Bangla CM launches Matir Srishti Scheme

Chief Minister Mamata Banerjee today launched a new developmental scheme called Matir Srishti for the ‘Paschimanchal’ (western) districts of Bankura, Purulia, Birbhum, Jhargram, Paschim Bardhaman and Paschim Medinipur.

The scheme consists of commercially exploiting the fallow land in these six districts through horticulture, fishery and animal husbandry. Those engaging in these activities would also get the benefits of other existing government benefits applicable to such activities. These would lead to additional generation of income, which would be of great help to farmers in dry regions.

Matir Srishti envisages making 50,000 acres of fallow land commercially useful and through it, bringing benefits to about 2.5 lakh people. The lead administrator of the scheme would be the Water Resources Investigation & Development Department.

Other features of the scheme:

Fallow plots of 10 to 20 acres belonging to farmers can be utilised for the scheme
Fallow land belonging to the State Government would also be utilised for the purpose
Micro-irrigation schemes would be set up separately for each plot of land
Only members of farmers’ cooperative societies and self-help groups (SHG) would be able to participate
Sale of the products farmed would also be conducted by the farmers’ cooperative societies

We will work together for the progress of the Hill region, says CM

Chief Minister Mamata Banerjee today urged “my brothers and sisters in the hills” to work together for the progress and prosperity of the region. “Peace and cooperation are the key words, and not animosity,” she pointed out.

Crowds of people braved inclement weather to greet and cheer her when she arrived in the hills. At a public meeting in Kalimpong today, she started her speech by paying respect to Sherpa Tenzing Norgay on his birth anniversary. “He is the pride of the country”, she said.

The Chief Minister reiterated that the Government was very earnest and keen for the progress and betterment of the hill region and its people. “Kalimpong was made a separate district last year for this purpose. And I pay a visit every six months to see the progress that is being made. But if there are bandhs and strikes that go on for months, then the livelihood of the people will be seriously affected, and the prosperity of the region will be badly hampered.”

Tourism is the mainstay of income for Darjeeling and Kalimpong. People come to enjoy the beauty and climate of the hills, as well as the warm hospitality of its people. More tourism centres and homestays as well as appropriate industry must be set up so that the region can go ahead. An education hub is coming up at Kurseong by Presidency University. People from afar come to the hills for education as their are good institutions here. The government has earmarked land for the setting up of a university at Mongpu.

The Chief Minister also said that 300 poor families would be given ‘pattas’ (land rights) in Darjeeling soon. The Government had allotted Rs 96 crore for the progress of the eight hill boards. This was in addition to the Rs 557 crore given earlier. “We want that a proper audit of the expenditures from this fund is made, for this is the money of the common man.”  About 47,000 people had benefited from the programme.

The poor had been given housing, and 19,000 new toilets had been built. A hostel, mountaineering facilities, annual sports tournaments and other schemes have been initiated, and a “clean Darjeeling, green Darjeeling” drive had also been started. In the coming days, more people would get homes under the Gitanjali Housing scheme. “We want that people should live with respect and with their heads held high in their own homes.”

The Government was willing to cooperate in every way possible. “Those who will work well and cooperate with us would get further assistance. We have to strive together for the progress of the region like members of one family. I will pay visits regularly. We want to see that the people in the hills are always smiling,” she concluded.

 

‘Synergy’ meet organised to boost MSMEs in Hills

On the heels of the two-day long Hill Business Summit, a “Synergy” meet was organised in Darjeeling by the Micro Small and Medium Enterprises (MSME) department in collaboration with the Confederation of Indian Industries (CII).

Proposals amounting to a sum of around Rs 9 crore have been submitted by different enterprisers in the micro and small sector.

“Synergy”, a one stop destination provides logistical support to MSMEs by providing single point contact; scheme procedures; schemes for startups; upgradation of existing old industries; know how on formation of industrial cooperatives and market access.

Stalls were put up by different departments under the State Government and the Gorkhaland Territorial Administration including MSME, Land, Labour, Power, Fire and Emergency Services, Finance, Tourism, Horticulture. Around 200 entrepreneurs visited.

 

পাহাড়ে অনুষ্ঠিত হল ‘সিনার্জি’ বৈঠক

দার্জিলিং পাহাড়ে উত্পাদিত চকোলেট, নুডলস, ঝাড়ু সহ অন্যান্য সামগ্রী বিশ্ব বাংলা স্টলের পাশাপাশি বিভিন্ন শপিংমলের বিপণনকেন্দ্রে রেখে বিক্রিতে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এরই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পেতে যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে সেগুলিরও দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র ও কুটিরশিল্প বিভাগের ডিরেক্টর।

দার্জিলিঙে স্থানীয় উদ্যোগপতিদের নিয়ে ‘সিনার্জি’ নামে আলোচনা সভায় তিনি জানান, পাহাড়ের ছোটো উদ্যোগপতিদের তৈরি জিনিসপত্র বিক্রিতে ‘এক জানালা’ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। এই বৈঠকে ৯ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে।

ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ‘এক জানালা’ ব্যবস্থার মাধ্যমে সব পরিষেবা প্রদানই হল সিনার্জি বৈঠকের লক্ষ্য। বিভিন্ন প্রকল্পের প্রক্রিয়া সম্বন্ধে তথ্য থেকে শুরু করে, স্টার্টআপগুলির জন্য কি কি প্রকল্প আছে সেই সম্বন্ধে তথ্য দেওয়া হয় সিনার্জিতে। তাছাড়া, পুরোনো শিল্পের আপগ্রেড, শিল্প সমবায় তথা মার্কেট এক্সেস সম্বন্ধেও জানা যায় এখানে।

পাহাড়ের ‘সিনার্জি’’ বৈঠকে রাজ্য সরকার ও জিটিয়ের বিভিন্ন দপ্তর স্টল দিয়েছিল। উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন উদ্যোগপতি।

You give us peace, we will give you prosperity: Mamata Banerjee at Hill Business Summit

Chief Minister Mamata Banerjee today inaugurated a two-day industrial meet in Darjeeling. In her speech, she highlighted the potential of the region in the eco-friendly sectors of IT, tourism, horticulture, agro industries, medicinal plants, food processing and education.

There will be sessions from 11 AM to 3 PM tomorrow. The Chief Minister will be present during the sessions on the second day also. Finance Minister Dr Amit Mitra is also present at the meet.

This is for the first time that such a meeting is taking place in the Hills.

Highlights of the Chief Minister’s speech:

It is our proud privilege that we are organising this kind of summit in the Hills for the first time

Darjeeling Hills have a huge potential. Tea, trade, tourism, transport are its mainstay. Horticulture, food processing, skill development and software industry sectors can also be explored.

This kind of initiative (business summit) will go a long way in job creation.

Arrangements were made for this summit within a month. We thank GTA for all the cooperation.

Bengal is going ahead. Bengal means business.

We are No. 1 in India in ease of doing business, e-reforms, e-governance, skill development, agriculture and other sectors.

You give us peace, we will give you prosperity.

Darjeeling lost more than Rs 1000 crore in the strike last year. People of Darjeeling were the biggest sufferers.

Let us make a new beginning. Let us prepare a plan of action. Government will provide all support and cooperation.

The young generation has immense potential. The youth of Darjeeling are very skilled, and can be used in any industry.

Two IT Parks are coming up in Kalimpong and Darjeeling.

We are coming up with proper plan regarding harnessing the horticulture sector – orchids, herbs, even cinchona medicine plant.

An education hub is coming at Kurseong. A new medical college will be set up.

A lot can be done for the development of Darjeeling. We are developing some cottages at Tiger Hill. There are plans for the development of Sandakphu, Kurseong, Mirik and Kalimpong also.

We want to set up industry and folk centre at Mirik. Steel hub, horticulture hub, health hub – a lot can be done in the Hills.

We must ensure Darjeeling is green and clean.

We must shun violence. Political leaders might gain from violence, not the common people.

There is enough scope in tourism sector. In Bengal, we have hill, forest and even sea.

Earlier, Darjeeling was neglected and not taken care of. Now, I come to the Hills every two or three months.

Our government will give you Rs 100 crore for promotional development and job-oriented industries.

Let us compete on the agenda of development.

We want the people of Darjeeling to prosper. I would request the Centre not to play divisive politics in the Hills for the sake of one Lok Sabha seat.

I thank my industry friends for taking interest and coming to the Hills. After the rains yesterday, Kanchenjunga is smiling today.

 

শান্তি থাকলেই সমৃদ্ধি, পাহাড়ে বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

আজ দার্জিলিঙে দুদিন ব্যাপী বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কাল এই সম্মেলন চলবে সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

এই প্রথম পাহাড়ে এরকম একটি সম্মেলন হচ্ছে।

তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে – তথ্যপ্রযুক্তি, পর্যটন, উদ্যানপালন, কৃষি শিল্প, ঔষধি গাছ, খাদ্য প্রক্রিয়াকরণ ও শিক্ষা – পাহাড়ের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

এই প্রথমবার পাহাড়ে এই ধরনের বাণিজ্য সম্মেলন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দার্জিলিংবাসীকে অভিনন্দন জানাই।

দার্জিলিংএ বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। চা, বাণিজ্য, পর্যটন, পরিবহণ এগুলোতে তো সুযোগ আছেই। এছাড়া, উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, দক্ষতা উন্নয়ন, সফটওয়্যার এগুলোতেও সম্ভাবনা আছে।

এখানকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এরকম উদ্যোগ খুব প্রয়োজন।

জিটিএ এই সম্মেলন করার আবেদন করেছিল, আমরা তার এক মাসের মধ্যে এই সম্মেলন করেছি। জিটিএ কে ধন্যবাদ সবরকম সহযোগিতা করার জন্য।

বাংলা নিজেকে প্রমাণ করেছে, বাংলা এগিয়ে চলেছে। বাংলা মানেই বাণিজ্য।

শিল্প করার সুবিধা, দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, কৃষিতে, ই-টেন্ডার, ই-রিফর্ম, ই-গভর্নেন্স – সবেতেই আমরা দেশে শীর্ষে।

পাহাড়ে শান্তি থাকলেই সমৃদ্ধি আসবে।

গত বছর ৬ মাসের বন্ধে দার্জিলিঙের ১০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। জনগণের সব থেকে বেশী ভোগান্তি হয়।

আসুন নতুন করে শুরু করি, শান্তিতে শুরু করি। আমাদের সরকার সবরকম ভাবে সাহায্য করবে।

দার্জিলিঙের যুব সম্প্রদায়ের দক্ষতা আছে। তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। বিভিন্ন শিল্পে তাদের কাজে লাগানো যেতে পারে।

আমরা দার্জিলিং ও কালিম্পঙে দুটি আইটিপার্ক তৈরী করছি।

আমরা কৃষি ও উদ্যানপালনের জন্য পরিকল্পনা করছি। অর্কিড, ফুল, সিঙ্কোনা মেডিসিন প্ল্যান্ট কীভাবে কাজে লাগানো যায়, দেখা হচ্ছে।

কার্শিয়ঙে এডুকেশন হাব তৈরী করা হচ্ছে। নতুন মেডিক্যাল কলেজও তৈরী হচ্ছে।

দার্জিলিঙের অনেক জায়গার আরও উন্নয়ন করা যায়, টাইগার হিলেও কয়েকটা কটেজ তৈরীর পরিকল্পনা আছে। সান্দাকফু, কার্শিয়ং, মিরিক, কালিম্পঙের উন্নয়ন করা যায়।

আমরা মিরিকে শিল্প ও লোককেন্দ্র গড়তে চাইছি। স্টীল হাব, উদ্যানপালন হাব, হেলথ হাব, এখনও অনেক কিছু করা বাকি আছে।

দার্জিলিঙকে স্বচ্ছ এবং সবুজ রাখতে হবে।

এখানে যেন আর কোনও অশান্তি না হয়। এই অশান্তিতে কিছু রাজনৈতিক নেতার ফায়দা হয়, সাধারন মানুষের না।

পর্যটনে আমাদের অনেক সুযোগ আছে। আমাদের পাহাড়, জঙ্গল, সমুদ্র সব আছে।

আগে দার্জিলিঙকে অনেক উপেক্ষা ও অবহেলা করা হত। এখন তো আমি দু-তিন মাসে একবার পাহাড়ে আসি।

দার্জিলিঙে কর্মসংস্থান-মুখী শিল্প গড়ে তোলার জন্য আমাদের সরকার ১০০ কোটি টাকা দেবে।

উন্নয়নের কাজে প্রতিযোগিতা করুন।

দিল্লীর কাছে একটাই অনুরোধ, দার্জিলিংকে সুস্থ থাকতে দিন, দার্জিলিংকে টুকরো করতে কাউকে সাহায্য করবেন না। রাজনীতির জন্য দার্জিলিংকে ভাগ হতে দেব না।

সকল শিল্পপতিকে ধন্যবাদ এখানে আসার জন্য, গতকাল শিলাবৃষ্টির পরও আজ কাঞ্চনজঙ্ঘা হাসছে।

 

 

Didi in Hills, inaugurates road named after Subash Ghisingh

Bengal CM today visited the Darjeeling Hills after a gap of seven months. During her visit, she attended a function naming Rohini Road after Subash Ghisingh. The CM recounted that Mr Ghisingh had a huge role in the construction of Rohini Road.

The CM said, “I am happy to be back in the Hills after seven months. Earlier I used to visit the Hills every two-three months. Darjeeling is a beautiful place.”

“Peace is prevailing in the Hills now. We have to work together, irrespective of ideological, political, religious or caste differences, for development,” she added.

The Chief Minister assured of all cooperation for the welfare of the people of the Hills and said she wants Darjeeling to keep smiling.

 

 

পাহাড়ে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করলেন সুভাষ ঘিসিংয়ের নামাঙ্কিত রাস্তা

 

সাত মাস পর আজ আবার পাহাড়ে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুভাষ ঘিসিংয়ের নামাঙ্কিত রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি। সুভাষ ঘিসিং দার্জিলিঙের জন্য অনেক দিন ধরে কাজ করেছেন, এই রোহিণীর রাস্তা তৈরীতে ওনার অনেক অবদান ছিল। ভালো কাজের জন্য সকলের একসঙ্গে কাজ করা উচিত। আমরা শান্তিপূর্ণ ভাবে কাজ করলে দার্জিলিং আরও উন্নতি করবে।”

তিনি আরও বলেন, “দার্জিলিং আমার রাজ্যের সুন্দর একটি এলাকা। আপনাদের যা চাই, আমরা সেটা দিতে চেষ্টা করব, একসঙ্গে শান্তিপূর্ণ ভাবে সবাই কাজ করলে। ঝগড়া করা, সব ভেঙে টুকরো করা, খুব সহজ কাজ কিন্তু সবাই একসঙ্গে কাজ করা, অনেক বড় ব্যাপার। জাত, ধর্ম, দল, মত, ভাষা নির্বিশেষে আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন, ভালো কাজ করার জন্য। সবাই মিলে একসঙ্গে উন্নয়নের কাজ করুন। আমি চাই দার্জিলিং হাসতে থাক।”

Bengal is no. 1 in housing scheme: CM Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee handed over houses constructed as part of the Banglar Bari Scheme to occupants at Netaji Indoor Stadium today. These houses are meant to house the urban poor.

Five lakh people spread over 21 districts are going to be handed over certificates of occupancy.

Mamata Banerjee wants that every citizen of Bengal should have a roof over their heads, and Banglar Bari is a continuation towards that end.

Highlights of her speech:

5 lakh families who do not have pucca houses, have received money for building houses. They will receive Rs 1.2 lakh.

We are aware of the practical problems faced by people in receiving money in instalments. I will request my officials to clear the amount in two instalments only.

Prices of essentials are on the rise. Fuel prices are rising. People are facing a lot of hardship.

We are committed to the welfare of the downtrodden. We are committed to provide a ‘ceiling’ (chhad) on every head.

We have distributed 25 lakh houses under different schemes. We are No. 1 in housing scheme in the country.

Bengal is No. 1 among States in creating rural employment. This is a huge achievement.

We have created 23,000 km rural roads already. 8,000 km roads will be inaugurated on February 13 from Nadia.

Significance of grassroots workers in development work is paramount. Panchayats are our direct link to people.

We have abolished khajna tax on agricultural land. We have given compensation worth Rs 1,200 crore to 30 lakh families who suffered due to floods.

বাড়ি নির্মাণে এক নম্বরে বাংলাঃ মুখ্যমন্ত্রী

আজ রাজ্যজুড়ে গরিব মানুষের বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচীর পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। রাজ্যের ২১টি জেলার প্রায় পাঁচ লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দেওয়া হল।

জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষ বাড়ি বানাতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। রাজ্যের অন্য অংশের মানুষ পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। কী ধরনের বাড়ি হবে, তার নকশা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে।

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান আর্থিক বছরে ৩ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তাকে ছাপিয়ে ৫ লক্ষ ৬৮ হাজার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, সবার মাথায় যেন ছাদ থাকে। গরিব মানুষের আস্তানার অভাব না হয়।

মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কয়েক জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর জেলায় জেলায় তা দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ বাংলা আবাস যোজনা অনুষ্ঠানে ৫ লক্ষ পরিবারকে – যাদের মাটির বাড়ি অথবা বাড়ি নেই – বাড়ি দেওয়া হল। পাকা বাড়ি তৈরী করতে ১.২ লক্ষ টাকা দেওয়া হবে।

আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, বাস্তব কিছু সমস্যা আছে। আমি অফিসারদের অনুরোধ করব মানুষের সুবিধার জন্য এই টাকাটা ২ কিস্তিতে দেওয়ার জন্য।

প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল সব কিছুর দাম বাড়ছে।

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তার মাথার ওপর একটা ছাদ অর্থাৎ একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে যাতে সে সভ্য সমাজে মানবিকভাবে বাঁচতে পারে।

আমরা ৬ বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় ২৫ লক্ষ বাড়ি নির্মাণ করেছি গরীব মানুষদের দেওয়ার জন্য। বাড়ি তৈরির ক্ষেত্রে সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে।

১০০ দিনের কাজে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা ১ নম্বরে। এটা একটা বড় কাজ।

ইতিমধ্যেই গ্রামাঞ্চলে ২৩ হাজার কিমি রাস্তা করে দেওয়া হয়েছে। আগামী ১৩ তারিখ নদিয়া থেকে আরও ৮ হাজার কিমি রাস্তা-র উদ্বোধন করা হবে।

নিচু তলার মানুষের গুরুত্ব সবচেয়ে বেশি। গ্রামাঞ্চলে পঞ্চায়েতই হল জনসংযোগের সবচেয়ে বড় জায়গা।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষ পরিবারকে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।

 

mamata banerjee sagar island

Mahant of Kapil Muni Ashram showers praises on Bengal CM

The mahant of Kapil Muni Ashram on Sagar Island has recently praised Chief Minister Mamata Banerjee profusely for the work she has done in the making of adequate arrangements for the people visiting Sagar Mela and for making Sagar Island a popular tourist destination all through the year.

He said she has done so much on her own initiative that there cannot be any more demands.

The Kapil Muni Ashram has been entirely renovated. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Tourist cottages with all facilities have been built on the island. Many other facilities are also being set up.

During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

সাগরে মুখ্যমন্ত্রীর কাজে খুশি মহন্ত

আলোয় ভাসছে সৈকত। কপিলমুলি আশ্রম ঘিরে রাজ্য সরকারের সুবিশাল কর্মযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে। কচুবেড়িয়া থেকে প্রায় তিরিশ কিলোমিটার ফোর লেনের কাজ চলছে। থাকার জন্য তৈরী হয়েছে বহুমুখী অনেক কটেজ। অন্য নানারকম ব্যবস্থা। পুণ্যস্নানে আসা লক্ষ লক্ষ মানুষের জন্যই এসব তৈরী হয়েছে। এই সাগর আমাদের চেনা নয়। সাড়ে ছয় বছরে বাংলার তথা দেশের পবিত্র এই তীর্থক্ষেত্রকে সত্যিই বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একসময় গঙ্গাসাগর বিখ্যাত ছিল শুধুমাত্র সাগরমেলার জন্য। এখন হয়ে উঠেছে পর্যটনের অন্যতম ঠিকানা। সারা বছরই প্রচুর মানুষ আসেন বেড়াতে। সমুদ্রতটের রূপই বদলে গিয়েছে কপিলমুনির দেশে।

কুম্ভ মেলার মতোই সাগর মেলার বিশালতা। তাই, প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহন্ত মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় খুব সৎ মানুষ। না চাইতেই উনি সাগরের জন্য যা করছেন, তার পর আর কিছু চাওয়ার নেই।’

Source: Sangbad Pratidin

Bengal CM inaugurates Uttar Banga Utsab

The grand Uttar Banga Utsav (North Bengal Festival), organised by the Bengal Government, was inaugurated by Chief Minister Mamata Banerjee today at the Kanchenjunga Stadium in Siliguri.

The festival is a brainchild of the Chief Minister, conceived to promote the rich culture of the region. The North Bengal Development Department is the nodal department for organising the festival.

As a part of the festival, cultural programmes will be arranged for two days in each district of north Bengal.

 

Salient points of her speech

  • Festivals are a celebration of togetherness. Durga Pujo, Kali Pujo, Eid, Christmas, New Year, Nabanna – the list of festivals is endless
  • We will observe Swami Vivekananda’s birthday as Vivek Utsab, Netaji’s birthday as Subhas Utsab
  • Nana bhasha, nana mot, nana poridhan, bibidher majhe dekho milan mohan (we are different but there is unity in diversity)
  • Our Govt will provide all support and cooperation to GTA and development boards for the development of the Hills. Hills will prosper if tourism flourishes
  • A new road project connecting India, Bangladesh, Nepal and Bhutan is being built in north Bengal
  • A new road connecting north and south Bengal will be constructed at a cost of Rs 3000 crore
  • We have started a Safari Park near Siliguri. A big tourism project is coming up at Gajoldoba (which I named Bhorer Aalo)
  • Cooch Behar has been declared as a Heritage Town. An airport is coming up at Malda and Balurghat
  • Airport at Cooch Behar has been developed. Flight operations will start soon
  • We have returned land to farmers at Kawakhali
  • We have done away with khajna tax on agricultural land. We have given compensation to farmers affected by floods
  • We have set up an GoM for the welfare of tea garden workers. We have allocated Rs 100 crore and set up a separate directorate for tea gardens
  • From next year, Jatra performances will also be held during Uttar Banga Utsab
  • North Bengal is not neglected anymore. I visit this region frequently. Hills, rivers and forests – the region is blessed by nature
  • We have set up Rajbongshi Academy as well as Kamtapuri Academy. We have given recognition to Nepali, Urdu, Hindi, Gurmukhi

 

আজ উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

তিন দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বার্ষিক উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করলেন তিনি।

এই অঞ্চলের সংস্কৃতিকে জনসাধারণ এবং পর্যটকদের কাছে তুলে ধরতে এই উৎসবের সূচনা। পুরোটাই মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে হবে এই উৎসব।

উত্তরবঙ্গের প্রতিটি জেলায় দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • উৎসব মানুষকে একত্রিত করে। দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, বড় দিন, নিউ ইয়ার, নবান্ন – উৎসবের কোন শেষ নেই।
  • বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেক উৎসব ও নেতাজীর জন্মদিন উপলক্ষে সুভাষ উৎসব পালন করা হবে।
  • নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান।
  • পাহাড়ের উন্নয়নের জন্য জিটিএ এবং বিভিন্ন বোর্ডকে আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে।
  • বাংলাদেশ, নেপাল, ভুটানের সাথে যোগাযোগের জন্য একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে।
  • দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গকে সংযুক্ত করার জন্য ৩০০০ কোটি টাকা ব্যয়ে আরও একটি রাস্তা তৈরি করা হচ্ছে।
  • শিলিগুড়ির কাছে একটি নতুন সাফারি পার্ক তৈরি করা হয়েছে। গাজোলডোবায় একটি ট্যুরিজম প্রজেক্ট (যার নাম দিয়েছি ভোরের আলো) চালু হচ্ছে, সেখানে ভবিষ্যতে অনেক পর্যটক আসবেন।
  • কোচবিহার একটি হেরিটেজ টাউন। মালদা ও বালুরঘাটে বিমানবন্দর চালু হচ্ছে।
  • কোচবিহারের বিমানবন্দরের উন্নয়ন করা হয়েছে। শীঘ্রই সেখানে বিমান পরিষেবা শুরু হবে।
  • কাওয়াখালিতে কৃষকদের আমরা জমি ফিরিয়ে দিয়েছি।
  • আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা ক্ষতিপূরণ দিয়েছি।
  • চা বাগানের কর্মীদের উন্নয়নের জন্য একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে। ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। একটি টি ডিরেক্টরেট তৈরি করা হয়েছে।
  • আগামী বছর থেকে উত্তরবঙ্গ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যাত্রাও দেখানো হবে।
  • উত্তরবঙ্গকে আগে গুরুত্ব দেওয়া হত না। এখন আমি প্রায়ই এখানে আসি। উত্তরবঙ্গ এখন সবসময় আমার নজরে আছে। আমি সব সময় এখানকার মানুষের পাশে আছি। এখানে পাহাড়, নদী, জঙ্গল – কি নেই?
  • রাজবংশী আকাদেমি ও কামতাপুরি আকাদেমি গঠন করা হয়েছে। নেপালি, উর্দু, হিন্দি, গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
  • কাজের গতি কখনো থেমে থাকে না। কাজ চলছে, চলবে।

 

Bengal CM conceives three-stage master plan for development projects

For large-scale development of Bengal, Chief Minister Mamata Banerjee has conceived a novel three-stage master plan, consisting of a five-year plan, a ten-year plan and a fifteen-year plan.

The details of each stage would be drawn up by a committee headed by the chief secretary, the highest administrative officer of the State Government.

Three stages, that is, five-year, ten-year and fifteen-year plans, have been designated as short term, medium term and long term.

Every department will have to submit detailed plans, including the financial details, for each of the three stages to the chief secretary. The chief secretary would hand them over to the Chief Minister, only after whose approval would their implementations start.

Mamata Banerjee wants to take Bengal through more transformations. She led Trinamool Congress to power in 2011, vowing to bring ‘poriborton’. Bengal is progressing in every sector, be it agriculture, power, roads, drinking water supply, rural development, transport or any other.

Through this three-stage plan, Bengal would see further development, with the aim to become the best in India in every aspect, and be a name to contend with internationally too.

Source: Bartaman

সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা রাজ্যের

রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাঁচ বছর, ১০ বছর এবং ১৫ বছরের জন্য উন্নয়নের মেয়াদি পরিকল্পনা তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য মুখ্যসচিবকে দায়িত্ব দিয়েছেন তিনি। মুখ্যসচিব রাজ্যের অর্থসচিব এবং পরিকল্পনা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনটি পরিকল্পনা তৈরি করছেন। রাজ্যকে নতুন করে সাজিয়ে তোলার জন্য সেটাই মাস্টার প্ল্যান মমতার সরকারের।

এই পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তা হল, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পরিকল্পনা। মিশন ২০২০ লক্ষ্য নিয়ে রাজ্যকে নতুন করে গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই প্রতিটি দপ্তরকে ওই তিনটি টার্মের জন্য মাস্টার প্ল্যান জমা দিতে বলা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী কত টাকা খরচ হবে, তাও উল্লেখ করতে বলা হয়েছে। মুখ্যসচিব সেই প্ল্যান অনুমোদনের পরে মুখ্যমন্ত্রী তাতে সিলমোহর লাগাবেন। তার পরেই তা বাস্তবায়িত করার লক্ষ্যে এগোবে সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় চান, নতুন বাংলা গড়ে উঠুক। ২০১১ সালের আগে যে পরিবর্তনের স্লোগান তিনি দিয়েছিলেন, সেই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগোতে চায় সরকার। ইতিমধ্যে রাজ্যের রাস্তার হাল বদলেছে, তা শহর হোক বা গ্রাম।

পরিকাঠামো উন্নয়ন সহ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে এই মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। রাজ্য পরিকল্পনা দপ্তর তার রূপরেখা তৈরির কাজ শুরু করেছে।

Alipurduar district: Developments at a glance

To enable better administration, the Trinamool Congress Government created the district of Alipurduar on June 25, 2014, as West Bengal’s 20th district. As a result, people from the region are finding it much easier to access governmental services.

An administrative complex is also coming up in the district capital where all the main administrative, police and district health offices will be located.

Developments brought about in Alipurduar district by the Trinamool Congress Government during the last five years:

Health

  • Two fair price medicine shops (FPMS) at Alipurduar District Hospital and Birpara Hospital. As a result, almost 43,000 people have bought medicines at a total discount of Rs 1.24 crore.
  • Fair price diagnostic centre (FPDC) at Alipurduar District Hospital.
  • Multi superspeciality hospital being built in Falakata.

 

Education

  • Model schools being built in Kalchini and Madarihat.
  • Fifty thousand students have got bicycles under Sabuj Sathi Scheme.
  • Mid-day meals started in all schools, as a result of which health of students as well as their attendances have improved drasrically.
  • Separate toilets for boys and girls built in all schools.

 

Land Reforms, Agriculture

  • About 1,500 landless families given patta and 3,500 forest pattas given under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme.
  • Almost 92% farming families given Kisan Credit Cards (KCC).
  • Krishak Bazaar: One operating in Falakata and five more being set up.

 

100 Days’ Work

  • Rs 247 crore spent to create 78 lakh man-days; Rs 133 crore more to be spent by May.

 

Panchayat and Rural Development

  • Mission Nirmal Bangla: About 22,000 toilets built as part of the scheme.

 

Minorities’ Development

  • Scholarships worth Rs 2 crore have been given to 10,000 students from minority community; scholarships to 10,000 more to be given by May.
  • To encourage self-sufficiency, Rs 3.5 crore worth loans have been given to youth from minority communities.

 

Backward Classes Welfare

  • Shikshasree Scheme: 31,000 students covered by the scheme; 37,000 more to be covered by May.

 

Kanyashree Scheme

  • Kanyashree Scheme has covered 33,500 students in the district.

 

Khadya Suraksha and Khadya Sathi

  • Eleven lakh people in Alipurduar district getting foodgrains at Rs 2 per kg.

 

Welfare for tea gardens

  • The State Government has stood by tea garden workers and their families during their time of need.
  • All tea garden workers’ families getting foodgrains at 47 paise per kg.

 

Micro, Small & Medium Enterprises (MSME)

  • Three clusters for MSMEs set up: Handloom cluster in Kumargram, clusters for wooden furniture makers in Madarihat and Barvisa.

 

PWD and Transport

  • Thirty-two projects for roads, bridges, etc. worth Rs 150 crore completed by the State Government, benefitting 10 lakh people; nine more projects to be completed by May.
  • Building, renovation and widening of 200 km of roads in total completed; 150 km more to be completed by May.

 

Power & Non-conventional Energy

  • Sabar Ghare Alo: Under this project, 100% rural electrification has been achieved.

 

Irrigation

  • Dam rectification work of over 50 km completed.

 

Public Health Engineering

  • Nineteen drinking water projects undertake, of which 16 projects, worth Rs 45 crore completed; 1.5 lakh people benefitted. Rest of the three projects to be completed by May.
  • Drinking water projects in three tea gardens in Loknathpur, Jashodanga and Madarihat blocks have been set up.

 

Tourism

  • Dooars Mega Tourism Project: Four projects worth Rs 3.5 crore undertaken. First phase of projects at Ratneshwar Jhil, Bakla, Shikiajhora and Hashimara completed; second phase ongoing.

 

Labour

  • Seventy-five thousand unorganised workers were brought under the State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), 46,000 construction workers, under the West Bengal Building and Other Construction Workers Welfare Act (BOCWA) and 3,000 transport workers, under the West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS).

 

Self-help Groups (SHG)

  • Under the Anandadhara Scheme, 2,500 SHGs formed; 2,000 more to be formed by May.
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Scheme, 2,000 developmental projects sanctioned, worth Rs 15 crore.

 

Urban Development

  • Rs 30 crore has been spent for the development of Alipurduar Municipality. More than 400 dwellings constructed for the urban poor.

 

Information & Broadcasting

  • Twelve hundred folk artistes being given retainer fees and pensions; and about 250 more to be given soon.

 

Housing

  • Under the Gitanjali Scheme, 2,000 dwellings sanctioned for the economically weaker sections, of which 1,100 have already been constructed. The rest are to come up by May.

 

Sports & Youth Affairs

  • To improve the level of sports, 47 clubs have been given monetary assistance.
  • Alipurduar Indoor Stadium has been built at a cost of Rs 4 crore.

 

গত পাঁচ বছরে আলিপুরদুয়ার জেলার উন্নয়নের খতিয়ান

২০১৪ সালে আলিপুরদুয়ারকে পশ্চিমবঙ্গের ২০তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে যাচ্ছে।

গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে আলিপুরদুয়ার জেলায় বিপুল পরিবর্তন এসেছে।

জেলা, ব্লক ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির উন্নয়নে একগুচ্ছ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।

স্বাস্থ্য

  • আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ও বীরপাড়া হাসপাতালে ২টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এর ফলে ৪৩ হাজার মানুষ ১ কোটি ২৪ লক্ষ টাকা ছাড় পেয়েছে।
  • আলিপুরদুয়ার জেলা হাসপাতালে Fair price diagnostic centre চালু হয়ে গেছে।
  • ফালাকাটায় উন্নতমানের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের কাজ চলছে।

 

শিক্ষা

  • কালচিনি ও মাদারিহাটে নতুন মডেল স্কুল নির্মাণের কাজ চলছে।
  • এই জেলায় ৫০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
  • সব স্কুলে মিড ডে মিল চলছে যার ফলে পুষ্টি এবং ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যও পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার ও কৃষি

  • এই জেলায় প্রায় ১৫০০ যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এই জেলায় প্রায় ৩৫০০ পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলার প্রায় ৯২% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে।
  • কৃষক বাজার – ফালাকাটায় একটি কৃষক বাজার চালু হয়ে গেছে।

 

১০০ দিনের কাজ

এই জেলায় বিভিন্ন ব্লকে ১০০ দিনের কাজে ২৪৭ কোটি টাকা ব্যয় করে প্রায় ৭৮ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

মিশন নির্মল বাংলা – এই প্রকল্পে প্রায় ২২ হাজার শৌচাগার নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত দেড় বছরে ১০ হাজারের বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ২ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের সাড়ে ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ

‘শিক্ষাশ্রী’ প্রকল্পের আওতায় এই জেলার প্রায় ৬১ হাজার ছাত্র-ছাত্রী সহায়তা পাচ্ছে।

কন্যাশ্রী প্রকল্প

নবগঠিত আলিপুরদুয়ার জেলায় সাড়ে ৩৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সহায়তায় এসেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী

‘খাদ্যসাথী’ প্রকল্পের আওতায় এই জেলায় প্রায় ১১ লক্ষ মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

চা বাগান

চা শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।

শিল্প

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩টি ক্লাস্টার গড়ে উঠেছে, এগুলি হল – কুমারগ্রাম হ্যান্ডলুম ক্লাস্টার, মাদারিহাট ও বারভিসা।

পূর্ত ও পরিবহণ

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ৫০টি রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি প্রকল্প রূপায়নের কাজ হাতে নিয়েছে, এর মধ্যে ৩টি প্রকল্পের কাজ প্রায় ১৫০কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে ২০০ কিমি রাস্তা পুনর্নির্মাণ/সম্প্রসারণ হয়েছে। আরও ১৫০ কিমি রাস্তার কাজ আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি

সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়ে গেছে।

সেচ

এই জেলায় ৫০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরী

  • বিগত সাড়ে চার বছরে ১৯টি জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৪৫ কোটি টাকা ব্যয়ে ১৬টির কাজ সমাপ্ত হয়েছে। বাকিগুলি আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
  • লোকনাথপুর, যশোডাঙ্গা ও মাদারিহাটে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে।

 

পর্যটন

এই জেলায় ডুয়ার্স মেগা ট্যুরিজম প্রজেক্ট-এর অন্তর্গত প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের কাজ চলছে। রত্নেশ্বর ঝিল, বাকলা, শিকিয়াঝোড়া এবং হাসিমারা এই প্রকল্পগুলির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।

শ্রম

এই জেলায় SASPFUW প্রকল্পে ৭৫০০০ অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছে। BOCWA প্রকল্পে ৪৬০০০ এর বেশি নির্মাণ কর্মী নথিভুক্ত হয়েছে। WBTWSSS প্রকল্পে ৩০০০ এর বেশি পরিবহণ কর্মী নথিভুক্ত হয়েছে।

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি

  • আনন্দধারা প্রকল্পে আড়াই হাজারেরও বেশি স্বনির্ভর দল গঠিত হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ২০০০ স্বনির্ভর দল গঠিত হয়ে যাবে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ২ হাজার উদ্যোগ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং ১৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর ও নগরোন্নয়ন

এই জেলায় মিউনিসিপ্যালিটি ৩০ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে ৪০০-র বেশি বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য ও সংস্কৃতি

বর্তমানে এই জেলায় ১২০০ জন লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ২৫০ জন লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন

আলিপুরদুয়ার জেলায় গীতাঞ্জলি ও অন্যান্য প্রকল্পে প্রায় ২০০০ বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ১১০০ বাসস্থানের কাজ নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে।

ক্রীড়া ও যুব কল্যাণ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় জেলায় ৪৭টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় ২৪টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৪৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

 

Image: Wikimapia