Trinamool hits the streets against FRDI Bill

Trinamool Youth Congress, under the leadership of TMYC National President and MP, Abhishek Banerjee, hit the streets today to protest against the FRDI (Financial Resolution and Deposit Insurance) Bill. A rally was held from Jadavpur to Hazra at 2 PM.

Trinamool has been vocal against this controversial Bill from the very beginning. Bengal Chief Minister Mamata Banerjee has written to the Union Finance Minister demanding that this Bill be withdrawn as it would take away the savings of common people entrusted to banks.

Trinamool MPs from both Houses held a dharna in Parliament premises on December 19, 2017, against the FRDI Bill. Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said that this Bill must be sent to cold storage.

 

Salient points of his speech:

BJP has been wiped out of Bengal. It is a matter of time before they are wiped out of India. Narendra Modi, who once dreamt of becoming PM by selling his Gujarat model, has suffered a drubbing in his home state. BJP has recorded its worst performance in 22 years. They even lost in Narendra Modi’s hometown. This only shows BJP will be voted out in 2019; their death knell has been rung.

On December 15, Mamata Banerjee instructed us to hit the streets against the draconian FRDI Bill. We have to reach out to the people and make them aware of its dangers. We have agitated in Parliament on this issue earlier this week. As long as Trinamool is in existence, we will not allow FRDI Bill to be passed. The Bill has already been referred to a Select Committee. We will fight till the end.

From demonetisation to Aadhaar to the hasty implementation of GST – the Centre has taken a slew of anti-people decisions. Trinamool has not maintained silence on these issues. We cannot be intimidated by threats of CBI or ED. Our protests will continue, and will become more intense in the future.

Those who cannot compete with us on the plank of development, only indulge in big talk. They are trying to create fissures in Bengal on religious lines. We will lay down our lives but never allow communal poison to spread in Bengal.

Mamata Banerjee has fulfilled the promises she made before coming to power. Narendra Modi has failed to keep his word. They raised questions about Mamata Banerjee’s governance. Her dream project Kanyashree won laurels from the United Nations.

If FRDI Bill is passed, the hard-earned deposits of people in banks are liable to be lost. There is no security. There is no difference between chit funds and BJP. Narendra Modi and Amit Shah are trying to usurp the money of people, just like chit funds. If Sudipto Sen has been arrested, why not BJP leaders?

Who are they to decide what a person will wear, what they will eat or where they will live? In the name of love jihad, they are killing people. A member of Modi’s Cabinet is a Muslim but he married a Hindu. If that is acceptable, why was Malda’s Afrazul brutally murdered? Narendra Modi must answer.

They only give speeches; they do not want Bengal to prosper. They do not want people to get the benefits of Sabuj Sathi, Sabuj Shree, Baitarani, Samabyathi, Geetanjali, Gatidhara. They budget for Beti Bachao, Beti Padhao for the entire country is Rs 100 crore. In Bengal, for Kanyashree, Mamata Banerjee has allocated Rs 1200 crore. We want people to move past the dark days of Left rule. The infamous 34 years should not come back.

During CPI(M) rule, many leaders had anti-socials among their followers, like ‘haat kata Dilip’. Now, BJP has ‘jibh kata Dilip’ who has no control over what he says. Let them attack us, as much as they want. We will continue to work for the people of Bengal.

I am a Hindu and I believe Swami Vivekananda is an icon of Hinduism. He had advocated freedom in every sphere if the society has to progress.

In other States, the entire administrative machinery is used to win elections. That is not the case in Bengal. Those who are rejected by our party are joining BJP, and they are celebrating their induction. BJP has become Bharatiya Janjaal Party. Garbage is their asset. People of Bengal are our assets.

The CPI(M) used all its might and force but could not set up Nano factory in Singur. BJP will also not be able to bulldoze the anti-people FRDI Bill.

 

 

এফআরডিআই বিলের বিরোধিতায় পথে তৃণমূল

জনবিরোধী ব্যাঙ্কিং বিল – FRDI (Financial Resolution and Deposit Insurance) Bill – এর বিরোধিতায় আজ পথে নামলো তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ একটি মিছিলের আয়োজন করেয়া হয়েছিল যাদবপুর থেকে  হাজরা পর্যন্ত।

শুরু থেকেই এই বিলের বিরোধিতা করছে তৃণমূল। এফআরডিআই বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে যে এই বিল আইন হলে ব্যাঙ্কে গচ্ছিত সাধারণ মানুষের টাকা সুরক্ষিত থাকবে না। অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবিও জানান তিনি।

গত ১৯শে ডিসেম্বর এফআরডিআই বিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন তৃণমূল সাংসদরা।

 

অভিষেকের বক্তব্যের কিছু অংশঃ 

বিজেপি এমনিতেই বাংলা থেকে মুছে গেছে, ভারত থেকে মুছে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে গুজরাতকে সামনে রেখে নরেন্দ্র মোদী ভারত দখল করার স্বপ্ন দেখেছিল, সেখানে বিগত ২২ বছরে সবচেয়ে খারাপ ফল করেছে ভারতীয় জনতা দল। নরেন্দ্র মোদীর জন্মস্থান বিব্জেপির নিজের হাতছাড়া হয়ে গেছে। এই ফলাফল এটাই প্রমাণ করে ২০১৯ এ বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে।

গত ১৫ তারিখে তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠকে আমাদের নেত্রী আদেশ নির্দেশ দিয়েছেন জনবিরোধি সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ব্যাঙ্কিং বিলের বিরুদ্ধে আমাদের সর্বস্তরের মানুষকে আন্দোলনমুখী হতে হবে। গত সপ্তাহে আমাদের সাংসদরা লোকসভা ও রাজ্যসভার বাইরে ও ভিতরে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমি কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেস এফ আর ডি আই বিল পাস হতে দেবে না। ইতিমধ্যেই এটি সিলেক্ট কমিটিতে গেছে এবং আমরা এর শেষ দেখে ছাড়বো।

নোট বাতিল, আধার, জি এস টি থেকে শুরু করে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তৃণমূল কংগ্রেস চুপ করে থাকেনি। সিবিআই, ইডি দেখিয়ে আমাদের দমিয়ে করিয়ে রাখা যাবে না। মানুষের পেতে যদি আঘাত পরে আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। দরকার হলে জেলায় জেলায়, ব্লকে ব্লকে এই আন্দোলন চলবে। আগামী দিনে এই প্রতিবাদ বৃহত্তর আন্দোলনে পরিণত হবে।

যারা উন্নয়ন নিয়ে প্রশ্ন করতে পারে না, তারা শুধু বড় বড় কথা বলে, আর বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে দ্বিখণ্ডিত করার চেষ্টা করে। আমাদের জীবন গেলে যাবে কিন্তু আমরা বাংলাকে অশান্ত হতে দেব না।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর যা কথা দিয়েছে সব কথা রেখেছে। নরেন্দ্র মোদীর সরকার একটা কথাও রাখেনি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে অনেকে প্রশ্ন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী আজ বিশ্বের দরবারে প্রশংসিত।

এফ আর ডি আই বিল চালু হলে মানুষকে না জানিয়ে তার টাকা ব্যাঙ্ক জবরদখল করে নিতে পারে। সুদীপ্ত সেন আর বিজেপির নেতাদের মধ্যে কোন পার্থক্য নেই। চিট ফান্ডের প্রতারকদের মতো ব্যাঙ্কে টাকা রাখলে আজ অমিত শাহ, নরেন্দ্র মোদীরা নিয়ে যাচ্ছে। সুদীপ্ত সেন যদি গ্রেফতার হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের বিরদ্ধে কেন কোন পদক্ষেপ নেওয়া হবে না?

কে কি খাবে? কে কি পরবে? কে কোথায় থাকবে? লাভ জিহাদের নাম করে মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে। বিজেপির মন্ত্রীসভার এক মুসলমান সদস্য যাকে বিয়ে করেছেন, তিনি একজন হিন্দু। তিনি যদি একজন হিন্দুকে বিয়ে করতে পারেন, মালদার আফরাজুলকে তাহলে কেন নৃশংস ভাবে কুপিয়া হত্যা করা হল? এর জবাব নরেন্দ্র মোদীর সরকারকে দিতে হবে।

যারা বড় বড় কথা বলে, তারা কোনোদিন বাংলার উন্নতি চায় না। তারা চায় না সবুজসাথী, সবুজশ্রী, বৈতরণী, সমব্যাথী, গীতাঞ্জলী, গতিধারার মাধ্যমে বাংলা অগ্রগতির পথে এগিয়ে যাক। বেটি বাঁচাও বেটি পড়াও-এর বাজেট সারা দেশে ১০০ কোটি, আমাদের কন্যাশ্রীর বাজেট শুধু পশ্চিমবঙ্গে ১২০০ কোটি। আমরা চাই বাংলার মানুষ এগিয়ে যাক, আমরা চাই ৩৪ বছরের কলঙ্কিত দিনগুলো যেন বাংলার মানচিত্রে আর ফিরে না আসে।

আগে সিপিআইএম আমলে নেতাদের ছত্রছায়ায় থাকত দুষ্কৃতি, হাত কাটা দিলীপ, আজ দেখছি বিজেপির জিভ কাটা দিলীপ। আগের দিলীপের হাতের ওপর নিয়ন্ত্রণ ছিল না, আজকের দিলীপের জিভের ওপর নেই। তারা আক্রমণ করলে করুক, আমরা এগিয়ে যাব। ওরা যত আক্রমণ করেছে, তৃণমূল তত উন্নয়ন করেছে।

আমি হিন্দু, আমি মনে করি এই ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারকের নাম স্বামী বিবেকানন্দ। তিনি আমাদের শিখিয়েছেন, সমাজকে শক্তিশালী করতে হলে সর্বক্ষেত্রে আমাদের স্বাধীনতার প্রয়োজন।

অন্য রাজ্যে সব কিছু জবরদখল করে, সব মেশিনারি কাজে লাগিয়ে ভোট করতে পারে, কিন্তু, বাংলায় তারা করতে পারবে না। আমরা যাদের উচ্ছিস্ট করে এদিক ওদিকে ফেলে দিচ্ছি, বিজেপি সেগুলোকে নিয়েই নাচানাচি করছে। বিজেপি এখন ভারতের জঞ্জাল পার্টিতে পরিণত হয়েছে। এই জঞ্জল নিয়ে এরা দল করুক, আমরা বাংলার মানুষকে নিয়ে দল করি।

আমাদের নেত্রী ২৬ দিন অনশন করে আমাদের গণআন্দোলনের পথ দেখিয়েছে। কোনভাবেই যাতে এই জনবিরোধী বিল পাস না হয়, সেই আন্দোলন আমাদের করতে হবে। সিঙ্গুরে যেমন সিপিআইএম গায়ের জোরে ন্যানো কারখানা করতে পারে নি, বিজেপিও গায়ের জোরে FRDI Bill পাস করতে পারবে না।

 

Bill passed in Bengal Assembly to protect the interest of house buyers

The Bengal Government, in an effort to provide a transparent policy in the housing sector, thereby protecting the interest of the buyers, has passed The West Bengal Housing Industry Regulation Bill, 2017. It was passed on Wednesday, August 17. The step was taken after considering the need for quality and affordable housing in the real estate sector.

It must be mentioned that Chief Minister Mamata Banerjee has given a clear instruction to ensure that the interests of buyers are given the highest priority, and the law has been framed keeping this in mind.

Within a period of one year after the Bill turns into an Act, the State Government will establish the West Bengal Housing Industry Regulatory Authority (WBHIRA) to exercise the powers conferred on it. The State Government will also set up an Appellate Tribunal known as West Bengal Housing Industry Appellate Tribunal where an aggrieved person can make an appeal.

The main purpose of the legislation is to keep the interest of the buyers at a higher ground. The new rules will also create an atmosphere to encourage private investment in the sector, with an emphasis on ‘housing for all’.

All promoters have to register their projects with the WBHIRA, furnishing all necessary details, including the stipulated time within which they plan to hand over the flats to the consumers. There are allegations that some promoters do not hand over flats to consumers within the promised period of time.

Through this new law, if any promoter fails to provide a flat to a customer within the stipulated time, there will be a provision to slap a fine on him, as well as a provision for the promoter to be prosecuted.

No promoter would be allowed to advertise, market, book, sell or offer for sale or invite persons to purchase any plot, apartment or building in any real estate project or part of it without registering the projects with the regulatory authority.

The new legislation will ensure that the whole procedure of the buying and selling of plots, apartments or buildings is done in a transparent manner so that it protects the interests of the consumers, and will also establish a mechanism for speedy redressal of disputes.

It sometimes been alleged that many people claim themselves to be real estate developers and dupe customers of huge amounts of money. The new legislation will also be able to check such incidents.

Another important feature of the new law passed is that no construction will be allowed through the filling up of water bodies.

It was assured during the discussion on the Bill in the Assembly that the new laws are going to be strictly implemented. No housing complex will be allowed in Bengal without the WBHIRA going through the necessary clearances issued by the departments.

 

রক্ষাকবচ ফ্ল্যাট মালিকদের, অসাধু প্রোমোটারদের কারসাজি রুখতে বিল পাশ

বুধবার রাজ্য বিধানসভায় গৃহীত হল দি ওয়েস্টবেঙ্গল হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন বিল, ২০১৭। এই বিলের জেরে যে আইন আসছে, সেই অনুযায়ী এবার থেকে প্রোমোটারদের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কাজ করবে দি হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অথরিটি।

এই বিল অনুযায়ী ৫০০ বর্গমিটার জমিতে নির্মাণ করছেন বা আটটি ফ্ল্যাট বানাচ্ছেন, এমন প্রোমোটারকে তাঁর নিজের সংস্থা এবং প্রকল্পের রেজিস্ট্রেশন করতে হবে অথরিটির কাছে। তা না করে ব্যাবসা করলে, দৈনিক ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করার সংস্থান থাকছে নতুন আইনে।

নিজের প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য অর্থাৎ কোন প্রকল্পে ক্রেতার জন্য কী কী সুবিধা রয়েছে, কী কী মিলবে, কতটাই বা মিলবে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংশ্লিষ্ট প্রোমোটারকে রেগুলেশন অথরিটির ওয়েবপেজে জানিয়ে দিতে হবে। রেগুলেশন অথরিটির অনুমোদন ছাড়া কোনও প্রোমোটার বা ডেভেলপার আবাসন প্রকল্প সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দিতে পারবেন না।

প্রস্তাবিত এই আইনানুযায়ী, সংশ্লিষ্ট বিজ্ঞাপনের কোনও তথ্য কিংবা ক্রেতার কাছে ফ্ল্যাট হস্তান্তরের কোনও তথ্য মিথ্যা প্রমাণিত হলে কিংবা সময়মতো ফ্ল্যাট না মিললে সংশ্লিষ্ট প্রোমোটারকে জরিমানা করার পাশাপাশি জেলও খাটতে হতে পারে। কোনও প্রোমোটারই সংশ্লিষ্ট ফ্ল্যাটের দামের ১০ শতাংশের বেশি অগ্রিম বাবদ ক্রেতার কাছ থেকে নিতে পারবেন না।

নতুন এই আইনে রেগুলেটরি অথরিটির পাশাপাশি তৈরি করা হয়েছে স্টেট অ্যাডভাইজারি কাউন্সিল। এক্সঅফিসিও চেয়ারপার্সন হিসাবে যার মাথায় থাকবেন আবাসনমন্ত্রী নিজে। অর্থ, শিল্প-বাণিজ্য, পুর ও নগরোন্নয়ন, ক্রেতা সুরক্ষা এবং আইন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গেই কাউন্সিলে থাকবেন রেগুলেটরি অথিরিটির পাঁচজন সদস্য। প্রস্তাবিত এই আইনে থাকছে দি হাউজিং ইন্ডাস্ট্রি অ্যাপিলেট ট্রাইব্যুনালও। ফ্ল্যাট কেনা-বেচা সংক্রান্ত যে কোনও বিবাদ নিষ্পত্তির অধিকার থাকছে ট্রাইব্যুনালের। চুক্তি ভঙ্গের যে কোনও বিষয় দু’পক্ষের শুনানি করে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করবে ট্রাইব্যুনাল।

 

 

Bill on rural building plan sanction to be tabled soon: Bengal Panchayat Minister

The West Bengal Government under Trinamool Congress is bringing a Bill to clear plans for building projects directly by the State Government if such projects are delayed by Panchayats, Panchayat Samitis or Zilla Parishads.

The State Rural Development Minister Subrata Mukherjee announced that if the local rural bodies create unnecessary delay on such projects, the Panchayat Department will directly take action. A Bill is being brought in the Assembly for legislation of the same, he said.

The current Law states that the Panchayat can clear plans for two storied houses, the Panchayat Samiti can clear plans for three storied houses and anything beyond that can be cleared through the Zilla Parishad.

It has been seen that for personal gains, malpractices have occurred resulting to delay of sanctioning plans. The new Law will enforce proper system in sanctioning such plans.

 

গ্রামাঞ্চলে বাড়ির নকশার অনুমোদনের জন্য শীঘ্রই বিধানসভায় বিল আনা হবে: পঞ্চায়েত মন্ত্রী

পঞ্চায়েত, সমিতি বা জেলাপরিষদ কোনও বাড়ির নকশা যদি আটকে রাখে তবে নির্দিষ্ট সময় পর সরাসরি রাজ্য সরকারই অনুমোদন করবে। বিষয়টি নিয়ে শীঘ্রই বিধানসভায় বিল আনছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ঘোষণা করেন যে, “জেলাপরিষদ বা সমিতির কাছ থেকে যদি কেউ হয়রানি হয় তবে পঞ্চায়েত দপ্তর সরাসরি মানুষকে সুবিধা দেবে। এই পরিষেবা দেওয়ার জন্য শীঘ্রই বিধানসভায় বিল আনবে রাজ্য সরকার।”

গ্রামোন্নয়নের চলতি আইন অনুসারে বর্তমানে দোতলা বাড়ি পর্যন্ত পঞ্চায়েত, তিন্তলা হলে পঞ্চায়েত সমিতি থেকে এবং চারতলা বা তার উঁচু বাড়ি হলে জেলাপরিষদ থেকে নকশা অনুমোদন করতে হয়।

এছাড়া নকশা আটকে রাখার পিছনে নানা ধরনের নানা অর্থনৈতিক অভিযোগও শোনা যায়। দেখা গেছে, যে কেউ ইচ্ছা করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে নকশায় অনুমোদন দেন না। তাই এবার পঞ্চায়েত দপ্তর মানুষকে সুরাহা দিতে এই নতুন আইন করে পরিষেবা বৃদ্ধির পাশাপাশি বিকল্প ব্যবস্থাও নিচ্ছে।

State Govt passes Bill to boost investment

The West Bengal Municipal (fourth amendment) Bill 2015 was passed in the Assembly on Monday where the time period of tax benefit to Information Technology Industry and Information Technology Enabled Services (IT and ITes) companies has been extended from five years to 11 years.

Unit Area Assessment system of valuation for the purpose of property tax will also be introduced at the industrial townships of Nabadiganta, Kalyani, Bantala and Durgapur, it was said.

Previously, the time frame for providing tax benefit for the IT and ITES companies was five years. Now, six more years has been extended to the IT and ITES companies for providing tax to the state government.

While placing the Bill, Firhad Hakim, state urban development and municipal affairs minister said that the decision has been taken in order to give some benefit to IT and ITES companies so that they could set up their unit in the state.

The Bill mentions that the final base unit area value of land comprising building or any vacant land or covered space of building or portion thereof, shall remain in force for a period of five years from the date of publication of the scheme, if not directed by the state government otherwise.

The Bill also mentions the time period and modalities of exemption from payment of the property tax on any land or building, which is exclusively used for Information Technology Industry or Information Technology Enabled Services.

Also, they can enjoy higher floor area ratio, the Bill mentioned. It also mentions that the unit area assessment system of valuation for the purpose of property tax will be included in industrial townships.

WB CM keen on stringent act to prevent chit fund malpractices

West Bengal Chief Minister Ms Mamata Banerjee on Friday said that her government was keen on framing a stringent act to prevent malpractices by chit fund companies and protect interests of the people in the state.

In her suo motu reply during Question Hour, the Chief Minister said that the West Bengal Protection of Interest of Depositors in Financial Establishments Bill, 2013, which was passed in the House by her government had received assent from President Pranab Mukherjee.

She, however, said that her government was not happy with a communication received through Raj Bhavan, referring to a condition for its implementation enshrined in a similar act in Tamil Nadu.

The provision in the anti-chit fund Act in Tamil Nadu said the offenders in such cases could be released on bail after paying fines, which, Banerjee said, would never be allowed in West Bengal.

The state government brought this Bill to enact a stringent legislation and thus strong punishment like life imprisonment was included in the bill.

The CM said that the state government had written to the Centre urging that at least the provisions of strong punishment, which was in the bill, should be restored, otherwise offenders in such financial crimes would get an escape route. She said that the state government was waiting for the reply from the Centre.

The Chief Minister also noted that if required, the state government was even ready to bring an ordinance on the issue in consultation with the Opposition in the House.

Finance Minister Amit Mitra elaborated the process, in the House, under which the bill had been passed till it received the President’s assent.

The next course of action on the Bill would be finalised following a discussion in the Business Advisory Committee meeting.

Trinamool demands setting up of Democratic Electoral Fund

Trinamool today demanded that the government should bring back whatever black money they can and use it as a corpus to set up a Democratic Electoral Fund to start the process of electoral reforms. Speaking on behalf of the party, Derek O’Brien, the leader of the party in Rajya Sabha, said that this step could go a long way in stopping the use of black money in elections.

Slamming the BJP as Bahut Jumla Promises, he pointed out the ruling party had gone back on its promise of bringing back black money. He took on the Parliamentary Affairs Minister who had sought a time-bound assurance from the previous UPA government to bring back black money. He also said that the Home Minister had promised to bring back black money within 150 days coming to power during his election campaign.

The Prime Minister, who was the Chief Campaign Officer of BJP in 2014, had said he would bring back black money and use them for social welfare, Derek said. He also took a dig at a person who had said during 2014 election campaign that Modi government would bring back Rs 1 lakh crore worth of black money in 150 days.

While Trinamool supported this Bill, Derek asked MPs not to use the term black money as it was racist; he suggested the term dirty money. He made it clear in his speech that even agencies appointed by Standing Committee on Finance have not been able to ascertain the value of black money stashed abroad.

Vivek Gupta speaks on the Appropriation Bill & Finance Bill | Full Transcript

Full Transcript

Sir, I thank you for giving me this opportunity. Sir, I stand here today to speak on these Bills and I can’t help but remember two ladies in my life. One is Mother Teresa and the other one is our Chief Minister. I start with a short quote from Mother Teresa.

 “It is not how much we give, but how much conditions we put into giving.”

Hon. Finance Minister, Arun Jaitley ji, was very kind and gracious enough to include Bengal in the category of Special Package. We were all very happy in Bengal. But this happiness turned into gloom when we realised that these companies will have to pay MAT on it.

So, in effect, there will be no cash left in their hands which they can then reinvest in the business or reuse. The next point that I want to make is this. In Bengal, the Government is the biggest litigant and frequent changes in tax laws are not helping matters at all. In fact, even the international community says that frequent changes in tax laws is one of the biggest problems which they find when they want to either invest in India or come to India. There is always this uncertainty about India.

Sir, my next point would be that we are concerned about some sections in the Finance Bill and also reports in the media that the Government now proposes to tax all subsidies and incentives received. We don’t receive the subsidy or incentive, but the taxman is ready to take money, so we have to put money from our pocket. I would request the hon. Finance Minister, through you, if it is possible, to please clarify the stand on whether this tax on subsidy and incentive is applicable to individuals as well.

Sir, the last point is about giving powers to income tax people whereby they can send the people to jail. It is like stepping into dangerous waters, especially when there is no reciprocal arrangement. When they harass taxpayers, they do not face similar action. I would request that even harsher penalties be imposed on them when it is proven beyond reasonable doubt that they have harassed taxpayers.

With this, I thank you, Sir.

Ahmed Hassan speaks on the Constitution (Scheduled Castes) Orders (Amendment) Bill, 2014 | Transcript

The whole process of reservation for scheduled castes (SC) and including them in the list has a long history. Gandhiji devoted his whole life for the untouchables’ right to enter temples. Our Constitution eliminated untouchability from the country. The main drafting was done by Dr Babasaheb Ambedkar who was a champion of SCs, and then for the first time reservation was included.

  • This Bill seeks to amend the Constitution (Scheduled Castes) Order, 1950 and the Constitution (Dadra and Nagar Haveli) Scheduled Castes Order, 1962.

 

  • It adds new communities to the list of scheduled castes in Haryana, Karnataka, Odisha, and Dadra and Nagar Haveli. It updates the name Uttaranchal to Uttarakhand in this list.

 

The socio-economic and caste surveys being conducted by the Ministry of Rural Development and the Ministry of Urban Development must be completed at the earliest so that the Government can easily determine which communities should be included or excluded from the list of scheduled castes. This has also been recommended by the Standing Committee.

The Committee also pointed out that while several new communities have been added to the list of scheduled castes, the percentage of reservation has remained the same. The government must revisit its reservation policy.

In West Bengal, Chief Minister Mamata Banerjee has started a new scheme called Sikshashree, aimed at the social upliftment of SCs, STs and OBCs by providing financial assistance to students of classes V-VIII. The West Bengal Government has distributed 9.5 lakh caste certificates in 2013 alone, whereas the previous government had distributed 8.11 lakh caste certificates in 2009 and 2010 combined. In the last three years, the Bengal government has extended the facility of scholarships to almost 84 lakh students belonging to SCs, STs and other backward classes.

Welfare of SCs, STs and other backward classes is an affirmative action taken by the State to remove the persistent or present, and continuing, effects of past discrimination on particular segments of society. I would ask the Government to re-look at the funds allocated for this cause.