Bengal CM expresses shock over Centre’s RTI reply on Netaji

Bengal Chief Minister Mamata Banerjee today expressed shock over the Central Government’s recent reply to an RTI query regarding Netaji Subhas Chandra Bose.

“I am shocked to see this unilateral decision of the Central Government without evidence. Netaji is a great son of the soil. Our state, the country and the whole world are proud of him,” she said.

“Any matter involving a person of his stature does not deserve to be handled in such a casual manner. I have drawn the attention of Hon’ble Prime Minister to this matter and has sought the considered stand of Central Government in this regard,” the CM wrote on her Facebook page.

Bengal Government had declassified all files related to Netaji in September, 2015.

নেতাজিকে নিয়ে কেন্দ্রের আরটিআই এর উত্তরে বিষ্ময় প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুরহস্য সংক্রান্ত এক আরটিআই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের জবাবে দিয়েছে তাতে বিষ্ময় প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “নেতাজির মৃত্যুরহস্যের ব্যাপারে কোনও প্রমাণ ছাড়া কেন্দ্রীয় সরকার যেভাবে একতরফা জবাব দিয়েছে তাতে আমি বিস্মিত। নেতাজি এদেশের এক কৃতি সন্তান। আমাদের রাজ্য, আমাদের দেশ তথা সারা বিশ্ব তাঁকে নিয়ে গর্ব অনুভব করে।”

তিনি ফেসবুকে লেখেন, “তাঁর মতো মর্যাদাপূর্ণ কোনও ব্যাক্তির কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার এত দায়িত্বজ্ঞ্যানহীনভাবে দেখা উচিত নয়। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি; কেন্দ্র এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করুক”।

Opposition engaging in political pollution: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Friday said that a political vendetta campaign had been taken up against the Trinamool Congress by the BJP government at the Centre. “What they (the Centre) are doing is political pollution. It is political vendetta. They are scaring people with the CBI,” the Chief Minister added.

She advised business leaders to form groups and protest against any political vendetta by the Centre. “Do not be scared of the CBI so much. You pay your taxes. So why are you scared so much? You should make groups and protest against such threats,” she said.

She assured that she would be always with the businessmen. “I am always with you. But you should work for the betterment of society. Companies need to do welfare work under their corporate social responsibility (CSR) programme,” the Chief Minister said.

Speaking on development, she referred to the Metro rail construction works in the city. “I can remember that I received criticism while allocating money for those Metro rail projects. Now the work is underway.  After completion of the project, these tracks will solve the transport problems in the city,” she observed.

The Chief Minister invited the industrialists to invest in manufacturing sector. She also informed that Bengal has achieved 6 per cent growth in infrastructure development. “We have Rs 40,000 crore debt on us. But the state government has been able to provide rice for Rs 2 per kg, we treat people free of cost in government-run hospitals, we have set up 307 paediatrics units in hospitals, you can find ICCU, mother and child care hub. You can find a milk bank at SSKM hospital,” the Chief Minister noted.

“Recently, we introduced laws on clinical establishments as well as a law against ransacking of property. Everybody should remember that there are two laws. Both the parties have to be cautious about their approach,” she concluded.

 

বিরোধীরা কুৎসা করছে, যা ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’: মমতা বন্দ্যোপাধ্যায়

ভয় না পেয়ে একজোট হোন। শিল্পপতিদের এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কিছু বললেই সিবিআই, আয়কর চলে আসবে। আমার সঙ্গে কথা বললেও আপনাদের বিপদ হতে পারে। প্রয়োজনে রাস্তায় নামুন। শিল্পোদ্যোগীদের বিভিন্ন সংগঠন রয়েছে। একজন আক্রান্ত হলে অন্যরা পাশে দাঁড়াবেন না কেন? একজন আঘাত পেলে ৫০ জন পাশে দাঁড়ান। প্রয়োজনে রাস্তায় নামুন। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু লেডিজ স্টাডি গ্রুপ করলে হবে না। পথে নামতে হবে। বাড়ির মহিলাদের আন্দোলনের পথে নামান। আপনাদের চিন্তা কীসের? আপনারা তো নিয়ম মেনে কাজ করেন। রাজ্য সরকার যা সাহায্য করার তা তো করবেই।

শুক্রবার বেহালা চৌরাস্তার কাছে এস এল ধানুকা গার্লস হস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যা নার্জি। তিনি বলেন, নির্বাচিত সরকারকে ১০টা বাধা পেরিয়ে কাজ করতে হচ্ছে। কখনও সবুজ, কখনও হলুদ বেঞ্চ, কখনও রায়, আবার কখনও সংস্থা, এটা, সেটার বাধা আসছে। এদিন নাম না করে কেন্ত্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি শিল্পপতিদের বলেন, নোটবন্দীর ফলে ৩ মাস দুঃসময় গেছে। মানুষকে ঘা, গুঁতো খেতে হয়েছে। শিল্পের ক্ষতি হয়েছে। আপনারাও তা জানেন। তবে কিছু বললেই সিবিআই, আয়কর বিভাগ চলে আসবে। প্রতিবাদ করায় তৃণমূলের বিরুদ্ধে সিবিআই, আয়কর বিভাগ নেমে পড়েছে। দলের একাংশকে জেলে পাঠালে আর এক অংশ তৈরি বলে জানান তিনি। বলেন, ভয় পাই না। কেউ একটা কিছু ভাঙলে এক লক্ষ গড়ি। যে কাজ ভাল না, তা সকলের বর্জন করা উচিত। সরকার কোনও নীতি গ্রহণ করতেই পারে। তবে সবার সঙ্গে কথা বলে, বুঝিয়ে।

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও ভাল করতে আইন আনার কাজ করেছি। তাদের কাজে নাক গলাতে চাইনি। মঞ্চ থেকে ঘোষণা করা হয় ধানুকা ধানসেরি গোষ্ঠী মহিলাদের জন্য নিউ টাউনে তাদের তৃতীয় হস্টেল তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবেশমন্ত্রী, কলকাতার মহানাগরিক শোভন চ্যাটার্জি, শিল্পোদ্যোগী সি কে ধানুকা, ভারতী ধানুকা।

বিজেপির তোলা বিভাজনের রাজনীতির অভিযোগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, ৪০ লক্ষ ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায়। ৩৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে । রাজ্যের ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পান। কোনও তারতম্য নেই। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সবাই পায়। অনেকে মিথ্যে বলেন, কুৎসা করেন। এটা কোনও ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’।

তিনি বলেন, সরকারের কাজে দল হস্তক্ষেপ করে না। এ জন্য গর্বিত । তিনি জানান, রাজ্যে বিনিয়োগের জন্য পোল্যান্ড, জার্মানি , চীন, রাশিয়া আগ্রহ দেখিয়েছে। উৎপাদন শিল্প যাতে আরও বাড়ে দেখতে হবে। আস্তে আস্তে আরও শিল্প হোক। শুধু কংক্রিটের শিল্পই শিল্প নয়। একটার জায়গায় ২০টি শিল্প হোক। তিনি জানান, রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্প ঘোষণা করে ছিলেন তা শেষ হবেই। বছর দুয়েকের মধ্যে মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

 

WB Govt writes to Centre to expedite renaming of state

The West Bengal government has written to the Centre urging to expedite the process required to change the name of the state as passed in the Assembly on August 29, 2016.

It may be recalled that the West Bengal Legislative Assembly had passed the resolution of renaming the state as “Bangla” in Bengali and “Bengal” in English in the special session that was held on August 29.

A letter has been sent to the Centre requesting it to do the necessary as early as possible. The decision of the House in passing the resolution to change the name of the state will immensely benefit lakhs of students and people from all walks of life in coming days.

 

রাজ্যের নাম বদলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার

রাজ্যের নাম বদলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার। গতবছর ২৯শে অগস্ট বিধানসভায় রাজ্যের নতুন নামকরনের সিদ্ধান্ত পাশ হয়। বাংলায় নতুন নাম হবে “বাংলা”, ইংরাজি ভাষায় “Bengal” এবং হিন্দিতে ‘বাঙ্গাল’।

রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে এই প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে।

এই সিদ্ধান্তটি সংসদে গৃহীত হলে লক্ষ লক্ষ পড়ুয়া ও সর্বস্তরের মানুষ উপকৃত হবেন। রাজ্যের জনগণ ও ছাত্রছাত্রীরা রাজ্যের নতুন নামকে স্বাগত জানিয়েছে।

Mamata Banerjee writes to Centre on the recent incidents of attacks on Indians in US

Bengal Chief Minister Mamata Banerjee on Monday wrote to the Union Minister for External Affairs on the recent incidents of attacks and unfortunate deaths of young Indians in the United States.

On Sunday, she had condemned the killing of two Indians in the US and urged New Delhi to take up the matter with Washington.

“Two more shocking killings of Indians in the US. GOI (Government of India) must take this up with the US government on an urgent basis,” she had tweeted.

The CM said that she requested the Union Minister to kindly see that the matter is taken up at the highest level, so that these types of incidents do not recur and the Indians living in the US feel safe, secure and worry-free.

The full post on Facebook:

 

 

আমেরিকায় ভারতীয়দের খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আমেরিকাতে ভারতীয়দের খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার তিনি ট্যুইট করে কেন্দ্রকে আর্জি জানান এই ব্যাপারে মার্কিন সরকারের সাথে কথা বলতে।

“আমেরিকা নিহত হয়েছেন দুই ভারতীয়। আমি স্তম্ভিত। ভারত সরকারের উচিত অবিলম্বে মার্কিন সরকারের সাথে এই বিষয়ে কথা বলার।” ট্যুইট করে বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আজ ফেসবুকে লেখেন যে তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন এই ঘটনাগুলি উচ্চপর্যায়ে আলোচনা করা হয়। তিনি আরও লেখেন যে এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে এবং আমেরিকাতে বসবাসকারী ভারতীয়রা যেন নির্ভয়ে, নিরাপদে থাকতে পারেন তাও সুনিশ্চিত করতে হবে।

 

Trinamool MPs raise matters of public importance during Zero Hour in Rajya Sabha

Trinamool MPs – Derek O’Brien, Vivek Gupta, Nadimul Haque – today raised several matters of public importance during Zero Hour in Rajya Sabha.

While Derek O’Brien spoke on securing interests of Indian IT firms creating value globally, Vivek Gupta demanded an investigation into the case of missing JNU student Najeeb. Nadimul Haque’s Zero Hour mention on honouring the glory of former sportspersons received support across the aisle.

“We need to protect the Indian IT companies. They play a positive role across the world. The software engineers are a jewel in the crown of Indian and international workforce,” Derek said.

Click here to read the full transcript of his speech.

Vivek Gupta said that the issue of missing student Najeeb is a clear case of political vendetta and wondered if Najeeb will become yet another statistic of missing person.

Click here to read the full transcript of his speech.

Nadimul Haque, in his speech, cited several examples of  several international medalists medallists who have become now drivers, stone quarry worker etc.

Click here to read the full transcript of his speech.

Vivek Gupta also made a special mention on the issue of federalism. “Centre has not given any moratorium to Bengal for debt relief but has helped foreign countries. Centre has done nothing for the shortage of IAS/IPS officers in the State,” he said.

He added, “Centre, of late, has been taking several decision arbitrarily without consulting the States. Centre has decided to remit money to MGNREGA directly. This is a direct attack on States’ fiscal independence.”

Click here to read the full transcript of his speech.

 

দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যসভায় উত্থাপিত করলেন তৃণমূল সাংসদরা 

আজ রাজ্যসভায় জিরো আওয়ার চলাকালীন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, বিবেক গুপ্তা ও নাদিমুল হক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এইচ ১বি ভিসা ইস্যুতে ডেরেক ও’ব্রায়েন তথ্যপ্রযুক্তি কর্মীদের স্বার্থ সুরক্ষিত করার দাবী করেন। জেএনএউ এর ছাত্র নাজিবের নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে তদন্তের দাবি জানান বিবেক গুপ্তা। নাদিমুল হক প্রাক্তন খেলোয়াড়দের অর্থনৈতিক অবস্থার উন্নতির প্রসঙ্গ তোলেন যা কক্ষে উপস্থিত সকলেই সমর্থন করেন।
বিবেক গুপ্তা বলেন, নাজিবের নিরুদ্দেশ হওয়া একটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা। তিনি সরকারের কাছে আবেদন করেন নাজিব যেন শুধুই নিরুদ্দেশের পরিসংখ্যান হয়ে থেকে না যায়।
নাদিমুল হক তাঁর বক্তব্যে  আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনেক খেলোয়াড়দের প্রসঙ্গ তোলেন যারা এখন জীবিকা নির্বাহের জন্য পাথরের খাদানে কিংবা ড্রাইভারের কাজ করছেন।
বিবেক গুপ্তা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ব্যাপারে একটি ‘স্পেশ্যাল মেনশন’ পেশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার ঋণ মুকুবের ক্ষেত্রে কিছু না করলেও অন্যান্য অনেক দেশকে আর্থিক সাহায্য করছে। রাজ্যে আইএএস ও আইপিএস আধিকারিকদের ঘাটতি নিয়েও কিছু করেনি কেন্দ্র। তিনি বলেন, এই সরকার রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করে অনেক সিদ্ধান্ত নিচ্ছে।

Mamata Banerjee reacts to the Union Budget

Bengal Chief Minister Mamata Banerjee today called the Union Budget as “clueless, useless, baseless, missionless and actionless”.

Slamming the Central Government, she tweeted: “A controversial Budget which is clueless, useless, baseless, missionless and actionless. Heartless. No roadmap for the country or the future from a government that has lost all its credibility”

She added, “Tax payers still have restrictions on withdrawals. Remove all restrictions. And where are the figures for demonetisation? Misleading. Full of jugglery of numbers and hollow words which mean nothing.”

 

কেন্দ্রীয় সরকারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বাজেটকে “অনর্থক, ভিত্তিহীন, উদ্দেশ্যহীন কর্মহীন ও হৃদয়হীন” বলে আখ্যা দিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের বাজেটের সমালোচনা করে তিনি টুইট করে জানান, “কেন্দ্রীয় সরকারের এই বিতর্কিত বাজেট আদপে অনর্থক, ভিত্তিহীন, উদ্দেশ্যহীন কর্মহীন ও হৃদয়হীন। দেশের ভবিষ্যতের কোনও পথনির্দেশ দেননি কেন্দ্রীয় সরকার। এই সরকার সব ধরনের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই বাজেট বিভ্রান্তিকর।”

তিনি আরও বলেন, “কর প্রদানকারীদের টাকা তোলার ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সব ধরনের নিষেধাজ্ঞা এই মুহূর্তে তুলে নেওয়া হোক। নোটবাতিল সংক্রান্ত কোনও তথ্য কেন বাজেটে নেই? শুধুমাত্র পরিসংখ্যানের ভেলকি ও ফাঁকা আওয়াজ, যার কোনও অর্থ নেই।”

 

 

Major GST issues unresolved: Amit Mitra

A lot of issues related to roll out of Goods and Services Tax are yet to be resolved, feels Bengal finance minister Amit Mitra, chairman of the GST committee of state finance ministers.

“A lot of issues have not been discussed, without which GST cannot be rolled out,“ he told reporters after a pre-state budget meeting with industry bodies and chambers. The Centre has fixed a revised deadline for GST roll out on July 1.

Dr Mitra added that there are at least 15 areas where differences need to be ironed out. According to him, there is no meeting between state revenue officials and their counterparts at the Centre on fitment (fixation of tax slabs for different goods and services).

“In GST, there are tax brack ets like 12% or 18%. But a lot of products are now in the 15% bracket. So it will go to 12% or to 18%. But these issues yet to be discussed.“

Dr Mitra said due to constant efforts by West Bengal, the Centre had admitted single control in GST for tax payers who have a turnover below Rs 1.5 crore.

“As per the revised guidelines, 90% of the dealers (tax payers) in this category will be under state control,“ he added. There are 22.71 lakh tax payers in this category in the country . The number of such tax payers in West Bengal is around 90,000.

Mamata Banerjee slams Modi Govt for dissolving BIFR

Opposing the Narendra Modi government’s decision to dissolve the Board for Industrial and Financial Reconstruction (BIFR), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said the central government is “breaking the spine” of the country’s economy.

“BIFR was constituted for reconstruction of industries and protection of workers. Sick industries registered in the Board could reconstruct their assets and run the company accordingly. Suddenly, the centre dissolved it,” she said.

“They are breaking the spine of the country,” said Mamata Banerjee adding that centre sent a letter to her government.

The letter sent to West Bengal Chief Secretary said that BIFR and its appellate body, the Appellate Authority for Industrial Finance and Reconstruction (AAIFR), which were entrusted with the revival and rehabilitation of sick industrial companies under the Sick Industrial Companies (Special Provisions) Act 1985, has been dissolved.

Mamata Banerjee said, “We have a lot of companies registered in the Board. We have asked what would happen to old cases. They said fresh application are needed.”

The CM called for a national government led by Advani ji or Rajnath ji or Jaitley ji to rid the country of the current situation. She said the current Prime Minister has to go.

 

বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা মুখ্যমন্ত্রীর

বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন বা বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, চিঠি দিয়ে কেন্দ্র বলছে বিআইএফআর তুলে দেওয়া হল। তাঁর প্রশ্ন, এখন পুরনো কেসের কী হবে? মমতা যোগ করেন, কেন্দ্র বলছে, নতুন করে চালু করতে হবে। কিন্তু, বিআইএফআর ভেঙে দেওয়ায় শ্রমিক-মজদুরদের চরম সমস্যা হবে।

বিআইএফআরের অধীনে রাজ্যে চারশোর কাছাকাছি কারখানা রয়েছে। রাজ্য সরকারের মতে, বিআইএফআর তুলে দেওয়ায় এই সব কারখানা এবং কয়েক লক্ষ শ্রমিকের ভবিষ্যত এখন অথৈ জলে। কারণ, বিকল্প ব্যবস্থা কী তার কোনও দিশা দেখায়নি কেন্দ্র। শুক্রবার, টাউন হলের বৈঠকে এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রুগ্ন শিল্প সংস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই বোর্ড গঠন করা হয়। ১৯৮৫ সালে তৈরি হওয়া ‘দ্য সিক ইন্ডাস্ট্রিয়াল কম্পানিজ অ্যাক্ট’ অনুযায়ী ১৯৮৭ সালে গঠিত হয় বিআইএফআর। যা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ। অরবিন্দ মিলস, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন, স্কুটার ইন্ডিয়া-র মতো বিভিন্ন সংস্থা, বিআইএফআর -এর হাত ধরে নতুন জীবন পায়।

‘Modi hatao, Desh bachao’ is our slogan: Mamata Banerjee

Trinamool Chairperson today came down heavily on the Narendra Modi government at Centre over the issue of demonetisation and said that a man who does not even trust his own countrymen, is not fit to lead the nation. She announced that Trinamool will launch statewide protests across 1 January and 8 January, 2017 with the slogan ‘Modi hatao, Desh bachao’.

Addressing the media after a meeting of the party’s core committee at Trinamool Bhavan, Mamata Banerjee said the Nadrendra Modi government has lost credibility and had no moral right to remain in office. “A person who started his career with riots, cannot govern the country,” she added.

Calling demonetisation the biggest scam since independence, Mamata Banerjee said it was a matter of concern that people were losing their trust on the banks. India is on the brink of an economic disaster, she added.

Upping the ante against the Centre, the Chairperson said, “They have modified their decision from dawn to dusk. Who is running the country? Alibaba and his four associates are bulldozing their opinion on the country.”

“We understood the dangerous effects of demonetisation and reacted in 40 minutes. Good others have joined. More will. Better late than never,” Mamata Banerjee said.

 

মোদি হাটাও দেশ বাঁচাও আমাদের স্লোগানঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আবারও নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন একজন মানুষ সরকার চালাচ্ছেন যে নিজের দেশের মানুষকেই বিশ্বাস করে না। তিনি ঘোষণা করেন যে আগামী ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করবে, স্লোগান হবে মোদি হাটাও দেশ বাঁচাও।

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করার সময় তিনি বলেন, মোদি সরকার মোদী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, “যিনি দাঙ্গার মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছে তিনি দেশ চালাতে পারে না”।

স্বাধীনতার পর থেকে নোট বাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন “মানুষ ব্যাঙ্কের প্রতি বিশ্বাস হারাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশ।সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনরাত ওরা নিয়ম বদল করছে, দেশটা চালাচ্ছে কে? আলিবাবা ও তাঁর চার সাঙ্গপাঙ্গ জোর করে নিজেদের মতামত দেশের ওপর চাপিয়ে দিচ্ছে”।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোট বাতিলের বিপজ্জনক প্রভাবের কথা বুঝতে পেরে আমরা শুরু থেকেই এর বিরোধিতা করছি।এখন আরও অনেকে বিরোধিতা শুরু করেছেন। বেটার লেট দ্যান নেভার”।

 

Running the House is the responsibility of the Govt: Sudip Bandyopadhyay

In conversation with Sudip Bandyopadhyay, Leader of the party in Lok Sabha

1. Trinamool have been in the forefront of the movement against demonetisation. How did Mamata Banerjee react so correctly and so fast after the announcement?

Sudip Bandyopadhyay: The moment you are asking me this question, I am watching the results of three bypolls in Bengal. What a massive victory. She enjoys the support of the people. I believe, Mamata Banerjee is the only leader in the whole country who can gauge the pulse of the people.

Mamata Banerjee was the first person to raise her voice against the draconian decision of demonetisation. And now, as we can see, several Opposition parties have come together to protest on this matter of national importance.

2. More than a dozen parties are in a dharna tomorrow at Gandhi statue outside Parliament. What is the objective?

Sudip Bandyopadhyay: We want to expose the government. In the name of a good cause (curbing the use of black money) they have hastily and shoddily implemented the demonetisation of 500 and 1000 rupees notes.

The downtrodden people of the society – the farmers, the labourers, tea garden workers, jute mill workers among others – are suffering. The common people have been severely affected. It is unimaginable. People are forced to stand in queues to collect their own money from banks and ATMs.

3. You spoke in Lok Sabha today. Please update us what happened in the Lower House.

Sudip Bandyopadhyay: I categorically demanded to know why the government is not ready for a discussion on demonetisation under adjournment motion. I requested the Hon. Speaker to rise to the occasion. Even the MPs of AIADMK supported the demand for discussion under adjournment motion.

There is unequivocal support for the adjournment motion. This is on record on the floor of the House. Normally the support of 50 MPs is required for an adjournment motion. Right now, almost double the number of MPs want a discussion under adjournment motion. I fail to understand why it is not being allowed. In my long experience as a lawmaker, I have never seen this kind of a situation.

4. With due respect to the Constitutional position of Lok Sabha Speaker, we have observed that the Lok Sabha Speaker normally does not like to adjourn the House even if people are in the well. This time we noticed she is adjourning the House quite easily. Why do you think so?

Sudip Bandyopadhyay: The impression we have gathered is that the government is building pressure on the Speaker. They have a positive role to play in the House, which they have failed to do. When people are suffering and many lives have been lost, it is incumbent on the Parliament to hold a discussion. It is the responsibility of the government to see that the House runs properly.

In this situation, only Mamata Banerjee’s movement is showing us a ray of hope.

Today several Opposition leaders met and decided to hold joint protests tomorrow near the Gandhi statue outside Parliament. Our leader and Hon. Chief Minister of Bengal, Mamata Banerjee has extended her full support to these protests.

5. One last question. Opposition parties are joining the protests tomorrow. What is the message do you want to give through these protests?

Sudip Bandyopadhyay: The government must have a much broader outlook while dealing with demonetisation. We believe sustained protests will bring results. Tomorrow is just a beginning. The instruction from our leader Mamata Banerjee is that whichever political party sends us a proposal to launch a movement against demonetisation, Trinamool Congress will try to stand by them and extend all possible help and support.