We want development of the Hills: Mamata Banerjee

After holding administrative meetings in different districts across the State, the Bengal Government today held its first Cabinet meeting in the Hills region, in Darjeeling.

From now on, every year, four Cabinet meetings would be held outside Kolkata – two in the Hills and two in Jangalmahal

On May 29, Chief Minister Mamata Banerjee, during a press meet in Nabanna, had said, “Every year, two Cabinet meetings will be held in the Hills and two in different districts of Jangalmahal. Therefore, both the northern and the southern districts will be covered,” she told.

“In Jangalmahal, we will hold the meetings in Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur districts.”

She met the press after the Cabinet meeting ended.

 

Salient points from the press meet:

  • Today is a historic day – the first Cabinet meeting in the Hills was held today.
  • Every year, two Cabinet meets would be held in the Hills and two in Jangalmahal. The next is in Jangalmahal.
  • A secretariat like the Uttarkanya would be built in the Hills, to be named Tenzing Norgay Bhawan.
  • From now on, all Cabinet meetings in the Hills would be held here.
  • The people of the Hills have been neglected for a long time.
  • The people of the Hills are very nice; we want development of the Hills.
  • A polytechnic college would be built in Mirik.
  • A Skill Development Centre would come up in Mirik, which would train 3,000 youths.
  • A police commissionerate is being set up in Chandannagar; this was finalised today.
  • The period for getting promotion in civil service has been decreased to every eight years.
  • We want that the people of the Hills to live well.
  • We want that Jangalmahal keeps smiling, the whole of Bengal keeps smiling.
  • Today’s Cabinet meeting was the first of the two meetings to be held in the Hills.
  • No one can stop good work from happening.
  • For 34 years nothing was done for the Hills. We should be given respect for the work we have re-started.
  • Students of the Hills can study whatever they want. Bengali has not been made compulsory.
  • The people of the Hills want that we come back again and again.

 

 

আমরা পাহাড়ের উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭৪ সালে দার্জিলিঙে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছিল। ৩৩ বছর পর আবার শৈলশহরে মন্ত্রীসভার বৈঠক হল।

গত ২৯ মে নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড় ও জঙ্গলমহলে মন্ত্রীসভার বৈঠকের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বছরে ২ টি বৈঠক হবে। এছাড়া জঙ্গল্মহলের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকও হবে।

আজ দুপুরে দার্জিলিঙের রাজভবনে হয় এই বৈঠক। বিভিন্ন মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গত ৫ জুন উত্তরেবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিন মিরিকে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী, সেখানে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। আগামী ৯ জুন কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ পাহাড়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হল। আজকের দিনটি ঐতিহাসিক দিন
  • এখন থেকে বছরে পাহাড়ে ২টি এবং জঙ্গলমহলে ২টি বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে জঙ্গলমহলে
  • উত্তরকন্যার মত পাহাড়ে নতুন সচিবালয় তৈরি হবে যার নাম হবে তেনজিং নোরগে ভবন
  • এবার থেকে এখানেই মন্ত্রী সভার বৈঠক হবে
  • দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলিত
  • পাহাড়ের মানুষ খুব ভাল, আমরা পাহাড়ের উন্নয়ন চাই
  • মিরিকে পলিটেকনিক কলেজ তৈরী হবে
  • মিরিকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হচ্ছে যেখানে, ৩০০০ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • চন্দননগরে পুলিশ কমিশনারেট হবে – আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল
  • সিভিল সার্ভিস পরীক্ষায় পদন্নোতির সময়সীমা কমানো হল। এখন থেকে ৮ বছরেই পদন্নোতি হবে
  • প্রতিযোগিতা হোক উন্নয়নের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে
  • আমরা কোন বিরোধ চাই না, আমরা চাই পাহাড়ের মানুষ ভালো ভাবে থাকুক
  • আমি চাই জঙ্গলমহল ভালো থাকুক, সারা বাংলা ভালো থাকুক
  • আজকের এই বৈঠক দার্জিলিঙের গর্ব
  • ভালো কাজ কেউ রুখতে পারে না
  • ৩৪ বছর কোন কাজ করেনি, আমরা যা কাজ করছি, সেজন্য ওদের তো আমাদের সম্মান করা উচিত
  • পাহাড়ের লোকজনের যা ইচ্ছে তাই নিয়ে পড়াশোনা করবে, বাংলা আবশ্যক করা হয়নি
  • পাহাড়ের মানুষ চায় আমরা বারবার পাহাড়ে আসি

 

 

 

Students take part in Bengal CM’s administrative review meeting in Birbhum

Bengal Chief Minister Mamata Banerjee chaired the administrative review meeting for the Birbhum district at Bolpur on Monday.

In the meeting, she highly appreciated the Birbhum district administration for executing various development and welfare programmes. Apart from government officials, a group of students from Visva-Bharati University were present in the administrative meeting.

The Chief Minister said the state government would provide Rs 2.5 crore to each district to improve traffic infrastructure. She once again urged senior police officers to bring down road accidents by enforcing the guidelines given under “Safe drive save life” scheme.

The Chief Minister laid the foundation of the Rampurhat Medical College and Hospital. “The construction of the proposed hospital will begin shortly and once completed, locals will get every kind of treatment free of cost,” she said. She said in the past six years, despite financial constraints, the state government has made healthcare facilities free in the state. “Costly treatment is being offered in state-run hospitals free of cost. The institutional delivery has gone up and child mortality has come down in the state over the past six years.”

The instructed the hospital authorities to maintain proper contact details of the patients admitted to the hospital from other states. “Record of patient/families’ address should be maintained so that information can be provided. Their permanent address, current residential address should be recorded,” she said.

Later in the evening, in a Facebook post she said:

“Now we have started inviting university students to administrative review meetings in the districts to let them have a first-hand feel of how this unique exercise of review of government schemes is made with field-level functionaries in presence of senior officers.

First, it was Rabindra Bharati University at Howrah.

Today, it was Viswa-Bharati in Bolpur.

Everywhere, we are getting very positive response from the students.”

 

বীরভূমের প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন ছাত্রছাত্রীরা

সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে জেলা প্রশাসনের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও বিশ্ব ভারতীর বেশ কয়েকজন ছাত্রছাত্রীও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে।

মুখ্যমন্ত্রী জানান প্রতিটি জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য ২.৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে পুলিসকে আরও কড়া হতে বলেন। জেলার প্রতিটি ট্রাফিক মোড়ে একটি করে ওয়াচ টাওয়ার করার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করেছেন এদিন। প্রশাসনিক বৈঠকের শেষে ৫৭টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এদিন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।  তিনি জানান খুব শীঘ্রই এর কাজ সম্পন্ন হয়ে যাবে। স্থানীয় মানুষ এখানে বিনামূল্যে সবরকম চিকিৎসা পাবে। গত ৬ বছরে আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও রাজ্য সরকার সমগ্র রাজ্যে সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু করেছে।

এই বিষয় নিয়ে একটি ফেসবুক পোস্টও করেন মুখ্যমন্ত্রী 

 

WB CM conducts administrative review meeting for Birbhum in Bolpur

Chief Minister Mamata Banerjee chaired the administrative review meeting in Bolpur today. It was held at the Gitanjali auditorium.

This is the second time that Mamata Banerjee came to Birbhum district this year; earlier, in January, she had visited the Baul Mela in Joydeb.

In keeping with the system started at the last administrative review meeting in Howrah, 50 students were invited, this time from Visva-Bharati University.

In a significant achievement, the Birbhum Zilla Parishad had, this month, received the award for being the best zilla parishad in Bengal.

 

বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ বোলপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এটি।

এই নিয়ে দ্বিতীয়বার বীরভূম জেলায় এলেন মুখ্যমন্ত্রী। এর আগে জানুয়ারি মাসে তিনি বীরভূমে আসেন সেখানে তিনি জয়দেবের মেলা পরিদর্শন করেন।

হাওড়ার প্রশাসনিক বৈঠকের মত এখানেও বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্রছাত্রীকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

উল্লেখ্য, চলতি মাসেই কাজের নিরিখে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেরা জেলা পরিষদের সম্মান আদায় করেছে বীরভূম। সেরার তকমা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে অন্যরকমভাবে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন।

 

 

Bengal Cabinet gives nod to two new police stations

The state government has decided to set up two new police stations in Malda and Birbhum. The decision has been taken in the Cabinet meeting headed by Chief Minister Mamata Banerjee on Wednesday in the state secretariat, Nabanna.

The decision has been taken to set up a new police station in Malda by bifurcating the jurisdiction under Kaliachak police station. The new police station that would be set up will be named as Mothabari police station. Jurisdiction of another new police station that will come in Birbhum will be created by bifurcating the area of Mayureswar police station. The new police station will be named as Mallarpur police station.

The decisions related to giving land to different organisations for setting up different utilities have also been taken in the Cabinet meeting on Wednesday. Around 10 cottah land will be given to the Pollution Control Board to set up their divisional office in Asansol. Around 2.56 acres of land in Kashberia and Tentulberia Mouza will also be given to India Power Corporation Haldia Limited to set up a power station. The land will be given in a lease for 30 years.

It has also been decided to recruit 969 contractual workers in the transport corporations to ensure better bus services.

 

মালদা ও বীরভূমে নতুন দুটি থানা গঠনে সম্মতি দিল রাজ্য মন্ত্রীসভা

বুধবার নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে মালদা ও বীরভূম জেলায় আরও দুটি নতুন থানা তৈরী করা হবে।
মালদা জেলার কালিয়াচক থানা ভেঙে তৈরী হবে মোথাবাড়ি থানা। একই ভাবে বীরভূম জেলার ময়ূরেশ্বর থানা ভেঙে তৈরী করা হবে মল্লারপুর থানা।
মন্ত্রীসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে জনপরিষেবা প্রদান করার জন্য বিভিন্ন সংস্থাকে জমি প্রদান করা হবে। আসানসোলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তাদের অফিস নির্মাণের জন্য ১০ কাঠা জমি দেওয়া হবে। কাশবেড়িয়া ও তেঁতুলবেড়িয়া মৌজার অন্তর্গত ২.৫৬ একর জমি ৩০ বছরের লীজে দেওয়া হবে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন হলদিয়া লিমিটেডকে। তারা ওখানে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে।
জনগণকে আরও উন্নত বাস পরিষেবা দেওয়ার লক্ষ্যে ৯৬৯ জন অস্থায়ী কর্মী নিয়োগ করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে মন্ত্রীসভার বৈঠকে।

 

Bengal CM inaugurates the third edition of Jangalmahal Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the third edition of Jangalmahal Utsav from the Medinipur College Ground in Paschim Medinipur district today. She also distributed prizes for the Jangalmahal Cup. The festival will be held from January 3 to 10.

The festival will showcase the region’s rich traditional cultural forms including dance forms like Chung, Rono-pa, Pata, Jhumur, Chhou, Bhadu-Tusu, Raibeshe and many others. Bengal’s folk music will add to the attractions. Dhamsa and madol, two popular folk percussion instruments of the State, were distributed among 480 cultural groups from 24 blocks.

Around 40 stalls and 4 pavillions will showcase and promote handicrafts from the Jangalmahal region.

The Jangalmahal Cup, organised by the State Youth Welfare Department in association with West Bengal Police, the  has been a tremendous success during the last few years. It was held in the districts of Paschim Medinipur, Bankura, Purulia and Birbhum, with competitions in sports like football, kabaddi and archery. The cultural competition included Chhou and other tribal dance forms.

 

Following are some of the key points from the Chief Minister’s speech:

  • The Jangalmahal Utsav starts today; it will showcase different forms of tribal culture.
  • I am happy that 45000 young sportspersons are participating in the Jangalmahal Cup.
  • We have allocated Rs 1 lakh per police station to organise sporting events in their areas.
  • I welcome the ruling of the Hon’ble Supreme Court banning politics of religion.
  • Life is about celebration and togetherness, not about politics and slander.
  • We do not support riots and disturbing the communal harmony. The Government will take strong action against this.
  • True religion is about respecting and loving all religions and standing by one another.
  • Bengal does not support anyone who incites violence among religions communities.
  • The Bengal Government will crack down heavily on anyone who tries to spread communal violence and disrupt peace.
  • Our Government provides benefits through Kanyashree, Sikhshashree, Yubashree, Sabuj Shree, Sabuj Sathi and many other schemes.
  • All the 553 people who received prizes today will be given jobs by the Government.
  • Kalimpong, Asansol and Jhargram will become new districts by Poila Boishakh.

 

 

তৃতীয় জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃতীয় জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল কাপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হল আজ। বিজয়ীদের হাতে জঙ্গলমহল কাপ তুলে দেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল উৎসব চলবে ৩-১০ জানুয়ারি পর্যন্ত।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠান থেকে মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জঙ্গলমহল অন্তর্ভুক্ত ২৪ টি ব্লকের ৪৮০ টি সাংস্কৃতিক গোষ্ঠীকে ধামসা-মাদল প্রদান করা হয়।

এই উৎসবে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য গীত পরিবেশিত হবে – চাং নৃত্য, রণপা নৃত্য, পাতা নাচ, ঝুমুর গান, ছাপল নৃত্য, ভাদু-টুসু, ঘোড়া নাচ, নাটুয়া নাচ, ছৌ নাচ, সারপা নৃত্য, করম নৃত্য, বাহা নৃত্য, ভুয়াং নৃত্য, লোকসঙ্গীত, পাইক-ঢালি-রায়বেঁশে নৃত্য এবং অন্যান্য লোকসঙ্গীত ও নৃত্য, অন্যান্য লোকসঙ্গীত এবং ত্রিপুরা, মণিপুর ও ওড়িশার প্রাদেশিক লোকনৃত্য।

মেলা প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন দপ্তরের ৪০ টি স্টল, সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪ টি সুদৃশ্য প্যাভিলিয়ন ও জঙ্গলমহলের ৬০ টি হস্তশিল্প বিক্রয় কেন্দ্র।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ এখান থেকে শুরু জঙ্গলমহল উৎসবের; বিভিন্ন উপজাতির নাচ, লোকসঙ্গীত হবে এই উৎসবে

জঙ্গলমহলের ৪৫০০০ ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এরাই ভারতবর্ষ গড়বে

আমরা প্রত্যেকটি থানাকে নিজেদের এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য ১ লক্ষ টাকা দিচ্ছি

ধর্মের নাম ভোট চাওয়ার রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি

আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী ও সবুজ সাথী সহ বিভিন্ন পরিষেবা চালু করেছে

যে ৫৫৩ জন আজ পুরস্কৃত হয়েছেন তাদের সরকারি চাকরি দেওয়া হবে

পয়লা বৈশাখ থেকে কালিম্পং, আসানসোল ও ঝাড়গ্রাম নতুন জেলা হবে

 

West Bengal Govt to introduce community radio in rural areas to update farmers

The West Bengal Government is all set to introduce community radios in different rural areas to let farmers get all sort of updated “area specific” information related to agriculture.

The project will initiate with the setting up of community radio stations after demarking certain areas into four to five zones and it will be implemented all across the state including the hills with the success of the initial phase.

In first run, two community radios of different frequencies will be aired in two different areas in Bardhaman and Birbhum. Each of the community radios will be covering a radius of around 20 to 30 km radius.

The areas where there is the maximum yield compared to that of other places have been chosen for the initial phase of the project.

The state government had taken several steps after the change of guard in the state to educate farmers about the updated and modern technology.

Programmes including regular workshop for farmers where they get lessons from experts and scientists and also get information about various schemes are being organised in Mati Tirtha, in Bardhaman.

At the same time the State Agriculture Department has decided to set up automated weather stations in each and every block of the state so that farmers get weather updates without any loss of time.

 

কৃষকদের জন্য গ্রামাঞ্চলে কমিউনিটি রেডিও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার

বিভিন্ন গ্রামীণ এলাকায় কৃষকরা যাতে কৃষি সম্পর্কিত সমস্ত তথ্য পেতে পারেন সেজন্য নির্দিষ্ট এলাকায় কমিউনিটি রেডিও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার।

চার থেকে পাঁচটি অঞ্চলের মধ্যে নির্দিষ্ট এলাকায় কমিউনিটি রেডিও স্টেশন তৈরি করে এই প্রকল্পের সূচনা করা হবে এবং পরবর্তী পর্যায়ে সাফল্যের সঙ্গে সঙ্গে পাহাড় সহ সমস্ত রাজ্য জুড়ে বাস্তবায়িত হবে এই পরিষেবা।

প্রথম পর্যায়ে দুটি কমিউনিটি রেডিও বর্ধমান ও বীরভূম জেলার দুটি ভিন্ন অঞ্চলে প্রচারিত হবে। কমিউনিটি রেডিও’র প্রত্যেকটিকে প্রায় ২০ থেকে ৩০ কিমি ব্যাসার্ধের মাধ্যমে আচ্ছাদিত করা হবে।

যে এলাকায় ফলন সবচেয়ে বেশি হয় সেটিকেই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে জন্য মনোনীত করা হয়েছে।

কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

এছাড়া কৃষকরা যাতে বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের কাছ থেকে পাঠ পেতে পারে এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য পেতে পারে সেইজন্য নিয়মিত কর্মশালা সহ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বর্ধমানের মাটি তীর্থে।

কৃষকরা যাতে সময়মতো আবহাওয়ার আপডেট পেতে পারে সেজন্য রাজ্য কৃষি বিভাগ রাজ্যের প্রতিটি ব্লকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

 

WB CM chairs administrative review meeting for Birbhum

West Bengal Chief Minister, Mamata Banerjee, during her three-day visit to the districts, chaired the administrative review meeting for the Birbhum district at Bolpur today.

This is her first visit to the Birbhum district after taking oath as the Chief Minister for the second term.

Yesterday, after the district review meeting for the Purulia district at Purulia town, the Chief Minister inaugurated two power sub-stations, the Purulia town Bus stand, the Government Engineering College at Joypur, the Manbhum Cultural Academy and a youth hostel.

After the adminsistrative review meeting she paid a visit to Vishva-Bharati University on an invitation received from the authorities.

Here are the highlights of her speech at the end of the administrative review meeting:

  • The progress of development work in the district is very good
  • We are setting up ‘Gitabitan’ film city in Bolpur
  • We will take up housing project at Prantik
  • A lot of IT and other industries are coming up here. This will lead to employment generation
  • We are focused on the development of Tarapith

 

 

আজ বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনদিনের জেলা সফরে আজ বীরভূম জেলার বোলপুরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি বীরভূম জেলা পরিদর্শনে গেলেন।

গতকাল, পুরুলিয়া শহরে পুরুলিয়া জেলায় পর্যালোচনা বৈঠকের পর বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড, জয়পুর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, মানভূম সাংস্কৃতিক একাডেমী ও যুব ছাত্রাবাস উদ্বোধন করেন।

বীরভূমে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

 

এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

বোলপুরে সরকারি প্রকল্পের কাজ খুব ভাল হয়েছে

বোলপুরে গীতবিতান ফিল্মসিটি তৈরি হচ্ছে

প্রান্তিকে কয়েকটি আবাসন তৈরি করা হবে

অনেক তথ্যপ্রযুক্তি ও শিল্পতালুক তৈরি হয়েছে, এর ফলে অনেক কর্মসংস্থান হবে

তারাপীঠকে ঢেলে সাজানো হচ্ছে

 

 

WB CM to begin three-day tour of districts today

West Bengal Chief Minister Mamata Banerjee will leave for three-day tour of districts on Tuesday to hold administrative meetings. She will be visiting Purulia, Birbhum and Burdwan to hold administrative meetings and will be accompanied by senior officials and ministers.

Banerjee will hold the cabinet meeting at Nabanna Tuesday afternoon. This will the sixth cabinet meet since the new government took over in May. She will also hold two important meetings, one of which concerns the spread of dengue. Senior officials of the Kolkata Municipal Corporation (KMC) and Bidhannagar Municipal Corporation (BMC) will be present at the meeting too. Another important meeting on industry will be held on Tuesday.

The Chief Minister will leave for Durgapur Tuesday evening and will spend the night there. On August 3, she will go to Purulia to hold the administrative meeting. The administrative meeting at Bolpur will be held on August 4, while the one in Burdwan will be held on August 5. She will leave for Kolkata from Burdwan on August 5, and will meet party leaders at her residence on August 6.

 

আজ থেকে তিনদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনদিনের জেলা সফরে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন।  পুরুলিয়া, বীরভূম ও বর্ধমান জেলা পরিদর্শন করবেন এবং সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তিন জেলার উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা রয়েছে৷

মঙ্গলবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মে মাসে নতুন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এটি ষষ্ঠ মন্ত্রিসভার বৈঠক। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। ডেঙ্গু প্রতিরোধের জন্য মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার এবং বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। শিল্প নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হবে।

মুখ্যমন্ত্রী বিকেলে দুর্গাপুর যাবেন এবং সেখানেই রাত্রিবাস করবেন। ৩ আগস্ট পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন, ৪ আগস্ট বোলপুরে, ৫ আগস্ট বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ৬ আগস্ট  তিনি তার বাসভবনে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

 

Bakreswar Development Authority set up

The State Urban Development Department on Friday set up Bakreswar Development Authority (BKDA) for comprehensive development of the area. The jurisdiction of the authority covers 42 moujas, spread over 58 square kilometres across Dubrajpur block (and including Dubrajpur municipality) in Birbhum district. The authority has been formed to explore the tourism potential of the area and the economic development of people.

Accordingly, a master development plan would be prepared along with a land use development and control plan (LUDCP). This will help to develop the area systematically in accordance with the provision of the West Bengal Town and Country Planning Act, 1979.

A senior official of the Urban Development Department said it had been decided that no haphazard development would be allowed in any area. Bakreswar has tremendous potential as a tourist spot. There are many hot springs to which thousands of people go every year.

 

Image source: downtoearth.org.in

 

বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গড়ল রাজ্য সরকার

বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ তৈরি করে ওই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মাধ্যমে বক্রেশ্বর পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

দুবরাজপুর পুরসভা ও ব্লক এলাকা নিয়ে তৈরি হবে এই বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ। ৮২টি মৌজা এর অন্তর্ভুক্ত হবে। এই উন্নয়ন পর্ষদের মোট আয়তন ৫৮ বর্গ কিলোমিটার। বক্রেশ্বর এলাকার পর্যটনকে আরও জনপ্রিয় করে তোলার জন্যই সরকারের এই উদ্যোগ।

পর্ষদের প্রধান কাজ হল বক্রেশ্বরের উষ্ণ জলপ্রপাত, মামা ভাগ্নে পাহাড়সহ ছড়িয়ে থাকা পর্যটনকেন্দ্রগুলিকে সাজিয়ে পর্যটকদের কাছে তা আরও আকর্ষণীয় করে তোলা। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন।

বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গঠন করে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। সর্বোপরি একটি পর্ষদের আওতায় এনে এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটানো আরও সহজ।

Safe drinking water for all: WB Govt’s new projects in Birbhum district

The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government’s aim to provide safe drinking water for all got another boost today with the laying of the foundation stones of three projects at Damdama village in Birbhum district today by the Minister of Public Health engineering and Panchayat & Rural Development, Subrata Mukherjee.

The three projects are for supplying piped drinking water to the fluoride-contaminated ground water-affected regions of Suri-1, Suri-2 and Sainthia blocks.

As per this project, the water would be piped from the underground water of Mayurakshi River and supplied to 59 mouzas of the three blocks, covering an area of 8,303.81 hectares.

 

সকলের জন্য পানীয় জল – বীরভূমের জন্য নতুন প্রকল্প রাজ্য সরকারের

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সকলের জন্যও জল সরবরাহ নিশ্চিত করতে আজ কিছু বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হল বীরভূম জেলায়।

আজ তিনটি প্রকল্পের শিলান্যাস করলেন জনস্বাস্থ্য কারিগরি এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী সুব্রত মুখার্জি। বীরভূম জেলার সিউড়ি ১ নং, সিউড়ি ২ নং এবং সাইথিয়া ব্লকের অন্তর্গত ফ্লোরাইড কবলিত মৌজা সমূহের জন্যও নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্প।

এই জল সরবরাহের উ९স ময়ূরাক্ষী নদীর ভূ-গর্ভস্থ জল। প্রকল্পে অন্তর্ভুক্ত মৌজার সংখ্যা ৫৯ এবং  অন্তর্ভুক্ত এলাকা হল ৮,৩০৩.৮১ হেক্টর।