Expressing her concern over fatal road accidents, Chief Minister Mamata Banerjee on Friday said in the Assembly that stringent rules will be introduced to check rash driving especially motorcycle racing that leads to most accidents.
The Chief Minister said: “Illegal bike racing is coming up as a major problem in the state as it is claiming countless lives. It is fine when people use two-wheelers for their work but the government will confiscate bikes of those who will race. At the same time, stringent rules will also be in place.”
The Chief Minister had launched the state-wide “Safe Drive Save Life” campaign, a few months ago. It had helped in reducing the number of road accidents.
পথ দুর্ঘটনা কমাতে আরও কঠোর আইনের ভাবনা মুখ্যমন্ত্রীর
শুধু স্বাস্থ্য বা শিক্ষা নয়, বেনিয়মের মেরুদণ্ডে আঘাত হানতে বাইক-দৌরাত্মেও রাশ টেনেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বেপরোয়া যান চলাচল ও বাইক-রেসিং বন্ধ করা হবেই।
নিত্য-নৈমিত্তিক মর্মান্তিক পথ-দুর্ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় তিনি জানান, বেপরোয়া যান চলাচল – বিশেষ করে বাইক-রেসিং, যা বেশির ভাগ সময় দুর্ঘটনা ডেকে আনে – রুখতে আরও কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বলেন, “বেআইনি বাইক-রেসিং এই মুহূর্তে রাজ্যের একটি বিরাট সমস্যা কারণ এতে অনেক প্রাণহানি ঘটছে। কাজকর্মের জন্য মানুষ বাইক ব্যবহার করতেই পারেন। কিন্তু যারা রেস করবে তাঁদের বাইক বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার। এ ছাড়াও আরও কড়া আইন আনা হবে।”
কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী “সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রচার শুরু করেন যার ফলে রাজ্যে পথ-দুর্ঘটনা অনেক কমেছে।