Making women self-sufficient through the rearing of coloured fish

In order to make women living in the far-flung regions of West Bengal self-sufficient, the State Fisheries Department has thought up an innovative programme – rearing of coloured fishes. The women would set up the culturing of such fish through self-help groups that they would form. According to the Fisheries Minister, there is a huge demand for such fishes for aquariums in both national and international markets.

The well-thought out plan by the Department includes the setting up of two well-equipped marketplaces for the selling of such fishes by the women – in Amtala in South 24 Parganas district and in Dasnagar in Howrah district, with financial help from the National Fisheries Development Board (NFDB) and the National Co-operative Development Corporation (NCDC), respectively.

It is sincerely hoped by the State Government that this project would be another step towards empowering the women of the State.

 

Image is representative (source: agrifarming.in)

 

রঙ্গিন মাছ প্রতিপালনের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার প্রচেষ্টা রাজ্যের

পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মহিলাদের স্বনির্ভর করার জন্য রাজ্য মৎস্য দপ্তর একটি উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে তা হল রঙ্গিন মাছ প্রতিপালন। মহিলারা একটি স্বনির্ভর গ্রুপ গঠন করে এই ধরনের মাছ চাষ করবে। মৎস্য মন্ত্রীর মতে, জাতীয় ও আন্তর্জাতিক বাজারে অ্যাকোরিয়ামের রঙিন মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

রঙিন মাছ বিক্রির জন্য হাওড়া জেলার দাসনগর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলায় দুটি সুসজ্জিত বিপণন কেন্দ্র গঠন করা হবে যেখানে মহিলারা এই সব মাছ বিক্রি করতে পারবেন। ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড (NFDB) এবং ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (NCDC) এদের আর্থিক সহায়তা প্রদান করবে।

এটা আশা করা যায় যে রাজ্য সরকারের এই প্রকল্প নিঃসন্দেহে রাজ্যের নারীর ক্ষমতায়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

 

Bengal to increase fish production

The State Government has taken some major steps to revive fisheries in Bengal. Its Fisheries Department has planned to increase the production of local fish species and cultivate endangered ones.

Fisheries Minister Chandranath Sinha said, “Our department has taken many steps to boost fish production. The Chief Minister has asked us to come up with a comprehensive plan for the next five years. We are also making plans for the next 10 years.”

“In our state, the demand for fish is huge. Our Chief Minister has ordered fish cultivation to be increased in our State. So we have decided to increase fish production,” the minister added.

“We are working on some new breeds of fish. We have planned to use at least one large waterbody in every district to cultivate different kinds of fishes,” Sinha added.

Meanwhile, the department has set up laboratories in almost one-third of the blocks in West Bengal where people can get the soil and water in their local water bodies tested free of cost and get suggestions from agricultural scientists on how to improve the water bodies.

They will also get information about what kinds of fishes should be cultivated there. The minister said that within the next few years, every block in the State will have laboratories to assist farmers and fishermen.

 

মাছ উত্পাদন বাড়াতে উদ্যোগী রাজ্য

রাজ্য সরকার বাংলায় মৎস্যচাষ পুনরুজ্জীবিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্য বিভাগ সাধারণ প্রজাতির মাছের উৎপাদন এবং বিপনণ বৃদ্ধির পরিকল্পনা করেছে।

মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “মাছ উৎপাদন বৃদ্ধির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে আমাদের দপ্তর। মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আগামী পাঁচ বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করার। আমরা আগামী ১০ বছরের পরিকল্পনাও করছি”।

তিনি আরও বলেন, “আমাদের রাজ্যে মাছে বিপুল চাহিদা। তাই রাজ্যে মাছের উৎপাদন আরও বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই আমরা মাছ উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি”।

মন্ত্রী জানান, “আমরা কিছু নতুন ব্রিড নিয়ে কাজ করছি। প্রতি জেলায় অন্তত একটি বড় জলাশয় ব্যবহার করে তাতে বিভিন্ন ধরণের মাছ চাষ করার পরিকল্পনা আছে আমাদের”।

এদিকে, বাংলায় সব ব্লকের প্রায় এক তৃতীয়াংশে ল্যাবরেটরিজ স্থাপন করেছে মৎস্যদপ্তর। এখানে চাষিরা মাটি, জল বিনামূল্যে পরীক্ষা করতে পারবেন এবং কিভাবে তাদের জলাশয়ের মান উন্নত করা যায় সে ব্যাপারেও কৃষিবিজ্ঞানীদের থেকে পরামর্শ পেতে পারবেন।

কি ধরনের মাছ চাষ করা উচিত এর মাধ্যমে তারা এব্যাপারে তথ্য পাবেন। মন্ত্রী জানান আগামী কিছু বছরের মধ্যেই রাজ্যের প্রতিটি ব্লকে কৃষক ও জেলেদের সহায়তার জন্য ল্যাবরেটরি তৈরি হয়ে যাবে।