Bike Taxis get a thumbs up in Newtown

As many as seventy-five people took a ride on the Bike Taxis around Newtown on Friday and more than 600 people had surfed the K Bike Taxi app.

Suvendu Adhikari, state Transport Minister had inaugurated Bike Taxis known as ‘K Bike Taxi’ at a function on Thursday. If successful, this will be deployed in the entire city and the districts soon.

A passenger will have to pay Rs 20 for the first 2 km and to cover subsequent distance the person will have to pay Rs 5 per kilometre.

Some women drivers are also being trained and soon they will be deployed to drive K Bike Taxis.

 

নিউটাউনে প্রথম দিনেই জনপ্রিয় ‘বাইক ট্যাক্সি’

নিউটাউনে বাইক ট্যাক্সি পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিনেই এই পরিষেবা গ্রহণ করেছেন ৭৫ জন যাত্রী এবং মোবাইল অ্যাপ ব্যবহার করেছেন ৬০০রও বেশি মানুষ।

বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করেন। এই পরিষেবা নিউটাউনে সফল হলে কলকাতা ও সারা রাজ্যেও চালু করার পরিকল্পনা আছে।

বাইক ট্যাক্সিতে চড়তে প্রথম ২ কিলোমিটার যাত্রার জন্য দিতে হবে মাত্র কুড়ি টাকা। এর পর প্রতি কিঃমিঃ ভাড়া ৫ টাকা।

ভবিষ্যতে মহিলা ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের।

Bengal Govt launches bike-taxi service in Rajarhat-Newtown

Bengal Transport Minister today flagged off bike-taxi service in the Rajarhat-Newtown area. The service, described as Last Mile Connectivity, is a pilot project and will be introduced elsewhere soon.

The bike-taxis, which will ferry a single passenger by trained motorcyclists, can be booked through a mobile-based app. The trained motorcyclists will maintain safe speed thus providing pace as well as safety to its passenger.

Techies who have problems in reaching their workplaces on time in Sector V and Rajarhat, where the majority of the software firms are in place,  or find difficult to return home at wee hours will be hugely benefited.

 

রাজারহাট-নিউটাউনে চালু হল ‘বাইক-ট্যাক্সি’ পরিষেবা

রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে রাজারহাট নিউটাউনে উদ্বোধন হল বাইক-ট্যাক্সি পরিষেবার। এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা বুকিং করা যাবে। সুদক্ষ এক বাইক চালক বাইক নিয়ে এসে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেবে। এই প্রশিক্ষিত বাইক চালক বাইকের গতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি যাত্রীর নিরাপত্তারও খেয়াল রাখবে।

রাজারহাট ও সেক্টর ৫-এর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা প্রায়ই নির্দিষ্ট সময় নিজেদের কর্মস্থলে পৌছতে সমস্যায় পড়েন বা বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন। তারা এই পরিষেবার ফলে খুব উপকৃত হবেন।

রাজ্যের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

State Govt to bring bike taxis to New Town

New Town, the satellite township adjacent to Kolkata, is all set to get app-enabled bike taxis. Like app-enabled taxis, which are very popular, these bike taxis are also expected to become popular.

The State Traffic Department has brought out a notification regarding the introduction of these vehicles. Licenses would be issued by the Regional Transport Authority (RTA) of North 24 Parganas district.

The bike taxis would be GPS-enabled in order to communicate with the app. They would be white in colour, while the words ‘Bike Taxi’ would be written in blue. More than one pillion rider will not be allowed on the vehicles, and no minors too.

Also, in the light of the recent crackdown on helmet-less rides by the State Government, for the sake of security, the driver will have to provide helmet to the pillion rider before starting the vehicle. Pillion riders will not be allowed to carry any luggage on the bike taxis, except for minimal baggage or a briefcase.

Though they would cover the whole of New Town, these bikes would not be allowed to ply on Major Arterial Road, except the crossing. They would be most useful to access the service roads and interiors to assist the bystanders.

To get the project running, West Bengal Housing Infrastructure Development Corporation (WBHIDCO) has contacted cab aggregator company Ola and another firm in the same domain, which are currently operating bike taxis in Gurgaon.

 

নিউ টাউনে চালু হচ্ছে বাইক ট্যাক্সি

রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রথম চালু হতে চলেছে বাইক ট্যাক্সি। নিউ টাউনে চালু হতে চলেছে বাইক ট্যাক্সি। এ রাজ্যে  পাইলট প্রজেক্ট হিসেবে নিউ টাউনে চালানো হবে এই বাইক ট্যাক্সি।

নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গেছে, বাইক ট্যাক্সিতে ভাড়ায় চড়া যাবে। পরিবহণ দপ্তরের নির্দেশিকা মেনে এগুলির রঙ রাখা হবে সাদা। যার গায়ে নীল রঙ দিয়ে লেখা থাকবে বাইক ট্যাক্সি।

মোটর ভেহিকেল্‌স আইনের ২(‌৭)‌ধারা অনুযায়ী কনট্রাক্ট ক্যারেজ হিসেবে এগুলিকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। যে সব সংস্থা এই পরিষেবা দিতে আগ্রহী হবে, তাদের কমপক্ষে ১৫টি বাইক থাকতে হবে এবং স্থানীয় আর টি এ অনুমোদন নিতে হবে।

নিউ টাউন এলাকা ঘুরে দেখার জন্য মোটরবাইক বা সাইকেল যথার্থ। তাই নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের এই উদ্যোগ। এর জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। যার মাধ্যমে বুকিং করা যাবে।‌