Sister Nivedita’s 150th birth anniversary celebrations begin

The 150th birth anniversary of Sister Nivedita will be celebrated by the state government in a grand manner. The inaugural function was held at Sisir Mancha on Friday, where state Education minister Partha Chatterjee and president of Bagbazar Math Swami Nityamuktananda were present.

The state government has set up a committee, comprising dignitaries of Ramakrishna Math and Mission including general secretary Swami Suhitananda, assistant secretary Swami Suvirananda and Swami Suvakarananda for the celebrations.

It was Chief Minister Mamata Banerjee who took special interest in acquiring and renovating the house of Sister Nivedita at 16 Bosepara Lane and hand it to Ramakrishna Sarada Math. The Chief Minister also acquired Roy Villa in Darjeeling, where Sister Nivedita died on October 13, 1911, and handed it over to Ramakrishna Mission.

A programme will be held at Bosepara Lane, where renovation of the building is being carried out in full swing. Noted personalities of the 19th century – from Tagore to Jagadish Chandra Bose, Aurobindo Ghosh to Gopal Krishna Gokhale – used to visit the house.

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের সূচনা করল রাজ্য সরকার

আজ ভগিনী নিবেদিতার ১৫০ তম জন্ম শতবর্ষ উপলক্ষে শিশির মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বাগবাজার মঠের সভাপতি স্বামী নিত্যামুক্তানন্দ।

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের জন্য রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে আছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী সুহিতানন্দ, সহ সম্পাদক স্বামী শুভিরানন্দ এবং স্বামী শুভাকরনন্দ মহাশয় সহ অন্যান্য প্রতিনিধিরা।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই রাজ্য সরকার ভগিনী নিবেদিতার বোসপাড়া লেনের বাসস্থান সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেই বাড়িটি তুলে দেওয়া হয়েছে  রামকৃষ্ণ মিশন ও মঠকে। দার্জিলিঙের রায় ভিলা, যেখানে ভগিনী নিবেদিতা শেষ নিশ্বাস ত্যাগ করেন, সেই বাড়িটিও তুলে দেওয়া হয় রামকৃষ্ণ মিশন ও মঠকে।

বোসপাড়া লেনে যেখানে ভবনের সংস্কারকাজ পুরোদমে চলছে সেখানেও একটি অনুষ্ঠান হবে।  উল্লেখ্য, ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট ব্যক্তিত্ব – রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জগদীশ চন্দ্র বসু, অরবিন্দ ঘোষ গোপালকৃষ্ণ গোখলে – সকলেরই এখানে যাতায়াত ছিল।

WB CM announces formation of development boards for three more Hill communities

Jubilation erupted among the Kami, Damai and Sarki communities when Chief Minister today announced their respective development boards at Chowrasta in Darjeeling. She made this announcement at a programme organised to celebrate the 202nd birth anniversary of poet, Bhanubhakta Acharya.

Attending the 202nd birth anniversary of poet at Chowrasta in Darjeeling, West Bengal Chief Minister Mamata Banerjee said that Government will hold a cabinet meeting in Darjeeling.

In keeping with the occasion, school children presented a Saraswati Bandana and read the Ramayana paath.

During the occasion, four Sahitya Academy recipients were felicitated by the state government. They included Gupta Pradhan from Darjeeling, Shankhar Pradhan from Bagrakote, Sanjeev Chettri from Kurseong and Shankhar Deo Dhakal from Gangtok.

 

আরও তিন সম্প্রদায়ের উন্নয়ন পর্ষদ বোর্ড গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দার্জিলিঙের চৌরাস্তায় এদিন আরও তিনটি উন্নয়ন পর্ষদ বোর্ড গঠনের কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামি, দমই এবং সরকি উপজাতিদের জন্য তিনটি উন্নয়ন পর্ষদ বোর্ড গঠনের কথা ঘোষণা করার সঙ্গেই সঙ্গেই জয়ধ্বনি পরে যায়। গতকাল কবি ভানু ভক্তের ২০২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন যে দার্জিলিংয়ে একটি মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি।

অনুষ্ঠানে সঙ্গে তাল মিলিয়ে, স্কুলের বাচ্চারা একটি সরস্বতী বন্দনা উপস্থাপন করে।

অনুষ্ঠানে সময় চার সাহিত্য একাডেমী প্রাপকদের রাজ্য সরকার সংবর্ধিত করে। এরা হলেন দার্জিলিঙের গুপ্ত প্রধান, বাগরাকোটের শঙ্কর প্রধান, কার্শিয়াঙের সঞ্জীব ছেত্রী এবং গ্যাংটক থেকে শঙ্কর দেও ছেত্রি।

 

West Bengal Govt celebrates Bhanu Bhakta Acharya’s Birth Anniversary at Darjeeling

The State Government celebration of the 202nd Birth Anniversary of poet Bhanu Bhakta Acharya was held today at Chowrasta in Darjeeling in presence of the Hon’ble President of India, who was the Hon’ble Guest on the occasion.

Hon’ble West Bengal Governor K N Tripathi was present on the occasion.

The celebration of the Birth Anniversary of poet Bhanu Bhakta Acharya is being organised in a grand scale on the initiative of the Chief Minister Mamata Banerjee.

Bhanubhakta Acharya is among the eminent literary personalities in Nepal and also the first Nepali poet who translated the great Indian epic `Ramayana` from Sanskrit to Nepali. Adi Kavi as he is popularly called Bhanubhakta Acharya, was born in 1814 A.D in Chundi Ramgha, Tanahu district and was educated at home by his grandfather, Shri Krishna Acharya. His father Dhananjaya Acharya was a government official who worked for General Amar Singh Thapa Governor of Palpa in western Nepal. He was one of the greatest poet in history of Nepal.

দার্জিলিঙে কবি ভানু ভক্তের জন্মবার্ষিকী পালন করল রাজ্য সরকার

আজ কবি ভানু ভক্তের ২০২ তম জন্মবার্ষিকী পালন করল রাজ্য সরকার। অনুষ্ঠানটি হয়েছে দার্জিলিঙের চৌরাস্তায়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাননীয়া মুখ্যমন্ত্রীকবি ভানু ভক্তের জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেছে মহাসমারোহে।

ভানু ভক্ত নেপালের কবি ও লেখকদের মধ্যে খুব জনপ্রিয় ব্যক্তি। তিনি প্রথম নেপালি কবি যিনি রামায়ণ কে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। ভানু ভক্ত আদি কবি হিসেবে বেশি পরিচিত। তিনি ১৮১৪ সালে জন্মগ্রহণ করেন তানাহু জেলায়। তার বাবা ধনঞ্জয় আচার্য ছিলেন একজন সরকারী কর্মী। তিনি পশ্চিম নেপালের রাজ্যপাল অমর সিং থাপার সঙ্গে কাজ করেছিলেন।

 

Truth about Netaji must come out through documentation & proof: WB CM

Today is the 119th birth anniversary of the Netaji Subhas Chandra Bose, one of the greatest freedom fighters India has produced.

The West Bengal Government celebrates his birth anniversary with much fanfare. Three-day celebrations of ‘Subhas Utsav’ is being held in every corner of the State.

This is the third year in a row that the official celebrations by the West Bengal Chief Minister Ms Mamata Banerjee are being held at the Mall in Darjeeling. The Chief Minister inaugurated the programmes at 12 pm.

Incidentally, the West Bengal Government last year became the only State Government to declassify is the only State Government to declassify all files related to Netaji.

On her Twitter page, WB CM wrote:

The salient points of the Chief Minister’s speech are as follows:

  • The country deserves to know what happened to Netaji, who fought for the independence of our country.
  • 75 yrs ago Netaji left the country but we still don’t know what happened to him after that; people deserve to know the truth.
  • We want to see the files which would bring to light the details of Netaji after he left this country.
  • Netaji must be given the title of ‘Leader of the Nation,’ he deserves this honour.
  • The truth about Netaji must come out through documentation and proof.
  • It is our responsibility towards the youth and the future generations to share with them the truth about Netaji.
  • The national anthem, the national song and the slogan, ‘Jai Hind’ all came from Bengal. We are proud of our heritage.
  • We congratulate all the people of Darjeeling who work hard to develop the region. That should be our only aim.
  • We have spent Rs 131 crore already for the Tamang, Sherpa, Lepcha, Bhutia and Mangar Development Boards.
  • Two more development boards – for the Limbu and Khanbu-Rai communities – will soon be formed.
  • Netaji was a true leader of the nation. A true leader does not need to reiterate that he is a leader.

 

নেতাজির শেষ জীবনের সত্যতা প্রকাশ্যে আসা উচিতঃ মুখ্যমন্ত্রী 

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম মহান নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আজ ১১৯তম জন্মবার্ষিকী।

পশ্চিমবঙ্গ সরকার নেতাজির জন্মদিবস আড়ম্বরে পালন করে থাকে। এই উপলক্ষে তিনদিন-ব্যাপী ‘সুভাষ উতৎব’ সারা রাজ্যে পালন করা হচ্ছে।

এই নিয়ে তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মবার্ষিকী দার্জিলিং-এর ম্যালে উদ্ঘোধন করলেন। দুপুর ১২-টায় এই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা কিনা নেতাজি সংক্রান্ত যাবতীয় গোপন ফাইল প্রকাশ করেছে।

 

মুখ্যমন্ত্রীর ভাষনের প্রধাণ বক্তব্যঃ

  • নেতাজি দেশের জন্য লড়েছিলেন
  • নেতাজি ৭৫ বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, আর ফেরেননি
  • দেশের মানুষের নেতাজির শেষ জীবন সম্বন্ধে জানার অধিকার আছে
  • সুভাষ চন্দ্র বসু বেঁচে আছেন কিনা সেই ফাইল আমরা চাই
  • নেতাজি সুভাষ চন্দ্র বসু হলেন জাতির নেতা, দেশের নেতা
  • সম্মানের সঙ্গে নেতাজি বেঁচে থাকবেন সবার মনে
  • রটিয়ে দেওয়া হল তিনি মারা গিয়েছে বিমান দুর্ঘটনায়, তাহলে আজও কেন ডি এন এ টেস্ট কেন করা হয়নি?
  • আমাদের উন্নয়ন পর্ষদ গুলি খুব ভালো কাজ করছে
  • জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন নেতাজি
  • আপনারা গরিবদের জন্য কাজ করুন, জনতার জন্য কাজ করুন, দার্জিলিংএর জন্য কাজ করুন
  • নেতাজির সঙ্গে অন্যায় হয়েছিল, অবিচার হয়েছিল আমরা এর সুবিচার চাই, এর কৈফিয়ত চাই
  • নেতাজির সঙ্গে রাশিয়ায় কি হয়েছিল তা আমরা জানতে চাই
  • তামাং, লেপচা, শেরপা, ভুটিয়া এবং মাঙ্গার বোর্ড তৈরির জন্য আমরা ১৩১ কোটি টাকা খরচ করেছি
  • লিম্বু এবং খাম্বু-রাই সম্প্রদায়ের জন্য আরও ২টি বোর্ড তৈরি হবে
  • নেতাজি ছিলেন দেশের প্রকৃত নেতা