State Govt boost to research with ‘Gobeshonay Bangla’ scheme

The State Government has come up with a special scheme for enabling college and university professors to conduct research in subjects of their choice, under which such researchers will get grants and all facilities for conducting their research. The scheme is called Gobeshonay Bangla.

Teachers interested in conducting research have to send detailed applications to the Education Department by September 15. After that, a special committee of the department will decide who would be given the grants.

There are a few conditions for getting the grants. The primary one is that the research has to be conducted in the State.

Topics related to agriculture, fisheries, animal husbandry, biotechnology, vocational and technical training, environment and a few others would be given special stress on while deciding grants.

Opportunities would also be given for travelling to foreign countries for research.

State plans to work on tissue culture for augmenting production of plants

State Science and Technology department is going to tie up with AYUSH department to jointly work on tissue culture to augment production of various plants. A tissue culture laboratory will be set up at Kalyani for this purpose.

The scientists will be engaged to carry out research works on “tissue culture”. The main purpose of the new project was to increase the productivity in various sectors by adopting what would be the best techniques for them to grow.

It may be mentioned here that the Biotechnology department has been carrying out research so that the vegetables and fruits are free from chemical hazards.

It has been seen that the vegetables and fruits that are supplied into various markets in the city are often found to be unhealthy, but it also affects human health as various chemical fertilisers, rich in toxic substances is often administered on the plants to augment the productivity.

The department will also carry out research on how to increase the productivity of cattle.

 

The image is representative (source)

 

গাছপালার উ९পাদন বৃদ্ধির জন্য টিস্যু কালচার প্রয়োগ করার পরিকল্পনা রাজ্য সরকারের

বিভিন্ন প্রজাতির গাছের ওপর একসঙ্গে পরীক্ষামূলক ভাবে টিসু কালচার প্রয়োগ করতে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আয়ুষ বিভাগের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে । কল্যাণীতে এই বিষয়ক একটি ল্যাবরেটরি তৈরী করা হবে।
বিজ্ঞানীরা এই কাজের ওপর গবেষণা করার জন্য নিযুক্ত থাকবে।  এই কাজের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রের উত্পাদনশীলতা কি কি পদ্ধতিতে বাড়ানো যায় তা খতিয়ে দেখা।
প্রসঙ্গত উল্লেক্ষ্য বায়োটেকনোলজি বিভাগ অনেক দিন ধরে গবেষণা করে চলেছে কি করে শাক সবজি কে  রাসায়নিক ক্ষতি থেকে মুক্ত করা যায়।
এটা  দেখা গেছে ফল ও শাক সবজি যেগুলো শহরাঞ্চলের বিভিন্ন বাজারে যোগান দেয়া হয়ে থাকে সেগুলো অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর, এতে মানুষের শারীরিক অনেক ক্ষতি হয় কারণ যে সব সার ব্যবহার করা হয়ে থাকে উত্পাদন  বৃধ্ধির জন্য, তা বেশির ভাগ ক্ষেত্রেই খুব বিষাক্ত ও ক্ষতিকারক রাসায়নিকযুক্ত।
গবাদি পশুদের কর্মক্ষমতা কি করে বাড়ানো যায় সেটাও গবেষণা করে দেখবে এই দপ্তর।

Bengal to set up three biotechnology hubs

The West Bengal Government has taken up a project to set up three biotechnology hubs across the State, which is aimed to bring in more biotechnology innovations to the State, thereby improving the socio-economic life of the people.

The Biotechnology Department of the State has already taken up an elaborate scheme to not only tie up with other departments like Agriculture, Fisheries and Food Processing to increase the productivity and quality of various products, but to also provide germ-free food to the common people.

The three proposed biotechnology hubs will come in Bardhaman, Kalimpong and Medinipur districts; they will help in the co-ordination of various departments with the Biotechnology Department in a better way.

West Bengal has a rich biodiversity of crops, vegetables, fruits, flowers and other plant resources.

 

বাংলায় তিনটি বায়োটেকনোলজি হাব স্থাপনের পরিকল্পনা রাজ্যের

রাজ্য সরকার তিনটি বায়োটেকনোলজি হাব স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এর প্রধান উদ্দেশ্য হল রাজ্যের জৈবপ্রযুক্তি জনগণের আর্থ-সামাজিক জীবন উন্নত করা।

রাজ্যের বায়োটেকনোলজি বিভাগ ইতিমধ্যে একটি বিশদ প্রকল্প গ্রহণ করেছে। শুধুমাত্র কৃষি, মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগকে একসাথে করার জন্যও নয় খাদ্যের গুনগত মান ও পরিমান বৃদ্ধি করতে এবং মানুষকে জীবাণু মুক্ত খাদ্য প্রদান করার জন্য এইসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনটি প্রস্তাবিত বায়োটেকনোলজি হাব তৈরি হওয়ার প্রস্তাব এসেছে। এগুলি তৈরি হবে বর্ধমান, কালিম্পং এবং মেদিনীপুরে। এর ফলে বায়োটেকনোলজির সঙ্গে বিভিন্ন বিভাগের সমন্বয় তৈরি হবে।

পশ্চিমবঙ্গ ফসল, সবজি, ফল, ফুল এবং অন্যান্য উদ্ভিদ সহ জীববৈচিত্র্য সমৃদ্ধ।