Bengal has one of the most affordable health services, says a recent Central Govt report

A recent Central Government report has praised the health service of Bengal, saying that is one of the cheapest in the country, and hence highly affordable for the rural population.

The report by the Central Bureau of Health Statistics says that compared to Gujarat, Goa, Rajasthan, Andhra Pradesh, Himachal Pradesh, Bihar, Assam, Madhya Pradesh and Manipur, Bengal offers health services to the rural populace which are much more poor-friendly in terms of cost.

According to the report, whereas the average national cost of hospitalisation, including tests and medicines, in government-run facilities for one person is Rs 17,000 in rural areas, the cost in Bengal is only Rs 10,000 on an average.

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress is rapidly changing the standard of public health service in the state. Treatment at government hospitals is free, including many of the major operations. Courtesy fair price medicine shops and fair price diagnostic services, the people get services at costs which are affordable to all.

 

গ্রামাঞ্চলের চিকিৎসা অনেক সস্তা পশ্চিমবঙ্গেই

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলের মানুষকে হাসপাতালে চিকিৎসা করাতে যত খরচ করতে হয়, গুজরাত, গোয়া, রাজস্থান, মণিপুরের গ্রামে সেই খরচটা তুলনায় অনেক বেশি। এমনকী গোটা দেশের মধ্যে গুজরাতের গ্রামবাসীদেরই চিকিৎসার জন্য সবচেয়ে বেশি খরচ করতে হচ্ছে বলে জানিয়েছে ওই রিপোর্ট।

‘সেন্ট্রাল ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্স’-এর ওই রিপোর্টে দেখা যাচ্ছে, গুজরাত ছাড়াও অন্ধ্রপ্রদেশ, হিমাচলপ্রদেশ, রাজস্থান, বিহার, অসম, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যের চেয়েই পশ্চিমবঙ্গে হাসপাতালে ভর্তির খরচ কম। অর্থনীতিবিদেরা বলেন, রাতারাতি কোনও মানুষকে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত স্তরে নামিয়ে আনার অন্যতম কারণ হতে পারে চিকিৎসার খরচ। কোনও সরকার এই খরচে রাশ টানতে পারলে তা বড় সাফল্য হিসেবে দেখা হয়। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমাদের মতো সরকারি ক্ষেত্রে সমস্ত চিকিৎসা ‘ফ্রি’ আর কোথাও নেই।’’

রিপোর্ট বলছে, সারা দেশের নিরিখে এক জন রোগীর হাসপাতালে ভর্তির গড় খরচ গ্রামাঞ্চলে গড়ে ১৭ হাজার টাকা এবং শহরাঞ্চলে মোটামুটি ২৬ হাজার টাকা। সরাসরি চিকিৎসার খরচ এবং তার আনুষঙ্গিক খরচ— দু’টিই এর অন্তর্ভুক্ত। গুজরাতে এই খরচ রোগী পিছু ৩২ হাজার টাকারও বেশি। সেখানে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে কাউকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হলে সাড়ে ১০ হাজার টাকার মতো গড়ে খরচ হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের একটি কেন্দ্রীয় রিপোর্ট জানিয়েছিল, গ্রামীণ গুজরাতে প্রয়োজনের তুলনায় সার্জনের ঘাটতি ৯০ শতাংশ, স্ত্রীরোগ ও শিশুরোগ বিশেষজ্ঞের ঘাটতি ৯৫ শতাংশ।

Source: Anandabazar Patrika