Bengal has achieved a social revolution in child care sector under the state’s health system.
Infant Mortality Rate (IMR) in Bengal, which was 32 in 2011, has declined to 28 in 2014, as per the recent SRS data published in July, 2016.
Bengal has achieved the highest decline in the country in IMR as a big state, and has been appreciated with Trophy and Certificate of Merit in the National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India, organized by the Ministry of Health and Family Welfare, Government of India at Tirupati during 29-31st August, 2016.
The corresponding figures of IMR of the country as a whole are 44 in 2011 and 39 in 2014. Thus, Bengal is far ahead of the country as a whole in terms of this critical health parameter.
“This achievement is due to the hard work and dedication of Doctors, officials and workers of our health sector. We are committed to do much more work for the society. I congratulate my Health and other related departments,” Chief Minister Mamata Banerjee said in the Facebook post.
শিশু কল্যাণের ক্ষেত্রে বাংলার মুকুটে নতুন পালক
শিশু কল্যাণে বাংলার মুকুটে নতুন পালক। ২০১১ সালে বাংলায় শিশু মৃত্যুর হার (আই এম আর) ছিল ৩২, সম্প্রতি ২০১৬ সালের জুলাই মাসে প্রকাশিত এসআরএস তথ্য অনুযায়ী, ২০১৪ সালে এই হার কমে দাঁড়িয়েছে ২৮য়ে।
শিশু মৃত্যুর হার কমার প্রবণতায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় দ্বারা আয়োজিত National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India তে, যা ২৯-৩১ শে আগস্ট তিরুপতিতে অনুষ্ঠিত হবে, বাংলার এই কৃতিত্বকে সম্মানিত করা হবে।
সামগ্রিকভাবে দেশের আই এম আর ২০১১ সালে এই সংখ্যা ছিল ৪৪ এবং ২০১৪ সালে ছিল ৩৯। বাংলা এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে।
“ডাক্তার, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মী ও অফিসারদের কঠোর পরিশ্রমের ফলে রাজ্য এই কৃতিত্ব অর্জন করেছে। আমরা সমাজের জন্য আরও অনেক বেশি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সকলকে অভিনন্দন জানাচ্ছি,” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে একথা জানান।