Biswa Bangla Convention Centre to come up in New Town soon

Work is going on a war footing to complete eastern India’s largest Biswa Bangla Convention Centre. The centre will be thrown open sometime later this year.

The Biswa Banlga Convention Centre is 18 storeys tall and covers an area of 4.57 lakh square feet. The construction of the centre began following the direction of Chief Minister Mamata Banerjee. The centre houses a mega conference hall, with seating capacity of 3000, and has a state-of-the-art conference facility.

It also boasts of two seminar rooms, each with 376 seats, four banquet rooms and a 100 key hotel as annexe within the same campus. The convention centre also has a multi-level car parking facility. Bookings have already started for the convention centre.

The Centre is situated close to Eco Park, the most popular tourist destination in the city, and Mother’s Wax Museum. A stretch on the Bagjola canal, situated close to the Convention Centre, is being beautified. The banks have been developed and a floating jetty will be constructed.

New Town is fast coming up as a medical and educational hub, with St. Xavier’s University and Presidency University soon to start construction of their second campuses.

 

বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে

পূর্ব ভারতের সর্ববৃহৎ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাজ দ্রুত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এই বছরের শেষ দিকেই এটি খোলার পরিকল্পনা রয়েছে।

আঠারো তলার এই সেন্টারটি তৈরি হচ্ছে ৪.৫৭ লক্ষ বর্গফুট এলাকার ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কনভেনশন সেন্টারের কাজ শুরু হয়। এখানে রয়েছে একটি কনফারেন্স রুম যেখানে প্রায় ৩০০০ সিট রয়েছে। একইসঙ্গে শিল্প সম্মেলনের সুবিধাও রয়েছে।

এই সেন্টারে ২টি সেমিনার কক্ষ থাকবে, তার প্রতিটিতে থাকবে ৩৪৬টি সিট। একই ক্যাম্পাসের মধ্যে ৪ টি খাবার ঘর সহ ১০০ টি হোটেল রুম থাকবে। এছাড়া এখানে মাল্টি লেভেল গাড়ী পার্কিং সুবিধা থাকছে। ইতিমধ্যেই এই কনভেনশন সেন্টারের জন্য বুকিং শুরু হয়ে গেছে।

এই সেন্টারটি শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইকো পার্কের মাদার ওয়াক্স মিউজিয়ামের কাছেই অবস্থিত। কনভেনশান সেন্টারের কাছে অবস্থিত বাগজোলা খালটিরও সৌন্দর্যায়ন করা হচ্ছে। খালের পাড় সংস্কার করা হচ্ছে। ভাসমান জেটিও তৈরি হবে।

নিউ টাউনেই প্রথম মেডিকেল ও এডুকেশানাল হাব তৈরি হবে। সেন্ট জেভিয়ার্স ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজও শুরু হবে খুব শীঘ্রই।

 

 

Mishti Hub in Burdwan to be inaugurated on March 14

Within two days after Chief Minister Mamata Banerjee announced that Mishti Hub in Burdwan will be inaugurated in the next two months, traders have started receiving orders for traditional sweets which will be prepared in the under-construction hub.

On January 9, the Chief Minister announced that the proposed Mishti Hub will be inaugurated on March 14. She made the announcement from the inaugural ceremony of Mati Utsav.

The decision to set up the hub was taken considering the business potential of the locally made traditional sweets and it was decided to sell the sweets in small packets in all the outlets of Biswa Bangla. She had also announced that the same sweets will be marketed abroad.

 

Image is representative (source)

 

বর্ধমানে ‘মিষ্টি হাব’ উদ্বোধন হবে ১৪ই মার্চ

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী দুমাসের মধ্যে উদ্বোধন হবে বর্ধমানের মিষ্টি হাবের। মুখ্যমন্ত্রীর ঘোষণার দুদিনের মধ্যে কারিগররা মিষ্টি তৈরির অর্ডার পেতে শুরু করেছেন।

গত ৯ জানুয়ারি মাটি উৎসবের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ১৪ তারিখ ‘মিষ্টি হাব’ এর উদ্বোধন হবে।

বাংলার জনপ্রিয় মিষ্টিগুলোই এখানে তৈরি হবে।বিশ্ব বাংলা স্টলগুলিতে প্যাকেটে করে এই মিষ্টি বিক্রি হবে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে একই মিষ্টি বিদেশেও বাজারজাত করা হবে।

 

Bengal Govt to set up Biswa Bangla mall on EM Bypass, Kolkata

The Bengal  government has decided to construct a Biswa Bangla Mall on EM Bypass exhibiting wide varieties of handicrafts, Taant Sarees, and other products made by the artisans under various micro and small scale industries.

It was Chief Minister Mamata Banerjee whose effort has brought an international acclaim to Biswa Bangla which has become a brand already.  Great emphasis has been given on MSME sector so that artists and the people involved in various micro and small scale industries can get a platform to promote their goods.

Biswa Bangla, the Chief Minister’s brainchild has become a brand, not only in the national arena but also abroad. Various handicrafts prepared by Bengal artisans have created a market in various countries.

Department of Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles has promoted Biswa Bangla Marketing Corporation for the improvement of quality of life of Bengal’s handloom weavers, craftsmen. Biswa Bangla has successfully revived the Bengal’s traditional arts and craft and promoted them at a global level. It may be mentioned that for the first time, Bengal government is preparing an export policy in the MSME sector.

The Biswa Bangla mall would have world class facilities and infrastructure. The architectural engineers will make its design.

 

কলকাতার ই এম বাইপাসে তৈরি হচ্ছে বিশ্ব বাংলা মল

ই এম বাইপাসে একটি বিশ্ব বাংলা মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন হস্তশিল্প, তাঁতের শাড়ি সহ বিভিন্ন শিল্পীর হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শিত হবে এখানে।ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পীরা যাতে তাদের জিনিসপত্র বিক্রি করতে পারেন সেইজন্যই এই প্ল্যাটফর্মের ব্যবস্থা।

কলকাতা বন্দর, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক এলাকায় বিশ্ববাংলা স্টল আছে। স্টল রয়েছে নয়াদিল্লিতেও। এ রাজ্যের শিল্পী ও কারিগরদের প্রস্তুত করা দ্রব্য দেশবিদেশের মানুষের কাছে সুনাম কুড়িয়েছে। বাংলার তৈরি নানা জিনিসের বিক্রিও বাড়ছে। সব দিকে লক্ষ্য রেখেই এক ছাতার তলায় সব রকমের দ্রব্য রাখতে মল তৈরির ভাবনা।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ব বাংলা এখন শুধু জাতীয় ক্ষেত্রে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও যথেষ্ট জনপ্রিয় ব্র্যান্ড । বাংলার কারিগরদের দ্বারা প্রস্তুত বিভিন্ন হস্তশিল্পের বাজার এখন বিভিন্ন দেশে রয়েছে। ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পীরা, তাঁত শিল্পীদের জীবন যাত্রার মান উন্নত করতে  রাজ্য সরকারের এই অভিনব পরিকল্পনা।

আন্তর্জাতিক মানের পরিকাঠামো এবং সুযোগ সুবিধা থাকবে এই বিশ্ব বাংলা মলে। স্থপতিরা এই মলের নকশা তৈরি করবেন।

 

 

Bengal CM inaugurates 2nd Biswa Bangla Lok Sanskriti Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the Biswa Bangla Lok Sanskriti Utsav at Rabindra Sadan complex. The festival will continue till January 1, 2017.

The 2nd edition of the festival is being held at the Madhusudan Mancha complex. The festival is showcasing folk art, and holding exhibitions on folk culture and handicrafts.

Besides promoting folk music and folk dance from different parts of the State, food from different parts of Bengal is an added attraction at the festival.

Bengal Chief Minister Mamata Banerjee has always given priority to promoting the rich cultural heritage of the State which flow through folk culture. Recently several artistes instrumental in reviving folk music like Pata Chitra Gaan and Bhawaiya have been felicitated with Sangeet Samman.

The State has also instituted the Lok Prasar Prakalpa, a scheme wherein artistes performing folk music are provided with monthly stipends and are included in performances to promote different social and developmental schemes.

 

দ্বিতীয় বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সদন প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

উৎসবটি হবে মধুসূদন মঞ্চে। সময় দুপুর ৩টে থেকে রাত ৮টা। এই নিয়ে দ্বিতীয় বার লোক সংস্কৃতি উৎসবের আয়োজন করল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। লোকশিল্পীদের আঁকা সহ তাদের হাতের কাজ প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে।

রাজ্যের বিভিন্ন জায়গার লোকশিল্পীদের গান, নাচ সহ রকমারি খাবারেরও সম্ভার থাকছে এই প্রদর্শনীতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য লোকসংস্কৃতিকে চিরকাল অগাধিকার দিয়ে এসেছেন। সম্প্রতি বাংলা সঙ্গীত মেলায় পটচিত্র গান ও ভাওয়াইয়ার বেশ কয়েকজন শিল্পী সম্মানিত হয়েছেন।

এছাড়া লোক শিল্পীদের জন্য রাজ্য সরকার নতুন লোক প্রসার প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে লোকশিল্পীদের মাসিক ভাতা দেওয়া হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।

 

State Govt to bring self-help groups under insurance coverage

The State Co-operation Department is all set to bring self-help groups under insurance coverage to ensure their financial security in case there is any untoward incident. Different steps were taken on the inspiration of Chief Minister Mamata Banerjee to promote the work of the Self Help Groups in Bengal.

Interestingly, 95 per cent of the loan which was given to the Self Help Groups has been recovered in the last financial year. There are around 1.95 lakh Self Help Groups registered with the state co-operation department. If everything goes as planned, the task of the bringing them under the security coverage will be done in the current fiscal.

With the Chief Minister’s initiative to introduce Biswa Bangla brand to promote the goods manufactured by the small scale enterprises and Self Help Groups in the state, the business of the groups have sustained growth in the past five years.

Unlike the erstwhile Left Front government that had just set up some stalls in government offices and complexes to promote the produce of the Self Help Groups, Mamata Banerjee government had taken major steps for promotion of the same not only in the local market but in other states and abroad.

 

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বীমার আওতায় আনছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য কোঅপারেটিভ দফতর এবার যেকোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বীমার আওতায় আনতে চলেছে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যে ঋণ দেওয়া হয়েছিল বিগত আর্থিক বছরে তার ৯৫ শতাংশই ফেরত পাওয়া গেছে। আনুমানিক ১ লক্ষ ৯৫ হাজার স্বনির্ভর গোষ্ঠী এই মুহূর্তে রাজ্য কোঅপারেটিভ দফতরে নথিভুক্ত। সব কিছু ঠিকঠাক চললে এই বীমার অন্তর্ভুক্ত করার কাজটি চলতি আর্থিক বছরের মধ্যেই সম্পন্ন হবে।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরী হস্তশিল্প বিশ্ব বাংলার মাধ্যমে বিগত ৫ বছরে সারা বিশ্বে ব্যাবসায় সাফল্যের মুখ দেখেছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে, অন্যান্য রাজ্য এবং বিদেশেও ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যবসার জন্য বিপণন কেন্দ্র খুলে দিয়েছে মমতা বন্দোপাধ্যায় পরিচালিত সরকার।

 

In handicrafts, Bengal is now a force to reckon with

According to data from the Union Ministry of Statistics and Programme Implementation, in rural India, the largest distribution of handicraft establishments is in the State of Bengal, accounting for 17.83% of the total number in India. In urban India too, Bengal is high up the order, second only to Uttar Pradesh, with 14.1% of the total number of handicraft establishments.

Combining rural and urban India, West Bengal is the number one in India, accounting for 16.3% of the handicraft establishments.

The impetus that the Mamata Banerjee Government has been giving to the handicraft and handloom industries of Bengal over the last six years is yielding rich results.

Biswa Bangla brand

The Biswa Bangla brand, created by Chief Minister Mamata Banerjee herself, has been an umbrella brand for all handicrafts and handloom products of the State. Manjusha, the brand under which West Bengal Handicrafts Development Corporation sells its products, and Tantuja, under which West Bengal State Handloom Weavers Co-operative Society sells its products, are the other major brands for the indigenous products of the State.

Regular fairs and haats are organised all across the State, that help the makers to sell their goods as well as get new orders. These are extremely popular affairs, drawing huge crowds wherever they are held. Biswa Bangla outlets have been set up in the State, as well as outside. Plans are on to set up more, including a Biswa Bangla Mall in Kolkata.

Impetus to MSME sector

Naturally, Bengal’s handicraft and handloom makers are now able to live comfortably off their trades. Now, they are eager not only to continue their trades but also to pass on their skills to the next generation. This is a far cry from the time of the Left Front Government, during whose tenure, as a result of massive neglect, the State’s traditional handlooms and handicrafts were dying a slow death.

 

হস্তশিল্পে অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে বাংলা

কেন্দ্রীয় পরিসংখ্যান ও রূপায়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে। সারা দেশের ১৭.৮৩ শতাংশ হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে বাংলার গ্রামাঞ্চলে (যা দেশের মধ্যে সবচেয়ে বেশি) এবং শহরাঞ্চলে এর সংখ্যা ১৪.১ শতাংশ (বাংলা রয়েছে দ্বিতীয় স্থানে)।

গ্রাম ও শহর মিলিয়ে পশ্চিমবঙ্গ হস্তশিল্পে সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বরে রয়েছে। ১৬.৩ শতাংশ হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে রাজ্যে।

বামফ্রন্ট সরকারের সময় থেকে রাজ্যের ঐতিহ্যগত তাঁত ও হস্তশিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প অবহেলিত হতে হতে  ক্রমশ বিলুপ্তির পথে এগোচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার গত ছয় বছর ধরে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প ও তাঁত শিল্পের হৃত গৌরব ফিরিয়ে আনতে একাধিক উদ্যোগ নিয়েছেন।

বিশ্ব বাংলা ব্র্যান্ড

বিশ্ব বাংলা মুখ্যমন্ত্রীর নিজের সৃষ্টি। এই ব্র্যান্ডটি বর্তমানে রাজ্যের হ্যান্ডলুম ও হস্তশিল্পকে পুনরুদ্ধার করেছে।  মঞ্জুসা ব্র্যান্ডের আওতায় পশ্চিমবঙ্গ হস্তশিল্প উন্নয়ন কো-অপারেটিভ  তাদের পণ্য বিক্রি করে এবং তন্তুজ এর অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডলুম তাঁতি কো-অপারেটিভ সোসাইটি তাদের পণ্য বিক্রি করে।

শিল্পীরা যাতে তাদের তৈরি জিনিস বিক্রি করতে পারেন এবং আরও অর্ডার পেতে পারেন সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়মিত মেলা ও হাটের আয়োজন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলা আউটলেট খোলা হয়েছে। আরও আউটলেট সহ কলকাতায় একটি বিশ্ব বাংলা শপিং মল খোলার পরিকল্পনা রয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গতি

স্বাভাবিকভাবেই, বাংলার হস্তশিল্প ও তাঁত প্রস্তুতকারকরা এখন ভালোভাবে ব্যবসা করছে। এখন, তারা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মের মধ্যে তাদের এই দক্ষতা প্রসার করতেও সমানভাবে আগ্রহী।

 

A slice of Bengal at Durga Puja Bisarjan carnival on Red Road

A special procession of about 39 Durga Puja committees who have won Biswa Bangla Sharad Samman was organised today on Red Road on the way to the bisarjan, or immersion.

This bisarjan carnival, initiated by Bengal Chief Minister Mamata Banerjee, was an unique show that gave an opportunity to all to see the best pratimas at one place.

From the graceful, minimalist moves of Manipuri dancers to the energetic, exaggerated leaps of Chhau dancers; from the rhythmic beats of dhaks to the soul-stirring sounds of dhamsas and madals; from frames that captured Kolkata’s built heritage of a bygone era to the memories of the past – the inaugural edition of the bisarjan carnival on Red Road was a riot for the senses.

Puja organisers pulled out all stops to make the Mamata Banerjee-inspired event a show-stopper.

The programme was streamed live on Mamata Banerjee’s Facebook page too. You can watch the whole event here.

 

রেড রোডে দুর্গা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আজ কলকাতার রাজপথে বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার জয়ী ৩৯টি দুর্গাপ্রতিমা বিসর্জনের এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরঅনুপ্রেরণায় এই অভূতপূর্ব শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যেখানে একই জায়গায় মানুষ এবারের সবকটি উত্কৃষ্ট প্রতিমা দেখার সুযোগ পেলেন ও কার্নিভালের আমেজ উপভোগ করলেন।

এখানে মনিপুরী নাচের সঙ্গে ছিল ছৌ নৃত্য, ঢাকের তালের সঙ্গে ছিল ধামসামাদল, কলকাতার আভিজাত্যের সঙ্গে ছিল অতীতের স্মৃতি , সব মিলিয়ে এই শোভাযাত্রাটি প্রানোচ্ছল হয়ে উঠেছিল।

সমগ্র অনুষ্ঠানটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজেও লাইভ দেখানো হয়েছিল

Mamata Banerjee to inaugurate Durga Puja pandals in Kolkata

With the beginning of Debipakkha, like past years, Bengal Chief Minister will inaugurate the Durga Puja of Chetla Agrani by performing the ‘Chokkhudan’ of the Durga idol. Incidentally, she had inaugurated the Durga Puja of Shreebhumi Sporting Club on September 28 .

The Chief Minister is scheduled to inaugurate Durga Pujas of Naktala Udayan Sangha, Ekdalia Evergreen, Singhi Park, Suruchi Sangha and many other clubs and organisations in the run up the Pujas.

Different schemes and projects like Safe Drive Save Life, Biswa Bangla, Mother Teresa’s canonisation, Mahashweta Devi’s life and works will adorn the themes of different Durga Puja pandals this year.

The Chief Minister has appealed to one and all to maintain peace and harmony during the festivities.

 

আজ থেকে দুর্গা পুজোর  উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ দেবী পক্ষের শুরু। প্রত্যেক বছরের মতই আজ চেতলা অগ্রণী ক্লাবে মা দুর্গার চোখ এঁকে পুজোর উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন।

এরপর নাকতলা উদয়ন সঙ্ঘ, একডালিয়া এভারগ্রীন, সিংহী পার্ক, সুরুচি সঙ্ঘ সহ আরও অনেক পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

এবছর বিভিন্ন পুজো মণ্ডপে সেফ ড্রাইভ-সেভ লাইফ প্রকল্প, মাদার টেরেসার সন্তায়ন, মহাশ্বেতা দেবীর জীবন, বিশ্ব বাংলা সহ নানা থিম এবারের পুজো প্যান্ডেল গুলোতে।

সব মিলিয়ে পুজোর দিনগুলিতে সকলকে শান্তি সম্প্রীতি বজার রাখার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী।

 

A new Biswa Bangla store opens at Park Street, Kolkata

Bringing under one roof the whole gamut of the creative genius of Bengal – ranging from handloom-handicrafts to literature – a new “Biswa Bangla” store was thrown open to the public today at Park Street, Kolkata.

Traditional sarees, beautiful handloom products and hand-crafted marvels of Bengal, and Darjeeling tea as well as Bangla books, CDs of Bengali music and classic films will be available at the Biswa Bangla store.

It is expected to be the one-stop shop for everything Bengali – an initiative that is aimed at catering to domestic consumers as also building brand Bengal in the international market.

This is the eighth showroom of ‘Biswa Bangla’. Other showrooms are located at Dumdum Airport (domestic and international), Dakshinapan Shopping Complex, Bagdogra Airport, Rajarhat, Darjeeling and New Delhi.

 

 

পার্ক স্ট্রিটে যাত্রা শুরু নতুন বিশ্ব বাংলা শোরুমের

পুজোর আগে পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর। কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটে খুলে গেল বিশ্ব বাংলার নতুন শোরুম। এবার  এক ছাদের তলায় পেয়ে যাবেন বাংলার হস্তশিল্প থেকে শুরু করে তাঁত, বই এমনকি আকর্ষণীয় খাদ্যসামগ্রীও।

বাংলার ঐতিহ্যবাহী শাড়ি, সুতির বস্ত্র, হস্তশিল্প থেকে দার্জিলিংয়ের চা, বাংলা বই, গানের সিডি, পুরোনো দিনের সিনেমার ডিভিডি সবই পাওয়া যাবে এখানে।

আশা করা যায় পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে বিশ্ব বাংলার এই শোরুম। দমদম বিমানবন্দর (আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক), দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, বাগডোগরা বিমানবন্দর, রাজারহাট, দার্জিলিং এবং দিল্লির পর বিশ্ব বাংলার অষ্টম শোরুম এটি।

 

Bagjola canal to get facelift with floating market

The banks of Bagjola canal, located near the upcoming international convention centre at New Town, is set for a facelift, complete with a floating market in the waters.

This is part of the beautification plan that the Housing Infrastructure Development Corporation (HIDCO), along with the irrigation department, has taken up for the 2 km stretch along the canal. The irrigation department will carry out a survey to look into the quality of the water and ways to improve it.

HIDCO authorities will take help of an architect from the Indian Institute of Architects implement the project, which is likely to include landscaping, flower gardens, walkways and places to sit down and take in the view. Suggested by the CM, the authorities will look into the possibility of starting a market, where merchandise will be sold on boats, like those in Srinagar, Thailand and Indonesia.

 

The image is representative (Source)

 

বাগজোলা খাল সংস্কারের উদ্যোগ, চালু হবে ভাসমান বাজারও

নিউ টাউনের কনভেশন সেন্টারের কাছাকাছি বাগজোলা খালের পাড় সংস্করণ করা হবে এবং এখানে চালু হবে ভাসমান বাজার।

শহরের সৌন্দর্যায়নের জন্য ২ কিলোমিটার বিস্তৃত এই খালের ওপর হিডকো এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জলের মান পরীক্ষা করার জন্য এবং কিভাবে  সমগ্র প্রক্রিয়াটিকে আরও উন্নত করা যায় সেজন্য কৃষি দপ্তর একটি সমীক্ষা করবে।

এই প্রকল্পের নকশা তৈরির জন্য ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আর্কিটেক্টের একজন স্থপতির সাহায্য নেবে হিডকো। নকশার মধ্যে থাকবে ফুলের বাগান, সাধারণ মানুষের হাঁটার ও বসার জন্য নির্দিষ্ট জায়গা। মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী শ্রীনগর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো নৌকার ওপর ভাসমান বাজার চালু করবে কর্তৃপক্ষ। নৌকাগুলিতে নিত্যপ্রয়োজনীয় ও সাংসারিক প্রয়োজনীয় সমস্ত পণ্য বিক্রি করবেন বিক্রেতারা।