Chambers of commerce laud State Budget

The Chambers of Commerce and Business Confederations lauded the Budget statement 2017-18 by state Finance minister Amit Mitra. The state Budget was placed at the Assembly on Friday. They believe that this Budget after demonetisation can help the state’s growth.

Talking on the Budget, Rakesh Shah, President, Bharat Chamber of Commerce, Kolkata, said it is a balanced Budget.

Chandra Sekhar Ghosh, President-Designate, The Bengal Chamber of Commerce and Industry, said he believes this Budget is a welfare oriented exercise in the aftermath of demonetisation.

 

Confederation of Indian Industry (CII) also welcomed the proposals to earmark Rs 50 crore for Small and Medium Enterprises and Rs 100 crore for farmers.

The State Finance Minister’s announcement on salary increase for Anganwadi workers and Asha workers reflect the State Government’s “sincere will” to improve health and education at the grassroots level, said Rupali Basu, Vice Chairperson, CII Bengal.

In a statement released by Merchants’ Chambers of Commerce and Industry (MCCI), they said: finance minister proposed a number of steps in relation to VAT which will be subsumed over GST, is put in place.

 

রাজ্য বাজেটের প্রশংসা চেম্বার্স অফ কমার্সগুলির

অর্থমন্ত্রীর রাজ্য বাজেটের (২০১৭-১৮) প্রশংসা করল শিল্পমহল। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাদের বিশ্বাস নোটবাতিলের পর এই বাজেট রাজ্যের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে।

রাজ্য বাজেট সম্পর্কে কলকাতার ভারত চেম্বার অফ কমার্সের রাকেশ শাহ বলেন, এটা একটি সুষম ব্যালেন্সড বাজেট।

দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির ডেজিগনেটেড সভাপতি চন্দ্রশেখর ঘোষ বলেন, নোট বাতিলের পর এটি একটি কৌশলপূর্ণ বাজেট।

ক্ষুদ্র মাঝারি শিল্পের কারিগরদের জন্য ৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।

সি আই আই এর ভাইস চেয়ারপার্সন রূপালী বসু বলেন, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, অতএব সরকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতে বিশেষ জোর দিচ্ছেন।

মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি বিবৃতিতে তারা বলেন, অর্থমন্ত্রীর ভ্যাট সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ  নিয়েছেন যা জি এস টি চালু হলে তার অন্তর্ভুক্ত হবে।

 

 

WB CM receives invitation from German chambers of commerce

To attract investment in the State, West Bengal Chief Minister Mamata Banerjee will go on a four-day visit to Italy and Germany in September.

Two apex chambers of commerce and industry from Germany have invited WB CM to go with a business delegation, while the Mayor of Rome has invited her for a special reception, state finance minister Amit Mitra said.

The Chief Minister is already scheduled to attend the canonisation ceremony of Mother Teresa in Vatican City where the late Nobel laureate will be declared a saint on September 4.

Rome’s first woman Mayor, Virginia Raggi, has invited Mamata Banerjee for a special reception during her visit to Vatican City where many top businessmen will be present, Dr Mitra said, adding, “It is a matter of pride for us.”

BVMW, the German Association for Small and Medium sized Businesses, has written to WB CM praising her government.

It said under her leadership the state has made tremendous strides on the lines of global benchmarks to catalyse growth, Dr Mitra said.

Another organisation IHK, Association of German Chambers of Commerce and Industry, have also invited the Chief Minister to visit them, he said.

“Both of them have expressed interest and asked us to go with a delegation. We will go with a business and official delegation. Munich is a hub of auto ancillary products and our Chief Minister always wanted to go to a place where there is a big manufacturing centre,” Dr Mitra said.

In September, Mamata Banerjee and her delegation will spend two days in Rome and another two days in Germany.

“There are 500 companies from the state which export to Germany while there are 200 companies from Germany are present in the state,” the finance minister said.

 

জার্মান বণিকসংস্থার আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

রাজ্যে বিনিয়োগ আনতে সেপ্টেম্বরে চার দিনের সফরে ইতালি ও জার্মানি যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোমের পরই আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর মিউনিখ ও ডুসেলডর্ফে যাবেন তিনি৷

শিল্পমন্ত্রীও জানিয়েছেন, জার্মানির বণিকসভাগুলির সেরা দুই সংগঠন বিভিএমডব্লু ও এআইএইচকে মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন৷ রোমের মেয়রও আমন্ত্রণ জানিয়েছেন৷

আগামী ৪ সেপ্টেম্বর মাদার টেরিজার ‘ক্যানোনাইজেশন সেরিমনি’তে অংশ নিতে মুখ্যমন্ত্রী রোমের ভ্যাটিক্যান সিটি যাবেন৷

রোমের প্রথম নারী মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাবেন, সেখানে অনেক বিশিষ্ট ব্যবসায়ীরাও উপস্থিত থাকবেন।

অমিত মিত্র এদিন বলেন, “রাজ্যের ক্ষেত্রে তো বটেই, দেশের ক্ষেত্রেও বিষয়টি গর্বের৷

সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিনিধি দল ২ দিন রোমে এবং ২ দিন জার্মানিতে থাকবেন।

অর্থমন্ত্রী বলেন, “রাজ্যের ৫০০ টি কোম্পানিকে এক্সপোর্ট করা হয়েছে জার্মানিকে, ইতিমধ্যেই জার্মানির ২০০টি কোম্পানি রাজ্যে রয়েছে”।

Five things Mamata Banerjee said at the felicitation ceremony by chambers of commerce

All the chambers of commerce in the city jointly hosted a felicitation programme today to mark the beginning of West Bengal Chief Minister Mamata Banerjee’s second term in office. Altogether nine chambers of commerce, including two national industry associations – ASSOCHAM and FICCI, joined today’s programme.

This was the first such programme since Ms Banerjee came to power in May 2011.

The Indian Chamber of Commerce, which initiated the move, said that over the last five years, the Trinamool Congress government has made many overtures to industry, formally as well as informally, and that industrialists felt this was the right time to reciprocate.

Invitations were sent to the heads of all the city industry houses to attend the meeting and speak. The industry too was looking forward to hearing from Ms Banerjee her plans for the industry.

The chambers which participated at the meet are the Indian Chamber of Commerce (ICC), the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI), the Associated Chambers of Commerce of India (ASSOCHAM), the Bengal Chamber of Commerce & Industry (BCC&I), the Merchants Chamber of Commerce (MCC), the Bengal National Chamber of Commerce and Industry, the Calcutta Chamber of Commerce (CCC) and the Oriental Chamber of Commerce (OCC).

Here are some excerpts from Mamata Banerjee’s speech:

On victory

This is a victory of the people. We dedicate this victory to the people. This is a victory of democracy, progress and harmony. This is a victory for constructive work. During the last five years, there was a lot of negative publicity. Some people with vested interests carried out negative publicity against Bengal. We worked hard to change the perception of the State.

On investor-friendly measures

There is no bandh or strike in Bengal now. Earlier the number of man-days lost due to bandhs was about 78 lakh; now it is zero. We started a single-window system of clearance. We started the Bengal Global Business Summit. We have a land bank and a land map. We are working hard as one family, the Paschim Banga Paribar.

Growth in Bengal

Bengal has the best investor-friendly atmosphere. A lot of positive work has happened. GVA growth of Bengal is 10.48% while that of India is 7.5%. Growth of per capita income in Bengal 12.84% while that of India is 6.1%. Increase in industry in Bengal is 8.34% while that in India is 5.6%. We performed despite inheriting a huge debt burden. Capital expenditure of Bengal grew six times in five years. State’s Plan Expenditure has increased by more than three folds. We doubled our revenue in just three years.

On GST

We are fighting for GST. It is a positive proposal. One-tax formula will work. We are in Opposition at the Centre but we believe in being constructive. We do not believe in opposing for the sake of it. We support pro-people policies.

On future course of action

We will create vision documents for 5 years, 10 years, and 15 years. Planning in advance will ensure that the process of development does not come to a halt. Enough has been said. It is time for action now.

 

মাননীয়া মুখ্যমন্ত্রীকে আজ সংবর্ধনা দিল বণিক মহল   

বিপুল ভোটে জয়ের জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দিল বণিকমহল। তিনটি জাতীয় স্তরের বণিকসভা অ্যাসোচেম, ফিকি ও সিআইআই আজ মুখ্যমন্ত্রীকে সংবর্ধিত করে। আজ দুপুর ১টায় ললিত গ্রেট ইস্টার্নে হয় এই অনুষ্ঠান।

২০১১ সালে ক্ষমতায় আসার পর এই প্রথমবার এই অনুষ্ঠান হতে চলেছে। ক্ষমতায় এসেই শিল্প স্থাপনে একাধিক উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর প্রথম পাঁচ বছরের শাসনকালে বিভিন্ন সময় লগ্নী টানতে রাজ্যে আন্তর্জাতিক স্তরে শিল্প সম্মেলন বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বণিকসভাগুলির মধ্যে রয়েছে বেঙ্গল চেম্বার, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এমসিসি চেম্বার অফ কমার্স, ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ক্যালকাটা চেম্বার অফ কমার্স। এছাড়া রাজ্যস্তরের প্রথম সারির সব শিল্পপতিরাও উপস্থিত ছিলেন।

এখানে তার বক্তব্যের কিছু অংশঃ 

বিপুল জয় সম্বন্ধে বলেন

এই জয় মানুষের জয়, এই জয় গণতন্ত্রের, প্রগতির, সম্প্রিতির জয়। গত পাঁচ বছরে অনেক নেতিবাচক প্রচার হয়েছে, কিছু কিছু লোক বাংলার বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করে বেড়াচ্ছে সেই সবকিছু উপেক্ষা করে আমরা এই জয় পেয়েছি।

শিল্প-বান্ধব পরিবেশ সম্বন্ধে বলেন

বাংলায় এখন বনধের রাজনীতি বন্ধ হয়েছে, আগে বনধের কারণে ৭৮ লক্ষ শ্রম দিবস নষ্ট হয়েছে, এখন তা শূন্য। রাজ্যে আমরা শিল্প বাণিজ্য সম্মেলন শুরু করেছি। আমাদের ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড ম্যাপ আছে। আমরা একটি পরিবারের মত সকলে একসাথে কঠোর পরিশ্রম করি।

বাংলার উন্নয়ন সম্বন্ধে বলেন

বাংলাই ভারতের শিল্প ও সংস্কৃতির রাজধানী। বাংলায় সবচেয়ে ভালো বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। অনেক ইতিবাচক কাজ হচ্ছে। বাংলার GVA গ্রোথ ১০.৪৮% যখন ভারতের GVA গ্রোথ ৭.৫%। বাংলার Per capita income বৃদ্ধির হার যখন ১২.৪৮% তখন ভারতের ৬.১%। বাংলায় শিল্প বৃদ্ধির হার যখন ৮.৩৪% তখন ভারতের হার ৫.৬%। গত পাঁচ বছরে ৬ বার বাংলায় মুলধনী ব্যয় বৃদ্ধি পেয়েছে। রাজ্যের পরিকল্পনা খাতে ব্যয় তিন গুন চেয়ে বেশি হয়ে গেছে। তিন বছরে রাজ্যের আয় দ্বিগুন হয়েছে। বিপুল ঋণের বোঝা থাকা সত্বেও উন্নয়নমূলক কাজের গতি স্তব্ধ হয়নি।

GST সম্বন্ধে বলেন

আমরা GST-র জন্য লড়াই করছি, এটি একটি ইতিবাচক প্রস্তাব। আমরা যেমন কেন্দ্রের সমালোচনা করি, তাদের বিরোধিতা করি তেমন তাদের ইতিবাচক সিদ্ধান্তগুলিকেও সমর্থন করি। আমরা গঠনমূলক কাজে বিশ্বাস করি, জনমুখী নীতিকে সমর্থন করি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে বলেন

আমরা ৫-১০ ও ১৫ বছরের ভিশন ডকুমেন্ট তৈরি করব। আগে থেকে ভালভাবে প্ল্যানিং করলে উন্নয়নের কাজ থেমে যায় না। এখন কাজ করে দেখানোর সময় এসেছে।