State Govt planning on sensor-based technology to curb elephant deaths

The State Forest Department is exploring the possibility of a sensor-based technology to track the various sounds made by elephants to track their exact location. The move is a significant stride towards mitigating the problem of elephant deaths on railway tracks in north Bengal.

This will be the first time in the country that such a technology will be used, said a senior official of the Forest Department.

He said that the high-frequency sounds made by an elephant are audible but they also make low-frequency sounds that are inaudible to the human ear; this is where the technology will help. The technology will use artificial intelligence to recognise such sound within a fixed radius

The trials will be held either in Gorumara or Mahananda National Park in September. The Wildlife Institute of India will be making the technology analysis while the Forest Department will be providing field support.

The official also said that if the technology is found to be effective, it will be integrated to the mobile communication used by train drivers so that they get SMS alerts on their phones.

It may be mentioned that the Forest Department has been trying to identify a cost-effective technology to prevent deaths of pachyderms on railway tracks of north Bengal. A two-day workshop was held in Chalsa in November last year, hosted by the department, which was attended by scientists and experts on forest and wildlife across the country.

Source: Millennium Post

New tourist destinations in north Bengal for the Pujas

Ratneswar Jheel, Sikiajhora, Bakla, West Damdim, Chamurchi, Chalsa, Meteli, Saktia, Khushiya Udyan, Lataguri Lake, Madhubani Park, Mangalbari, Ramsai, Maora Valley, Murti, Jalpesh Temple, Tilabari, Batabari, Jatileswar Temple – some new, some old, soon to get a touch of the new. These are going to be the hot destinations for the Puja holidays.

The West Bengal Tourism Department, under instructions from Chief Minister Mamata Banerjee, is developing these 19 destinations at a cost of Rs 25 crore. They are located in the districts of Jalpaiguri and Alipurduar. The infrastructure being readied would enable an average of 200 tourists at a time to enjoy the facilities at each of these resorts. Most of these would be inaugurated in September, after Viswakarma Puja. A few would be completed in October.

The projects would be implemented with the help of the local panchayat samitis, municipalities and district magistrates. The local bodies would keep 20% of the profits from these facilities. This would act as an incentive for the local bodies to take care of the maintenance of these resorts and related facilities.

 

পুজোয় উত্তরবঙ্গে পর্যটনের নতুন ঠিকানা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজোর আগে উত্তরবঙ্গে পর্যটকদের জন্য ১৯টি নতুন পর্যটন কেন্দ্র চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। এর জন্য খরচ হচ্ছে মোট ২৫ কোটি টাকা। পুরনো পর্যটন কেন্দ্রগুলি সংস্কারের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক মানের নতুন পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। একদিনে একসঙ্গে ২০০ পর্যটক এই নতুন কেন্দ্রগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

রত্নেশ্বর ঝিল, সিকিয়া ঝোরা, বাকলা, পশ্চিম ডামডিম, চামুর্চি, চালসা, মেটেলি, সাকতিয়া, খুশিয়া উদ্যান, লাটাগুড়ি দীঘি, মধুবনি পার্ক, মঙ্গলবাড়ি, রামশাই, মাওরা ভ্যালি, মূর্তি, জল্পেশ মন্দির, তিলাবাড়ি, বাটাবাড়ি, জটিলেশ্বর মন্দির – কিঞ্ছু নতুন ও কিছু পুরনো মিলিয়ে উত্তরবঙ্গে অনেকগুলি নতুন পর্যটন কেন্দ্র আসছে। এগুলিই পুজোর প্রধান আকর্ষণ। এর মধ্যে অধিকাংশই বিশ্বকর্মা পুজোর পর সেপ্টেম্বরে উদ্বোধন হয়ে যাবে, বাকীগুলোর কাজ অক্টোবরে সম্পন্ন হয়ে যাবে। মেগা ট্যুরিজম হাবের যে ৪টি প্রকল্প রয়েছে সেগুলি পুজোর আগেই খুলে দেওয়া হবে।

এই প্রকল্পের কাজগুলি সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি, পুরসভা ও জেলাশাসকের দফতরের মাধ্যমে করা হহবে। ২০% লাভ রেখে কাজের বরাত দেওয়া হবে। এর ফলে দপ্তর পরিচালনা ও পর্যটন কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণ করা হবে।