Bengal Tourism launches new tour packages

West Bengal Tourism Development Corporation has come up with two new tour packages. One is for Kolkata, called ‘New City Tour’ and the other is for the Dooars region.

The ‘New City Tour’ is exactly that – a day trip through some of the newer places of interest. The spots include Nicco Park, Arts Acre, Mother’s Wax Museum and Eco Park (Prakriti Tirtha). It would start from and end at the Tourism Centre in BBD Bag. The tour is priced at Rs 1050 per head (including vegetarian lunch and tax).

The Dooars tour – named ‘Dooars Package Tour’ – is a two nights-three days package for Rs 9200 per heard (including tax). It would start and end in Siliguri, covering the wildlife havens of Jaldapara, Gorumara and Buxa, and Cooch Behar.

 

পশ্চিমবঙ্গ পর্যটনে নতুন দিগন্ত

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম ২ টি নতুন ভ্রমণ ব্যবস্থা চালু করতে চলেছে। একটি কলকাতার জন্য যার নাম ‘নিউ সিটি ট্যুর’ এবং দ্বিতীয়টি ডুয়ার্স এর জন্য।

‘নিউ সিটি ট্যুর’ হল একদিনের একটি প্যাকেজ যেখানে নতুন কিছু জায়গা দেখানো হবে। এখানে নিকো পার্ক,আর্টস একর, মাদার ওয়াক্স মিউজিয়াম এবং ইকো পার্ক ঘোরানো হবে। এই ভ্রমণ যাত্রা শুরু এবং শেষ হবে বিবাদী বাগে। মাথাপিছু ১০৫০ টাকা ধার্য (কর এবং নিরামিষ মধ্যাহ্নভোজ সমেত)।

‘ডুয়ার্স ভ্রমণ ব্যবস্থা’ এটি ২ রাত ৩ দিনের একটি প্যাকেজ, মাথাপিছু ৯২০০ টাকা (কর সমেত)। এই ভ্রমণ যাত্রার  শুরু এবং শেষ হবে শিলিগুড়িতেই। জলদাপারা, গরুমারা, বক্সা ও কুচবিহার ভ্রমণও রয়েছে এই প্যাকেজের মধ্যেই।