After Mantra Challenge, Mamata Banerjee challenges Modi to an open debate

Trinamool Chairperson Mamata Banerjee today kicked-off her campaign for the Lok Sabha elections, by addressing a public meeting organised by N. Chandrababu Naidu at Visakhapatnam.

In her speech, she challenged the Prime Minister to an open debate. Slamming Narendra Modi for not addressing a single press conference in the last five years, she said, in the open debate they will pose questions to each other and there would be no teleprompters.

Highlights of her speech:

  • This election is significant. You must vote wisely. We have to fight for the country
  • It is unfortunate that Narendra Modi has become the Prime Minister. He and his party president are targeting and intimidating all Opposition leaders
  • In the previous election, they won people’s trust on the plank of ‘chaiwallah’. Now they have become ‘chowkidar’
  • They are not people’s chowkidar. They are chowkidar of demonetisation, chowkidar of loot and chowkidar of lies
  • So many jawans have lost their lives. Terrorism has increased in his tenure. Farmers are committing suicide. Unemployment is at 45 year high
  • The PM has not addressed a single press conference in the last five years. They are afraid to face the media
  • Even while giving speeches, the PM needs teleprompters. And he always tells lies
  • The leader of the country must be like Mahatma Gandhi, Maulana Azad, Ambedkar, Netaji, Rajendra Prasad and other stalwarts
  • He cannot even become block leader and he aspires to become the leader of the nation
  • BJP party headquarter resembles a shopping mall
  • After the Pulwama attack, why did the PM not address any all-party meeting?
  • The country is burning. They are killing people in the name of gau-raksha
  • We do not want Modi because we do not want unemployment.
  • We do not want Modi because we do not want riots.
  • We do not want Modi because we want communal harmony
  • Who will become the Prime Minister, will be decided after the elections.
  • We serve the people 365 days a year
  • I challenge Modi to an open debate. I am ready to fight against him politically. Let him pose question for me, I will reply. I will ask him questions and he has to reply. There will be no teleprompters
  • Modi cannot come back to power with the help of select-few media channels
  • If we have to save the country, Modi must be defeated
  • They are not allowing State Governments to function.
  • They are destroying the Constitution. The independence of the institutions is under attack
  • If Modi and Amit Shah come back to power, the country will not remain the same anymore. We will lose all our freedom
  • We will work together to form a people’s government at Centre

 

Bengal Govt to launch four-day awareness campaign today

A statewide four-day-long special campaign will be carried out from March 21 to 24 using digital means of communication to make people at the grassroots level aware of the projects and schemes being run by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government. It will be flagged off at 5 PM today.

The campaign, ‘Manusher Sathe – Maa, Mati, Manusher Sarkar’, is the first instance of the State Government taking up such a huge project to create awareness among people at all levels, down to the panchayats, and across the state.

As part of the campaign, 50 tableaus will travel around the state to create awareness. The 50 tableaus include two from each district, apart from Kolkata, totalling 44, and the remaining six will be digital tableaus.

The two tableaus from each district will have artistes who are enrolled under the Lok Prasar Prakalpa. The tableaus will be stopping at crucial locations and the artistes will be performing on them. They will be performing on the trucks through which they would also make the people aware about the other schemes of the government.

The six digital tableaus will be fitted with digital screens on all its sides and video clippings will be shown through them, highlighting the benefits of the State Government’s premier projects including Kanyashree, Khadya Sathi, Sabuj Sathi and Rupashree.

Besides the mobile tableaus, there will also be programmes in auditoriums in the respective district headquarters. In Kolkata, there will be a programme at Ektara Mukta Mancha, situated in the premises of Rabindra Sadan, from the evening of March 21 to March 23. There will also be digital exhibitions in and around the auditoriums where the programmes will take place in the district headquarters, wherein LED screens will play video clippings on State Government projects.

ছ’বছরের উন্নয়নের প্রচারে মা-মাটি-মানুষের সরকার

গত ছ’বছরে পঞ্চায়েত স্তরে সরকারের কাজ নিয়ে ব্যাপক প্রচারের নির্ঘণ্ট তৈরী করেছে রাজ্য সরকার। চলতি মাসে সব জেলায় তিন দিন ব্যাপী এই প্রচারের মূল স্লোগান —‘মানুষের সঙ্গে মা-মাটি-মানুষের সরকার’।

নবান্ন সূত্রের খবর, ১৫টি জেলায় ২১-২৩ মার্চ এই কর্মসূচী চলবে। ২২-২৪ মার্চ অনুষ্ঠান হবে বাকি আটটি জেলায়। পরিকল্পনা অনুযায়ী, জেলার মূল এলাকায় (যেখানে জনসমাগম সবচেয়ে বেশি) প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য দেখানো হবে ‘জায়েন্ট স্ক্রিনে’। এ জন্য তৈরী করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ওই অনুষ্ঠানের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পৃথক ব্র্যান্ডিংয়ের ব্যবস্থাও করেছে রাজ্য। স্থানীয় কেবল টিভি সংস্থাগুলিকে এই প্রচারের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।

কলকাতার প্রতিষ্ঠিত অন্তত ১৫০ জন শিল্পী জেলায় জেলায় গিয়ে অনুষ্ঠান করবেন। থাকবেন জেলার শিল্পী, লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীরাও। প্রধানত ঘেরা এলাকায় প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। শব্দবিধি মানার ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।’

প্রতিটি মহকুমায় একটি বিশেষ ট্যাবলো প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে সরকারি সাফল্যের প্রচার চালাবে। দৃষ্টি আকর্ষণের জন্য ট্যাবলোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, গোটা রাজ্যে ছ’টি এলইডি ট্যাবলো ঘোরানোর সিদ্ধান্ত হয়েছে। মূল প্রদর্শনীর অডিও-ভিস্যুয়াল উপস্থাপনাও ট্যাবলোয় দেখানো হবে।

শুধু সাফল্য প্রচারই নয়, সূত্রের খবর, প্রতিটি জেলার প্রদর্শনীতে একটি করে ‘ইনফর্মেশন কিয়স্ক’ রাখা হবে। সেখানে থাকবেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা।

সরকারের প্রকল্প, তার সুবিধা, কী ভাবে সেই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়—এই সব তথ্য যে কেউ জানতে পারবেন কিয়স্ক থেকে। এক আধিকারিক বলেন,“কেউ চাইলে প্রকল্পে নাম নথিভুক্ত করার কোনও সমস্যার কথাও জানাতে পারবেন। তাঁকে ঠিক পথ দেখানোর চেষ্টা করা হবে সঙ্গে সঙ্গেই।”

Source: Millennium Post

Trinamool will win in all the 16 seats in Pujali: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee today took part in a padayatra in Pujali, South 24 Parganas, while campaigning for the municipal polls of the Pujali Municipality. The four km padayatra which started from Pujali Oriental More and continued till Chhoto Battala on the Sunday morning saw thousands of people walking along with the fiery youth icon.

Abhishek Banerjee said that Trinamool will win in all the 16 wards of the Pujali Municipality. He said that the opposition will be washed out. Trinamool has no fear, the more Trinamool will be threatened, it will be more strong, he said.

Abhishek Banerjee said that Pujali did not see and development during the Left rule. 80% of the water supply project has been completed in the area, he said. He stressed on the development of the area and said that the Hindutwa factor will not work here. He asked all party workers to work united against the combined opposition force.

বিরোধীরা দাঁত ফোটাতে পারবে না: অভিষেক ব্যানার্জি

বিরোধীরা দাঁত ফোটাতে পারবেন না পূজালি পুরসভায়। এবারও তৃণমূলই জিতবে। ২০ মে পূজালিতে তৃণমূলের বিজয় মিছিল বেরোবে। রবিবার পূজালির ওরিয়েন্টাল মোড় থেকে প্রায় ৪ কিমি পায়ে হেঁটে ছোট বটতলা পর্যন্ত মহামিছিল করেন সাংসদ অভিষেক ব্যানার্জি। তার পর ছোট বটতলাতেই তিনি সভা করেন। সেই সভাতেই তিনি এই ঘোষণা করেন।

এদিন সভায় তিনি বিরোধীদের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন। বলেন, ‘‌পূজালির ১৬টি আসনেই জিতবে তৃণমূল। বিরোধীদের কোনও অস্তিত্বই থাকবে না। তারা দাঁত ফোটাতে পারবে না।’‌ তৃণমূল সাংসদ সাফ জানিয়ে দিলেন, এবারও বিরোধীশূন্য করেই পূজালিতে ঘাসফুল ফুটবে। তিনি সিবিআই দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর জবাবে বলেন, ‘‌যতই ভয় দেখান না কেন, তৃণমূল ভয় পায় না। এখানে ভয় দেখিয়ে তৃণমূলকে হারানো যাবে না। তূণমূলকে ধমকালে–‌চমকালে তৃণমূলের শক্তি আরও বাড়বে।’‌

তাঁর অভিযোগ, ‘‌বাম আমলে পূজালির কোনও উন্নয়নই হয়নি। তৃণমূল এসে এখানে জলপ্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ করেছে। পূজালির মানুষ উন্নয়ন চান। আর এখানে সেই উন্নয়নই হয়েছে। প্রচুর টাকার উন্নয়নের কাজ হয়েছে এই পুরসভায়। তাই কোনও হিন্দুত্ব তত্ত্ব এখানে চলবে না। মানুষ তৃণমূলকেই ভোট দিয়ে জেতাবেন।’ তিনি এদিনও ঐক্যবদ্ধ লড়াইয়ের ওপর জোর দেন। বলেন, ‘ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই পুরসভার প্রতিটি আসনেই জিততে হবে।’ এদিন তিনি অভিযোগ করে বলেন, ‘এখানে বিরোধীদের গোপন আঁতাত তৈরি হয়েছে। সামনে যা–ই দেখাক না কেন, ভেতরে ভেতরে সিপিএম, কংগ্রেস ও বিজেপি আঁতাত করে লড়াইয়ে নেমেছে।’

এদিন তাঁর সঙ্গে ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, শওকত মোল্লা, গৌতম দাশগুপ্ত প্রমুখ।

Bengal Govt launches Digital Bangla Outreach Campaign

The Department of Information Technology & Electronics, Govt. of West has launched Digital Bangla Outreach Campaign.

The objective of this campaign is to create awareness about Digital Bangla program, Core Infrastructure, various e-services of Govt. of West Bengal and their major initiatives through a Van based mobile display or exhibition unit with Audio Visual, IEC materials which will travel across the entire State of West Bengal.

The Van will also conduct Street Plays at various citizen interface points such as Tathya Mitra Kendra (CSCs), Gram Panchayats, Schools, Colleges, etc highlighting the e-services and their benefits.

Presently, there are various services available in electronic mode and the citizens of West Bengal especially in rural areas are not fully aware of these e-services and its delivery channels.

The campaign is aimed at bringing more awareness among the public by engaging them during the campaign with activities like quiz, games, skit play, etc.

This initiative is expected to bring better and continuous citizen engagement by connecting the service provider and the service seeker which will encourage participation, exchange of ideas and flow of conversation to share information and make citizens a partner in decision making.

In West Bengal, two campaign vans will be deployed over a period of eight months to cover 19 districts and Kolkata Municipal Corporation areas.

 

 

‘ডিজিটাল বেঙ্গল’ প্রকল্প চালু করল রাজ্য সরকার

রাজ্য সরকারের উদ্যোগে নতুন প্রকল্প ‘ডিজিটাল বেঙ্গল’ চালু করল তথ্য ও প্রযুক্তি দপ্তর। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষকে তথ্য প্রযুক্তির উপকারিতা বোঝাতে এই নতুন পদক্ষেপ রাজ্য সরকারের।

তথ্য প্রযুক্তি পরিষেবা পৌছাতে ২ টি মোবাইল ভ্যান চালু করা হবে। ই-গভর্ন্যান্স , জন্ম-মৃত্যুর শংসাপত্র, কন্যাশ্রী ও সরকারী স্কলারশিপ সংক্রান্ত বিষয়গুলিও জানা যাবে এর মাধ্যমে। রাজ্যের ব্লক স্তর পর্যন্ত পউছাবে এই মোবাইল ভ্যানগুলি।

গ্রামীণ প্রত্যন্ত এলাকার মানুষকে এর সুবিধা বোঝাতে এই ভ্যানেই থাকবে ইন্টারনেট পরিষেবা। স্কুল, কলেজ, পঞ্চায়েতের মত জায়গাগুলিতে এই ভ্যান গিয়ে দাঁড়ালে মানুষ নিজেই এই পরিষেবা পরখ করে দেখতে পারবেন। এর ফলে তারা যেমন ইন্টারনেট ব্যবহারের উপযোগী হয়ে উঠবেন তেমনই সরকারের বিভিন্ন সুবিধামূলক প্রকল্পের কথাও জানতে পারবেন।

বর্তমানে রাজ্য সরকারের অনেক পরিষেবা অনলাইনে দেওয়া হয়, কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ এই বিষয়টি নিয়ে মোটেই ওয়াকিবহাল নয়।

ক্যুইজ, গেমস ইত্যাদির মাধমে প্রচারের লক্ষ্য হল সাধারণ মানুষকে এই বিষয়ে আরও বেশি করে ওয়াকিবহাল করা।

তথ্যপ্রযুক্তি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আগামী আট মাস ধরে ২টি ভ্যান কলকাতা সহ অন্যান্য ১৯ টি জেলায় চলবে।

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State: Didi at Rajganj

On the fifth day of her campaign in north Bengal, Mamata Banerjee addressed a campaign rally at Sahudangi in Rajganj at Dabgram-Fulbari Assembly constituency in Jalpaiguri district today.

She had been holding campaign rallies and padayatras in Jalpaiguri, Alipurduar and Darjeeling districts for the past four days. She held rallies in Kurseong, Kalchini, Nagrakata, Birpara, Maynaguri and Phansidewa.

Mamata Banerjee slammed the opportunistic alliance of CPI(M) and Congress in her campaign. She said that Trinamool has alliance with people. She maintained that she was confident that people of Bengal will defeat the ‘rainbow alliance’ of Congress, CPI(M) and BJP.

On north Bengal

North Bengal is a beautiful place with a lot of scope for tourism. If tourism flourishes here the economy will flourish and jobs will be created.  Tourism project at Gajoldoba is on progress at a cost of Rs 3500 crore. We have inaugurated a Safari Park in north Bengal. It will boost tourism in the region. We have started a Hindi College at Banarhat. Several ITIs and polytechnic colleges are coming up. We have set up a Biswa Bangla Sports Village in Jalpaiguri. We have formed developmental boards for several communities in the Hills. I have come to north Bengal whenever there was an emergency. Earlier did anyone come to you?

On Opposition

CPI(M) was in power for 34 years. What did they do for north Bengal? They incurred a debt of over Rs 1 lakh crore and we are repaying it. They sold Bengal off and did not do any work for the development of the State.

On Health services

Cardiac surgeries are performed on children below the age of 18 free of cost. We have formed a breast milk bank called Madhur Sneho. We have set up fair price medicine shops which offer 40-70% discount:

On Social Sector schemes

We are working for the welfare of tea workers. Action is taken within 3 months of a tea garden.  We have started Khadya Sathi scheme under which 8.5 crore people are getting rice at Rs 2/kg. Healthcare is free at Government hospitals now. We have worked for the people of the region without seeing political colours. We are giving monthly allowance to 60000 folk artists. We have given Kanyashree scholarships to 33 lakh girls. Kanyashree scheme has empowered our girls. They are our assets. It has earned recognition globally. We have distributed 25 lakh Sabuj Sathi cycles. Another 15 lakh students will get them by July.

On development

We have set up a mini Secretariat, Uttarkanya, in north Bengal. We have conducted over 105 block-level administrative meetings in the last four years. We have introduced time-bound delivery of public services. We have given second language status to Nepali, Hindi, Urdu, Gurmukhi, Ol Chiki. The process of giving second language status to Rajbangshi is underway. Earlier 76 lakh mandays were lost in the State. Now the number is ZERO

On the forthcoming Assembly  election

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State

২৯৪ আসনে প্রার্থী আমিই:মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পঞ্চম দিন। আজ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রচার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত চার দিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কার্শিয়াং, কালচিনি, নাগরাকাটা, বীরপাড়া, ময়নাগুড়ি ও ফাঁসিদেওয়ায় জনসভা করেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে সিপিএম-কংগ্রেসের সুবিধাবাদী জোটকে কটাক্ষ করে বলেন এই জোট ‘অনৈতিক ঘোঁট’। তৃণমূলের জোট মানুষের সঙ্গে। তিনি আত্মবিশ্বাসী যে বাংলায় কংগ্রেস-সিপিআইএম-বিজেপির ‘রামধনু জোট’ পরাজিত হবে।

রাজগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু বিষয়ঃ

  • উত্তরবঙ্গ খুব সুন্দর জায়গা, এখানে পর্যটনের অনেক সুযোগ রয়েছে
  • পর্যটনের প্রসার ঘটলে অনেক কর্মসংস্থান হবে
  • সাড়ে তিন হাজার কোটি টাকায় গাজলডোবায় ইকো ট্যুরিজম পার্ক হয়েছে
  • উত্তরবঙ্গে নতুন সাফারি পার্কের উদ্বোধন হয়েছে, এটি পর্যটনের একটি প্রধান আকর্ষণ
  • বানারহাটে হিন্দি কলেজ চালু হয়েছে, আইটিআই ও পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
  • জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে
  • সিপিএম ৩৪ বছর রাজত্ব করেছে। তারা উত্তরবঙ্গের জন্য কি করেছে?
  • চা বাগানের শ্রমিকদের জন্য মাসিক ভাতা চালু হয়েছে, চা-বাগান বন্ধ করার ৩ মাসের মধ্যে পদক্ষেপ নেওয়া হয়
  • আমরা খাদ্যসাথী প্রকল্প চালু করেছি, এর ফলে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পাচ্ছে
  • বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু হয়েছে সরকারি হাসপাতালে
  • আমরা রাজনৈতিক রঙ দেখে উন্নয়ন করি না
  • ৬০০০০ লোকশিল্পীকে আমরা মাসিক ভাতা দেওয়া হচ্ছে
  • ৩৩ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী স্কলারশিপ দিয়েছি
  • আমরা ২৫ লক্ষ সবুজ সাথী সাইকেল প্রদান করেছি
  • কন্যাশ্রী প্রকল্প মেয়েদের স্বনির্ভর করেছে, তারা আমাদের গর্ব
  • ৩৪ বছরে বামফ্রন্ট কোন উন্নয়ন করেনি,তারা বাংলাকে বিক্রি করে দিয়েছে
  • উত্তরবঙ্গে ‘উত্তরকন্যা’ মিনি সচিবালয় তৈরি করা হয়েছে
  • গত চার বছরে জেলায় জেলায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছি
  • যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বারবার উত্তরবঙ্গে ছুটে এসেছি, এর আগে কেউ কি কখনো এসেছে?
  • ১৮ বছর বয়সের কম শিশুদের বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা হচ্ছে
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডাইয়াগনসটিক সেন্টার চালু করেছি
  • সাধারণ মানুষের সেবা করাই আমাদের কাজ, উন্নয়ন ও জনপরিষেবার ক্ষেত্রে আমরা রাজনীতি করি না: মমতা বন্দ্যোপাধ্যায়
  • নেপালি, হিন্দি, উর্দু ও সাঁওতালিকে আমরা দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছি
  • রাজবংশী ভাষাকে শীঘ্রই স্বীকৃতি দেওয়া হবে
  • পাহাড়ের জনজাতিদের জন্য আমরা উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করেছি

 

Trinamool candidates begin election campaign across Bengal

As soon as the election dates have been announced, Trinamool Congress candidates have started their campaigns.

Last Friday, the Election Commission announced the election dates for West Bengal, Later in the evening, All India Trinamool Congress Chairperson Mamata Banerjee announced the list of candidates for all the 294 Assembly seats to be fought for.

Campaign graffiti and posters are being put up everywhere; rallies are being organised all over the State.

Mnay candidates are seeking blessings from the gods before starting their campaigns. Sovan Chattopadhyay visited Dakshineswar before starting his campaign. Sobhandeb Chattopadhyay visited Tarapith before starting his campaign journey.

Manish Ghatak began his campaign by leading a procession of Trinamool workers on Bagha Jatin Station Road.

Subrata Mukherjee began his campaign by painting graffiti in his constituency of Ballygunge. Gautam Deb too started his campaign in North Bengal by painting graffiti.

Many others too have started their campaigns. Today morning Firhad Hakim, Vaishali Dalmia, Shahshi Panja, Lakshmi Ratan Shukla, Soham Chakraborty, Indranil Sen, Syed Rahim nabi and many others were seen on their campaign trails.

 

 

জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু তৃণমূল কংগ্রেস প্রার্থীদের

 

প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক মুহূর্ত দেরি না করে শনিবার থেকেই শুরু হয়ে গেছে দেওয়াল লিখন, পোস্টার, মিছিল।

শনিবার দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। বাঘাযতীন স্টেশন রোডে মিছিলে হেঁটে প্রচার শুরু করলেন যাদবপুরের প্রার্থী মণীশ গুপ্তা।

বালিগঞ্জ কেন্দ্রে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রচার শুরু করেছেন সাধন পাণ্ডে সহ একাধিক বিধায়করা। শনিবার উত্তরবঙ্গে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন মন্ত্রী গৌতম দেব।

আজ সকালে নিজ নিজ কেন্দ্রে প্রচার করেছেন ফিরহাদ হাকিম, বৈশালী ডালমিয়া, শশী পাঁজা, লক্ষ্মীরতন শুক্লা, সোহম চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, রহিম নবী প্রমুখরা।

Trinamool accounts transparent, nothing to hide: Derek O’Brien

Statement by the Chief National Spokesperson of the party and leader of the All India Trinamool Congress Parliamentary Party in the Rajya Sabha, Derek O’Brien:

28 May, 2015 | 1:00 PM

“Harassment continues. Lots of pesky questions on Trinamool accounts. Big parties & leaders amass billions, little guys get the questions. Before questioning us, question yourselves and your daylight dacoity to fund your multi-billion dollar election campaign. Trinamool accounts are transparent, nothing to hide.”

Trinamool campaigns to the beats of dhamsa-madol

April 19 was the last Sunday before elections to the municipalities in the district of South 24-Parganas takes place. On April 25, 23 municipalities (comprising 587 wards) of the district are going for polls. And being the last holiday, the campaigning was at the highest pitch, and the most cheerful. Traditional culture formed an integral part of the campaigning.

Dancers and musicians thronged the venues and streets, doing their best to literally drum up support for candidates; traditional percussion instruments like dhamsa and madal were used to the fullest. Women in traditional dance costumes added a dash of colour and extravaganza. Also, candidates and party workers took out processions in autos and totos (a new addition this time), with party flags stuck on them. Of course, there were also the door-to-door campaigns.

 

Dhamsa madol

Campaigning with dhamsa-madol in North 24 Parganas

 

Among the parties, Trinamool was easily the most visible one. Its senior leaders spread out in all the municipalities, ensuring no stones were left unturned. On Sunday evening, Trinamool MPs Abhishek Banerjee and Derek O’Brien took part in road shows in 23 wards of Ashoknagar Kalyangarh municipality in support of candidates.

 

AB at Ashoknagar - Eisamay

Abhishek Banerjee at Ashoknagar

 

Another MP, Kakali Ghosh Dastidar was also there in some of the municipalities. The same went for state cabinet minister, Jyotipriya Mallick and Dr Shashi Panja, the latter having campaigned in Madhyamgram.

 

Road show - pratidin

Road show by Ghatal MP, Dev

 

Senior MP Saugata Roy and cabinet minister, and noted theatre actor, Bratya Basu campaigned for the Trinamool candidate of ward number 12 of South Dum Dum Municipality. In the evening, massive cheerful processions were taken out in all wards of all the municipalities. Thus ended a successful day of campaigning.

 

Suvendu Adhikari at Egra

Suvendu Adhikari in Egra

KMC Election 2015: Trinamool reaches out to people on Facebook

Trinamool Congress believes in 360 degrees of communication. Even for the upcoming municipal elections, the party is using the digital medium for the KMC Election 2015 campaigning. Candidates as well as supporters have taken up Facebook as one of the mediums to connect with people.

Various Facebook groups, pages and profiles of the candidates and the supporters are engaged in disseminating campaign-related information as well as reaching out to the voters online.

The updates on these pages are easily accessible through handheld mobile devices, thus enabling candidates to connect with voters easily.

 

Ward No 90 candidate: Baiswanor Chattopadhyay

 

Baiswanor-Chattopadhyay-profile

Profile of Baiswanor Chattopadhyay

 

Campaign is led through his own profile: Baiswanor Chattopadhyay, as well as the profile of Trinamool Congress – 90 no. Ward KMC Election Reigning Fighters.

 

ward-90

Campaign page for Baiswanor Chattopadhyay

 

Ward No 81 candidate: Jui Biswas

Updates of upcoming programmes and earlier campaigns are available on Jui Biswas’ profile.

Jui-Biswas

Jui Biswas’s Facebook page

 

Ward No 110 candidate: Arup Chakraborty

An ardent believer of social media and also a frontrunner in campaigning through social media, Arup Chakraborty’s profile not only posts about his campaign but also shares information about qchievement stories of Trinamool:

 

110-Arup

The FB page of Arup Chakraborty

 

Ward No 68 candidate: Sudarshana Mukherjee

The FB page 68 ward candidate Sudarshana Mukherjee has made quite a mark in the virtual world. From sharing campaign stories to focussing on the issues of Ward No. 68, Sudarshana Mukherjee has done a great job.

Sudarshana Mukherjee FB

FB page of Sudarshana Mukherjee

 

Ward No 96 candidate: Malay (Debabrata) Majumdar

An active campaign through social network is being led through the group 96 no ward Trinomul Congress providing pictures and details of the campaign in this ward.

Ward 96

A glimpse of the FB Page

 

Ward No 22 candidate: Dinesh Bajaj

The profile of Dinesh Bajaj provides pictures and information of the municipal campaign in Barabazar area in details.

Dinesh Bajaj

Dinesh Bajaj’s FB activity

 

Supporters’ Groups

Trinamool Congress Supporters Community has been active on social media for almost a decade. A team of dedicated supporters have been relentlessly carrying out campaigns for spreading the message of development done by Trinamool Congress. This group has been tirelessly campaigning for the KMC Election 2015.

 

Facebook  supporters community

TMCS page on Facebook

 

Trinamool Congress Supporters ™® has been campaigning for the party in social networking sites for a long time. KMC Election 2015 has been a high point for this group.

AITC-supporters

Flurry of activity on Facebook