Bengal government to create 1,200 new posts in various departments

In order to create more job opportunities, it has been decided in Monday’s Cabinet meeting that 1,200 new posts will be made in different departments of the state government.

Partha Chatterjee, the state Parliamentary Affairs minister, said: “It has been passed in the Cabinet to create a 1,000 more posts in different offices and colleges. As many as 200 drivers and helpers will be recruited for assistance by the state Transport department.”

It may be mentioned that the state government has created thousands of job opportunities in the past six years. In June, the state government had announced 3,754 new posts. The decision to create new posts was passed in the Cabinet meeting and Chief Minister Mamata Banerjee has directed the state to complete the recruitment process as soon as possible.

As many as 267 posts were created for eight coastal police stations as a step to ensure security and safety of thousands of tourists visiting Digha and Mandarmoni. Around 444 posts were also created at Health and Family Welfare department and it included 187 posts at the new medical college at Raiganj.

As many as 158 posts have been created at Ramrick Das Harlalka Hospital, which is an annexure to Bangur Institute of Neuroscience. Ninety-nine posts were created at Tufanganj Mental Health Hospital, where the number of beds was increased to 150 from 33. To create job opportunities for women, as many as 2700 lady constable posts were created.

 

১২০০ নতুন পদ তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যে আরও কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে ১২০০ নতুন পদ তৈরী করছে রাজ্য সরকার।

পরিষদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন কলেজ ও অফিসে আরও নতুন ১০০০টি পদ তৈরীর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আরও ২০০টি ড্রাইভার ও হেল্পারের পদ তৈরী করা হয়েছে রাজ্য পরিবহন দপ্তরে।

প্রসঙ্গত, রাজ্য সরকার গত জুন মাসে ৩৭৫৪টি নতুন পদ সৃষ্টির কথা ঘোষণা করে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে।

দীঘা ও মন্দারমণিতে আগত পর্যটকদের সুরক্ষার জন্য ২৬৭টি পদ সৃষ্টি করা হয়েছে আটটি উপকূলীয় থানার জন্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪৪৪টি পদ তৈরী হয়েছে। এর মধ্যে রায়গঞ্জের নতুন মেডিক্যাল কলেজের জন্য ১৮৭টি পদ তৈরী হয়েছে।

রামরিক দাস হরলালকা হাসপাতালে সৃষ্টি করা হয়েছে ১৫৮টি নতুন পদ। তুফানগঞ্জ মেন্টাল হেলথ হাসপাতালে ৯৯টি পদ তৈরী হয়েছে। এখানে শয্যা সংখ্যাও ৩৩ থেকে বেড়ে ১৫০ হয়েছে।

মহিলাদের কর্মসংস্থানকে নজর রেখে ২৭০০টি কনস্টেবল পদ তৈরী হয়েছে।

Bengal CM directs steps for proper distribution of relief materials

directed all ministers during the Cabinet meeting at Nabanna on Wednesday to take necessary steps in ensuring proper distribution of relief materials among flood-affected people in their respective areas.

It is learnt that the Chief Minister has asked them to be with the people in their respective areas as they are facing huge problems due to the man-made floods. The CM went to North Bengal on Monday and took a stock of the situation.

It may be mentioned that the state government had been providing relief materials including tarpaulin, dry food and clothes to flood-affected people. The state government has also ensured proper distribution of paddy seeds among farmers who incurred huge losses as crops were damaged due to the floods in 11 districts.

It is learnt that total “money value loss” in the agriculture sector in the state due to the floods amounted to around Rs 6,500 crore. In North Bengal, till now, the money value loss stands at around Rs 3,812 crore. In North and South Bengal, the area of agricultural land that has been affected due to floods was around 4.36 lakh hectare and 4.23 lakh hectare respectively.

The state Transport department has also taken necessary steps to ensure plying of buses from different locations in North Bengal to Kolkata and vice versa.

 

রাজ্যে বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় ১৪ হাজার কোটি টাকা

সোমবার নবান্নে উত্তর ও দক্ষিণ বঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে মন্ত্রীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকে যাতে ত্রাণ পায়, ওষুধপত্র যাতে মজুত থাকে, সেদিকে নজর রাখতে বলেন। কয়েকদিন আগেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে বন্যার জলে নেমে দুর্গতদের সঙ্গে কথাও বলেন। এদিন রাজ্য সরকার বন্যায় ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট পেশ করেন।

বন্যায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যের ক্ষয়ক্ষতির হিসাব প্রায় ১৪ হাজার কোটি টাকা। ফসলের ক্ষতির পরিমাণ ৬৫২৮ কোটি ১৫ লক্ষ ২২ হাজার টাকা। কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী, পাঁচটি বন্যা কবলিত জেলা ছাড়াও অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের আরও ন’টি জেলা মিলিয়ে মোট ২৭১৫ কোটি ৭৪ লক্ষ ৭১ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। সেখানে এখনও পর্যন্ত জলে ডুবে থাকা উত্তরবঙ্গে ফসলের ক্ষতির পরিমাণ ৩৮২৫ কোটি ১ লক্ষ টাকা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বন্যার জল পুরোপুরি নেমে গেলে অন্যান্য ক্ষতির সঙ্গেই ফসলের ক্ষতির পরিমাণও বাড়বে।

কৃষিদপ্তর সূত্রে সোমবার জানানো হয়, উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত ৮০০ কোটি টাকা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং শিলিগুড়ি মহকুমায় প্রাথমিক সমীক্ষার পর কৃষিজমি ও ফসলের যে ক্ষতির হিসাব পাওয়া গিয়েছে, তার পরিমাণ হল ৩৮২৫ কোটি ১ লক্ষ টাকা। ৪ লক্ষ ৭৩ হাজার ৮৬২ হেক্টর জমিতে ধানচাষের ক্ষতি হয়েছে। ২৬ হাজার ৮৮২ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গিয়েছে। পাট নষ্ট হয়েছে ৪৭৫৯ হেক্টর জমির। সব মিলিয়ে ৫ লক্ষ ৬ হাজার ১৬৮ হেক্টর জমির চাষ নষ্ট হয়ে গিয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দিনাজপুর, মালদহ এবং কোচবিহার জেলায়।

এই সব রিপোর্টের উপর ভিত্তি করেই দিল্লিতে রিপোর্ট পাঠানো হবে। শুধুমাত্র কৃষিদপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াবে দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে কমপক্ষে ৭ হাজার কোটি টাকা।

 

Two lakh people to be given employment in Bengal: WB CM

West Bengal Chief Minister Ms Mamata Banerjee chaired a Cabinet Meeting at Nabanna today which took several important decisions.

After the meeting, the West Bengal Chief Minister informed that besides others two major decisions were taken in the cabinet meeting. She informed that two lakh people will be inducted into State services to fill up vacancies, which include 70,000 as teaching staff, 60,000 in group ‘C’ and 60,000 in group ‘D’.

The second decision was concerned with the civic volunteers who work seamlessly with the Kolkata police, the Chief Minister informed. The remunerations for the civic volunteers will be raised from Rs 2800 to Rs 5500, the Chief Minister informed. She also said that at par with the home guards, the civic volunteers will be entitled to get 14 days of leave every year. She also informed that the eligible civic volunteers will be inducted as home guards in due course.

The West Bengal Chief Minister also said that the Government will achieve the target of 23 lakh employment this year in various sectors.