CPI(M), Congress and BJP will cease to exist after the election: Abhishek Banerjee

“After the (2016 Assembly) election, the Opposition will go to hell! CPI(M), Congress and BJP will cease to exist!” Thundered Trinamool Congress Member of Parliament Abhishek Banerjee. He was addressing a party rally at Kanyanagar in Bishnupur block, South 24-Parganas.

He said the more the Opposition slanders the Government, the faster would the wheel of development turn. They do not have the capability to stop Trinamool. They are trying to win the Assembly election by hook or by crook.

He further said, “People have seen the development that has happened in the State with their own eyes. The Opposition won’t be able to influence them by slandering the Government. People won’t believe them.”

“Rather, the election could result in a situation where there is no Opposition in the State.”

 

ভোটের পর রাজ্যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি বলে কিছু থাকবে নাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতকাল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে কন্যানগরে একটি সভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভামঞ্চে অভিষেক বলেন, “২০১৬-র নির্বাচনের পর বিরোধীদের গঙ্গাযাত্রা হবে। রাজ্যে সিপিএম, বিজেপি, কংগ্রেস বলে কিছু থাকবেনা”।

তিনি বলেন, “বিরোধীরা যতই কু९সা করবে ততই রাজ্যে উন্নয়নের রথ ছুটবে। তৃণমূলের এই উন্নয়নের রথ থামানোর ক্ষমতা নেই বিরোধীদের। বিরোধীরা কু९সা করে ভোটে জেতার চেষ্টা করছে”।

তিনি আরও বলেন, “মানুষ উন্নয়ন নিজের চোখে দেখছে। কু९সা করে মানুষের সেই দেখাকে মিথ্যা প্রমাণিত করা যাবে না। মানুষ ওদের বিশ্বাস করবেনা”।