Missing persons bureau in every commissionerate

To enable coordination of information on missing persons, West Bengal Police has decided to set up a Missing Persons Bureau in every commissionerate. As a part of the efforts towards coordination of information, the state police is also setting up a database of missing persons.

For a start, 30 police officers have been selected for manning the bureaus in five commissionerates. Gradually, bureaus would be set up in all the eight commissionerates. Two commissionerates were created recently, in Haldia and in Kharagpur.

Till now, the Missing Persons Bureau of CID was the sole agency responsible. To reduce pressure on it, the government has decided to set up a bureau in each commissionerate, each of which is responsible for a group of, mostly urban, police station areas.

Many times it happens that a person returns home, but the information does not reach the police. Sometimes the family does not inform the police; and then too, it is difficult for the single bureau under the CID to deal with missing persons’ information from across the state. Hence, to spread the responsibility, in order to have up-to-date information, West Bengal Police has taken this decision, which is indeed commendable.

Source: Ei Samay

 

মিসিং পার্সনস ব্যুরো প্রত্যেক কমিশনারেটেই

এ বার রাজ্যের প্রতিটি পুলিশ কমিশনারেটে আলাদা করে মিসিং পার্সন ব্যুরো গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ৷ আপাতত পাঁচটি কমিশনারেটের জন্য মোট ৩০ জন পুলিশকর্মীও এ জন্য বরাদ্দ করা হয়েছে৷

এত দিন পর্যন্ত রাজ্য পুলিশের তরফে সারা রাজ্যের জন্য এই বিষয়টি দেখাশোনা করত সিআইডি-র মিসিং পার্সন স্কোয়াড৷ রাজ্য পুলিশ সূত্রের খবর, ভবানী ভবনের উপর থেকে চাপ কমানোর জন্যই এ বার নিখোঁজদের খোঁজ করবে সংশ্লিষ্ট এলাকার কমিশনারেটগুলিই৷

পুলিশ সূত্রের খবর, প্রথমে বাড়ির লোকেদের কাছ থেকে নিখোঁজ ব্যক্তির ছবি এবং বিস্তারিত বর্ণনা নেওয়া হয়৷ তার পর তা পাঠিয়ে দেওয়া হয় আশেপাশের থানা এবং রেলপুলিশের কাছে৷ অনেক ক্ষেত্রে দূরদর্শনে বা সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হয়৷ বেশির ভাগ ক্ষেত্রে এই পদ্ধতিতে সাফল্যও মেলে৷ তবে রাজ্য পুলিশ এখন থেকে নিখোঁজ ব্যক্তিদের একটি ডেটা-বেস তৈরি করতে চাইছে যাতে পরবর্তীতে তা কাজে লাগে৷

Bengal CID to create Suraksha Sathi app to give crime control a fillip

The investigation and intelligence wing of Bengal’s police force, CID (Criminal Investigation Department) is soon going to come out with an app, ‘Suraksha Sathi’ to enable people to send information anonymously to the police, which can be of immense help.

It must be mentioned that the police force in Bengal has done a lot in the last few years to form a closer bond with the people, from launching apps for establishing a police-public interface (‘Bondhu’ app by Kolkata Police) to running self-defence programmes for women (‘Suraksha’) to conducting public awareness programmes all through the year.

The Suraksha Sathi app is another effort at reaching out to the public. Through this app, anyone can send information regarding any crime or suspicious activity to the police, and also complaints against any errant cop.

Another useful aspect about this app is that any user can send information to the police if he/she himself/herself is in trouble too.

Chief Minister Mamata Banerjee wants the public to work hand-in-hand with the police everywhere in the state, and become an integral part of law-keeping. The Suraksha Sathi app is a major step up towards achieving that aim. After all, a little caution on the part of everyone would be a big step towards upholding the security of the state.

Source: Aajkal

 

রাজ্যে অপরাধ কমাতে সুরক্ষা সাথী অ্যাপ

রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি উদ্যোগ নিচ্ছে রাজ্যের অপরাধ কমাতে, শান্তি বজায় রাখতে।

রাজ্যবাসী একটু সতর্ক হলে বাইরের শত্রু ঘরে ঢুকতে পারবে না-এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের কাছে হয়ত তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু তাঁরা এ সব বিষয়ে মুখ খুলতে চান না। বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে চাইছে প্রশাসন। তার প্রথম পদক্ষেপ হল ‘সুরক্ষা সাথী অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে আপনি সব রকম তথ্য সেখানে দিতে পারবেন। আপলোড করতে পারবেন ছবি। আপনার নামধাম কেউ জানতে পারবেন না।

সিআইডি চাইছে রাজ্যের মানুষ পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে অপরাধ কমাতে সাহায্য করুক। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সিআইডি আরও সতর্ক এবং এই ধরনের পদক্ষেপ নিয়েছে। পুলিশ মানে ভয়ের কিছু নয়, পুলিশ মানুষের সঙ্গে রয়েছে এবং থাকবে।

এই অ্যাপে যুক্ত হলে আরও অনেক সুবিধা পাবেন আপ ব্যবহারকারীরা। নিজে কোনও সমস্যায় পড়লে, তা সহজেই পৌঁছে যাবে সিআইডি-র কাছে। এতে আপনি পুলিশের বন্ধু হতে পারেন। নিজের রাজ্যের জন্য একটু দায়িত্বশীল হলেই নিজের ঘরও নিরাপদ থাকবে।