Singur produces a golden harvest after a decade

Bengal Chief Minister Mamata Banerjee has always maintained that there is no competition between agriculture and industry. They complement each other.  Bengal is a perfect example where agriculture and industry exist side by side.

The farmers of Singur got back their land after 10 years with the help of the Trinamool Government. The soil has been made cultivable through modernized technologies and proper irrigation system. The farmers have received around Rs 10,000 as grants from the Government. The Government has also supported the farmers in order to receive agricultural loans.

Today, Singur is smiling. After the historic verdict of the Supreme Court, the farmers of Singur have been given back their land pattas, which were once taken away forcibly from them by the erstwhile Left Front Government. They have once again produced rich harvest on the same land.

Those who grew up on the soils of Singur, are once again free. With the support of DIdi, they have got back their own land, the soil that was harvested by their fathers and forefathers. They know the language of that soil, its texture,, its smell and its feel. And that have made them to produce a golden harvest, even after a decade.

 

সিঙ্গুর ফিরে এল শস্যের ভাণ্ডারে

রাজ্যের কৃষি এবং শিল্পায়নে অগ্রগতি নিয়ে বরাবর এক স্বচ্ছ ভাবমূর্তি দেশের কাছে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যয়াপাধ্যায়।

‘কৃষি-শিল্প ‘ কারও সংগে কারও প্রতিযোগিতা নেই। ওরা একে অপরের পরিপূরক। নতুন বাংলায় তাই কৃষি ও শিল্পের সহাবস্থান যথেষ্টই তুলনাস্বরুপ।

১০ বছর পর রাজ্য সরকারের উদ্যোগে সিঙ্গুরের কৃষকেরা তাদের নিজ নিজ জমি ফেরত পেয়েছেন। এবং যথেষ্ট আধুনিক উপায়ে জমিকে চাষযোগ্য করে তোলার লক্ষ্যে সেচের জন্য তারা চেক বাধ এবং ছোট নলকূপ ও বসিয়েছেন। এবং রাজ্য সরকারের কাছ থেকে কৃষকগোষ্ঠী অনুদান মাফিক ১০ হাজার করে টাকাও পেয়েছেন। কৃষকরা যাতে ঋন পায় তারও ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আজ সিঙ্গুুর হাসছে। সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরে বুদ্ধবাবুর পুলিশ দিয়ে গায়ের জোরে কেড়ে নেওয়া জমি ফের পাট্টা ও দলিল সমেত ফেরত পেয়ে সেই জমিতে আবার সোনার ফসল ফলিয়েছেন সিঙুরের কৃষক।

মাটির স্পর্শে বেঁচে থাকা মানুষগুলি আজ স্বাধীন। মমতাময়ী দিদির প্রচেষ্টায় ফিরে পেয়েছেন বংশ পরম্পরায় মাটির সংগে তাদের সম্পর্ক।ওরা মাটির ভাষা বোঝে, মাটির গন্ধ খোঁজে, তাই তাঁরা এই স্বাধীন চেতা মন নিয়ে তাদের ফিরে পাওয়া জমিতে নতুন করে সোনার ফসল ফলিয়েছেন।

Development of farmers has been our focus since 2011: Mamata Banerjee on Krishak Dibas

On the 10th anniversary of the Nandigram Dibas, the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee felicitated 77 farmers from all the districts of the State with ‘Krishak Ratna’ awards at Nazrul Mancha, Kolkata.

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee observes 14 March – the day when police had opened fire on protesting farmers in Nandigram – as Krishak Dibas.

Speaking on the occasion, the CM said: Farmers are our pride. We are honouring farmers in every block today. The nation cannot run without farmers. The country stands on rural economy.”

She added that the government had set up Mati Tirtha and started the Mati Utsav, which was later picked up by the United Nations. She said that her government had fulfilled the promise by returning land in Singur to farmers.

 

Here are some achievements in agriculture and allied sectors:

  • Bengal has been receiving Krishi Karman award every years since 2011
  • Paddy production has increased in the State in the last 5 years to 1.78 lakh metric tonnes
  • 70 lakh Kisan Credit Cards have been distributed in the last five years
  • 166 Kisan Bazaars have been set up, 20 more are in the process
  • Bengal Govt is developing SPOs with farmers to enable them to be self-sufficient
  • MSP of paddy was Rs 1036 when we came to power. We have increased it to Rs 1436
  • The State Govt is conducting soil tests. 20 lakh farmers have received soil health cards
  • Government pays the premium for crop insurance
  • Bengal Govt has launched ‘Matir Kotha’ to answer queries of farmers regarding agriculture
  • Bengal Govt has overshot our target of creating ponds under ‘Jal Dharo Jal Bharo scheme’
  • Bengal Govt is focussing on pisciculture to increase production in the State
  • Bengal Govt has started onion cultivation in Bankura. Areas of chilli cultivation has also expanded
  • Bengal Govt will procure 28,000 metric tonnes of potato for mid-day meal scheme and Anganwadis
  • Bengal Govt will give subsidies for export of potatoes
  • Bengal Govt have started Swami Vivekananda Scholarship for meritorious students

 

২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে নিরীহ কৃষকদের ওপর গুলিচালনার দশম বর্ষপূর্তি উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা, মাটি, মানুষ সরকার ‘কৃষক দিবস’ হিসেবে উদযাপিত করে। আজ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষক রত্ন পুরস্কার বিতরণ করেন।

জমি রক্ষার লড়াইয়ে এবং অমর শহীদ স্মরণে ‘কৃষক দিবস’ পালন করা হচ্ছে রাজ্যস্তরে। কৃষি, উদ্যান পালন, প্রাণী পালন এবং মৎস্য চাষ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হল এই ‘কৃষক রত্ন’ পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং বিশিষ্ট অতিথিরা।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • যারা আজ সম্মানিত হলেন তাদের ও তাদের পরিবারকে আমার অনেক শুভেচ্ছা
  • আজ এই ৭৭ জন কৃষককে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত
  • ২০০৭ সালে নন্দীগ্রামে ১৪ জন কৃষক পুলিসের গুলিতে প্রাণ হারান। ২০১৩ সাল থেকে এই দিনটি আমরা ‘কৃষক দিবস’ হিসেবে পালন করছি
  • ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় আমি ২৬ দিন অনশন করেছিলাম
  • ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম
  • কৃষকরাই আমাদের গর্ব। আমরা আজ প্রতিটি ব্লকে ব্লকে কৃষকদের সম্মানিত করছি
  • কৃষকদের ছাড়া দেশ চলতে পারে না। দেশ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল
  • আমরা মাটি তীর্থ তৈরি করেছি, মাটি উৎসব শুরু করেছি। ২০১৫ সালে রাষ্ট্রসংঘ একে স্বীকৃতি দিয়েছে
  • ২০১১ সাল থেকে প্রতি বছর কৃষি কর্মন পুরস্কার পাচ্ছে বাংলা
  • সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, নেতাই এমনকি নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন সেই সকল শহীদদের আমার প্রণাম
  • আমরা সিঙ্গুরের জমি ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের কথার দাম আছে
  • ২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য
  • গত ৫ বছরে রাজ্যের ধানের উৎপাদন বেড়ে হয়েছে ১.৭৮ লক্ষ মেট্রিক টন
  • গত ৫ বছরে ৭০ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে
  • ১৬৬টি কৃষক বাজার তৈরী হয়েছে, আরও ২০টি তৈরীর কাজ চলছে
  • কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্য SPO চালু করা হয়েছে
  • আমরা ক্ষমতায় আসার সময় ধানের ন্যূনতম সহায়ক মূল্য ছিল ১০৩৬ টাকা। আমরা এটা বাড়িয়ে করেছি ১৪৩৬ টাকা
  • আমরা মাটি পরীক্ষা করছি। ২০ লক্ষ কৃষক soil health card পেয়েছে
  • ফসল বীমা চালু করেছে বাংলার সরকার
  • কৃষকদের কৃষি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ‘মাটির কথা’ চালু করেছি
  • ‘জল ধর জল ভরো’ প্রকল্পের টার্গেট ছিল ৫০,০০০০। আমরা ১,৫০,০০০ পুকুর কেটেছি
  • রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা মাছ চাষের ওপর নজর দিচ্ছি
  • বাঁকুড়ায় পেঁয়াজ চাষ চালু করেছি। এখন আরও অনেক জায়গায় লঙ্কা চাষ হচ্ছে
  • জঙ্গলমহলের শুষ্ক এলাকায় আমরা চেক ড্যাম তৈরী করেছি, সেই এলাকা চাষের উপযোগী করে তোলা হয়েছে
  • বাম সরকারের ঋণের বোঝা আমরা বহন করছি, রাজস্বের পুরোটাই ঋণ মেটাতে চলে যাচ্ছে
  • মিড ডে মিল ও অঙ্গনওয়ারীর জন্য আমরা ২৮ হাজার মেট্রিক টন আলু কৃষকের কাছ থেকে কিনে নেব
  • আলু রপ্তানিতে আমরা ভর্তুকি দেব
  • মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছি আমরা
  • বাংলায় স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। বিনামুল্যে শিশুদের হার্ট অপারেশন করা হয়
  • আমরা SNCUs, SNSUs, মাদার ও চাইল্ড হাব তৈরী করেছি
  • চিকি९সা একটি সামাজিক সেবা। চিকি९সার নামে রোগীদের লুঠ করা চলবে না
  • বিভিন্ন প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত এটা বাধ্যতামূলক করা উচিত নয়
  • কৃষক দিবসে আমাদের অঙ্গীকার বাংলাই হবে বিশ্বসেরা

Nandigram Dibas: 10th anniversary of the massacre during CPI(M) rule

Today is Nandigram Dibas. We remember the martyrs who fell to the bullets of police and cadres, under the instructions of CPI(M) on this day, ten years ago.

In January 2007, farmers in Nandigram erupted in protest against a proposed special economic zone (SEZ).

On March 14, the then Chief Minister Buddhadeb Bhattacharya sent 2,500 policemen to ‘recapture’ Nandigram, but unofficially, they were accompanied by CPI(M) cadres.

Officially, 14 farmers died in the firing, but over 100 were declared “missing”. A similar attempt in November by the cadres finally ‘recaptured’ Nandigram. Buddhadeb Bhattacharya showed no remorse as he said, “They (farmers and Trinamool activists) have been paid back in their own coin.”

In its final report, the People’s Tribunal on Nandigram had called the violence of March 14, 2007 a “pre-planned, state-sponsored massacre” carried out “to teach a lesson” to people opposing the SEZ project on their land.

The Tribunal report, handed over to Gopal Krishna Gandhi, Governor of West Bengal on August 8, also called for the re-arrest of the ten CPI(M) cadres taken into custody earlier by the CBI but let off on bail due to the deliberate laxity of the West Bengal State police in filing charges against them within the statutory period.

 

ফিরে দেখা নন্দীগ্রাম

২০০৭ সালের ১৪ ই মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ১৪ জন নিরাপরাধ গ্রামবাসীর প্রাণ ছিনিয়ে নিয়েছিল সশস্ত্র পুলিশ ও একদল বন্দুকবাহিনী। এছাড়াও আহত হয়েছিল হাজারের উপর নিস্পাপ গ্রামবাসী যাদের মধ্যে অনেকই মহিলা এবং শিশুও ছিল। মিডিয়া ও বাইরে থেকে যাতে কেউ ঢুকতে না পারে, তাই তারা নন্দীগ্রামের ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।

শুধুমাত্র একটি টিভি চ্যানেলই সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ও মারপিটের লাইভ কভারেজ করেছিল। ঠিক দুদিন পরে অর্থাৎ ১৬ই মার্চ হাজারের উপর গ্রামবাসী সারা গ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য আবার একত্রিত হয়েছিল। সেইসময় প্রিন্ট মিডিয়া ও অন্যান্য টিভি চ্যানেলগুলি গ্রামে ঢুকে গ্রামবাসীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ নিচ্ছিলো। কিছু তথ্যচিত্র পরিচালক ও সেইদিনের ঘটনাগুলি রেকর্ড করছিল। পরে অনেক সমাজসেবী সংস্থা সেইদিনকার ঘটনার প্রতিবাদ করেছে ,তারা গ্রামে ঘুরে আহত গ্রামবাসীদের আর্থিক সাহায্যও দিয়েছে।

দোল উৎসবে শ্রী গৌরাঙ্গের নামকীর্তন করতে করতে একদিকে যেমন হিন্দুরা গ্রামের তিন দিকে জড়ো হচ্ছিলো, অন্য দিকে মুসলমান সম্প্রদায় মানুষরাও পবিত্র কোরান পাঠের জন্য জমায়েত হচ্ছিলো। এইভাবেই গ্রামের সমস্ত মানুষজন এক অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করছিল।বিভিন্ন সূত্রের খবর এই হাজারো গ্রামবাসীর জমায়েত কে লক্ষ করেই হঠাৎই শুরু হয়েছিল কাঁদানে গ্যাস ও গুলির বৃষ্টি।

নন্দীগ্রামের সেই নারকীয় গুলিচালনার ঘটনার পর আজ দশটি বছর কেটে গিয়েছে। নন্দীগ্রামের অমর শহীদদের আমরা ভুলিনি, ভুলবো না।

Singur landowners to get back land after Durga Puja: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said landowners in Singur will get possession of land after Durga Puja festival.

“After Puja all land owners will get their land back. It will be fit for agriculture,” Chief Minister said after an administrative review meeting here in Hooghly district.

She said she was happy to be part of the fight of farmers who were getting back their land.

1,768 land owners have so far taken cheques from the government while 10,747 ‘parchas’ (land deeds) have been given so far, Partha Chatterjee said.

 

সিঙ্গুরের চাষীরা পুজোর পরে চাষযোগ্য জমি পাবেন:‌ মমতা

পুজোর পর সিঙ্গুরের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার চূচূঁড়া ময়দানে এক সভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

হুগলি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ২১ অক্টোবরের মধ্যে সিঙ্গুরের জমি চাষের উপযুক্ত করে তুলতে হবে। এই লক্ষ্যমাত্রা সামনে রেখে সব দপ্তরকেই কাজ জোরদার করতে হবে।

‘‌রাজনৈতিক স্থিরতা মানেই উন্নয়নে গতিশীলতা। আর সবাই ভাল না থাকলে আমি ভাল থাকি না’‌, বলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর প্রসঙ্গ টেনে বলেন, সিঙ্গুরের মানুষ জমি ফিরে পেয়েছেন। তাঁরা পরচা পেয়েছেন, চেকও দেওয়া হয়েছে। পুজোর পরে জমিও ফিরিয়ে দেওয়া হবে। সেখানে তাঁরা চাষ শুরু করতে পারবেন।

Boost for infrastructure in Goaltore

A day after Mamata Banerjee offered 1,000 acre land for setting up of a factory either by Tata/BMW or any other car manufacturing company at Goaltore in West Midnapore, the district authorities have started chalking out places on war footing to develop the area.

Upbeat with the CM’s announcement, as many as 100 labourers working in the Goaltore state seed farm started clearing the shrubs in the area. Garbeta-II BDO went to visit the spot. “We are in the process of preparing the land,” the BDO said.

The Midnapore zilla parishad has already taken up a proposal to give a blacktop to the road leading to the project site. A proposal for setting up a 132 kV power substation has also been submitted.

 

 

গোয়ালতোড়ে জমি প্রস্তুতির কাজ শুরু হয়ে গেল

বৃহস্পতিবার সকাল থেকেই গড়বেতা-২ ব্লকের বিডিও নিজে উপস্থিত থেকে শ্রমিক লাগিয়ে ওই জমিতে আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন৷  বিডিও জানিয়েছেন, এখানে পাশে জলের জন্য খাল রয়েছে৷ ১০ কিমির মধ্যে শিলাবতী ও কংসাবতী নদী রয়েছে, হাইওয়ে হচ্ছে, বিদ্যুতের সংযোগ শুরু হচ্ছে৷ সব মিলিয়ে শিল্পের উপযুক্ত জমি এটি৷ সেটাকেই শিল্পের জন্য তৈরি করা হচ্ছে৷

Mamata Banerjee chronicles her Singur andolan in a book

The historic Singur Andolan will now be chronicled in a book which has been written by none other than Mamata Banerjee, who had been at the helm of the mass movement. The movement had lent a voice to millions of the farmers and working-class people who have been fighting for their rights.

At the Singur Diwas rally, Mamata Banerjee said that she has already started penning a book on Singur.

It was the Singur Land Movement that started a nationwide debate on the draconian 1894 land acquisition act and finally forced the Centre to draft a new legislation.

The new book, which is expected to be released at the Kolkata International Book Fair 2017, will feature the leader’s experiences and thoughts relating to the Singur Movement.

Mamata Banerjee has so far authored 63 books, including ten in English, all of which have been bestsellers.

 

সিঙ্গুর আন্দোলন নিয়ে বই লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুরের ১০ বছরের ঐতিহাসিক আন্দোলন এবার নথিভুক্ত হবে বইয়ের পাতায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক ও শ্রমিদের অধিকার রক্ষার লড়াইয়ের বৃহত্তর আন্দোলন নিয়ে বই লিখবেন।

সিঙ্গুর দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ইতিমধ্যেই সিঙ্গুরের আন্দোলন নিয়ে তিনি একটি বই লিখছেন।

এটি সিঙ্গুরের সেই জমি আন্দোলন, ১৮৯৪ সালের ভূমি অধিগ্রহণ আইন যা নিয়ে দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছিল এবং পরিশেষে কেন্দ্র একটি নতুন আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল।

২০১৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যে নতুন বইটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে তা সিঙ্গুর আন্দোলন নিয়েই রচিত হবে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬৩টি বই (এর মধ্যে ১০টি ইংরেজি) ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে।

Farmers laud CM for bringing back their lands

Stating that people’s notion on present generation’s apathy in agriculture is a myth with youths realising that the state is awaiting a boom in the agriculture sector, farmers in Singur lauded the role of the Mamata Banerjee’s government in helping them get back their land within 14 days of the Supreme Court’s verdict.

Most of the farmers who received the compensation cheques and deed of land from Mamata Banerjee on the dais of Singur Diwas on Wednesday shared the same view saying that at present, the state government is taking several steps to help farmers augment their produce and at the same time stringent steps were taken to ensure maximum profit for farmers. The state government is opening up new avenues in the agriculture sector by introducing need based farming and setting up of more agro-based industries.

“There is no question of using the land that we have got back today (Wednesday) for any other purpose apart from cultivating crops. Earlier there used to be three to four crops a year on the plot that was acquired by the erstwhile Left Front government for setting up of Tata’s Nano project. It may take some time, but we are confident that the land will get back its characteristics,” said Alochaya Manna, who received the compensation and deed of land for her plot.

Manna said that her son, who was the lone earner of the family, had struggled a lot for the past few years in earning livelihood. He had to move from one place to another in search for a job. “So we are eagerly waiting for the day from when my son can start farming on our land for which we had been fighting for a decade,” she said.

A 30-year-old farmer Prosenjit Das, who also received deed of land on Wednesday, said that his father had 4 bigha land that was forcefully taken away by the erstwhile Left Front government.

“Today (Wednesday) I am getting it back. There can be nothing better than getting back the plot as it will help us earn our livelihood and at the same time we can go for tie-ups with agro-based industries,” he said that the Supreme Court’s verdict in favour of farmers is not only the victory of the people of Singur but it has also paved a way for better days for farmers in the entire nation.

 

জমি ফেরত পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সিঙ্গুরের কৃষকরা

বেশির ভাগ কৃষক যারা ঐতিহাসিক সিঙ্গুর দিবসে তাদের ক্ষতিপূরণের চেক ও জমির পরচা ফিরে পেলেন এ কথা মুক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছেন যে রাজ্য সরকার কৃষকদের সাহায্যার্থে অনেক পদক্ষেপ নিয়েছেন। রাজ্য সরকার।

কৃষিজীবী আলোছায়া মান্না বলেন, “এরপর আর কোনো বাধা রইলো না এই ফেরত পাওয়া জমিতে কৃষিকাজ করতে। আগে এই জমিতে বছরে তিন চার বার ফসল ফলত। আমরা আশাবাদী একটু সময় লাগলেও এই জমি আবার উর্বর হবে।”

জমির পরচা ফেরত পাওয়ার পর আরেক কৃষক প্রসেনজিত দাস বলেন তার বাবার চার বিঘা জমি ছিল যা আগের বামফ্রন্ট সরকার জোর করে কেড়ে নেয়।

“এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমরা আবার চাষবাস শুরু করতে পারি ও কৃষি-কেন্দ্রিক শিল্প গুলোর সঙ্গে চুক্তি করতে পারি,” তিনি বলেন।

 

We have 1,000 acres of land in Goaltore for industry: Bengal CM

Stating that industry and agriculture can coexist, Bengal Chief Minister Mamata Banerjee today said that the State has 1000 acres of land in Goaltore ready and any investor – whether it is Tata or BMW – is welcome to set up an automobile manufacturing unit there.

She was speaking at Singur Diwas rally. The Chief Minister said had procedures been followed and land not been taken forcibly, Tatas could have set up industry in Bengal.

“We have a land bank and a land use police. We can give 1,000 acres in Goaltore in West Midnapore. We also have land in Panagarh and Howrah. Our message is clear. We want more IT and manufacturing industries in Bengal,” she added.

Mamata Banerjee made it clear that she was not against industry and mentioned that Bengal has been organising Bengal Global Business Summit for the last few years.

 

সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প বার্তা

শিল্প ও কৃষি একসঙ্গে সহাবস্থান করবে একথা জানিয়ে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য শিল্পের জন্য প্রস্তুত এবং কোনো বিনিয়োগকারী যদি ইচ্ছুক থাকেন তারা আস্তে পারেন। গোয়ালতোড়ে ১০০০ একর জমি আছে।  টাটা বা বিএমডব্লিউ যে কেউ সেখানে অটোমোবাইল উৎপাদন ইউনিট স্থাপন করতে পারেন।

এদিন সিঙ্গুর দিবসের সভামঞ্চ থেকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করছে সরকার। জোর করে জমি অধিগ্রহণের বিপক্ষে আমরা। টাটারা বাংলায় কারখানা স্থাপন করতে পারেন।

তিনি বলেন, “আমাদের ল্যান্ড ব্যাঙ্ক এবং ল্যান্ড পলিসি আছে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ১০০০ একর জমি আমরা শিল্পের জন্য দিতে পারি। পানাগড় এবং হাওড়াতেও আমাদের জমি আছে। আমাদের বার্তা স্পষ্ট। আমরা বাংলায় আরো আইটি এবং উত্পাদন শিল্প চাই।”

গত কয়েক বছর ধরে সরকার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই শিল্পের বিরুদ্ধে ছিলেন না এদিন সভা মঞ্চ থেকে এই স্পষ্ট বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee hands over land ‘parchas’, cheques to farmers in Singur

Mamata Banerjee on Wednesday handed over land parchas (land deeds) and compensation cheques to farmers in Singur.

Around 9,117 land deeds were handed over. Around 800 compensation cheques – to unwilling farmers – were handed over by the Chief Minister and her Cabinet colleagues.

“In the first lot 9,117 parchas were given. All land will be returned in cultivable form within eight weeks,” she said during her visit to Singur.

The CM said that the government will be setting up check dams and small tube wells for irrigation in Singur. She added that soil testing is going on and all fertilisers for making the land fertile and cultivable will be provided to farmers.

“We will provide Rs 10000 to all farmer families to aid them in farming,” she added.

A Customs Hiring Centre will be set up in Singur to help farmers get loans. A training and demonstration centre for farmers will also be set up here.

 

কথা রাখলেন দিদি, জমি ফেরত দিলেন সিঙ্গুরের কৃষকদের

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বুধবার সিঙ্গুরের কৃষকদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন।

৯১১৭ জনকে জমির পরচা ও ৮০০ জনকে ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সতীর্থরা।

“প্রথম দফায় ৯১১৭ টি পরচা তুলে দেয়া হবে। পুরো জমিটিকেই আগামী আট সপ্তাহের মধ্যে চাষযোগ্য করে ফেরত দেয়া হবে ” সিঙ্গুরে বললেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান সরকার চেক বাঁধ ও টিউবয়েল তৈরী করে দেবে সেচের জন্য। তিনি আরও বলেন যে জমি পরীক্ষার কাজ চলছে এবং সরকারের তরফে সার যোগান দেয়া হবে জমিকে চাষযোগ্য করে তোলার জন্য।

দিদি বলেন যে প্রতি কৃষক পরিবারকে ১০০০০ টাকা করে দেয়া হবে ও সহযোগিতা করা হবে।

তিনি সাথে সাথে ও বলেন যে সিঙ্গুরে একটি Customs Hiring কেন্দ্র স্থাপিত হবেও যেখান থেকে কৃষক রা প্রয়োজনীয় ঋণ পেতে পারবেন। এছাড়াও আরেকটি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

Five things Mamata Banerjee said at Singur Diwas rally

Redeeming a pledge she made years back, Chief Minister Mamata Banerjee on Wednesday returned 9,117 land records to farmers and compensated 800 peasants from whom land had been taken against their will for the Tata Motors’ Nano project.

Amid chants and songs eulogising the state and the chief minister, thousands watched as Didi personally handed out the documents to many of the farmers who responded with warm smiles and touched her feet in gratitude at the Singur Diwas venue here at Sanapara.

It was the same spot of the Durgapur Expressway where Banerjee had held a 16-day sit-in protest in 2008. Intellectuals and activists were also present.

Here are five things Mamata Banerjee said at today’s mega rally:

Remembering the Singur Andolan

I am reminded of Hajar Churasir Maa – Mahashweta Devi on this joyous occasion. Had Mahashweta Devi been alive, she would have been very happy.

Singur andolan began in 2006 before Durga Puja. We still remember that midnight torture at BD office. Inhuman torture was carried out on women on 2 December, 2006. We were stopped our way here that day.

I was ready to sacrifice my life but I was determined to establish democracy. We thank Gopal Gandhi, who was the Governor in 2006, for mediating in the Singur case.

I salute the ‘unwilling’ farmers who stood up against the might of the govt back then. Historic struggles are never lost in time.

No forcible acquisition of land

This is a big victory. We have delivered on our promise of returning land. This is people’s victory. Soil is a big asset for humanity. This soil is purer than gold.

This land belonged to farmers. It will remain with them. If the villages are protected only then cities will survive. We will never deprive anyone of their rights. We are against forcible land acquisition. Bengal will become a model in the world. We believe actions speak louder than words. We will protect agriculture. We will build industry.

Facilities for farmers

There were 4 deep tube-wells which were demolished. We are setting up check dams and small tube wells for irrigation here. Bargadars are also getting compensation for land.

Soil testing is going on. All fertilisers for making this land fertile and cultivable will be provided. We will provide Rs 10000 to all farmer families to aid them in farming.

A Customs Hiring Centre will be set up in Singur to help farmers get loans. A training and demonstration centre for farmers will be set up here.

Survey and demarcation of 623 acres of land out of 997 acres is complete. We have set up Kisan Mandi, degree college, trauma centre in Singur.

Industry and Agriculture will coexist

There is no competition between industry and agriculture. Both will coexist. We want industry. We have been organising Bengal Global Business Summit for three years. We have a land bank and a land use policy. Had all procedures been followed Tata babus would have been able to set up industry.

Invitation to investors

We have 1000 acres of land in Goaltore. Whoever wants to set up automobile unit can approach us. We have land in Kharagpur, Panagarh. Our message is clear. We want more IT and manufacturing industries in Bengal.

কৃষি-শিল্প একে অপরের পরিপূরকঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর দিবসের সভামঞ্চ থেকে তাঁর দেওয়া কথা রাখলেন। ৮০০ জন কৃষকের হাতে চেক ও  ৯১১৭ জনকে জমির পরচা ফেরত দেওয়া হল।

সিঙ্গুর দিবসের এই অনুষ্ঠানে সভামঞ্চ থেকে সকলের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। স্লোগান ও গানে গানে মুখরিত হয়ে রইল সভা মঞ্চ।

২০০৮ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ দিনের আন্দলন করেছিলেন সেখানেই তৈরি হয়েছিল সভামঞ্চটি। বুদ্ধিজীবীসহ সকল কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

আজকের এই বিশাল সভায় মুখ্যমন্ত্রী যে পাঁচটি বিষয় বলেছেনঃ

ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলন স্মরণ

সিঙ্গুর, নেতাই ও নন্দীগ্রামের সকল শহীদদের শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুর আন্দোলনের সময় আমরা মানুষের সমর্থন ও সহযোগিতা পেয়েছিলামআজকের এই আনন্দের দিনে আমি ‘হাজার চুরাশির মা’ মহাশ্বেতা দেবীকে স্মরণ করছি। উনি বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। ২০০৬ সালে দুর্গা পুজোর আগে শুরু হয়েছিল সিঙ্গুর আন্দোলন সেদিনের মাঝরাতে বি ডি ও অফিসের অত্যাচারের কথা আমি এখনও ভুলিনি। ২০০৬ সালের ২ সেপ্টেম্বর মহিলাদের ওপর মর্মান্তিক অত্যাচার করা হয়েছিল।

সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম।

২০০৬ সালে তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধিকে আমি ধন্যবাদ জানাই।

যেসব অনিচ্ছুক কৃষকরা সেদিন সরকারের কাজের প্রতিবাদ করেছিলেন তাদের আমি স্যালুট জানাই।

জোর করে জমি অধিগ্রহণ নয়

এটা মানুষের জয় আমরা যা কথা দিয়েছিলাম তা আমরা রেখেছি। এই জমি কৃষকদের, এটা তাদেরই থাকবে। গ্রাম বাঁচলে তবেই শহর রক্ষা পাবে আমরা কাউকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। বাংলা একদিন সমগ্র বিশ্বের কাছে মডেলে পরিণত হবে। কথার চেয়ে কাজে আমরা বেশি বিশ্বাসী আমরা কৃষিকেও রক্ষা করব শিল্পও তৈরি করব।

কৃষকদের জন্য সুবিধা

সিঙ্গুরে সেচের জন্য চেক বাঁধ এবং ছোট নলকূপ স্থাপনকরা হবে। মাটি পরীক্ষার কাজ চলছে জমি চাষযোগ্য করার জন্য প্রয়োজনীয় সার ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে। চাষ করার জন্য আমরা কৃষকদের ১০০০০ টাকা দেব। কৃষকরা যাতে ঋণ পেতে পারে সেজন্য একটি Customs Hiring Centre সিঙ্গুরে স্থাপন করা হবেবর্গাদাররাও জমির জন্য ক্ষতিপূরণ পাচ্ছেন৯৭৭ একর জমির মধ্যে ৬২৩ একর জমি সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সিঙ্গুরে কিষাণ মান্ডি, ডিগ্রী কলেজ, ট্রমা সেন্টার স্থাপন করেছিসিঙ্গুরে আমরা কৃষকদের জন্য একটি স্মারক তৈরি করব। 

কৃষি-শিল্প পরিপূরক

শিল্প ও কৃষির মধ্যে কোন প্রতিযোগিতা নয়। ওরা একে অপরের পরিপূরক। গত তিন বছর ধরে আমরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করছি।

আমাদের ল্যান্ড ব্যাংক ও ল্যান্ড পলিসি আছে। টাটা, বি এম ডবলু যে কেউ এখানে শিল্প করতে পারেন।

বিনিয়োগকারীদের আহ্বান

গোয়তোড়ে আমাদের ১০০০ একর জমি আছে যারা অটোমোবাইল কারখানা তৈরি করতে চান তারা আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসতে পারেন। খড়গপুর,পানাগড়েও  আমাদের জমি আছে আমাদের বার্তা স্পষ্ট আমরা বাংলায় আরো আইটি এবং উত্পাদন শিল্প চাই।