The Bengal Government’s Safe Drive Save Life programme has enabled in significantly bringing down the number of accidents in the state.
The State’s Road Safety Council a few days back presented to the State Transport Department, Kolkata and Howrah Police, and PWD Department officials a detailed report on the state of road safety in Bengal.
During the last six years, that is, from the time the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government came to power, the number of road accidents in the state has reduced by 19.52 per cent. Naturally, the number of deaths and injury cases have also reduced, by 11.5 per cent and 14 per cent, respectively.
Another aspect of the programme has been the police insisting on the use of helmets both by drivers and pillion riders. This significantly lessens the chances of serious injuries. Then, CCTV cameras have been set up at important traffic junctures across the city. This has helped in catching people who are not following safety rules; this has also helped in improving significantly the traffic safety regime of the city.
During the presentation of the report, an app to be launched by the Transport Department was also discussed. When in danger, people would be able to send messages from this app directly to police stations, fire services, hospitals and pre-designated relatives and friends, and to the Transport Department as well, via the GPS of the mobile phone.
Source: Sangbad Pratidin
সেফ ড্রাইভে কমছে দুর্ঘটনার হার, মৃত্যুও
সরকারের সচেতনতা বৃদ্ধিতে রাজ্যে কমছে দুর্ঘটনার সংখ্যা। কমছে দুর্ঘটনায় মৃত্যুর হারও। নবান্নে রোড সেফটি কাউন্সিলের বৈঠকে এই নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত রিপোর্টে দেখা গিয়েছে, গত ছ’মাসে রাজ্যে পথ দুর্ঘটনার হার কমেছে ১৯.৫২ শতাংশ। দুর্ঘটনার মৃত্যুর হার কমেছে ১১.৫ শতাংশ এবং জখমের হার কমেছে ১৪ শতাংশ।
বাইক চালানোর সময় মাথায় হেলমেট বাধ্যতামূলক হওয়ায় দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক কমেছে। পাশাপাশি সিসিটিভি-র নজরদারিতে সাধারণ মানুষও গাড়ির গতি তোলার আগে দু’বার ভাবছেন। যার ফলে এড়ানো গেছে দুর্ঘটনা।
কয়েকদিন আগেই নবান্নে এই বিষয়ে এই বৈঠক হয়, বৈঠকে রোড সেফটি অ্যাপ নিয়েও আলোচনা হয়। ঠিক হয়েছে, যে কোনও দুর্ঘটনা ঘটলেই পুলিশ এবং পরিবহণ দপ্তরের কর্তাদের কাছে কর্তাদের কাছে বার্তা পৌঁছে দেবে এই অ্যাপ। এই অ্যাপটি চালু হয়ে গেলে কোথাও কোনও দুর্ঘটনা ঘটলেই দ্রুত পুলিশ ও প্রশাসনের কর্তারা পৌঁছে যেতে পারবেন ঘটনাস্থলে।
প্রথমে এই অ্যাপটি হাওড়া পুলিশ কমিশনারেটে চালু করা হবে। পরে হবে গোটা কলকাতায়। পরিবহণ দপ্তরের এক কর্তা জানান, দুর্ঘটনা কমাতে বেশ কয়েকটি অ্যাপ চালু করা হচ্ছে। এর ফলে দুর্ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, পুলিশ পৌঁছে যাওয়ায় মৃত্যুর হার অনেকটাই কমানো যাবে। অ্যাপের আওতায় আনা হবে অ্যাম্বুলেন্সকেও।