Blood donation – Efforts and infrastructure in Bengal

The Trinamool Congress Government has always stressed on the need for voluntary donation of blood. Through the year the party conducts, through its various frontal organisations and wings, blood donation camps across all the districts, including in Kolkata.

The State Government also encourages various clubs, NGOs and even corporate to organise and participate in blood donation efforts.

At certain times of the year, like during the hot summer months, there is an extra need for blood. Hence during this time more camps are organised.

During the sixth anniversary celebrations of the Trinamool Congress Government last year, a blood donation camp was organised at the state secretariat, Nabanna on May 27. Similar camps were organised in all the districts, down to the panchayat level, and also at police stations. Various clubs had also participated.

The State Government has also been steadily improving the infrastructure of blood banks. Last October, Chief Minister Mamata Banerjee had inaugurated three more blood banks – two in south Bengal and one in the north. The blood banks were set up in Panskura in Purba Medinipur district, Gopiballavpur in Paschim Medinipur district and Chanchal in Malda district. All the three are located inside multi super-speciality hospitals, a brainchild of the Chief Minister.

With the completion of these three, the number of State Government-run blood banks has risen to 70. Combined with private blood banks, the total number is 131.

To cater to the increasing demand for blood components, like plasma, platelets, etc., the Government set up four more platelet separation units last year – at Nadia and Asansol District Hospitals, Cooch Behar MGN Hospital and Murshidabad Medical College Hospital – bringing the total number of component separation units in State Government hospitals to 17.

Then, information about supplies of blood in the blood banks of Bengal, be they Government or private – how many units of which blood group are available – can now be had online. This service, called e-raktkosh, [may hyperlink http://www.eraktkosh.in/BLDAHIMS/bloodbank/nearbyBBRed.cnt] facilitated by Chief Minister Mamata Banerjee, was also inaugurated last year.

Kolkata Municipal Corporation (KMC) has also set up its first blood bank – at 242, Kalighat Road. This step is meant to help not only the city residents but people from all over the State, especially the poor, who cannot afford high prices.

Give blood, save life: Mamata Banerjee on World Blood Donor Day

On the occasion of World Blood Donor Day, Bengal Chief Minister Mamata Banerjee urged everyone to ‘Give Blood, Save Life’.

She said there is an acute shortage of blood during summers and hence the Bengal Government held a fortnight-long blood donation initiative. The Chief Minister had urged police personnel and her party Trinamool Congress workers to organise blood donation camps in the city and across districts to mark the sixth anniversary of her government.

The Chief Minister expressed her gratitude to the administration, police and the Trinamool workers for collecting 60,000 bottles of blood in 15 days.

 

রক্তদান জীবন দান: ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে মুখ্যমন্ত্রী

“রক্তদান জীবন দান”-একথা আমরা চিরকাল শুনেছি। এও দেখেছি রক্তের অভাবে বহু তরতাজা প্রান হারিয়ে যায়। এতদিন পর্যন্ত কোনও সরকার রক্তদানের ওপর জোর দেননি।

মা,মাটি, মানুষের সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পুলিশকর্মী ও তৃণমূল সমর্থকদের রক্তদানের জন্য আহ্বান জানান। যেহেতু গ্রীষ্মকালে রক্তের সঙ্কট সব থেকে বেশী হয়, তাই রক্তদানের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।

তাঁর এই উদ্যোগ চূড়ান্ত সাফল্য পেয়েছে; মাত্র ১৫ দিনেই ৬০,০০০ বোতল রক্ত সংগ্রহ হয়েছে। আজ ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে তিনি টুইটারে ধন্যবাদ বার্তা জানিয়েছেন রাজ্য প্রশাসন, পুলিশকর্মী ও তৃণমূল সমর্থকদের। এছাড়াও তিনি সকলকে আহ্বান জানিয়েছেন রক্তদান করতে।

 

Image source: Daily Mail

Blood donation camps across Bengal to mark the anniversary of Trinamool Govt

To celebrate the anniversaries of the oath-taking ceremonies of the first and second Trinamool Congress Governments in Bengal, blood donation camps are going to be organised across the State from May 20 till May 27.

Donating one’s blood is perhaps the greatest gift that one can give, as it means saving a life, and so, through these camps, Mamata Banerjee would be giving the message that Trinamool Congress has always stood by the people, and will do so always.

The camps are going to be organised at all the police station in the State from 8 pm to 11 pm.

Blood donation camps are also going to be organised at the panchayat and block levels. The camps are going to run for a month. The various clubs in the State are also going to organise such camps during this period.

Requirements for blood become acute particularly during the summer and so these camps would also help in fulfilling that demand.

Trinamool Congress has always stood by the needy, the poor and the downtrodden, and these blood donation camps are just another way of affirming it.

 

মা, মাটি, মানুষের সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান উৎসব

নিজের সরকারের বর্ষপূর্তিকে সামনে রেখে প্রবল গ্রীষ্মে রাজ্যের মানুষের রক্তসঙ্কট মেটাতে বিশেষ কর্মসূচি ঘোষণা করলেন জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, রাজ্য প্রশাসনের পাশাপাশি এই কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকবেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।

জননেত্রী ঘোষণা করেছেন, আগামী ২০ মে থেকে ২৭ মে রাজ্যজুড়ে রক্তদান উৎসব হবে।

২০ মে প্রথমবার ৩৪ বছরের অপশাসন ও রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে অগ্নিকন্যার নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করে বাংলায় ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের সরকার। পরেরবার বিরোধীদের জোটবদ্ধ কুৎসা ও অপপ্রচার এবং কেন্দ্রীয় সরকারের সীমাহীন ‘প্রশাসনিক সন্ত্রাস’ উপেক্ষা করে মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল গরিষ্ঠতার মধ্য দিয়ে ২৭ মে ক্ষমতায় ফিরেছে জননেত্রীর সরকার। এই দু’দিন মানুষের পাশে থাকার জন্য বিশেষ কর্মসূচি নিয়েছেন তিনি।

২০ মে থেকে ২৭ মে বাংলার সমস্ত থানায় রক্তদান শিবির হবে। গরমের কারণে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত শিবির চলবে। প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলও এই কর্মসূচি পালন করবে। কর্মসূচি চলবে একমাস ধরে। রক্তদানের মতো মহৎ কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল নিজেদের ত্যাগ ও সেবার কথা আরও একবার মানুষের কাছে পৌঁছে দেবে।

সরকারের প্রতিষ্ঠা দিবস পালনে তিনি অভিনব এবং মানব ধর্মের সর্বশ্রেষ্ঠ দান ‘রক্তদান’ কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়ালেন। গরমের সময় রক্তদান কর্মসূচি নয়া ইতিহাস রচনা করবে রাজ্য।