Irrigation Dept’s mega water supply project – 13 lakh acres over 12 districts

The State Irrigation Department, in the largest project of its kind in two decades, is going to supply water for crops in 13 lakh acres for both rabi and boro cropping seasons. Last year, the number was 10 lakh acres.

The roadmap for the project was prepared at a recent meeting of the Irrigation Minister, senior officials of the department, sabhadhipatis and irrigation karmadhyakshyas at Jalasampad Bhawan in Salt Lake.

Twelve districts will be covered. Of them, Birbhum, Bankura, Hooghly, Purba Bardhaman and Paschim Bardhaman will be supplied more water. The other districts where water will be released are Howrah, Paschim Medinipur, Parba Medinipur, Jhargram, Jalpaiguri and Purulia.

For the rabi season, the water will be released in the last week of December and for the boro season, the water will be released in the third week of January. The water will be supplied from DVC, and from check dams on Kansabati, Mayurakshi, Teesta and 28 other small and medium-sized rivers.

সাড়ে ১৩ লক্ষ একর জমিতে জল পৌঁছে দেবে রাজ্য

আগামী রবি ও খরিফ মরশুমে ১২টি জেলার প্রায় সাড়ে ১৩ লক্ষ একর জমিতে সেচের জল পৌঁছে দেবে রাজ্য সরকার। গত দু’দশকের মধ্যে যা রেকর্ড বলে দাবি করেন সেচমন্ত্রী।

সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের আধিকারিক ও জেলার সভাধিপতিদের নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ১০ লক্ষ একরের কাছাকাছি জমিতে সেচের জল পৌঁছে দেওয়া হয়েছিল।

এবার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় অতিরিক্ত পরিমাণ জমিতে জল দেওয়া হবে। রবি চাষের জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ও বোরো চাষের জন্য জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে জল ছাড়া হবে। অন্য যে জেলাগুলিতে জল পাঠানো হবে, সেগুলি হল, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও পুরুলিয়া।

মন্ত্রী জানান, ডিভিসি, কংসাবতী, ময়ূরাক্ষী, তিস্তা ও ২৮টি ছোট ও মাঝারি জলাধার প্রকল্প (চেক ড্যাম) থেকে জল দেওয়া হবে। এর মধ্যে বর্ধমানে ডিভিসি থেকে, বাঁকুড়ায় ডিভিসি ও কংসাবতী জলাধার প্রকল্প থেকে, হুগলিতে ডিভিসি ও কংসাবতী থেকে, হাওড়ায় ডিভিসি ও নিকাশি খাল থেকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কংসাবতী থেকে, পূর্ব মেদিনীপুরে নিকাশি খালের জোয়ারের কারণে প্রাপ্ত ব্যাকওয়াটার থেকে, বীরভূমে ময়ূরাক্ষী জলাধার প্রকল্প, জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে এবং পুরুলিয়ায় ২৮টি ছোট ও মাঝারি জলাধার থেকে জল দেওয়া হবে।

Source: Bartaman, Millennium Post

Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

State Govt ramping up production of eggs

To ramp up the production of eggs in Bengal, both chicken and duck, the State Government’s Animal Resources Development (ARD) Department is taking several measures.

The latest among them are the setting up of two chicken farms in Kalyani in Nadia district and in Barjora in Bankura district at a combined cost of Rs 60 crore. Then, a chicken farm in Boromoholla in Birbhum district is being renovated to augment production. At Labhpur in Birbhum district, the department is setting up a duck farm.

According to sources in the ARD Department, about 2.5 crore eggs, including chicken and duck, are required daily in the state. To ensure that the state produces the required number, various measures are being taken to encourage people to set up chicken and duck farms. All these are outlined in the Incentive Policy 2017 for poultry farmers that the ARD Department has chalked up. For augmenting production on the basis of this policy, the Finance Department has allotted Rs 2015 crore.

As part of the policy, the department is providing subsidy to the extent of Rs 80 lakh for people working towards augmenting egg production.

A person who will be producing 10,000 birds (chicken or duck) will get an incentive of upto Rs 8 lakh. Among other incentives are the requirement for only part payment of the electricity bill for farm owners, discount on the loan repayment amount and removal of stamp duty. The result of these measures, according to the ARD Department, is the submission of applications for setting up 43 poultry farms.

The government is distributing young chickens and ducklings to farmers and rural self-help groups across the state. During the current financial year (2017-18), 60 lakh young chickens will be distributed. Of this number, 12 lakh will be distributed among almost 7,000 self-help groups (SHG). West Bengal Livestock Development Corporation is primarily responsible for implementing these decisions.

 

ডিমের জন্য ৬০ কোটির দুই খামার রাজ্যের

রাজ্যে ডিমের জোগান ও চাহিদার ফারাক কমাতে এ বার রাজ্য সরকারই শুরু করছে বাণিজ্যিক উৎপাদন। কল্যাণী ও বাঁকুড়ার বড়জোড়াতে মুরগির খামার তৈরি করতে ষাট কোটি টাকা বিনিয়োগ করছে প্রাণিসম্পদ বিকাশ উন্নয়ন নিগম। ওই দু’টি খামার থেকে প্রতিদিন সাড়ে পাঁচ লক্ষ করে ডিম পাওয়া যাবে।

এ রাজ্যে প্রতিদিন ডিমের প্রয়োজন হয় আড়াই কোটির মতো। সংগঠিত ও অসংগঠিত পোলট্রি মিলিয়ে দেড় কোটির মতো ডিম পশ্চিমবঙ্গ থেকেই পাওয়া যায়। বাকি এক কোটির ঘাটতি মেটাতে দক্ষিণ ভারত থেকে ডিম আমদানি করা হয়।

প্রাণিসম্পদ বিকাশ দফতর সূত্রের খবর, নতুন ভর্তুকি নীতিতে শর্তসাপেক্ষে মুলধনী অনুদান ৮ লক্ষ টাকা ছাড়াও মেয়াদি ঋণের উপরে সুদে ভর্তুকি, বিদ্যুৎ মাসুলে আংশিক মকুব এমনকী স্ট্যাম্প ডিউটিতেও ছাড় দেওয়া হচ্ছে।

সরকার জেলায় জেলায় মুরগির বাচ্চা বিতরণ শুরু করেছে। চলতি অর্থবর্ষে (২০১৭-’১৮) ৬০ লক্ষ মুর্গীর বাচ্চা দেওয়া হবে। প্রায় সাত হাজার স্বনির্ভর গোষ্ঠীকেও প্রায় ১২ লক্ষ মুরগি ও হাঁসের বাচ্চা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তার সঙ্গে রাজ্য সরকার আর্থিক ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করায় ইতিমধ্যেই নতুন ৪৩টি পোলট্রি গড়ার প্রস্তাব জমা পড়েছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে তাতেও কমপক্ষে ৩৫ লক্ষ মুরগি থাকবে। সব মিলিয়ে এর ফলে ঘাটতি পুষিয়ে যাবে বলে আশা করছে রাজ্য।

Source: Anandabazar Patrika, Millennium Post

After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post

Watershed-based initiatives launched in districts

The Bengal Panchayat and Rural Development Department has recently launched watershed-based initiatives for livelihood augmentation in several districts.

The government has initiated watershed-based initiatives in soil and moisture conservation, plantation and livelihood augmentation in 54 blocks in Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Paschim Bardhaman districts.

It may be mentioned that the department had already taken up several schemes for watershed development for livelihood augmentation under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

 

ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ জেলায় জেলায়

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সম্প্রতি কয়েকটি জেলায় ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ শুরু করেছে জীবিকার উন্নতির জন্য।

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার ৫৪টি ব্লকে মাটি ও আর্দ্রতা সংরক্ষণ, চাষাবাদ এবং জীবিকানির্বাহের কাজ করা হচ্ছে ওয়াটারশেড ভিত্তিক পদ্ধতিতে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই ১০০ দিনের কাজের আওতায় জীবনযাত্রার উন্নয়নের জন্য ওয়াটারশেড ভিত্তিক অনেক উদ্যোগ নিয়েছে।

State Govt to provide online booking facility for its youth housing facilities

The youth hostels of the Bengal Government are being renovated by the Youth Affairs and Sports Department. Among the services to be introduced after the renovation is online booking facility for the hostels.

Eighteen housing facilities are being renovated. These facilities have been constructed in Kolkata and in the districts of North and South 24 Parganas, Howrah, Purba Bardhaman, Purba and Paschim Medinipur, Birbhum, Bankura, Purulia, Murshidabad, Alipurduar and Darjeeling.

Twenty-one more youth housing facilities are being constructed at various tourist spots of the state.

Source: Aajkal

 

যুব আবাসগুলিতে অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যুব আবাস কেন্দ্রগুলির পুনঃসংস্কার হচ্ছে। নবরূপে সজ্জিত চালু যুব আবাসের অনলাইন বুকিং পরিষেবা চালু করছে রাজ্য সরকার।

নবরূপে ১৮ টি যুব আবাস তৈরি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই যুব আবাসগুলি।

এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রে ও আরও ২১ টি নতুন যুব আবাস তৈরির কাজ শেষের পথে।

Bengal Govt allocates funds for improving school infrastructure

The Bengal Government has allotted funds worth more than Rs 50 crore to improve facilities at government and government-aided schools across Bengal. The facilities include safe drinking water, additional classrooms, boundary walls, etc.

The break-up of the developmental activities is as follows:

Rs 39 crore 2 lakh 78 thousand for additional classrooms for 422 schools in Howrah, Hooghly, Jalpaiguri, Cooch Behar, Kolkata, Malda, Murshidabad, Nadia, North and South 24 Parganas, Purulia, Siliguri, and Purba and Paschim Medinipur districts.
Rs 7 crore 52 lakh 82 thousand 800 for additional classrooms for 106 more schools in Alipurduar, Bankura, Birbhum, and Purba and Paschim Bardhaman. These 528 schools in all include primary, upper primary, secondary as well as higher secondary schools.
Rs 4.25 lakh for safe drinking water for 250 schools, including 120 primary and 130 upper primary schools.
·A few more crores have been allotted for district-wise development projects for schools.

This is a major step in Chief Minister Mamata Banerjee’s efforts to improve the standard of schools in Bengal.

Source: Bartaman

স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ রাজ্যের

বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে একসঙ্গে বহু কোটি টাকা বরাদ্দ করল স্কুলশিক্ষা দপ্তর। পুজোর আগে এই খবরে খুশি শিক্ষামহল। আড়াইশো স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহ, বিভিন্ন জেলার স্কুলে অতিরিক্ত ক্লাসরুম, সীমানা পাঁচিল প্রভৃতি তৈরির মতো বহু উন্নয়নমূলক কাজ সেই অর্থে করা হবে।

হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ৪২২টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার টাকা। এর মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক— সব ধরনের স্কুলই রয়েছে।

আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের ১০৬টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরি করতে পৃথকভাবে বরাদ্দ হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৮২ হাজার ৮০০ টাকা। এছাড়াও, রাজ্যের ২৫০টি স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ টাকা। এর মধ্যে প্রাথমিক স্কুল ১২০টি এবং উচ্চ প্রাথমিক স্কুল ১৩০টি। এছাড়াও জেলাভিত্তিক কিছু প্রকল্পের জন্য আরও কয়েক কোটি অর্থ ছাড়া হয়েছে।

Rangamati, an app for tourists in Birbhum, launched

As per the instructions of Chief Minister Mamata Banerjee, the Birbhum district police has created an app to aid the local people of Santiniketan as well as tourists. The police, along with an NGO, has also set up a scheme to help the elderly people living there. These were inaugurated on September 8.

The app is named Rangamati, or ‘red soil’, the characteristic soil of the region. It has been named so by Mamata Banerjee herself. The name of the scheme, which was inaugurated alongside the app, is ‘Ashwas’, meaning ‘hope’.

The app (can be downloaded by clicking here) is meant to help the people of, and visitors to, Santiniketan with information of all kinds about the place, bus and train services, and emergency numbers. The app also has a red button, touching which one would be able to alert the local police. The administration has said that the app would also be of great help to the students of Visva-Bharati University, who come from all corners of the country and so are naturally unaware of all the facilities available.

The scheme is meant to help the elderly people of the region, many of whom live alone. One has to enlist one’s name under the scheme. There are two helplines, calling which up one can summon any help. An ambulance is also kept ready for emergency purposes.

 

পর্যটকদের পাশ থাকতে বীরভূমে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুবিধার্থে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ। পাশাপাশি, পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শান্তিনিকেতনের একাকী, বয়স্ক ব্যাক্তিদের যে কোনও রকম সহযোগিতা করার জন্য চালু হল ‘আশ্বাস’ নামক একটি প্রকল্প। গত শুক্রবার বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এই অ্যাপ ও প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।

‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপটি যে কেউ ডাউনলোড করে তার থেকে বিশেষ করে শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকার সমস্ত তথ্য পাবেন। এ ছাড়া বাস, ট্রেন পরিষেবা, আপদকালীন জরুরি পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, এই অ্যাপে একটি লাল রঙের বোতাম থাকবে। যে কেউ বিপদে পড়লে সেই বোতাম টিপলে অত্যাধুনিক প্রযুক্তি মারফত পুলিশ সেই ব্যক্তির বিপদস্থল চিহ্নিত করে তাঁকে উদ্ধার করবে।

অন্য দিকে, অ্যপটির পাশাপাশি এ দিন শুধুমাত্র শান্তিনিকেতনের প্রবীণ ব্যাক্তিদের সাহাযার্থে একটি বিশেষ সুবিধাযুক্ত প্রকল্পের উদ্বোধন হয়। যে সমস্ত প্রবীণ বাসিন্দারা একা বসবাস করেন, তাঁদের যে কোনও রকম জরুরি পরিষেবা দিতে ‘আশ্বাস’ নামক এই প্রকল্পটি চালু হল। জানা গিয়েছে, প্রকল্পটির সুবিধা পেতে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। দুটি হেল্পলাইন নম্বর রয়েছে। এই নম্বরে যে কোনও রকম বিপদে পড়ে ফোন করলেই মিলবে সহযোগিতা। এই প্রকল্পের জন্য একটি অ্যাম্বুল্যান্সও বরাদ্দ রয়েছে।

শান্তিনিকেতন হল বিশ্বের কাছে একটি অন্যতম জায়গা। এখানে অনেক মানুষ বেড়াতে আসেন। বীরভূমেও অনেক কিছু দেখার জিনিস আছে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই অ্যাপের নাম দিয়েছেন।

Source: Anandabazar Patrika

Saugata Roy makes a Zero Hour Mention regarding the flood situation in Bengal

FULL TRANSCRIPT

I want to raise the following matter in Zero Hour.

Our State of Bengal is facing the threat of floods in six districts, namely, Birbhum, Bankura, Murshidabad, Howrah, Hooghly and Purba Midnapur. Already three people have died in three districts. A large number of villages are facing water-logging. This flood situation is man-made. The flood situation has come due to release of water from the dams of Damodar Valley Corporation (DVC).

Since Bengal is on the lower reaches of the river Damodar, our suffering is more. The water level in Tenughat Reservoir of Jharkhand is already high and the dam is likely to release more water. DVC has released 2 lakh cusecs of water in three days from Mythan and Panchet dams, both of which are situated in Bengal. The State Government has been repeatedly requesting for desilting of the reservoirs in above dams for a long time. But, the DVC, which is under the Central Government, has taken no steps. Nor has the Centre given approval to the lower-Damodar Drainage Scheme.

Madam, the flood in Bengal is man-made. The Prime Minister went for an aerial survey of floods in Gujarat and sanctioned Rs 500 crore for flood relief, which is all right. But, he did not come to visit Assam, which is badly flood-affected or Rajasthan, let alone Bengal. We want the Prime Minister to deal with all the flood-affected states on equal footing and take adequate steps for the man-made floods in Bengal.

Thank you.