Biswa Bangla Convention Centre to come up in New Town soon

Work is going on a war footing to complete eastern India’s largest Biswa Bangla Convention Centre. The centre will be thrown open sometime later this year.

The Biswa Banlga Convention Centre is 18 storeys tall and covers an area of 4.57 lakh square feet. The construction of the centre began following the direction of Chief Minister Mamata Banerjee. The centre houses a mega conference hall, with seating capacity of 3000, and has a state-of-the-art conference facility.

It also boasts of two seminar rooms, each with 376 seats, four banquet rooms and a 100 key hotel as annexe within the same campus. The convention centre also has a multi-level car parking facility. Bookings have already started for the convention centre.

The Centre is situated close to Eco Park, the most popular tourist destination in the city, and Mother’s Wax Museum. A stretch on the Bagjola canal, situated close to the Convention Centre, is being beautified. The banks have been developed and a floating jetty will be constructed.

New Town is fast coming up as a medical and educational hub, with St. Xavier’s University and Presidency University soon to start construction of their second campuses.

 

বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে

পূর্ব ভারতের সর্ববৃহৎ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাজ দ্রুত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এই বছরের শেষ দিকেই এটি খোলার পরিকল্পনা রয়েছে।

আঠারো তলার এই সেন্টারটি তৈরি হচ্ছে ৪.৫৭ লক্ষ বর্গফুট এলাকার ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কনভেনশন সেন্টারের কাজ শুরু হয়। এখানে রয়েছে একটি কনফারেন্স রুম যেখানে প্রায় ৩০০০ সিট রয়েছে। একইসঙ্গে শিল্প সম্মেলনের সুবিধাও রয়েছে।

এই সেন্টারে ২টি সেমিনার কক্ষ থাকবে, তার প্রতিটিতে থাকবে ৩৪৬টি সিট। একই ক্যাম্পাসের মধ্যে ৪ টি খাবার ঘর সহ ১০০ টি হোটেল রুম থাকবে। এছাড়া এখানে মাল্টি লেভেল গাড়ী পার্কিং সুবিধা থাকছে। ইতিমধ্যেই এই কনভেনশন সেন্টারের জন্য বুকিং শুরু হয়ে গেছে।

এই সেন্টারটি শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইকো পার্কের মাদার ওয়াক্স মিউজিয়ামের কাছেই অবস্থিত। কনভেনশান সেন্টারের কাছে অবস্থিত বাগজোলা খালটিরও সৌন্দর্যায়ন করা হচ্ছে। খালের পাড় সংস্কার করা হচ্ছে। ভাসমান জেটিও তৈরি হবে।

নিউ টাউনেই প্রথম মেডিকেল ও এডুকেশানাল হাব তৈরি হবে। সেন্ট জেভিয়ার্স ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজও শুরু হবে খুব শীঘ্রই।

 

 

Country’s largest indoor sports arena planned in Kolkata

Kolkata may soon get one of the largest indoor sports arenas of the country with a capacity to accommodate upto 15,400 people at one time.

The proposed indoor stadium’s capacity will be 15,400. The capacity of the city’s Netaji Indoor stadium is 12,000.

Keeping in mind West Bengal Chief Minister Mamata Banerjee’s Green City Project, the proposed stadium will have solar power and will come up on ten acres of land near the Deer Park in Eco Park. The facility will have lawn tennis, ‘ kho kho’, ‘kabaddi’, badminton, basket ball and table tennis courts.

The project is in the planning stage. A design has been prepared as per instructions of the Chief Minister. The HIDCO board has passed the design during its recently held meeting and now the design will be forwarded to the state government for approval..

The stadium will have four entrances for vehicles and four entrances for pedestrians with lifts to carry players and VIPs. There will also be two gymnasiums and changing rooms for players, the area under the stadium will be rented out to various offices for commercial purpose aimed at generating revenue.

New Town will also get a state-of-the-art Biswa Bangla Convention Centre. Construction work has already started with a completion target of March 2017 and HIDCO officials claimed the centre will be the largest convention centre in eastern India.

The convention centre, as per our information, will be the largest convention centre of its kind in the country, with the main single conference hall having a capacity to accommodate 3,000 people.

The focus is to create a global network and promote conference tourism in the state. The centre will be more like the convention centres at Hanover and Dusseldorf in Germany. The expositions and conferences that will be held in the centre will generate revenue for the state. The convention centre will have two auditoriums, six banquet rooms, seminar rooms, exhibition area, various types of restaurants, swimming pool, library, board rooms, book shops and spa. The entire unit is spread across ten acres of land and is coming up near the HIDCO Bhawan.

 

দেশের বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা

 

১৫,৪০০ আসন বিশিষ্ট দেশের সব থেকে বড় বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা। প্রস্তাবিত এই স্টেডিয়ামটির আসন সংখ্যা হবে ১৫,৪০০, নেতাজী ইনডোর স্টেডিয়ামের আসন সংখ্যা ১২,০০০।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রীন সিটি প্রকল্পের কথা মাথায় রেখে, এই প্রস্তাবিত ক্রীড়াঙ্গনটি তৈরি হবে ইকো পার্কের ডিয়ার পার্কের পাশেই, ১০ একর জমির ওপর এটি গড়ে উঠবে, পুরোপুরিভাবে চালিত হবে সৌরশক্তির দ্বারা। এখানে লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, খোখো, কাবাডি ও বাস্কেটবল খেলার সুবিধে থাকবে।

আপাতত এই প্রকল্পটি পরিকল্পনার স্তরে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি নকশাও তৈরি করা হয়েছে। হিডকোর সাম্প্রতিক মিটিং-এ এটির অনুমোদনও পাওয়া গেছে। এবার রাজ্য সরকারের অনুমোদনের জন্য এই নকশাটি পাঠানো হবে।

এই স্টেডিয়ামে ৪টি প্রবেশদ্বার থাকবে যানবাহনের জন্য ও আরও ৪টি প্রবেশদ্বার থাকবে পথচারীদের জন্য। ওখানে লিফট থাকবে খেলোয়াড় ও বিশেষ অতিথিদের জন্য। ওখানে ২টি ব্যায়ামাগার ও ১টি বিশ্রামাগার থাকবে খেলোয়াড়দের জন্য। স্টেডিয়ামটির নিচের অংশ বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হবে বাণিজ্যিক কারনে ব্যাবহার করার জন্য, যা থেকে স্টেডিয়ামটির আয় আসবে।

নিউ টাউন একটি অনন্য বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্র পেতে চলেছে। যেটি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লক্ষ্য স্থির করা হয়েছে পুরব ভারতের বৃহত্তম এই সম্মেলন কেন্দ্রটি ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে এটি তৈরি করার। এটির মুল কনফারেন্স হলে একসঙ্গে ৩০০০ মানুষ বসতে পারবেন।

এটি তৈরি করার মুখ্য উদ্দেশ্য হল বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ও কনফারেন্স ট্যুরিজ্‌মকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি মুলত জার্মানির দুসেলদরফের হ্যানোভারের কনফারেন্স সেন্টারের আদলে তৈরি করা হয়েছে। এখানে অনুষ্ঠিত সব অনুষ্ঠান থেকে রাজ্যের আয় বাড়বে। এখানে ২টি প্রেক্ষাগৃহ, ৬টি বাঙ্কোয়েট রুম, সেমিনার রুম, প্রদর্শনী কেন্দ্র, বিভিন্ন রেস্টুরেন্ট, সুইমিং পুল, লাইব্রেরি, বোর্ড রুম, বইয়ের দোকান ও স্পা থাকবে। পুরো জায়গাটি হিডকো ভবনের কাছে ১০একর জমির ওপর তৈরি করা হচ্ছে।

Bagjola canal to get facelift with floating market

The banks of Bagjola canal, located near the upcoming international convention centre at New Town, is set for a facelift, complete with a floating market in the waters.

This is part of the beautification plan that the Housing Infrastructure Development Corporation (HIDCO), along with the irrigation department, has taken up for the 2 km stretch along the canal. The irrigation department will carry out a survey to look into the quality of the water and ways to improve it.

HIDCO authorities will take help of an architect from the Indian Institute of Architects implement the project, which is likely to include landscaping, flower gardens, walkways and places to sit down and take in the view. Suggested by the CM, the authorities will look into the possibility of starting a market, where merchandise will be sold on boats, like those in Srinagar, Thailand and Indonesia.

 

The image is representative (Source)

 

বাগজোলা খাল সংস্কারের উদ্যোগ, চালু হবে ভাসমান বাজারও

নিউ টাউনের কনভেশন সেন্টারের কাছাকাছি বাগজোলা খালের পাড় সংস্করণ করা হবে এবং এখানে চালু হবে ভাসমান বাজার।

শহরের সৌন্দর্যায়নের জন্য ২ কিলোমিটার বিস্তৃত এই খালের ওপর হিডকো এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জলের মান পরীক্ষা করার জন্য এবং কিভাবে  সমগ্র প্রক্রিয়াটিকে আরও উন্নত করা যায় সেজন্য কৃষি দপ্তর একটি সমীক্ষা করবে।

এই প্রকল্পের নকশা তৈরির জন্য ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আর্কিটেক্টের একজন স্থপতির সাহায্য নেবে হিডকো। নকশার মধ্যে থাকবে ফুলের বাগান, সাধারণ মানুষের হাঁটার ও বসার জন্য নির্দিষ্ট জায়গা। মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী শ্রীনগর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো নৌকার ওপর ভাসমান বাজার চালু করবে কর্তৃপক্ষ। নৌকাগুলিতে নিত্যপ্রয়োজনীয় ও সাংসারিক প্রয়োজনীয় সমস্ত পণ্য বিক্রি করবেন বিক্রেতারা।