Trinamool MPs of both Houses today protested near the Gandhi statue in Parliament premises against the attacks on migrant labourers in various States. The MPs raised slogans, demanding that the Centre breaks its silence on the issue.
The party also filed a Notice under Rule 267 to suspend all business and take up an immediate discussion on the rising incidents of violence against the migrant labourers. Chief Whip of the party in Rajya Sabha, Sukhendu Sekhar Roy urged the Chair to suspend all business. Party MPs descended the well, too.
Also, Sukhendu Sekhar Roy also raised a Point of Order on the disparaging remarks of a Union Minister against the Constitution of India. He said, “Whether a person holding the rank of Cabinet Minister in the Government of India can denounce the Preamble of the Constitution? Can he be allowed to continue as a Minister?”
MPs of other parties like Samajwadi Party and Bahujan Samaj party also joined in the protests.
ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণ ও কেন্দ্রীয় মন্ত্রীর সংবিধান-বিরোধী মন্তব্য – সংসদে সরব তৃণমূল
ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণের বিভিন্ন ঘটনার প্রতিবাদে আজ তৃণমূল সাংসদরা সংসদ চত্ত্বরে গান্ধী মূর্তির নিকটে ধর্ণা দেন। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারচুপ কেন তা নিয়েও সরব হন তারা। প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেন সাংসদরা।
রাজ্যসভায় দলের মুখ্যসচেতক সুখেন্দু শেখর রায় ২৬৭ ধারায় নোটিশ দেন যাতে সংসদের অধিবেশন মুলতুবি করে এই বিষয়ে আলোচনা করা যায়। তৃণমূল সাংসদরা ওয়েলে নেমে প্রতিবাদ করেন।
পাশাপাশি, সুখেন্দু শেখর রায় এক কেন্দ্রীয় মন্ত্রীর সংবিধান-বিরোধী মন্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী কি করে সংবিধানকে অশ্রদ্ধা করতে পারেন। তাকে কি মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে দেওয়া উচিত?
সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির সাংসদরাও তৃণমূলের সাথে প্রতিবাদে অংশ নেন।