Six new books by Mamata Banerjee at 41st International Kolkata Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee’s relentless fight against demonetisation has become the theme for one of her books released at the 2017 Kolkata International Book Fair. Note-Kotha details her fight against this anti-people decision of the Central Government. This is one of the six books that Mamata Banerjee has written, that have been released at the book fair this year.

Another major release is Singur Joyee, her book on the successful fight for farmers’ rights in Singur, a fight that has become a milestone in the crusade for land rights worldwide, and of course a landmark in the Mamata Banerjee’s illustrious career in public life.

Manusher Joy 2016 is based on Mamata Banerjee’s successful campaign for the 2016 Assembly election, which resulted in the Trinamool Congress Government winning the mandate for a second successful five-year term.

The other three books written by the Chief Minister that released at the 2017 Book Fair are Byaktityo, a book of poems, Namanjoli Dwitiyo, the second part of her book of names, and Khushbu.

The Chief Minister has expressed her happiness at being able to have written six books, despite her busy schedule. With these six, Mamata Banerjee has completed 69 books.

 

বইমেলায় মুখ্যমন্ত্রীর ৬ বই

বইমেলায় পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা ৬টি বই। নোট বাতিল নিয়ে তাঁর লেখা বই ‌‘‌নোট কথা’‌। নোট বাতিলের ফলে দেশ জুড়ে যে ভোগান্তি হয়েছে তারই প্রতিবাদে এই বইটি।

নোট বাতিল কাণ্ডের আগে সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়। কৃষকদের জমি ফিরিয়ে দিতে বলে। বৃত্ত সম্পূর্ণ হয় মমতা ব্যানার্জির ১০ বছরের আন্দোলনের। জমি আন্দোলনের ইতিহাস ও গতিপ্রকৃতির কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ‘‌সিঙ্গুর জয়ী’‌ বইটিতে।

এ ছাড়া ‘‌নামাঞ্জলি ২’‌, ‘‌ব্যক্তিত্ব’‌, ‘‌মানুষের জয় ২০১৬’‌ এবং ‘‌‌মহাশ্বেতা দেবী ‌এক জীবনেই স্মৃতিকথা সংগ্রহ’‌। বইগুলি প্রকাশ করেছে দে’‌জ পাবলিশার্স। বইগুলি থাকবে বইমেলায় জাগো বাংলার স্টলে।

‘‌মানুষের জয় ২০১৬’‌ নামটি বলছে তৃণমূলের দ্বিতীয়বার বিধানসভা নির্বাচন জয়ের কথা। বইটি তিনি উৎসর্গ করেছেন সাধারণ মানুষকে।‌

 

 

 

Bengal Govt launches two-day event to popularise libraries

The Bengal Mass Education and Library Service department will observe a two-day programme on August 30 and 31 to create awareness about the facilities that are available in 2,500 state libraries located in all the 20 districts of the state.

The sole purpose of the two-day programme is to make students of both state-run and private schools to develop the habit of reading and visiting libraries regularly.

The State Government has been observing August 30 as Public Library Day since 2013 to perpetuate the habit of reading books. The day is observed in all state-run libraries. In Kolkata, a function will be inaugurated by MoS (Independent Charge) for Mass Education and Library Services, at the state Central Library in Ultadanga.

On August 31, a function will be held at the Science City auditorium, which will be inaugurated by State Education Minister Partha Chatterjee.

On Public Library Day, a sit-and-draw competition for students, quiz competition and extempore speech contest will be held. There will be competition for senior citizens as well and all the winning candidates will be awarded prizes. There will be a rally in the morning to create awareness about book reading.

A seminar on “Importance of Reading and the Influence of Books in People’s Lives” will also take place. There will be a book reading session by eminent litterateurs, along with a book exhibition-cum-sale. An exhibition highlighting the achievements made by various departments of the state government like tourism, consumer affairs, technical education, information and cultural affairs will also be held.

 

The image is representative (Source)

 

দুদিন ব্যাপী গ্রন্থাগার উ९সব পালন করছে রাজ্য সরকার

২০টি জেলায় প্রায় ২৫০০টি গ্রন্থাগারে সুযোগ সুবিধা সম্পর্কে সচেতনতা প্রসারের জন্য আগামী ৩০ ও ৩১ আগস্ট জনশিক্ষা প্রচার এবং গ্রন্থাগার বিভাগ দু দিনের একটি কর্মসূচি পালন করবে।

বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়মিত বই পড়া এবং লাইব্রেরি যাওয়ার অভ্যাস তৈরি করাই এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য। ২০১৩ সাল থেকেই ৩০ আগস্ট গ্রন্থাগার দিবস হিসেবে পালন করছে রাজ্য সরকার। রাজ্যের সব পাঠাগারে এই দিনটি পালন করা হয়। কলকাতায় উল্টোডাঙ্গার সেন্ট্রাল লাইব্রেরিতে ওইদিন  একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

৩১ আগস্ট, সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রথাগার দিবসে ছাত্রছাত্রীদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা হবে। সেখানে প্রবীণ নাগরিকদের জন্য বেশকিছু প্রতিযোগিতার আয়োজন হবে। বিজয়ী প্রার্থীদের পুরস্কার দেওয়া হবে। বই পড়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকাল থেকে একটি সমাবেশের আয়োজন করা হবে। এই সম্পর্কে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে।

WB Govt giving free shoes to primary students, free test papers to Madhyamik examinees

The Trinamool Congress Government of West Bengal has brought about a sea change in school education. From setting up thousands of schools to appointing teachers to giving bicycles under the Sabuj Sathi Scheme, Chief Mamata Banerjee’s administration has tried its best to ensure that everyone gets access to quality education. Innumerable schools have been upgraded to secondary and higher secondary levels.

Now, some more measures have been announced with regard to education. To enable everyone to come to school, black shoes have been started to be distributed for free to primary school students, that is, students from classes I to IV, of all government schools. More than 54 lakh students are going to get the shoes.

The government has started giving free test papers to students of class 10 to help them prepare better for Madhyamik examination. Also, some of the books of standards 10 and 12 would be made available for free. The subjects include English, Bengali, Hindi, Santhali, Nepali and Urdu. These new measures would reduce the burden to some extent on many parents.

 

 

ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সুনিশ্চিত করার পরিকল্পনা রাজ্য সরকারের

তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে বিপুল অগ্রগতি এনেছে। সাইকেল, পাঠ্য বই ইত্যাদির মাধ্যমে যাতে সব ছাত্রছাত্রী শিক্ষার সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।

ইতিমধ্যেই দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার দিচ্ছে রাজ্য সরকার।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও এবার বিনামূল্যে পাঠ্যপুস্তক দেবে রাজ্য সরকার৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই এই প্রকল্প কার্যকর হবে৷ যে বইগুলি বিনামূল্যে দেওয়া হবে সেগুলি হল- সাহিত্য চর্চা (বাংলা এ), ইংলিশ র‍্যাপিড রিডার (ইংলিশ বি), মাইন্ডস্কেপ (ইংলিশ বি), হিন্দি পাঠ সঞ্চয়ন, সাঁওতালি, নেপালি (এ), উর্দু (বি)৷ অতিরিক্ত বই হিসাবে দেওয়া হবে- বাংলার ভাষা ও সংস্কৃতি, সাহিত্যকথা৷ এছাড়াও আরও কয়েকটি বই পড়ুয়াদের বিনামূল্যে দেবে সরকার৷

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘একাদশ ও দ্বাদশ শ্রেণির বেশ কয়েকটি বই ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে৷ যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিল তারা একাদশ শ্রেণি থেকে বিনামূল্যের বই পাবে৷’

এর পাশাপাশি রাজ্যের স্কুল পড়ুয়ারা বিনামূল্যে যে জুতো পাবে, তা হবে ‘ওয়াটার প্রুফ’৷ নকশা বদলের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, প্রাথমিক পড়ুয়াদের জন্য বিনামূল্যে জুতো দেওয়ার প্রকল্প চালু হয়েছে৷ যা আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে৷

সরকারি অনুষ্ঠানে কয়েকজন ছাত্রের খালি পা চোখে পড়েছিল মুখ্যমন্ত্রীর৷ তিনি ঘোষণা করেছিলেন বিনামূল্যে গোটা রাজ্যেই ছাত্র-ছাত্রীদের জুতো দেওয়া হবে৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছিল সাদা কেডস পাবে তারা৷ পরে ঠিক হয় কালো চামড়ার জুতো দেওয়া হবে৷ বর্ষাকালে সেই জুতো খারাপ হওয়ার আশঙ্কার কথা জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিশেষজ্ঞদের পরামর্শে মুখ্যমন্ত্রীই ‘ওয়াটার প্রুফ’ জুতোর ছাড়পত্র দিয়েছেন৷

জুতোগুলি হবে কালো রঙের৷ জুতোর মান ঠিক রাখতে স্কুলশিক্ষা দফতর কারিগরি শিক্ষা দফতরের সাহায্য চায়৷

Mamata Banerjee’s books strike a chord with readers at Kolkata Book Fair

WB CM Ms Mamata Banerjee’s books have struck a popular chord with book lovers at the 39th Kolkata International Book Fair.

A regular writer and a poet, Ms Banerjee started writing in 1995 and has written 53 books so far. This year 7 books penned by her were released by British journalist Anita Anand at the Book Fair.

The books are at display at the Jago Bangla stall which has been modelled around theme of communal harmony. That apart, her books are available in several other stalls.

The seven books penned by Mamata Banerjee are, ‘Kotha’, ‘Bikel ta hariye geche’, ‘Kothanjwali’, ‘Jivan Sangram’, ‘Tumi’, and an Urdu book called ‘Tamanna’. An English compilation of her works, “Best of Mamata” has also been released.