Calcutta University confers D.Litt. on Mamata Banerjee

Calcutta University today honouredchief minister Mamata Banerjee with D.Litt. for her special contribution in social service.

The university also appreciated her good work in literature. The decision was taken at the university Syndicate — highest executive body — in its meeting on October 25.

A CU alumnus, the CM had consented to the proposal and returned to her alma mater at the university’s convocation programme at Nazrul Mancha today.

Highlights of her speech:

  • I am honoured to be present here today. I was a student of University of Calcutta. I love CU very much.
  • Teachers play an important role in shaping our lives.
  • There are a lot of opportunities at CU. There are several scholarships too.
  • My life is one of struggle. I have had to bear a lot of insults throughout my life. Even when someone honours me, I am insulted for that.
  • Humanism does not have any caste or creed. Let a new civilization, a new culture be born.
  • University of Calcutta has been witness to a lot of movements. This has been the cradle of revolutions. CU is famous all over the world. CU is our pride.
  • The honour that you have given me today, the recognition of my work till date, I will cherish it all my life.
  • The students present here today are the future citizens of the country. They will shape the future.
  • We have achieved No 1 rank in NREGA through convergence, Kanyashree has been adjudged the best in the world.
  • Netaji, Swami Ji are our inspiration. Students and youths must learn from them. We must focus on character-building of students.
  • School drop-out rate among girls has come down because of Kanyashree. Institutional delivery rate has increased from 65% to 95%.
  • Intolerance is rising in the country. This is worrying. There are attempts to rewrite history. We must conserve our history. We must promote tolerance.
  • Bengal is incomplete with University of Calcutta.

 

মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। নজরুল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই সম্মান জানানো হল।

সমাজসেবা, সাহিত্য ও শিল্প ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের ভিত্তিতে সিন্ডিকেটের বৈঠকে তাঁকে সাম্মানিক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • আজ এখানে এসে আমি ধন্য, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়কে খুব ভালোবাসি। আমি এখানকারই ছাত্রী।
  • আমাদের গড়ে তোলে শিক্ষক শিক্ষিকারা।
  • এখন অনেক সুযোগ, অনেক স্কলারশিপের সুবিধা রয়েছে।
  • আমার জীবনটা অসম্মানের, অবহেলার, সংগ্রামের। কেউ যদি আমায় সম্মানিত করেন তা নিয়েও আমায় কম অসম্মানিত হতে হয় না।
  • মানুষের মধ্যে সৃষ্টি হোক নতুন সভ্যতার, নতুন মানবিকতার। মানবিকতার কোন জাত –ধর্ম-বর্ণ নেই।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রাণকেন্দ্র। এই বিশ্ববিদ্যালয় অনেক কিছুর সাক্ষী। এই বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। সারা পৃথিবী জুড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম।
  • আজকে আপনারা যে সম্মান আমায় দিয়েছেন, আমার কাজকে স্বীকৃতি দিয়েছেন, এর থেকে বড় সম্মান আমি আর কিছু চাই না জীবনে।
  • আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করেন, তারাই তো নব প্রজন্ম, নতুনকে পথ দেখায়।
  • আমরা ১০০ দিনের কাজে কনভারজেন্স করে ১ নম্বর হয়ে গেছি, কন্যাশ্রী বিশ্বের মুকুট ছিনিয়ে নিয়েছে।
  • নেতাজী, স্বামীজি আমাদের প্রেরণা। ছাত্র যৌবনকে পথ দেখাতে হবে। জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে সমাজ, চরিত্র গঠন, নতুন ভাবে এগিয়ে যাওয়া আরও বড় কাজ।
  • কন্যাশ্রীর ফলে ড্রপআউট রেট কমে গেছে, ইন্সটিটুশ্যানাল ডেলিভারি ছিল ৬৫% এখন ৯৫%।
  • আজ দেশে অসহিষ্ণুতা খুব বৃদ্ধি পাচ্ছে।  সকলে এটা নিয়ে খুব চিন্তিত। ইতিহাস যেন বিকৃত না হয়, আমরা যেন সহিষ্ণুতা রক্ষা করি।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাংলাকে ভাবা যায় না ।

First state-wide survey of the rare fishing cat taking place in Bengal

With the help 50 cutting-edge trapping cameras, Calcutta University, Zoological Survey of India (ZSI) and conservation NGO, Nature Environment & Wildlife Society (NEWS) have started the first state-wide survey of the rare fishing cat, the state animal of Bengal.

The survey is being carried out in Howrah district, in Domjur, Jagatballavpur, Panchla and a few other places, which are some of the prime habitats of the animal. This is the first stage. Gradually, the survey would cover their entire habitat in the state. Surveys of fishing cats have been done before, but this is the first time a statewide survey is being conducted.

Besides footprint and testing of fecal matter, camera trapping method is the most reliable methods for determining the number of these animals.

Source: Ei Samay

৫০টি ট্র্যাপিং ক্যামেরা, শুরু বাঘরোল সমীক্ষা

অত্যাধুনিক ৫০টি ক্যামেরাকে হাতিয়ার করে ফিশিং ক্যাটের ওপর সমীক্ষা শুরু করা হল। কলকাতা বিশ্ববিদ্যালয়, জুলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কর্মরত জনকল্যাণকারী সংস্থা নিউজ-এর উদ্যোগে হাওড়ার ডোমজুর, জগতবল্লভপুর, পাচলার মতো জায়গায় সমীক্ষা শুরু করল আট সদস্যের একটি দল।

সংরক্ষিত এলাকার বাইরে গোটা রাজ্যে ফিশিং ক্যাটের অবস্থা কি এবং সংখ্যা কত? তা নিয়ে নির্ভরযোগ্য সমীক্ষা এই প্রথম। পায়ের ছাপ ও মলের প্রকারভেদ বাদ দিয়ে প্রধানত ট্র্যাপ ক্যামেরার উপর নির্ভর করে সমীক্ষাও রাজ্যে এই প্রথম।

পোশাকি নাম বাঘরোল। এ ছাড়া মেছোবিড়াল, গোবাঘা বা বাঘডাশা নামেও পরিচিত এই প্রাণী। চেহারায় সাধারন বিড়ালের প্রায় দ্বিগুন, ছাই রঙের খরখরে লোমশ শরীর। মাথা থেকে কাদের দিকে লম্বা টানা ডোরা, শরীরের পাশের দিকটায় এবার ছোপ ছোপ। ডোরা আছে মুখে, পেটের দিকটা সাদাটে। সাধারনত নিশাচর এবং জলাশয়ের কাছাকাছি অঞ্চলে বসবাসকারী। এই প্রাণীই বাংলার ‘স্টেট অ্যানিম্যাল’।

বিভিন্ন অঞ্চলে এই প্রাণীর অস্তিত্ব ও সংখ্যা নির্ণয় করার কাজ হয়েছে ঠিকই, কিন্তু, গোটা রাজ্যের সংরক্ষিত এলাকার বাইরে এই প্রাণীর অবস্থা জানতে সর্বাঙ্গীণ সমীক্ষা এই প্রথম।

TMCP sweeps CU student union polls

It was a cakewalk for Trinamool Congress Chhatra Parishad (TMCP) in the Calcutta University union elections held on Saturday across the four campuses of College Street, Rajabazar, Ballygunge and Alipore.

In the 140 seats contested, SFI and DSO won 15 seats and 14 seats respectively. TMCP won the remaining seats.

In all, there are 840 seats on eight campuses of CU. Of which 673 were won uncontested by the TMCP.

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে জয়ী টিএমসিপি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ৮২০টি আসনের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ একাই পেয়েছে ৭৫০রও বেশি আসন। মোট ৮২০ জন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছে। তার মধ্যে টিএমসিপি ৬৭৩টি আসনে বিনা প্রতিদ্বন্দীতায় জয় লাভ করে।

বালিগঞ্জ ক্যাম্পাসে ৭৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি। ১১টি আসনে জিতেছে সংগঠন। হোম সায়েন্সে টিএমসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩২টি আসনে জয়ী হয়েছে। ল ক্যাম্পাসে ৪৫টি আসনে, সল্টলেক ক্যাম্পাসে ৫৩টি আসনে, কঁাটাকল ক্যাম্পাসে (অর্থনীতি) ২৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের ছাত্র সংগঠন।

রাজাবাজার ক্যাম্পাসে ১২৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তারা। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে টিএমসিপি ভোটে জিতেছে ৭২টি আসনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৮৬টি আসনে। আলিপুর ক্যাম্পাসে ভোটে ৩৯টি আসনে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০০টি আসনে। জুট বিভাগে ভোটে ২টি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২টি আসনে।

Ambedkar Diwas to be celebrated in Bengal on 30 December

West Bengal Chief Minister Mamata Banerjee Friday announced that Dr BR Ambedkar’s 125 birth anniversary year will be celebrated in every block of the state on December 30.

Mamata Banerjee said she would personally attend the state-level program at Netaji Indoor Stadium here on that day.

“In honour of the great social reformer and architect of the Indian Constitution Dr BR Ambedkar, we have decided to celebrate Ambedkar Diwas all over the state on December 30 in a befitting manner,” she said.

The government has also decided to institute a chair named after Dr Ambedkar at Calcutta University.

Uniform policy for self-financing private colleges to be brought in: Education Minister

The West Bengal Government is keen to formulate a uniform policy for self-financing private colleges in the State for better governance in those educational institutions. The State Higher Education Minister Partha Chatterjee today said the idea had received a nod in the state Cabinet meeting today. 

” A  Bill in this regard will soon be placed in the State Assembly. Such self-financing colleges run in their own style as they are not financed by the Government. But, a uniform policy is required for their governance and coordination among such colleges,” he said. 

The Minister said there were about 22 self-financed private colleges in the State, of which three were under Calcutta University. 

The state cabinet today named the Hastings College and a new Government College at Rajarhat after the names of Sister Nivedita and former President A P J Abdul Kalam respectively, the minister added.

Education Minister announces college poll dates

The state Education Minister Partha Chatterjee today announced that elections to all the 488 colleges in the state will be held in January. Immediately after this, the Calcutta University authorities issued a notification in this regard.

While the students’ union election for Calcutta University has been fixed on 17th January, the election for other Kolkata colleges under CU will be held on three phases – 17, 19 and 21 January. The CU-affiliated colleges of Hooghly, South 24-Parganas and Howrah will hold their elections on 28 January.

It was also decided that for colleges under Kolkata police area, the additional officer in charge (OC) will be the liaison officer and he will monitor the entire students’ union election process in the colleges. CU authorities have urged respective district magistrates to provide adequate security arrangements to avoid any untoward incident.