Bengal Govt to introduce royal Bengal tigers in Buxa and Jaldapara

Buxa and Jaldapara in North Bengal are gearing up to welcome the big cat. In the initial phase, six royal Bengal tigers would be released – three each in Buxa Tiger Reserve and Jaldapara National Park. Later, sic more would be released.

The programme for releasing the felines was recently finalised at a meeting of the Bengal Government, represented by the Forest Minister, with the local people at the Rajabhatkhawa Nature Interpretation Centre in Buxa Tiger Reserve. The Minister said that the locals had no issues with the introduction of tigers. The meeting was also attended by representatives of the National Tiger Conservation Authority.

Since a large population of people resides in the area of Buxa, it was necessary to consult them. The State Government, though, will remove the people from the area only after making adequate provisions for their rehabilitation.

The tigers would be brought in from Assam. Helicopters would be used to transport them so that they remain in good physical shape. Of the six to be released in the first phase, four would be females and two would be males.

 

বক্সা ও জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে আসছে নতুন অতিথি

উত্তরবঙ্গের বক্সা ও জলদাপাড়ায় রিজার্ভ ফরেস্টে আনা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বক্সা টাইগার রিজার্ভ ও জলদাপাড়া অভয়ারন্যে মোট ১২টি বাঘ ছাড়া হবে ।প্রথম পর্যায়ে ছয়টি বাঘ ছাড়া হবে – তার মধ্যে তিনটি বক্সাতে আর তিনটি জলদাপাড়াতে। পরবর্তী পর্যায়ে আনা হবে আরো ছয়টি বাঘ। প্রথম ছয়টি বাঘের মধ্যে চারটি মহিলা ও দুটি পুরুষ বাঘ।

সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজাভাতখাওয়ার ইন্টারপিটিশান সেন্টারে বাঘ ছাড়া নিয়ে গ্রামবাসীদের সাথে বৈঠক করেছে রাজ্য সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন । বৈঠক শেষে মন্ত্রী জানান, এলাকাবাসী এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। বাঘ আনার ব্যাপারের সব রকমের ছাড়পত্র এসে গেছে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সদস্যও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

বাঘ গুলোকে হোলিকপ্টারে করে নিয়ে আসা হবে আসাম থেকে। এভাবে আনলে আনলে বাঘের কোন শারীরিক সমস্যা হবে না।

 

 

Forest dept launches e-patrolling app in Buxa Tiger Reserve

The state Forest department officers can now monitor the movement of the beat officers who work in the deep forest regions. The department launched a mobile application, by which the movements of the forest beat officers can
be observed.

This will not only boost the work culture but also ensure the safety and security of the beat officers who
work in deep forest areas risking their lives.

The state Forest department has launched the app service in Buxa Tiger Reserve at the Buxa National Park in Alipurduar district.

The is an android application and was earlier launched in Sundarbans Tiger reserve at Sundarbans National Park.

বক্সা ব্যাঘ্র প্রকল্প অঞ্চলের জন্য ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ চালু করলো বন দপ্তর

গভীর বনাঞ্চলে যেসব কর্মীরা কাজ করেন তাদের ওপর নজর রাখতে পারবে রাজ্য বন বিভাগের কর্মকর্তারা। বন দপ্তর ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে।

শুধু তাই নয়, গভীর অরণ্যে কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এর মাধ্যমে তাদের নিরাপত্তার দিকেও নজর রাখা হবে।  রাজ্য বন বিভাগ আলিপুরদুয়ার জেলার বক্সা ন্যাশনাল পার্কের বক্সা ব্যাঘ্র প্রকল্পও এই অ্যাপ্লিকেশন চালু করেছে।

এটি একটি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন এবং সুন্দরবনের জাতীয় পার্কে সুন্দরবন টাইগার রিজার্ভে এটি চালু করা হয়েছিল।

 

 

 

Forest Dept plans two new homes for Bengal rhinos

The rhinos of Bengal will soon get two new homes in the northern part of the state. Owing to “excess“ population of the one-horned rhino in two national parks of north Bengal – Jaldapara and Gorumara – the State is planning to relocate a few animals to two new locations.

State Forest Mnister said they have identified two areas in Buxa Tiger Reserve and Cooch Behar’s Patlakhawa, which can be developed as rhino reserves. The state is waiting for a clearance from the Centre before finalizing the plan.

“We have more than 255 rhinos in Jaldapara and Gorumara. The number is more than the carrying capacity of both parks. Hence, we are planning to relocate a few rhinos,“ the minister said.

While Jaldapara is home to about 200 of these rhinos, Gorumara has more than 50 of them.

 

Image source

 

গণ্ডারদের থাকার জন্য দুটি নতুন জায়গা তৈরির পরিকল্পনা করছে বন বিভাগ

রাজ্যের উত্তর অংশে গণ্ডারদের জন্য শীঘ্রই দুটি থাকার জায়গা তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গের জলদাপাড়া এবং গোরুমারায় একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে রাজ্যের বনদপ্তর তাদের অন্য জায়গায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্যের বন মন্ত্রী বলেন, তারা বক্সা টাইগার রিজার্ভ এবং কোচবিহারের পাতলাখাওয়ায় দুটি জায়গা চিহ্নিত করেছে, যেখানে গণ্ডার সংরক্ষণ করা সম্ভব হবে। রাজ্য এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার আগে এখন কেন্দ্রের অনুমোদনের জন্য অপেক্ষা করছে।

মন্ত্রী বলেন, “জলদাপাড়া এবং গোরুমারায় ২৫৫ টি গণ্ডার রয়েছে। এলাকা অনুযায়ী গণ্ডারের সংখ্যা অনেক বেড়ে গেছে। সেজন্য আমরা গণ্ডারগুলিকে স্থানান্তরিত করার পরিকল্পনা করেছি”।

জলদাপাড়ায় গণ্ডারের সংখ্যা ২০০ হলে গোরুমারার গণ্ডারের সংখ্যা আরও ৫০টি বেশি।

 

Bengal Tourism launches new tour packages

West Bengal Tourism Development Corporation has come up with two new tour packages. One is for Kolkata, called ‘New City Tour’ and the other is for the Dooars region.

The ‘New City Tour’ is exactly that – a day trip through some of the newer places of interest. The spots include Nicco Park, Arts Acre, Mother’s Wax Museum and Eco Park (Prakriti Tirtha). It would start from and end at the Tourism Centre in BBD Bag. The tour is priced at Rs 1050 per head (including vegetarian lunch and tax).

The Dooars tour – named ‘Dooars Package Tour’ – is a two nights-three days package for Rs 9200 per heard (including tax). It would start and end in Siliguri, covering the wildlife havens of Jaldapara, Gorumara and Buxa, and Cooch Behar.

 

পশ্চিমবঙ্গ পর্যটনে নতুন দিগন্ত

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম ২ টি নতুন ভ্রমণ ব্যবস্থা চালু করতে চলেছে। একটি কলকাতার জন্য যার নাম ‘নিউ সিটি ট্যুর’ এবং দ্বিতীয়টি ডুয়ার্স এর জন্য।

‘নিউ সিটি ট্যুর’ হল একদিনের একটি প্যাকেজ যেখানে নতুন কিছু জায়গা দেখানো হবে। এখানে নিকো পার্ক,আর্টস একর, মাদার ওয়াক্স মিউজিয়াম এবং ইকো পার্ক ঘোরানো হবে। এই ভ্রমণ যাত্রা শুরু এবং শেষ হবে বিবাদী বাগে। মাথাপিছু ১০৫০ টাকা ধার্য (কর এবং নিরামিষ মধ্যাহ্নভোজ সমেত)।

‘ডুয়ার্স ভ্রমণ ব্যবস্থা’ এটি ২ রাত ৩ দিনের একটি প্যাকেজ, মাথাপিছু ৯২০০ টাকা (কর সমেত)। এই ভ্রমণ যাত্রার  শুরু এবং শেষ হবে শিলিগুড়িতেই। জলদাপারা, গরুমারা, বক্সা ও কুচবিহার ভ্রমণও রয়েছে এই প্যাকেজের মধ্যেই।

 

WB CM launches new forest cottages at Jayanti

The call of the mountains. Lush green forest. The glittering waters of Jayanti river at sunrise. An encounter with bisons and deer (may be elephants and tiger too, if you are lucky). And butterflies – the main attraction of Jayanti forests. The butterflies are the reason why Buxa-Jayanti forests are called Queen of Dooars.

If you want to escape into the lap of nature, you must visit Jayanti. The newly renovated forest bunglow at Jayanti was inaugurated by West Bengal Chief Minister Ms Mamata Banerjee on Wednesday. She also launched seven newly-built cottages at the Jayanti forest. Online booking of these cottages will be made available by the Forest Department soon.

In a fire accident in 2011, the forest bungalow at Jayanti was destroyed. WB CM Mamata Banerjee, during her visit to Dooars had instructed that the bungalow be renovated. Clearly, the newly opened cottages and bungalow will boost tourism in Dooars ahead of the festive season.