Bangla will hold its head high, will fight to live: Didi

Chief Minister Mamata Banerjee today inaugurated the 25th Kolkata International Film Festival (KIFF). The inauguration came alive with the presence of star actors and directors from India and other countries.

After welcoming the stars, she said that cinema has to be made more far-reaching in its influence. Mentioning the fact that this is Bengali cinema’s centenary year, she said that there is an innate connection between Tollywood, Bollywood and Hollywood.

She reminded the audience that all delegates who come to KIFF year after year go back enamoured, saying this is a unique experience. Our large-hearted acceptance of all is what everyone appreciates, and so come back time and again. We are thankful to them, she said.

She said that Bangla wants to be the best in the world – become ‘Biswa Bangla’, as she has very often said – by taking everyone along, not by pushing anyone out. The mentality of Bangla is about inclusion, not exclusion.

From cinema to sports to culture to education – Bangla is ahead in every field. Bangla is the only State in India to boast of so many Nobel Prize winners. Bangla is the cultural capital of the country. Bangla wants to take everyone along, to love everyone. Bangla will always hold its head high, will fight to survive, she said.

Biswa Bangla Sharad Samman 2018 announced

The State Government has announced the Biswa Bangla Sharad Samman for the year 2018.

The organisers as well as the people wait with bated breath for the announcement of the winners of these prestigious awards.

Here is the list of winners for 2018.

 

 

Joynagarer moa to be sold in foreign countries soon

Joynagarer moa, that is, moa (a type of sweet roasted-rice-based ball) from Joynagar, is a traditional favourite among Bengalis. It is available only during the winter season, when the ingredients are available. Now, with the help of the State Government, this traditional sweetmeat is going to be exported.

Being unique to Joynagar in South 24 Parganas district, the sweetmeat got a geographical indication (GI) tag, for which process the Bengal Government had played an active part.

Over the last few years, this unique sweet is being widely marketed. Significantly, it is available in the Biswa Bangla Stores at the airports, as a result of which foreign tourists too have got a taste of it, and have appreciated it as well.

This goodwill would now be put to good use, as packets of moa are going to be exported.

Packets would also be more widely available in the state, in shopping malls, departmental stores and big sweet shops.

Source: Bartaman

এবার বিদেশে পাড়ি দেবে রাজ্যের জি.আই. প্রাপ্ত জয়নগরের মোয়া

বাংলার রসগোল্লার মতেই বাঙালির অত্যন্ত প্রিয় জয়নগরের মোয়া। রসগোল্লার আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের খেতাব (জিআই) পেয়েছে জয়নগরের মোয়া। আর জিআই পাওয়ার পর এই প্রথম বিদেশের বাজারে পাড়ি দিতে চলেছে ‘জয়নগরের মোয়া’।

এই ডিসেম্বরেই নলেন গুড় ও কনকচূড় ধান দিয়ে তৈরি প্যাকেট করা মোয়া দক্ষিণ শহরতলির সীমানা ছাড়িয়ে রপ্তানির জন্য পাড়ি দেবে। বিশেষভাবে তৈরি প্রতিটি প্যাকেটে ১০টি করে মোয়া থাকবে। যার একটির দাম পড়বে ২০ টাকা। পাশাপাশি এবারই প্রথম কলকাতার বড় বড় শপিং মল, বিপণি ও প্রতিষ্ঠিত মিষ্টির দোকানেও জিআই-এর লোগোসহ জয়নগরের মোয়া পাওয়া যাবে। জানা গিয়েছে, বিদেশে মোয়া পাঠানোর বিষয়ে প্রাথমিক পর্যায়ে উদ্যোগ নিয়েছে জেলা শিল্প কেন্দ্র।

দীর্ঘ লড়াইয়ের পর ২০১৫ সালের ২৩ মার্চ স্বত্ব স্বীকৃতি হিসাবে ‘মোয়ার’ জিআ‌ই পায় জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটি। তার আড়াই বছর পর প্রথম সেই জয়নগরের মোয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তুতি নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিল্প কেন্দ্র। প্রথম পর্যায়ে বাংলাদেশ দিয়ে এর যাত্রা শুরু হচ্ছে। পরবর্তী সময়ে ব্রিটেন ও অন্য দেশগুলিতে পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে।

রাজ্য সরকারের বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশনের হাত ধরে জয়নগরের মোয়া প্রথম দমদম বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণিতে জায়গা পেয়েছিল। সেখান থেকে বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেই মোয়া কিনেছেন। তার ফলে এবার চাহিদা আরও বেড়েছে। এমনিতে অনলাইনে মোয়া কেনার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে এবার বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন আগে থেকে মোয়ার অর্ডার দিয়ে রেখেছে। এছাড়া কলকাতার বেশ কয়েকটি নামী শপিং মল ও একটি মিষ্টির দোকান জয়নগরের মোয়া কিনবে বলে চুক্তি করছে।

Bengal puts up stellar show at Singapore FinTech Festival

The Singapore FinTech Festival, which was held from November 13 to 17, has turned out to be a golden opportunity for the information technology (IT) sector in Bengal.

Bengal is among the top centres in financial technology (fintech, in short) in India. Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has taken a lead in reaping the huge talent that the state has in IT.

A 27.738-acre plot, consisting of 15 smaller plots in the range of 0.248 to 4.5 acres, is being developed in New Town, on the outskirts of Kolkata, as a hub for fintech companies.

The cluster for the fintech companies, with plug-and-play infrastructure, is at a strategic location, being at a stone’s throw-distance from Biswa Bangla Convention Centre, Nazrul Tirtha, Business Club and Seniors’ Park.

All these factors have led to Bengal being invited to the Singapore FinTech Festival. And they were highlighted during a presentation by the State Government on November 13.

The Bengal pavilion set up at the festival contains attractive posters highlighting the progress made by the State IT Department under the leadership of Chief Minister Mamata Banerjee in the last six years.

Source: Khabar 365 Din

 

বাংলার তথ্যপ্রযুক্তিকে সিঙ্গাপুরে প্রদর্শন

ফিনান্সিয়াল টেকনোলোজি কিংবা ফিনটেকে বিশ্বের নজর কাড়ছে বাংলা। এরাজ্যে ফিনটেকের যে পরিমাণ ব্যবহার শুরু হয়েছে, তাতে আগামী দিনে শুধু দেশ কেন, বিশ্বকেও পথ দেখাতে চলেছে বাংলা।

সিঙ্গাপুরে নভেম্বরের ১৩-১৭ তারিখ হয়ে গেল ফিনটেক ফেস্টিভ্যাল। রাজ্য তথ্যপ্রযুক্তির বিস্তারের জন্য যেভাবে কাজ করেছে, তাঁর জন্য এই ফেস্টিভ্যালে জায়গা পেল রাজ্য। ফিনটেকে বাংলার যে বিপুল সম্ভাবনা রয়েছে সেই কথাই তুলে ধরলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব।

তথ্যপ্রযুক্তিকে ছড়িয়ে দিতে যেভাবে নিউটাউনকে গড়ে তলা হয়েছে, তাতে আগামী দিনে এই জায়গাই সারা দেশের মধ্যে প্রথম হয়ে উঠতে পারে।

ইতিমধ্যেই নিউটাউনে ফাইনান্সিয়াল হাবের জন্য বরাদ্দ করা হয়েছে জমি, যেখানে এখন পর্যন্ত ২৩টি ব্যাঙ্ক তাদের জায়গা পেয়েছে। নিউটাউনে গড়ে তলা হয়েছে কনভেনশন সেন্টার। এছাড়াও সেক্টর ফাইভে যেভাবে তথ্যপ্রযুক্তির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেটাও তুলে ধরা হয় এই মেলায়।

Banglashree: Biswa Bangla puts stories from Sahaj Path on handloom sarees

Biswa Bangla stores are going to get another addition – Banglashree – which is a line of handloom sarees with designs based on stories from Rabindranath Tagore’s ever popular children’s book, Sahaj Path.

The nomenclature is by none other than the Chief Minister, Mamata Banerjee, whose contribution to creating names and logos of various Government schemes and products have been widely appreciated.

The designer sarees are going to hit the stores before or during this Durga Puja. Plans are also afoot to export these sarees.

The Research and Development Wing of the Biswa Bangla Marketing Corporation Limited and the craftsmen are consulting and trying out the designs to be used for the final products. The Chief Minister is also taking an active interest in the designing process.

Designs other than those based on Sahaj Path are going to be incorporated into this new line of sarees.

Craftspeople in the State have welcomed this new concept, and are excited about its prospects. They are also being encouraged to come up with newer concepts by Biswa Bangla Corporation.

Biswa Bangla, another of Mamata Banerjee’s many contributions, has done a yeomen’s service in popularising worldwide traditional goods from Bengal – be it textile items or handicrafts or foods.

 

 

Image: biswabangla.in

 

 

‘বাংলাশ্রী’ – সহজপাঠ এবার বাংলার তাঁতের শাড়িতে

বাংলার শাড়িতে এবার মিলবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৈরী শাড়ির নাম দিয়েছেন ‘বাংলাশ্রী’।পুজোর আগে বা পুজোর সময়ে এই শাড়ি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। দেশ–বিদেশেও পাঠানো হবে এই শাড়ি।

বিশ্ব বাংলা নিগমের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের অফিসাররা ইতিমধ্যেই তাঁতশিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের শাড়ির নকশা দেখছেন এবং নিজেরাও নানান নকশা বলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীকেও বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে। জোর দেওয়া হয়েছে গুণগতমানের ওপর। সহজপাঠ ছাড়াও নানান নকশার কথা ভাবা হচ্ছে।

বাংলার শিল্পীরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, এর মাধ্যমে তারা নতুন শিল্পসৃষ্টির অনুপ্রেরণা পেয়েছেন। তাদের শিল্পনৈপুণ্য পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে।

 

Brand Chitpore to patronise traditional attar, surma and zarda makers

The famed attar-makers of Chitpore are a vanishing tribe. So are the traditional surma and zarda makers.

There was a time these craftsmen were much in demand for their skill and knowledge, be it at kings’ courts or in zamindar’s houses. It was traditional business, passed down from generation to generation.

Now, Biswa Bangla Marketing Corporation, part of the Bengal Micro, Small and Medium Enterprises and Textiles Department, has taken it upon itself to identify the families skilled in the making of these items in Chitpore and promote them, by linking them with the State Government schemes, both in the national and the international markets.

These items from Chitpore are already being sold at the Biswa Bangla stores, and the numbers are very encouraging too. During 2014-15, Rs 17 lakh worth attar was sold, which rose to Rs 40 lakh during 2015-16.

During 2014-15, 44,000 attar-scented soaps were sold, a number which leapt to 10 lakh in 2015-16. Similarly, for surma, the sales climbed from Rs 88,000 to Rs 1 lakh.

The demand for attar and surma from Chitpore rose by 54 per cent and 94 per cent, respectively. Hence, the department has planned these ventures to further cultivate these traditional manufacturers.

Through these enterprises, the State Government is creating ‘Brand Chitpore’ – preserving the rich culture and heritage of Bengal.

The Biswa Bangla brand is the brainchild of Chief Minister Mamata Banerjee and it has set a benchmark in India for promoting, selling and preserving the traditional arts and crafts of a State.

 

 

 

এবার বিশ্ববাংলার দরবারে চিৎপুরের আতর, সুর্মা

 

চিৎপুর বরাবরই বিখ্যাত ছিল আতর ,সুর্মা প্রস্তুতকারীদের জন্য।

সে ছিল এক কলকাতা, যখন শৌখিন বাবুয়ানি চিৎপুরের বাছাই করা আতরের খুশবুতে মাতোয়ারা হতো। বহুদিনধরে বংশপরম্পরাগত ভাবে এই ব্যবসা চলে আসছে।

রাজ্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অন্তর্গত বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশনের তত্বাবধানে প্রকৃত কারিগর পরিবারগুলিকে চিহ্নিত করা, তাঁদের সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করা এবং দেশি ও বিদেশি বাজারে তাদের তুলে ধরার কাজ শুরু করেছে।

বিশ্ব বাংলার বিপণিগুলিতে ‘চিৎপুর’ ব্র্যান্ড-এ শুরু হয়েছিল খাস চিৎপুরের আতর, আতরের তৈরি সাবান, সুর্মা, গোলাপ জলের বিক্রি দিয়ে । তাতেই দু’বছরের মধ্যে কিস্তিমাত।

বিশ্ব বাংলার শোরুমগুলির পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৪-’১৫ সালে ১৭ লক্ষ টাকার আতর বিক্রি হয়েছিল। ২০১৬-’১৭ সালে তা দাঁড়িয়েছে ৪০ লক্ষ টাকা। আতরের সুগন্ধী সাবান ২০১৪-’১৫ সালে বিক্রি হয়েছিল ৪৪ হাজার। গত আর্থিক বছরে তা হয়েছে ১০ লক্ষ! সুর্মার বিক্রি বছরে ৮৮ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষে। গত দু’বছরের চিৎপুরের আতরের চাহিদা ৫৪% ও সুর্মার চাহিদা ৯৪% বেড়েছে।

এই সাফল্য দেখে চিৎপুরের জর্দা আর গিলে করা পাঞ্জাবীর ঐতিহ্যকেও উদ্ধার করা নিয়ে ভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েক ঘর শিল্পীকেও চিহ্নিত করা হয়েছে যাঁরা বংশ পরম্পরায় এই কাজ করে এসেছেন।

বিশ্ববাংলা ব্র্যান্ড মূলত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্ভাবন এবং এটি রাষ্ট্রীয় ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্পের প্রচার, বিক্রয় ও সংরক্ষণের জন্য ভারতে একটি বেঞ্চমার্ক স্থাপন করেছে।

 

 

Bengal CM launches Misti Hub in Bardhaman

On Friday, after inaugurating a new district in Paschim Bardhaman, Chief Minister Mamata Banerjee inaugurated a Misti Hub in Bardhaman with a remote control from the Asansol Police Line.

The Misti Hub has come up at an approximate cost of around Rs 2.51 crore. The Misti Hub will have 15 shops. Banerjee had announced the Misti Hub while inaugurating Maati Utsav in Bardhaman in 2016. She had directed the concerned officials to take necessary steps so that the construction work could be completed on time. Following the Chief Minister’s instructions, the construction work was done on a war footing. Ever since the announcement, the members of Bardhaman Sitabhog Mihidana Traders’ Welfare Association (BSMTWA) started receiving orders for sweets including langcha, mihidana and sitabhog.

The announcement of constructing of Misti Hub has already seen a tremendous response from the people across the state. The decision of constructing a Misti Hub was taken after considering the business potential of the locally-made traditional sweets in various parts of the state. The traditional sweets of Bardhaman would be sold in small packets in all the outlets of Biswa Bangla.

The Bengal Chief Minister also announced that the same sweets will also be marketed abroad. A member of the BSMTWA said that a particular standard will be maintained to prepare the sweets in the hub. He also said that they have also got the GI certification that will allow no one else to use the technique to prepare sitabhog and mihidana.

 

বর্ধমানে মিষ্টি হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার আসানসোলের এক জনসভায় পশ্চিম বর্ধমানকে রাজ্যের ২৩তম জেলা হিসেবে স্বীকৃতি দেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি আসানসোল পুলিশ লাইন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বর্ধমানের মিষ্টি হাবের উদ্বোধন করেন।

এই মিষ্টি হাবটি তৈরী করতে আনুমানিক খরচ হয়েছে ২.৫১ কোটি টাকা। এই মিষ্টি হাবে থাকছে ১৫টি দোকান। ২০১৬ সালে বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রী এই মিষ্টি হাব তৈরীর কথা ঘোষণা করেন। তিনি আধিকারিকদের নির্দেশ দেন নির্ধারিত সময়ের মধ্যে মিষ্টি হাবের নির্মাণ সম্পূর্ণ করার। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়েছে মিষ্টি হাব। উদ্বোধনের পর থেকেই বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন ল্যাংচা, মিহিদানা ও সীতাভোগের অর্ডার পাওয়া শুরু করেছে।

মিষ্টি হাব তৈরীর কথা ঘোষণার পর থেকেই সারা রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মিষ্টিগুলোর ব্যাবসার প্রবল সম্ভবনা দেখেই তিনি রাজ্যের বিভিন্ন অঞ্চলে মিষ্টি হাব নির্মাণের সিদ্ধান্ত নেন। ছোট ছোট প্যাকেট করে বর্ধমানের ঐতিহ্যবাহী মিষ্টি বিশ্ব বাংলার স্টলে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, বিদেশেও পাড়ি দেবে এই মিষ্টি। বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসনের এক সদস্য বলেন, এই হাবে যে মিষ্টি তৈরি করা হবে, তার গুনমান বিচারের জন্য থাকবে সুনির্দিষ্ট মাপকাঠি। তারা জিআই সার্টিফিকেটও পেয়ে গেছেন, যার ফলে সীতাভোগ ও মিহিদানা তৈরীতে তাঁরা যে পদ্ধতি অবলম্বন করবেন, সেটা আর কেউ করতে পারবে না।

 

Biswa Bangla outlet in China by July this year

The state government is going to set up a Biswa Bangla outlet at Kunming Changshui International Airport in China this July. A Memorandum of Understanding (MoU) in this regard was signed recently in the state administrative headquarters at Nabanna.

A Chinese delegation had attended the Bengal Global Business Summit (BGBS) held in January and expressed its willingness to invest in Bengal. After BGBS, a Chinese had come to the city and held talks with businessmen and senior officials of the Industry department. Senior state government officials felt that opening of the stall would start a new chapter and would showcase some of the typical products from Bengal.

It may be recalled that after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took special measures to revive the nearly-forgotten products like Muslim and sital pati along with utensils made of bell-metal. The mask industry of Purulia and South Dinajpur also witnessed a revival. The artisans were looked after. The weavers who produced Muslins for generations were not only taken care of but also given elaborate training by reputed fashion designers.

Now, along with Muslin sarees, kurtas, pyjamas, tops for women, pillow covers and bed linens have become immensely popular.

 

বিদেশের মাটিতে এই প্রথম বিশ্ববাংলা বিপণি

এই প্রথম দেশের বাইরে চালু হতে চলেছে বিশ্ববাংলা স্টল। এবার বিশ্ববাংলা স্টল জায়গা পাচ্ছে কমিউনিস্ট চিনে।ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে চিনের একটি মউ চুক্তি স্বাক্ষরও হয়েছে।

আগামী জুলাই মাসের মধ্যেই চিনের মাটিতে বিশ্ববাংলার স্টল তৈরির কাজ শেষ হবে।  চিনের কানমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশ্ববাংলা স্টল।

পুরুলিয়ার মুখোশ কোচবিহারে শীতলপাটি ,ডোকরা, বাংলার মসলিন শাড়ি, কাঁসার বাসন থেকে বর্ধমানের মিহিদানা, সীতাভোগ এবার জায়গা পাবে সুদূর চিনে।  মুখ্যমন্ত্রীর বিশ্ববাংলা ব্র্যান্ড এবার সত্যিই পৌঁছচ্ছে বিশ্বের দরবারে।  বাংলার শিল্প সংস্কৃতি থেকে খাদ্য সম্ভার এবার জায়গা করে নেবে কমিউনিস্ট চিনে।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল বিশ্ববাংলা ব্র্যান্ডের মধ্যে দিয়ে রাজ্যের হারিয়ে যেতে বসা হস্তশিল্পকে পুনরুজ্জীবিত করা ও এই পণ্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরা। পাশাপাশি এই শিল্পের সঙ্গে জড়িত শিল্পীরাও যাতে উপকৃত হয় সেইদিকেও নজর রাখা।

কলকাতায় দমদম  বিমানবন্দর ,ঢাকুরিয়া ,দক্ষিণাপণে এবং বাগডোগরায় রয়েছে বিশ্ববাংলা স্টল।

 

Bengal Govt to set up exclusive shopping mall for products made by self-help groups

The Bengal Government has decided to develop a shopping mall off the Eastern Metropolitan Bypass exclusively to let Self Help Group members from the districts get a permanent place to sell their produce round the year.

The State Self Help Group minister, said in the Assembly on Tuesday that a shopping mall with all sorts of modern facilities will be constructed. Members of Self Help Groups will be allowed to display their produce alternatively for a month in the shops.

The Minister said that a 15 cottah land has been bought from the Kolkata Improvement Trust at a cost of Rs 10 crore to set up the mall. Hooghly River Bridge Commissioners (HRBC) has been urged to carry out a study to prepare a plan to set up the shopping mall. T

here will also be a stall of Biswa Bangla in the shopping mall. The initiative will provide a permanent place to members of the Self Help Groups to sell and market their produce round the year. Usually, they get the opportunity to display and sell their produce in fairs.

At present, there are over 50 lakh Self Help Groups in the state. Members of all the groups will be getting opportunity to set up their stalls in the malls alternatively. Though the plan of the proposed mall is yet to be ready, according to the minister, it will be decorated with lights is such a way so that people gets attracted and start visiting the place.

 

স্বনির্ভর গোষ্ঠীদের নির্মিত দ্রব্য বিপণনের জন্য শপিং মল তৈরী করবে রাজ্য সরকার

স্বনির্ভর গোষ্ঠীগুলির কর্মীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। তাদের নির্মিত দ্রব্য সারা বছর বিক্রির জন্য রাজ্য সরকার কলকাতার বাইপাসের ধরে একটি মল নির্মাণ করবে।

বিধানসভায় স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দপ্তরের মন্ত্রী বলেন, এই মল তৈরির জন্য রাজ্য সরকার ১৫ কাটা জমি কিনেছে বাইপাসের ধারে। এই মল’টিতে অন্যান্য মলের মত সকল সুবিধা পাওয়া যাবে। রাজ্যের সকল স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা নিজেদের পসরা নিয়ে বসতে পারবেন এই মলে। হুগলী রিভার ব্রিজ কমিশন এই মল’টির প্ল্যান তৈরি করবে। এই মলে বিশ্ব বাংলার একটি স্টল থাকবে।

এই মুহূর্তে রাজ্যে ৫০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে।

Bengal Govt planning to have own emblem

The Bengal government is planning to have its own emblem, Chief Minister Mamata Banerjee said in the Assembly on Friday. “Many states have their own emblems and we are planning to have an emblem for our state,” she said.

The state government has logos for its various projects. Earlier Chief Minister Mamata Banerjee had sketched the logo of Sabuj Sathi project where cycles are given to the students of Classes IX to XII of state run, aided and sponsored schools. Sabuj Sathi is state’s flagship project and so far, over 35 lakh bicycles have been distributed among the students.

She had also sketched the logo of Gaitdhara. The logo of Biswa Bangla has been appreciated by all sections of people.

 

রাজ্যের জন্য নতুন লোগোর পরিকল্পনা করা হচ্ছে

পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোগো তৈরির পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একাধিক রাজ্যের নিজস্ব লোগো থাকলেও বাংলার নিজস্ব কোন সরকারি প্রতীক নেই”।

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য নির্দিষ্ট লোগো রয়েছে। ইউনিসেফ প্রশংসিত কন্যাশ্রী প্রকল্পের লোগোও মুখ্যমন্ত্রীর আঁকা যা বিদেশেও প্রশংসিত। এছাড়া জুবশ্রী, সবুজসাথী, খাদ্যসাথীর মত নানা জনপ্রিয় প্রকল্পের লোগোও তাঁর আঁকা।

গতিধারার লোগোর ডিজাইনও মুখ্যমন্ত্রীর ভাবনা। এছাড়া মুখ্যমন্ত্রীর আঁকা বিশ্ব বাংলা লোগোও শুধু জনপ্রিয় হয়নি শিল্পমহলের কাছে ভূয়সী প্রশংসিত হয়েছে।