Bengal Govt sets up a museum featuring artwork of award-winning Durga Puja pandals

Sangraha, a collection of handicrafts curated from award-winning Durga Puja pandals last year was inaugurated at Newtown’s Eco Park. Located at Visitors’ Plaza in Gate 4 of Eco Park, this was opened to public by Bengal CM Mamata Banerjee yesterday.

The Chief Minister had also initiated the Biswa Bangla Sharod Samman in 2014 to honour the best Durga Pujas not just in Bengal but across the world. She also started a grand ‘Bisarjan procession’ featuring award-winning Durga Puja committees at Red Road last year.

The CM has always maintained that the artwork of the Durga Puja pandals warranted preservation and had asked HIDCO to set up a museum of sorts at Newtown. Thus was born ‘Sangraha’.

 

সেরা দুর্গাপুজো প্যান্ডেলগুলির হস্তশিল্প নিয়ে তৈরী হল ‘সংগ্রহ’

গত বছরের সেরা দুর্গাপুজো প্যান্ডেলগুলির হস্তশিল্প নিয়ে তৈরী হল একটি সংগ্রহশালা। নিউটাউনে ইকোপার্কের ৪ নং গেটের কাছে গতকাল এই সংগ্রহশালাটির উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। গত বছর রেড রোডে প্রথমবার ‘বিসর্জন শোভাযাত্রা’র আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে।

সেরা দুর্গাপুজো প্যান্ডেলগুলির হস্তশিল্প সংরক্ষণ করার জন্য হিডকোকে নিউটাউনে একটি মিউজিয়াম তৈরীর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেইজন্যই তৈরী হল ‘সংগ্রহ’।

Biswa Bangla Sharod Samman adds colour to Duga Puja

Like past years, the Bengal Government will be honouring the Best Durga Pujas with Biswa Bangla Sharaod Samman. This is the fourth year of the awards. Durga Puja committees participating from other states and foreign countries will also be honoured.

The winners of different categories are –

 

For Kolkata:

Sherar Shera – Suruchi Sangha, Abosar, Bosepukur Talbagan, Samaj Sebi, 41 Pally, Barisa Club, 66 Pally, Bhawanipur 75 Pally, Ahiritola Sarbojanin, Shreebhoomi, Hindustan Park, Mudiali, Kashi Bose lane Sarbojonin, Santoshpur Avenue South Pally Mangal, Chetla Agrani

Shera Protima – Tridhara, 95 Pally, Behala Natun Dal, Badamtala Ashar Sangha

Shera Mondop – Naktala Udayan, Dumdum Park Tarun dal, AK Block Salt Lake

Shera Bhabna – Dokhhin Kolkata Sarbojonin Durga Puja, Ajeya Sanghati, Ballygunge Cultural, Khidirpur 25 Pally, Falguni Sangha, Rajdanga Naba Uday Sangha, Netaji Colony Lowland Durgotsav Committee

Shera Alok Shojja – Kalighat Milan Sangha, Ekdalia Evergreen, Babubagan Dahkuriya, Shibmandir, Jodhpur Park

Shera Poribesh Bandhab – Ultadanga Pally Shree , Kumartuli Sarbojonin , Sikdar Bagan , Kakurgachi Jubak Brinda , Ultadanga Jubok Brinda , Jubo Maitry , Priyonath Mullick Lane , Alipore Sarbojanin, Batam Club, Purbachal Shakti Sangha

Shera Abishkar – Behala Natun Sangha, Tala Park Prottoy

Shera Theme Song/Shera Aboho – Suruchi Sangha

Shera Shilpi – Behala Friends, 64 Pally Durgotsab Committee, Aalapi

Shera Dhakeshri – Tala Barowari, College Square, 21 Pally

Shera Biswa Bangla Branding – Swadhin Sangha, Haridebpur Vivekananda Park Atheletic Club, Sanghashree, Selimpur Pally, Kolahal Goshthi, Garia Sarbojonin Dugotsab Committee Nabadurga

 

Here is the list of winners of Biswa Bangla Sharad Samman-2016

 

দুর্গা পুজোকে আরও রঙিন করে তুলল বিশ্ব বাংলা শারদ সম্মান

প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে রাজ্য সরকারএটি তৃতীয় বর্ষ। কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোর সেরাগুলিকে সম্মাননা প্রদান করা হবে এবছর।

এবছরের পুরস্কারের নানা বিভাগ আছে, যেমন প্রতিমা, মূল ভাবনা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব পুজো, বছরের সেরা আবিষ্কার,ঢাকিশ্রী, বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, সেরার সেরা। 

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হবে নভেম্বরে।  বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে সপ্তমীতে।

 

বিভিন্ন বিভাগে বিজয়ী যারা:

সেরার সেরা – সুরুচি সংঘ, অবসর, বোসপুকুর তালবাগান, সমাজসেবী, ৪১ পল্লী, বড়িশা ক্লাব, ৬৬ পল্লী, ভবানীপুর ৭৫ পল্লী, আহিরীটোলা, শ্রীভূমি, হিন্দুস্তান পার্ক, মুদিয়ালী, কাশীবোস লেন সর্বজনীন দুর্গোৎসব, সন্তোষপুর এভিনিউ সাউথ পল্লীমঙ্গল, চেতলা অগ্রণী

সেরা মণ্ডপ – নাকতলা উদয়ন, দমদম পার্ক তরুণদল, এ.কে.ব্লক, সল্টলেক

সেরা আলোক সজ্জা – কালীঘাট মিলন সংঘ, একডালিয়া এভারগ্রিন, বাবুবাগান ঢাকুরিয়া, শিবমন্দির, যোধপুর পার্ক,

সেরা আবিষ্কার – বেহালা নতুন সংঘ, টালা পার্ক প্রত্যয়

সেরা শিল্পী – বেহালা ফ্রেণ্ডস, ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি, আলাপী

সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং – স্বাধীন সংঘ, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, সংঘশ্রী, সেলিমপুর পল্লী, কোলাহলগোষ্ঠী, গড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি (নবদুর্গা)

সেরা প্রতিমা – ত্রিধারা, ৯৫ পল্লী যোধপুর পার্ক, বেহালা নতুনদল, বাদামতলা আষাঢ় সংঘ

সেরা ভাবনা – দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপূজা, অজেয় সংহতি, বালিগঞ্জ কালচারাল, খিদিরপুর ২৫ পল্লী, ফাল্গুনী সংঘ, রাজডাঙা নবউদয় সংঘ, নেতাজী কলোনি লো-ল্যান্ড দুর্গোৎসব কমিটি

সেরা পরিবেশবান্ধব – উল্টোডাঙা পল্লীশ্রী, কুমোরটুলি সর্বজনীন, শিকদারবাগান, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, যুবমৈত্রী, প্রিয়নাথ মল্লিক লেন, আলিপুর সর্বজনীন, বাটাম ক্লাব, পূর্বাচল শক্তি সংঘ

সেরা থিম সং/ সেরা আবহ – সুরুচি সংঘ

সেরা ঢাকিশ্রী – টালা বারোয়াড়ি, কলেজ স্কোয়ার, ২১ পল্লী

 

বিশ্ব বাংলা শারদ সম্মানে বিজয়ীদের তালিকা