় দেশ। আমরা কাউকে বিভাজনের রাজনীতি করতে দেব না। আসুন আমরা এক হই”।

 

I believe in religion that teaches you to love all humans: Mamata Banerjee

In a stern message to a section of people who are trying to incite communal tension in the State, Chief Minister Mamata Banerjee today said Bengal is a land of culture and politics of riots has no place here. She urged people to be aware and not pay heed to rumours.

“We believe in religious amity. We do not believe in the politics of riots,” she said.

“I believe in religion that teaches you to love all humans. I participate in Durga Puja, Eid, Christmas as well as Guru Parab. The human body is incomplete without all organs. We must treat all humans equally. A mother can never discriminate between her children,” she added.

The CM said Constitution of India was her guiding principle and it taught her to be tolerant and respectful of people from various backgrounds.

 

যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী: মমতা বন্দ্যোপাধ্যায়

এক শ্রেণীর মানুষ যারা ধর্মের নামে রাজ্যে বিভেদ সৃষ্টি করে বাংলায় অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে তাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়িতে একটি জনসভায় তিনি বলেন, “আমি জাতি-ধর্মের ভেদাভেদে বিশ্বাস করি না, দাঙ্গার রাজনীতিতে বিশ্বাস করি না। উৎসবের সময় বেশ কিছু মানুষ সমস্যার সৃষ্টি করার চেষ্টা করেন।” তিনি জনগণকে সতর্ক হওয়ার পাশাপাশি গুজবে কান না দেওয়ারও আর্জি জানান।

তিনি বলেন, “যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী। বাংলায় দুর্বৃত্তদের কোন জায়গা নেই। এ মাটি সংস্কৃতির মাটি।”

“আমি দুর্গা পুজো, ঈদ, ক্রিসমাস, গুরু পরব সবেতেই যোগদান করি। সব অঙ্গ ছাড়া মানব-শরীর অসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি সব মানুষ সমান। একজন মা কখনও নিজের সন্তানদের মধ্যে বিভেদ করেন না” মুখ্যমন্ত্রী বলেন।

তিনি আরও বলেন, “ভারতের সংবিধান আমাদের সহনশীল হতে শেখায়। সংবিধানই আমাদের পথ দেখায়।”

 

Malda: Trinamool Congress issues statement

Statement issued by Derek O’Brien, Chief National Spokesperson:

1. The situation in Kaliachak, Malda was tense, but never got out of hand. The police handled the issue tactfully. Thankfully, no deaths occurred, no injuries and 10 people have been arrested.

2. This was a ‘criminal issue’ but the BJP/RSS, as is their strategy, tried to turn it into a ‘communal issue’. They did this by trending hashtags on Twitter, sharing year-old photographs and posting irresponsible tweets with the help of their social media ‘army’.

3. The BJP/RSS were trying for the last one week to present, what I call, CIN 100: Communally Insensitive Narrative, 100 days before the State goes to polls. They follow the same tactic in all election-bound States.

4. The BJP team did not come here this morning for a ‘fact finding mission’. They came here for a ‘fuel the communal tension’ mission.

5. We now hear that this morning the leaders were now stating this was opium/fake currency issue. We have been saying all along this is a sensitive issue in a border town and not a communal issue.

6. Trinamool believes in working for people irrespective of community, caste or creed. Our track record of development for the last five years, across sectors, is there for all to see. Our focus is on development.

Derek O’Brien raises question on communal incidents in the country | Transcript

Sir, the Minister has stated that the number of communal incidents has gone down by 22%. But even he knows that the reality of the number and perception is completely different. There maybe a 222% change.

Sir, my question is what is the definition of a communal incident? Are these incidents due to:

a) Use of loudspeakers

b) Rumour mongering

c) Technology

And my question specifically to the Minister is this. If you are saying the number of communal incidents have come down, will you share the figures?

There is another category called ‘Others’. So how much has ‘Others’ gone up, because in that category, all other incidents – including the communal incidents – can fit in.

So, here’s the question, give us the figures of ‘Others’ so we know how many communal incidents took place. Sir, my colleague asked about the church burning… SIT was constituted in December, 2014. No progress has been made. If church burning is not a communal incident then what else is?