Work on Swasthya Sathi likely to be completed soon

Bengal Chief Minister Mamata Banerjee’s dream project of introducing Group Health Insurance Scheme to cover around 3 crore population and issuing Swasthya Sathi cards to the beneficiaries for availing the services is expected to be completed within this month.

Around 93 percent of the work has already been completed as 40 lakh families across the state have already been given the Swasthya Sathi Card as a result of which, more than 2 crore people are already getting the benefits of the health insurance scheme.

The Health department officials believe that the remaining 5 lakh families will soon be covered under the scheme. A total of 3 crore population or 45 lakh families would be included in the scheme as the Chief Minister had announced in February 2016. She announced that people working in self help groups, ICDS workers, ASHA workers, civic volunteers, civil defence volunteers and various other workers would be covered under the health insurance scheme.

Under the Swasthya Sathi scheme, the state government provides basic health coverage for secondary and tertiary care up to Rs 1.5 lakh per annum to each worker. In case of critical illnesses and surgeries like cancer, neurosurgeries, cardiothoracic surgeries, liver diseases and blood disorders, the patients are entitled to get up to Rs 5 lakh for each patient or their family members. All pre-existing diseases are covered under this scheme. The state government will bear the entire premium and the beneficiaries need not contribute to avail the benefit.

The Swasthya Sathi cards will have detail information about the beneficiaries and their names. Distribution of smart cards was started in December last year when the Chief Minister handed over Swasthy Sathi Crards to 20 beneficiaries. It was learnt, that there will be no cap on the family size and parents of both the spouses will be covered. All newborns will be covered whereas all pre-existing diseases will be covered from day one.

The state government has decided to give health insurances to people. The state government has already tied up with 700 hospitals both public and private which are brought under the coverage of health scheme. After seeing the success of the Bengal’s Group Health Insurance Scheme, the Centre is trying to introduce the National Health Protection Scheme (NHPS) to provide better healthcare facilities to people.

 

চলতি মাসেই শেষ হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের কাজ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’। প্রায় ৩ কোটি মানুষ এই প্রকল্পের অধীনে উপকৃত হবেন। এই প্রকল্পের আওতার সকল উপভোক্তাদের স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে তাঁরা সকল পরিষেবা গ্রহণ করতে পারবেন, সেই প্রক্রিয়াও এমাসের মধ্যে শেষ হয়ে যাবে।

ইতিমধ্যেই ৯৩% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রাজ্যের প্রায় ৪০ লক্ষ পরিবারকে ইতিমধ্যেই স্বাস্থ সাথী কার্ড দেওয়া হয়েছে। ২ কোটিরও বেশি মানুষ এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন।

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মনে করছেন বাকি ৫ লক্ষ মানুষকেও এই প্রকল্পের আওতায় খুব শীঘ্রই আনতে পারা যাবে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে ৪৫ লক্ষ পরিবার বা তিন কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন। তিনি ঘোষণা করেন স্বনির্ভর গোষ্ঠীর কর্মী, ICDS কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, ও অন্যান্য কর্মীরা সকলেই এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন।

স্বাস্থ্যসাথী প্রকল্প

বছরে মোট সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা থাকছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। আর এই বিমার আওতায় আসছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও তার বড় বড় সরকারি ক্লিনিক। রাজ্য সরকারের যে সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীরা আছে তাদেরও এই স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে। এর ফলে এই স্বাস্থ্য বিমার সুবিধা সুবিধা পাবেন স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী, অঙ্গনওয়ারি কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, বিপর্যয় মোকাবিলা বিভাগ, হোমগার্ড, অর্থদপ্তরের চুক্তিবদ্ধ কর্মী, গ্রিন পুলিশ, সিভিল ডিফেন্স, NVF, ICDS,পৌরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী, অসংগঠিত শ্রমিক সহ আরও অনেক বিভাগের কর্মীরা।প্রতি বছর দেড় লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা মিলবে। অন্যদিকে ক্যান্সার, নিউরো সার্জারি, হৃদরোগজনিত অস্ত্রোপচার, লিভার সংক্রান্ত অসুখ এবং রক্তের সমস্যার চিকিৎসার জন্য এই প্রকল্পে ৫ লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যাবে। রাজ্য সরকার সমস্ত প্রিমিয়াম দেবে।

স্বাস্থ্যসাথী কার্ড

স্বাস্থ্যসাথী বিমার অন্তর্গতদের দেওয়া হবে ‘স্বাস্থ্যসাথী কার্ড’। এই কার্ডে ব্যক্তির নাম সহ সমস্ত বিস্তারিত তথ্য থাকবে। গত বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ২০ জনের হাতে তুলে দিয়েছেন এই স্বাস্থ্য সাথী কার্ড, তারপর থেকেই এই কার্ড দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে। এই কার্ডের মাধ্যমে ব্যক্তির পরিবারের সমস্ত সদস্যরাই এই পরিষেবা পাবেন।  সদ্যোজাত শিশুরাও এই বীমার সুবিধা পাবেন, আগের কোনও রোগ থাকলে সেটির চিকিৎসাও এই বীমার মাধ্যমে হবে।

রাজ্য সরকার সাধারন মানুষকেও স্বাস্থ্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ৭০০ সরকারী ও বেসরকারী হাসপাতালকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্যে জন স্বাস্থ্য বীমা প্রকল্পের অভূতপূর্ব সাফল্য দেখার পর কেন্দ্র সরকারও সিদ্ধান্ত নিয়েছে জনগণের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প শুরু করার।

 

mamata banerjee sagar island

Pilgrims laud Bengal Govt’s arrangements for Ganga Sagar Mela

Pilgrims who have arrived in Sagar Island to take a holy dip in the confluence of river Ganga expressed their satisfaction with the arrangement made by the state government.

The state government made an elaborate arrangement to help the pilgrims reach their destination and return safely without facing any trouble. Chief Minister Mamata Banerjee held a review meeting on January 5 over the preparation for Ganga Sagar Mela where more than 14 lakh pilgrims visit every year.

Subrata Mukehrjee, the state PHE minister, and Sobhandeb Chatterjee, the state Power minister, had visited the Sagar Island to take a stock of the preparation of the mela. The state PHE department is the nodal agency to organise the mela, but many departments had worked together to ensure that pilgrims could safely reach the venue.

The Transport department had ensured additional bus services both in the mainland and the island. There are more buses this time to take people from the transit points in Sagar Island to the mela ground.

Thousands of civil volunteers, all local youth, have been deployed in the mela to keep the area clean. They will ask people to avoid open defecation. Their main task would be to keep the mela premises clean. Steps have also been taken to ensure uninterrupted power supply in the mela premises.

 

গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনায় রাজ্য সকারের প্রশংসা করলো পুণ্যার্থীরা

প্রতি বছরের মত এবছরও গঙ্গাসাগরের পুন্যার্থীদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। গত ৫ জানুয়ারি মাননীয়া মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা নিয়ে একটি বৈঠক করেন, যেখানে প্রায় প্রতি বছর ১৪ লক্ষ পুন্যার্থীর সমাগম হয়।

সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গোটা এলাকা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য গঙ্গাসাগর পরিদর্শনে গিয়েছিলেন। রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই মেলার আয়োজন করে। তবে পুন্যার্থীরা যাতে নিরাপদে পৌঁছতে পারে এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বিভাগ একসঙ্গে কাজ করেছে।

ট্রানজিট পয়েন্ট থেকে সাগর মেলায় মানুষকে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন দপ্তর অতিরিক্ত বাস পরিষেবা চালু করেছে।

মেলা প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাজার হাজার সিভিল ভলেন্টিয়ার, স্থানীয় যুবকদের মেলায় মোতায়েন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরিও রাখা হয়েছে। এবার ১০ হাজার অতিরিক্ত শৌচাগার তৈরি করা হয়েছে। কি কি করণীয় ও কি কি করণীয় নয় এমন নির্দেশিকা সম্বলিত বিভিন্ন ভাষার লিফলেট বিলি করছে প্রশাসন। এছাড়াও মেলা প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন বিদ্যু९ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Civic volunteers, welfare workers get medical benefits under Swasthya Sathi

Volunteers of the civic police and green police, and workers of the Integrated Child Development Scheme (ICDS) and accredited social health activists (ASHA) are now receiving financial benefits from the State Government up to Rs 5 lakh in case of critical ailments under Swasthya Sathi scheme introduced by the Trinamool Congress government.

The main features of the Scheme are:

(i) The scheme will have basic health cover for secondary and tertiary care upto Rs. 1.5 Lakhs per annum.

(ii) There will be no cap on the family size.

(iii) Critical illness like, Cancer, Neuro surgeries, Cardiothoracic surgeries, liver diseases, blood disorders etc. will be covered upto Rs. 5 lakh.

(iv) All pre-existing diseases will be covered.

(v) The entire premium will be borne by the State Government with no contribution from the beneficiaries

The scheme is being implemented by the Department of Health & Family Welfare, Government of West Bengal.

 

সিভিক পুলিশ ও আশার কর্মীদের জন্য এলো রাজ্যের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প

সিভিক পুলিশ, গ্রিন পুলিশ এবং আই সি ডি এস ও আশার কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য স্বাস্থ্য-সাথী প্রকল্প চালু করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে কর্মচারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক বিমার কভারেজ পাবে।

প্রকল্পের মুল সুবিধা:

  • এই প্রকল্পের মাধ্যমে কর্মচারীদের বার্ষিক দেড় লক্ষ টাকা বিমা কভারেজ দেওয়া হবে।
  • এই প্রকল্পের আওতায় কর্মচারীদের পরিবার পরিজনদেরু আওতাভুক্ত হবে এবং এর সংখ্যা সীমাহীন।
  • বিভিন্ন মারণ রোগ যেমন – ক্যান্সার, নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, যকৃতের রোগ, রক্তের রোগ ইত্যাদির জন্য দেওয়া হবে ৫ লক্ষ টাকা।
  • সব রকম রোগের চিকিৎসাই এর মাধ্যমে করা যাবে।
  • সমস্ত প্রিমিয়াম রাজ্য সরকার বহন করবে।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দ্বারা এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

 

 

Two lakh people to be given employment in Bengal: WB CM

West Bengal Chief Minister Ms Mamata Banerjee chaired a Cabinet Meeting at Nabanna today which took several important decisions.

After the meeting, the West Bengal Chief Minister informed that besides others two major decisions were taken in the cabinet meeting. She informed that two lakh people will be inducted into State services to fill up vacancies, which include 70,000 as teaching staff, 60,000 in group ‘C’ and 60,000 in group ‘D’.

The second decision was concerned with the civic volunteers who work seamlessly with the Kolkata police, the Chief Minister informed. The remunerations for the civic volunteers will be raised from Rs 2800 to Rs 5500, the Chief Minister informed. She also said that at par with the home guards, the civic volunteers will be entitled to get 14 days of leave every year. She also informed that the eligible civic volunteers will be inducted as home guards in due course.

The West Bengal Chief Minister also said that the Government will achieve the target of 23 lakh employment this year in various sectors.