Irrigation Dept’s mega water supply project – 13 lakh acres over 12 districts

The State Irrigation Department, in the largest project of its kind in two decades, is going to supply water for crops in 13 lakh acres for both rabi and boro cropping seasons. Last year, the number was 10 lakh acres.

The roadmap for the project was prepared at a recent meeting of the Irrigation Minister, senior officials of the department, sabhadhipatis and irrigation karmadhyakshyas at Jalasampad Bhawan in Salt Lake.

Twelve districts will be covered. Of them, Birbhum, Bankura, Hooghly, Purba Bardhaman and Paschim Bardhaman will be supplied more water. The other districts where water will be released are Howrah, Paschim Medinipur, Parba Medinipur, Jhargram, Jalpaiguri and Purulia.

For the rabi season, the water will be released in the last week of December and for the boro season, the water will be released in the third week of January. The water will be supplied from DVC, and from check dams on Kansabati, Mayurakshi, Teesta and 28 other small and medium-sized rivers.

সাড়ে ১৩ লক্ষ একর জমিতে জল পৌঁছে দেবে রাজ্য

আগামী রবি ও খরিফ মরশুমে ১২টি জেলার প্রায় সাড়ে ১৩ লক্ষ একর জমিতে সেচের জল পৌঁছে দেবে রাজ্য সরকার। গত দু’দশকের মধ্যে যা রেকর্ড বলে দাবি করেন সেচমন্ত্রী।

সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের আধিকারিক ও জেলার সভাধিপতিদের নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ১০ লক্ষ একরের কাছাকাছি জমিতে সেচের জল পৌঁছে দেওয়া হয়েছিল।

এবার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় অতিরিক্ত পরিমাণ জমিতে জল দেওয়া হবে। রবি চাষের জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ও বোরো চাষের জন্য জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে জল ছাড়া হবে। অন্য যে জেলাগুলিতে জল পাঠানো হবে, সেগুলি হল, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও পুরুলিয়া।

মন্ত্রী জানান, ডিভিসি, কংসাবতী, ময়ূরাক্ষী, তিস্তা ও ২৮টি ছোট ও মাঝারি জলাধার প্রকল্প (চেক ড্যাম) থেকে জল দেওয়া হবে। এর মধ্যে বর্ধমানে ডিভিসি থেকে, বাঁকুড়ায় ডিভিসি ও কংসাবতী জলাধার প্রকল্প থেকে, হুগলিতে ডিভিসি ও কংসাবতী থেকে, হাওড়ায় ডিভিসি ও নিকাশি খাল থেকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কংসাবতী থেকে, পূর্ব মেদিনীপুরে নিকাশি খালের জোয়ারের কারণে প্রাপ্ত ব্যাকওয়াটার থেকে, বীরভূমে ময়ূরাক্ষী জলাধার প্রকল্প, জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে এবং পুরুলিয়ায় ২৮টি ছোট ও মাঝারি জলাধার থেকে জল দেওয়া হবে।

Source: Bartaman, Millennium Post

WB Govt formulates index for irrigation water distribution

To serve the farmers in a more effective way, State Irrigation Minister Rajib Banerjee and his department has formulated a water index wherein the farmers will be made aware about the source and time frame of availability of irrigation water. This system will be launched for Rabi and Boro cultivation this year.

The state’s various water projects have been brought under this programme. Water from rivers, dams, underground sources among others will be made available for cultivation through canals and drainage network.

Water distribution for the Rabi cultivation has already started. In 18 districts over 100 blocks 5,10,182 acres of land will be covered as per this index for the Rabi season. For Boro season this area will be 2,49,524 acres. A detailed programme has been chalked out under the slogan ‘Secher Jol, Chashir Bol’.