To accommodate people who come to Kolkata for various purposes but are too poor to put up in hotels or hire a place to stay, many of whom come to earn a living, and some for purposes like medical treatment, etc., as well as vagabonds and pavement and slum dwellers, the State Government and the Kolkata Municipal Corporation (KMC) run night shelters.
Now, KMC has decided to build more such shelters. So the civic body is holding talks with various government organisations like Kolkata Metropolitan Development Authority (KMDA), Kolkata Improvement Trust (KIT), Hooghly River Bridge Commissioners (HRBC), Port Trust and the Railways to request them to hand over some of the extra vacant land plots they have. It is already preparing a detailed project report (DPR) to set up a night shelter on Mahatma Gandhi Road in ward 122
At present, Kolkata has 40 night shelters, of which 35 have been set up by the State Government and five by the KMC. These five are located in Chetla, Bhowanipore, Galiff Street, Gauribari Lane and Raja Manindra Road, and can accommodate around 2,500 people on a daily basis.
শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান পুরসভার
রুটি-রুজির টানে রাতের শহরে থেকে যেতে হয় অনেককেই। এমন বহু মানুষ ফুটপাতে বা রাস্তার একধারে রাত কাটাতে বাধ্য হন। কলকাতায় এরকম মানুষজনের থাকার জন্য হিসেব অনুযায়ী প্রায় ৪৫টি নাইট শেল্টার থাকার কথা।
এখন শহরে রাজ্য সরকার ও পুরসভার ৪০টি নাইট শেল্টার রয়েছে। শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান চালাচ্ছে পুরসভা। জমি দেখা চূড়ান্ত হয়ে গেলেই শুরু হবে কাজ।
শীঘ্রই কমপক্ষে আরও দু’টি নাইট শেল্টার তৈরির কাজে পুরসভা হাত দেবে বলে জানা গিয়েছে। বর্তমানে শহরে কলকাতা পুরসভার তৈরি পাঁচটি এবং রাজ্য সরকারের তৈরি প্রায় ৩৫টি নাইট শেল্টার রয়েছে।
Source: Millennium Post