After Durga Puja, Kali Puja immersion carnival to become another showpiece event

After the immense success of the Durga Puja immersion carnival, now another immersion carnival, or ‘bishorjon carnival’, has been conceived – for Kali Puja. This would be organised by Kolkata Police from next year, and it has the potential to become another success story.

During a recent meeting between Kolkata Police and Kali Puja organisers at Kala Mandir, this idea was agreed upon, as anything that is good and appreciated by people can take place again and again.

During the meeting, the Kolkata Police commissioner said that from this year, Kali Puja organisers can also avail the Aasaan app (like Durga Puja organisers) to get necessary clearances to organise Kali Puja.

The police requested organisers to spread awareness about the ‘Safe Drive, Save Life’ road safety awareness programme, for which they will provide hoardings.

The police also asked puja committees to take necessary steps so that pandal-hoppers do not face any trouble. With the FIFA Under-17 World Cup in full swing, many foreigners are also expected to visit Kali Puja pandals this year.

 

আগামী বছর থেকে সেরা কালী পুজো নিয়ে কার্নিভাল করবে কলকাতা পুলিশ

দুর্গাপুজোর মতো এবার সেরা কালীপুজো নিয়ে কার্নিভাল করতে চায় কলকাতা পুলিশ। আগামী বছর থেকেই এই কার্নিভাল শুরু করতে চান কলকাতা পুলিশ কর্তারা।

কলামন্দিরে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে পুলিশের বৈঠক হয়। অনেক কালীপুজো কমিটি এই কার্নিভালের দাবি জানান। পুলিশ কমিশনার জানান, “দুর্গাপুজোর মতো কালীপুজোর মন্ডপেও -সেফ ড্রাইভ সেভ লাইফ- থিম চালু করুন। এর পাশাপাশি শহরে এখন চলছে যুব বিশ্বকাপ। সেই কারণে প্রচুর বিদেশী শহরে এসেছেন, তাই, দুর্গাপুজোর মতো কালী পুজোতেও ফুটবলের থিম রাখুন।”

এই বৈঠকে কলকাতা পুরসভা, সিইএসসি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দমকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও এবার থেকে সেরা পুজো বাছতে প্রতিযোগিতার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ।

Source: Millennium Post

Bishorjon Carnival a huge success with total viewership of over 1 crore

According to scriptures, Durga Puja may have ended on Dashami but the Bishorjon Carnival brought the festival in Kolkata to a glorious end on October 3 – in fact, more than one crore people watched it online across the world, which is a big achievement, plus of course the crores who watched the live broadcast on television and the few hundred who watched it from the stands.

The best Durga Pujas of Kolkata and its suburbs had their idols, and portions of the themes and decorations as well, loaded onto trailers as tableaux and paraded along Red Road to the rapturous applause of a huge crowd, led by Chief Minister Mamata Banerjee and some of the well-known personalities of Bengal from field of culture.

The carnival is being organised by the Bengal Government since 2016 as a way to popularise Durga Puja across the world. The carnival is slowly turning out to be a favourite among foreign tourists interested in the culture and rituals of Bengal.

This year, 66 Durga Puja organisers participated, up from 39 last year. The history and culture of Bengal and unity in diversity – which has been an ever-present aspect of Bengal over the ages – as well as current issues and aspects of the State Government’s work were on display through the numerous tableaux.

Chhau dance, FIFA Under-17 World Cup, Kanyashree, Safe Drive Save Life, Sabuj Sathi, baul singers belting out their mesmerising numbers and many other themes were on display.

Something which grabbed the attention of everyone this year was the presence of women dhakis (‘drummers’) dressed in wonderful sarees with almost all the tableaux.

অনলাইন মিলিয়ে বিসর্জন কার্নিভ্যাল দেখেছে ১ কোটি মানুষ

রেড রোডে বিশ্বের সেরা পুজো কারনিভ্যালের সাক্ষী রইল ১ কোটি মানুষ। রেড রোড জুড়ে বসার জায়গা উপচে উঠে, ওয়েবকাস্টিং এবং টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে বিশ্বের নানান প্রান্তে থাকা কোটি কোটি মানুষ ওইদিন উপভোগ করলেন বাংলার বিসর্জন কারনিভ্যাল। রাজ্য সরকারের উদ্যোগে দ্বিতীয়বার অনুষ্ঠিত হওয়া এই কার্নিভ্যালকে লেন্সে বন্দী করতে অসংখ্য বিদেশী পর্যটক, ফোটোগ্রাফার ভিড় করেছিলেন রেড রোডে।

সেখানে বাংলার ৬৬টি সেরা পুজোর উদ্যোক্তারা তাদের পুজো পরিক্রমাকে শৈল্পিক ধাঁচে কার্নিভ্যালে অংশগ্রহণ করে বিশ্ববাসীর কাছে বাংলার সর্বধর্ম সমন্বয়ের ছবিটিই তুলে ধরলেন। তুলে ধরলেন বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে।

বিশ্বের সেরা জনপরিষেবামূলক প্রকল্প কন্যাশ্রী রাষ্ট্রসংঘের মঞ্চে সেরার শিরোপা পেয়েছে। কন্যাশ্রী বা অনূর্ধ্ব ১৭ যুব ফুটবল বিশ্বকাপের ট্যাবলো থেকে শুরু করে ছৌ নাচ বা বাউল সঙ্গীত, সব মিলিয়ে রেড রোডে পুজো কার্নিভ্যাল বিশ্বের সেরা কার্নিভ্যালের শিরোপা ছিনিয়ে নিল। যার একমাত্র কৃতিত্ব প্রাপ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ফেসবুকে লেখেন, ‘গতবারের সাফল্যের পর এবারও রাজ্য সরকারের উদ্যোগে ভালো কার্নিভ্যাল হয়েছে। রাজ্য সরকারের কন্যাশ্রী ও সবুজসাথীর সঙ্গে যুব বিশ্বকাপ নিয়ে পুজো কমিটিগুলির ট্যাবলোর থিম খুব ভালো লেগেছে। বহু বিদেশী পর্যটক যে বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে চাক্ষুষ করতে পেরেছে কার্নিভ্যালের দৌলতেই।’

এবারের কার্নিভ্যালের দেখার মতো ছিল মহিলা ঢাকির সংখ্যা। প্রায় প্রতিটি কমিটির সঙ্গেই তাদের দেখা যায়। মহিলা ঢাকিরা শাড়িতে সেজে জমিয়ে দেন রেড রোডের প্রাঙ্গন। কন্যাশ্রীর বিশ্বজয়ের ট্যাবলো প্রত্যক্ষ করল বিশ্ববাসী। ট্যাবলোতে সেফ ড্রাইভ সেভ লাইফ ট্যাবলো সবার নজর কাড়ে।

From next year, Bengal Govt to organise immersion carnival in all districts

After the grand success of the Bengal Government-organised immersion carnival, named  Bishorjon  Carnival, on Red Road in Kolkata over two years, the government has decided to hold similar carnivals in every district from the next year.

According to State Government sources, many Durga Puja organisers from the districts had approached the government for a place in the Red Road carnival. But it was not possible to accommodate idols of all the Puja organisers held on October 3.

As a result, to give a similar platform to the award-winning Durga Pujas of the districts, the State Government has decided to organise immersion carnivals in every district. The best 25 in each district will be allowed to participate in the respective carnivals of the districts.

Chief Minister Mamata Banerjee had started the Bishorjon Carnival in 2016. The carnival consists of tableaux of the best Durga Pujas – idols, some of the items of the decorations and dhakis (drummers) loaded on to trailers – going in a procession past a large gallery of spectators on the way to immersion.

The district authorities will be identifying suitable stretches of roads where the processions can be conducted without causing much inconvenience to common people. Also, like on Red Road, they will be decorating the roads using special lighting arrangements and flowers.

This year, idols of three best Durga Puja organisers from Howrah and one from North 24 Parganas took part in the Red Road carnival.

মিলেছে অভূতপূর্ব সাফল্য, এবার সব জেলায় কলকাতার ধাঁচে কার্নিভাল

অভূতপূর্ব সাফল্য ও গণ উন্মাদনার সাক্ষী রইল শহর কলকাতা। রাজ্যে দুর্গাপুজো কার্নিভালের সেই উজ্জ্বল কৃতিত্বকে মাথায় রেখে সরকার এবার প্রতি জেলায় পুজো কার্নিভাল চালুর কথা ভাবছে। এ ব্যাপারে প্রাথমিক চিন্তাভাবনাও সারা।

প্রশাসন সূত্রের খবর, কার্নিভালের জন্য প্রতি জেলার সেরা ২৫টি পুজোকে বেছে নেওয়া হবে। জেলা প্রশাসনের সদর দপ্তর অর্থাৎ, জেলাশাসক ও পুলিশ সুপারের যৌথ উদ্যোগে এই আয়োজন হবে। শোভাযাত্রার জন্য বিসর্জনের ঘাট পর্যন্ত নির্দিষ্ট রুটও বেছে নেওয়া হবে। সেই পথেই হবে কার্নিভাল। পুজোর সঙ্গে জড়িয়ে স্থানীয় আবেগকে গুরুত্ব দিয়ে সেই এলাকা ছুঁয়েই হবে প্রতিমা বিসর্জন। তার জন্য জেলা সদর দপ্তরেই আবেদন করতে হবে পুজো কমিটিগুলিকে।

মঙ্গলবার সন্ধ্যায় ভাসানের শোভাযাত্রার অসম্ভব সাফল্যে খুশি হয়ে রেড রোডে বসেই প্রশাসনের এহেন পরিকল্পনায় একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জেলা প্রশাসনের কাছে প্রাথমিক নির্দেশ পৌঁছে গিয়েছে।

কলকাতার পুজো কার্নিভাল দ্বিতীয় বছরে পড়ল। যত দিন যাচ্ছে, তার জৌলুস তত বাড়ছে। বিদেশি অতিথিরা পর্যন্ত তা চাক্ষুষ করতে পাড়ি জমাচ্ছেন দুর্গপাড়ের রাস্তায়। যে উৎসবে দেখে চোখ ঝলসে গিয়েছে জাপান, বার্সার ফুটবলপ্রেমী নাগরিকদের। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের প্রাক্কালে বিশ্বের ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে বাংলার বহু শিল্পীর কাজ।

Source: Millennium Post

Durga Puja Bishorjon Carnival on Red Road to be held on October 3 this year

Chief Minister Mamata Banerjee announced that carnival on Red Road with idols of goddesses Durga and her entourage will be held on October 3.

The Bishorjon Carnival, initiated by Bengal Chief Minister Mamata Banerjee, is a unique show that gives people an opportunity to all to see the best pratimas at one place.

A special procession of about 39 Durga Puja committees, who won Biswa Bangla Sharad Samman, was organised last year on Red Road on the way to the bishorjon, or immersion.

 

আগামী ৩রা অক্টোবর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে রেড রোডে

জোরকদমে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতার সবক’টি পুজো কমিটির প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ৩রা অক্টোবর রেড রোডে অভিনব নিরঞ্জনের শোভাযাত্রা হবে। সেই কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

গত বছর থেকে এই বিসর্জনের শোভাযাত্রা শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার যা সাধারণ মানুষকে একসঙ্গে সব বিখ্যাত প্রতিমা দেখার সুযোগ করে দিয়েছে। গত বছর ৩৯ টি পুজো এতে অংশগ্রহণ করেছিল।