Ratna De Nag speaks on the need for subsidies for potato growers

FULL TRANSCRIPT

Thank you very much Sir.

Potato growers in Bengal and some other States like Uttar Pradesh and Bihar are facing difficulties as their produce is sold at half the price. With the result they are incurring huge losses; they are not deriving any profit in spite of toiling in the farm to produce potatoes. There is an urgent need to provide subsidy to the potato growers as the Union Government extended subsidy to the rice growers.

To give an example how potato growers is undertaking hard times: 1 bigha of land = 1600 square yards; whatever they are spending they are not able earn profit. On the other hand they are losing Rs 2000 to Rs 10000. If efforts are not taken by the Central Government they would find it difficult to make both ends meet.

I would like to ask the Union Government to make measures to come to the rescue of the potato growers at this hour of despair and helplessness.

 

Bengal’s new ‘Health Bill’ is a model for the entire country: Mamata Banerjee

The historic West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017 was passed at the West Bengal Assembly today.

The Bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate.

Bengal Chief Minister Mamata Banerjee spoke at length on the Bill during a discussion in the Assembly. She called the Bill ‘historic’ and “a model for the entire country”.

Highlights of Mamata Banerjee’s speech at the State Assembly:

  • Opposition for the sake of it had become a norm in Bengal. No more. We work for the people.
  • Those who are giving lectures today did not do any work for 34 years. Despite the huge debt burden, we are working for the people
  • We have increased number of beds by 27000. We provide healthcare for free in govt hospitals in Bengal
  • People from Bihar, Jharkhand, Odisha, North East, Bhutan, Nepal, Bangladesh come to Bengal for treatment
  • Procedures like MRI, Scan, X-Ray, blood tests and even dialysis are provided at much lower cost
  • 112 fair price medicine shops providing up to 70% discount have been set up
  • 16 Mother and Child Hubs, 70 SNCUs, 303 SNSUs have been set up
  • Institutional delivery has increased from 65% to 90% in last five years. Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26
  • Fair Price Diagnostic Centers and Dialysis Services have been set up at 46 State Run Facilities
  • We have set up 7 new health districts and 7 new medical colleges
  • Children receive free cardiac surgeries under Sishu Sathi scheme. We have started breast milk bank. We have initiated Swasthya Sathi scheme.
  • Seats have been increased at medical colleges
  • Health department conducted a survey for one year before bringing this Bill
  • Some hospitals are taking PAN cards and FD papers of patients. We never heard of things like this
  • Some hospitals are overcharging patients, making exaggerated bills. The greed is crossing all limits
  • This Bill aims at bringing transparency, ending harassment of patients and taking steps to stop medical negligence
  • This Bill makes provisions for proper compensation in case of negligence by hospitals
  • Hospitals have to start e-prescriptions and keep online medical records
  • Hospitals cannot charge more than the package for treatment. They must provide an estimate for additional cost
  • Hospitals must start ‘Public Grievance Cell’
  • Hospitals with more than 100 beds must start fair price medicine shops and diagnostic centres
  • Hospitals getting land from Govt must provide free treatment to 10% people
  • Hospitals must provide primary treatment to accident victims
  • Hospitals not following this law may lose license
  • 13-member West Bengal Clinical Establishment Regulatory Commission to be set up, headed by a former judge of the High Court
  • The regulatory commission can impose penalty up to Rs 50 lakh on hospitals
  • Life saving treatment and medicines cannot be stopped even if patient cannot give money
  • Deadbodies of patients cannot be held back due to non-payment of dues
  • We must provide service with a smile

 

ঐতিহাসিক স্বাস্থ্য বিলকে সারা দেশের জন্য মডেল বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বিধানসভায় ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপেরেন্সি) বিল ২০১৭ পাশ হল।

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল আনা হয়েছে।

বিধানসভায় এই বিল নিয়ে আলোচনার শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন সারা দেশের কাছে এটি একটি মডেল।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • আমরা হাসপাতালে বেডের সংখ্যা ২৭০০০ বাড়িয়েছি। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়
  • বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, NE ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে মানুষ বাংলায় আসে চিকিৎসার জন্য
  • এম আর আই, স্ক্যান, এক্স-রে, রক্ত পরীক্ষা এমনকি ডায়ালিসিসও কম খরচে করা হয়
  • ১১২ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ৭০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যায়
  • ১৬টি মাদার চাইল্ড হাব, ৭০ টি এস এন সি ইউ, ৩০৩টি এস এন এস ইউ তৈরী করা হয়েছে
  • গত ৫ বছরে ইন্সটিটিউশন ডেলিভারি ৬৫% থেকে বেড়ে হয়েছে ৯০%
  • ৪৬ টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার ও ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়
  • শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে ২৬ হয়েছে
  • ৭ টি নতুন স্বাস্থ্য জেলা ও ৭টি নতুন মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা
  • শিশু সাথীর আওতায় শিশুদের বিনামূল্যে হার্ট অপারেশন করা হয়। আমরা মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক চালু করেছি
  • স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি
  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • অনেক বেসরকারি হাসপাতাল ভালো কাজ করে। যারা করে না তাদের নিয়ন্ত্রণ করতে হবে
  • এই বিলটি আনার আগে স্বাস্থ্য দপ্তর এক বছর ধরে একটি সমীক্ষা করে
  • কিছু হাসপাতাল রোগীদের থেকে এফ ডি পেপার ও প্যান কার্ড নিচ্ছে। এরকম ঘটনা আগে কখনো শুনিনি
  • কিছু কিছু হাসপাতালে বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লোভের সীমা ছাড়িয়ে যাচ্ছে
  • ধৈর্যের বাঁধ ভাঙলে কড়া পদক্ষেপ নিতেই হয়
  • স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল
  • হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে হাসপাতালকে তার ক্ষতিপূরণ দিতে হবে
  • ই-প্রেসক্রিপশন ও সব মেডিক্যাল রেকর্ডসের ই-কপি সব রোগীকে সরবরাহ করতে হবে
  • হাসপাতাল চিকিৎসার প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা চার্জ করতে পারে না
  • অতিরিক্ত খরচের হিসেব আগেই দিতে হবে
  • হাসপাতালগুলিকে পাবলিক গ্রিভেন্স সেল চালু করতে হবে
  • ১০০ র বেশি বেড যে হাসপাতালে আছে সেখানে ন্যায্যমূল্যের ওষুধের দোকান ও ডায়াগনসটিক সেন্টার থাকতে হবে
  • ১০% মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলিকে জমি দেবে রাজ্য সরকার
  • দুর্ঘটনাগ্রস্ত কোন রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিতে হবে
  • এই আইন মেনে না চললে হাসপাতালের  লাইসেন্স বাতিল হতে পারে
  • ১৩ জন সদস্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস রেগুলেটরি কমিশন তৈরী করা হবে
  • রেগুলেটরি কমিশনের প্রধান হবেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি
  • হাসপাতালের ওপর ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা চাপাতে পারে রেগুলেটরি কমিশন
  • জীবনদায়ী ওষুধ ও পরিষেবা বন্ধ করা যাবে না, টাকা না থাকলেও চালাতে হবে
  • টাকা না থাকলেও দেহ আটকে রাখা যাবে না
  • অনেক বেসরকারি স্কুল চড়া ডোনেশন চায়। বোর্ড পরীক্ষার পর আমরা এই বিষয়টি দেখব
  • হাসি মুখে আমাদের পরিষেবা দিতে হবে
  • আমরা আবারও বাংলার মা-মাটি-মানুষকে প্রণাম জানাই। আমরা মানুষের জন্য কাজ করে যাব

 

 

 

Day 2 of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta

Today was the second day of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta.

Trinamool MPs of Lok Sabha and Rajya Sabha held a sit-in demonstration at South Avenue for the second day. The dharna began with 2 minutes silence for the 120 people who lost their lives due to demonetisation. Several MPs – Saugata Roy, Kalyan Banerjee, Sukhendu Sekhar Roy, Kakoli Ghosh Dastidar, Sisir Adhikari, Sultan Ahmed – made short speeches highlighting the sufferings of people every hour.

A dharna was organised just three kilometres away from the office of the Central Bureau of Investigation (CBI) in Bhubaneswar. Senior Trinamool Congress leaders including Secretary General of the party Partha Chatterjee, All India General Secretary, Subrata Bakshi, Chandrima Bhattacharya and Manish Gupta  attended the dharna.

Dharnas were also organised in front of CGO complex and RBI headquarters in Kolkata. They will continue even today.

Protests are being organised in Punjab, Kishanganj (Bihar), Manipur, Tripura, Assam, and Jharkhand against the note ban and the suffering that is being caused to the people.

 

নোট বাতিলের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ দ্বিতীয় দিন

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্ত ও তার ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিরুদ্ধে  এবং কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ  দ্বিতীয় দিন।

দিল্লির সাউথ এভিনিউতে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ধর্ণা দেন। সকাল ১১টায় নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ধর্ণা। এরপর প্রত্যেক ঘন্টায় বর্ষীয়ান সাংসদরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ।

ওড়িশার ভুবনেশ্বরের সিবিআই অফিসের মাত্র তিন কিঃ মিঃ দুরে আজ ধর্ণা দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, মনীশ গুপ্ত প্রমুখ।

ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলবে প্রতিবাদ।

 

Trinamool is organising nationwide protests against Modi babu’s shameless flop-show: Mamata Banerjee

In a statement on Twitter, Bengal Chief Minister Mamata Banerjee said that the Trinamool Congress is organising nationwide protests against Narendra Modi’s “shameless flop-show” (implying the draconian policy of demonetisation).

She announced the staging of dharnas over the next three days, that is, Monday, Tuesday and Wednesday, in Bengal, Odisha (Bhubaneswar), Punjab, Bihar (Kishanganj), Manipur, Tripura, Assam, Jharkhand and Delhi.

Mamata Banerjee, through her statement, also demanded that “restrictions should be removed” on the withdrawal of cash from banks and ATMs because of the “hardships being faced by millions due to demonetisation”.

Today, about 35 Trinamool MPs have begun a peaceful protest, on South Avenue in New Delhi, against demonetisation and the resultant suffering caused to millions. It would continue till 6 pm.

 

মোদী বাবুর নির্লজ্জ ফ্লপ শোয়ের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে নামল তৃণমূলঃ মমতা বন্দ্যোপাধ্যায়

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “নরেন্দ্র মোদীর ‘নির্লজ্জ ফ্লপ শোয়ের’ (হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস।

তিনি জানান, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তিনদিন ব্যাপী বাংলা, ওড়িশা (ভুবনেশ্বর), পাঞ্জাব, বিহার (কিষাণগঞ্জ), মনিপুর, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও দিল্লীতে ধর্ণা চলবে।

এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ব্যাঙ্ক ও এটিএম-এর মাধ্যমে টাকার লেনদেনের ক্ষেত্রে “বিধিনিষেধ বা ঊর্ধ্বসীমা” তুলে নেওয়ারও দাবি জানান।

এই প্রতিবাদে আজ দিল্লীর সাউথ অ্যাভিনিউতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সাংসদরা। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই ধর্ণা।

 

 

 

We will continue our protests for the rights of the people: Mamata Banerjee in Patna

After her mega rally in Lucknow yesterday, Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed another rally today, this time at the Gardani Bagh ground in Patna. It was a protest against the Central Government’s decision to ban Rs 1000 and Rs 500 currency notes on November 8 and was attended by RJD leaders also.

She had arrived at the Bihar capital yesterday evening.

Mamata Banerjee began by recounting the immense hardships that people have been enduring since the decision on banning of Rs 1000 and Rs 500 currency notes was taken three weeks back, “After 60 years of independence, people’s independence has been taken away by force”.

She compared the current situation to that during the period of national Emergency in the 1970s: “The current situation is worse than Emergency, this is a financial emergency”.

She attacked the Central Government for ignoring the misery of the common people, saying, “It is the responsibility of the Government to work for the welfare of the people, not cause them suffering”, and reminding the Government that the “people will give them a befitting reply through ballot”.

She criticised the Centre’s propaganda on being able to flag black money hoarders through demonetisation, as the scheme was instead causing maximum problems for those who had nothing to do with black money: “Does the Government think that workers, labourers and housewives have black money?”

She instead demanded that the authorities target those members of political parties who deal in black money and use it for illegal transactions: “They should look at past records. They bought lands in the name of the party in September. They had advance information. Even on the day of the announcement of demonetisation they deposited huge amounts of money in their bank accounts”.

Mamata Banerjee attacked the Prime Minister on the issue of black money. She said, “Modi Ji goes on world tours. Look at his clothes and his lifestyle. He even brings crowds from outside. How much black money has been brought back from foreign countries?” Instead, he is pointing fingers at others, “He is accusing 86% of the people in India of possessing black money”.

The Trinamool Chairperson reminded the crowd of the Prime Minister and BJP leader’s failed promise: “The Prime Minister had promised to return Rs 15 lakh to everyone. Where is the money?”

Mamata Banerjee spelt out some of the problems that the people in general were facing: “It is the time for paying salaries but banks are running out of cash. How will things run? Lots of people from Bihar and Uttar Pradesh work in Bengal. They have all lost their livelihoods and are returning home”.

She pointed out the practical issues of having Rs 2,000 notes: “How will people do their daily shopping if banks give only Rs 2000 notes? Note printing presses do not have the capacity to print notes for normalising supply. It will take almost two years for it to happen”.

She extended her thanks to the Rashtriya Janata Dal (RJD) for supporting the cause and inviting her to Patna: “I am grateful to RJD for extending their support to us”. She raised the slogan, “Ek taraf janta, ek taraf Modi/ Main janta ke saath rahungi” (On one side is the people, on the other, Modi/ I will be with the people”.

Mamata Banerjee attacked the Prime Minister’s lecturing people to go for plastic money (credit and debit cards) and online payments, as very few have access to those, and also cast her doubts as to his real intentions behind it: “The Pradhan Mantri is lecturing farmers to use Paytm. I want to ask him who is Alibaba? What is the deal with a mobile company and Paytm, Modi Ji?”

She also attacked the Government’s logic of asking people all over the country to withdraw money from banks and ATMs, saying, “Several villages in the country do not have banks. How will people survive there?

She also criticized the Centre’s asking people to get new currency notes from Big Bazaar outlets: “How many areas have Big Bazaar? How will areas without Big Bazaar outlets get cash?”

Another aspect Mamata Banerjee criticised is that of the Prime Minister himself announcing the policy: “Instead of the RBI Governor, the Prime Minister made this announcement. Technically, this is wrong”.

She also harped on the fact that several eminent economists have criticised this move: “Several eminent economists said demonetisation is a bad move. From Nobel Laureate Amartya Sen to World Bank economists to Manmohan Singh Ji have criticised the move”

She also came down heavily on the Government for inconsistencies on the new notes: “There are many inconsistencies in the new currency notes. How will people understand whether or not they are fake?”

She said, “The economy has slowed down. Industrial production has slowed down. They have snatched away the earnings of farmers, of workers, of labourers and of States, and are boasting of increase in earnings”.

She said, “They have sold off the country. There is no way we can support the BJP. We will continue our protests in the future for the rights of the people”.

বিগ বাজারের বিগ বস দেশের প্রধানমন্ত্রী হয়ে বসেছেনঃ মমতা বন্দ্যোপাধ্যায় 

লখনৌয়ের বিশাল জনসভার পর, আজ বুধবার পাটনায় কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিগ বাজারের বিগ বস এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে বসেছেন।  তাই সাধারণ মানুষের কষ্টের কথা না ভেবে তিনি এই তুঘলকি সিদ্ধান্ত নিয়েছেন।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

সকল সমর্থকদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাই

আমি বিহারের সকলকে ধন্যবাদ জানাই তাদের সমর্থনের জন্য

স্বাধীনতার ৬০ বছর পরও মানুষের স্বাধীনতা জর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে

বর্তমান পরিস্থিতি জরুরী অবস্থার চেয়েও ভয়ংকর

সরকারের দায়িত্ব সাধারণ মানুষকে রক্ষা করা, সাধারণ মানুষ এখন তাদের কাজের জন্য দুর্ভোগের শিকার

মানুষ ওদের ভোট বক্সে উত্তর দেবে

ওরা মনে করে শ্রমিক, কর্মচারী, গৃহকর্ত্রী এদেরও কালো টাকা আছে?

নোট বাতিলের সিদ্ধান্তের পর ওরা কেন ওদের সাংসদ, বিধায়কদের অ্যাকাউন্টের হিসেব চাইছে? ওদের পুরনো রেকর্ডও দেখা উচিত

সেপ্টেম্বর মাসে ওরা পার্টির নামে জমি কিনেছে। আগে থেকেই ওদের সব কিছু জানা ছিল

নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার দিনও ওরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা জমা করেছে

মোদী জি বিদেশ সফর করছেন। ওনার পোশাক, জীবনযাত্রা দেখুন। নিজের সভায় বাইরে থেকে উনি লোক নিয়ে আসেন

বিদেশ থেকে কত কালো টাকা ফেরত এনেছেন?

ওনার মতে দেশের ৮৬% লোকের কাছেই কালো টাকা রয়েছে

গরীব মানুষের রক্ত জল করা পরিশ্রমের রোজগার উনি কেড়ে নিতে চাইছেন

প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন সকলকে ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দেবেন। কোথায় সেই টাকা?

এখন মাসমাইনের সময় আর ব্যাঙ্ক ও এটিএমে কোন টাকা নেই। কিভাবে চলবে?

মানুষ কিভাবে তাদের জীবন ধারন করবে? কে তাদের ২০০০ টাকার নোট ভাঙিয়ে দেবে?

ওদের পরিমানমত নোট ছাপানোর ক্ষমতা নেই। এই অবস্থা স্বাভাবিক হয়ে অন্তত ২ বছর লাগবে

বিহার ও উত্তরপ্রদেশের অনেক লোক বাংলায় কাজ করেন। ওরা নিজেদের জীবনধারন করতে না পেরে বাড়ি ফিরে আসছেন

আর জে ডি আমাদের সমর্থন করেছে সেজন্য আমরা কৃতজ্ঞ

একদিকে জনগণ। আর একদিকে মোদী। আমি জনগণের সাথেই থাকব

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন পে টি এম ব্যবহার করার জন্য। আমি জানতে চাই আলিবাবা কে?

মোবাইল কোম্পানি আর পে টি এমের সঙ্গে লেনদেন কিসের মোদী জি?

দেশের অধিকাংশ গ্রামে ব্যাঙ্ক নেই। সেখানকার মানুষ কিভাবে বাঁচবেন?

কতগুলো জায়গায় বিগ বাজার আছে? কটা বিগ বাজারের দোকানে ক্যাশ পাওয়া যাচ্ছে?

ওরা কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে আর বিগ বাজারকে বিগ ব্যাঙ্কে পরিণত করেছে

আরবিআই গভর্নরের বদলে মোদী জি এই ঘোষণা করেছেন যেটা পদ্ধতিগতভাবে ভুল

নতুন নোটে অনেক অসংগতি রয়েছে। সাধারণ মানুষ কি করে বুঝবে কোনটা আসল আর কোনটা নকল?

ওরা দেশকে বিক্রি করে দিয়েছে। বিজেপিকে আর সমর্থন নয়

বহু অর্থনীতিবিদ এই নোট বাতিলের বিরোধিতা করেছেন

নোবেলজয়ী অমর্ত্য সেন  শুরু করে বিশ্ব ব্যাংকের অর্থিনীতিবিদ, অনেকেই নোটবন্দির বিরোধিতা করেছেন

সিনেমা জগতের কিছু লোক নোটবন্দিকে সমর্থন করেছেন। হয়তো ওদের ভয় দেখানো হয়েছে

দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। শিল্প উৎপাদন বন্ধ হয়ে গেছে

সাধারণ মানুষের জমানো টাকা, রাজ্যের টাকা কেড়ে ওরা বলছে ওদের আয় বেড়েছে

সাধারণ মানুষের জন্য আমাদের এই লড়াই চলবে

রাহা জনতা তো দেশ বাঁচায়েঙ্গে। রাহা দেশ তো মোদী যায়েঙ্গে

তানাশাহি নেহি চালেগা, যো হামসে টাকরায়েগা, চুর চুর হো যায়েগা। নোটবন্দি ওয়াপাস লো

WB CM invites Delhi, Bihar CMs for Bengal Global Business Summit 2016

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has requested her Bihar counterpart to be present at the two-day Bengal Global Business Summit beginning January 7. She has also invited Delhi Chief Minister Arvind Kejriwal.

Along with the two CMs, the Prime Minister of Bhutan and delegates from US, China and Japan are likely to attend the summit, which has been conceived to rejuvenate the industrial scenario in West Bengal.

Bengal Global Business Summit 2016, to be held at the Milan Mela Grounds, will cast the spotlight on the state’s capability and readiness to take on bigger and greater business challenges.

The vision for the 2016 summit is to establish an image that embodies the essence of a new, business ready Bengal.

Mamata’s Bihar visit a protest against authoritarian attitude of Centre: Trinamool

Stating that the party would fight to “strengthen the federal structure” in the country, TMC on Thursday said that West Bengal Chief Minister Mamata Banerjee’s attendance at the oath-taking ceremony of Nitish Kumar on Friday would be as a mark of “protest against authoritarian attitude of the Centre”.

“Our chief minister is going there (Bihar) to fight against intolerance and mark her protest against the authoritarian attitude of the Centre.

“Trinamool Congress will fight in favour of strengthening the federal structure and secular fabric of our country,” said party leader and state urban development minister Firhad Hakim.

Mamata Banerjee on Thursday left for Patna to take take part in Kumar’s swearing-in on Friday. She had congratulated Nitish Kumar over Twitter and termed the victory of the grand alliance as the defeat of “intolerance”.

Nitish Kumar, the JD(U) leader and the Bihar Chief Minister designate, and Mamata Banerjee had spoken over the phone after the Bihar Assembly elections results were announced with the former thanking the TMC chief for supporting the grand alliance in Bihar in its fight against BJP.

Victory of tolerance over intolerance: Mamata Banerjee on Bihar results

West Bengal Chief Minister Mamata Banerjee today said the BJP combine’s defeat in the Bihar assembly elections was a “defeat of intolerance”.

“Congratulations Nitish Kumarji, Laluji and your full team, and all my Bihar brothers and sisters,” the Trinamool Congress tweeted. This, she said, was a “victory of tolerance, defeat of intolerance”.

On October 25, Mamata Banerjee had made an appeal to the people of Bihar to re-elect Mr Nitish Kumar as the CM.

“Request you all in Bihar to please vote to re-elect Nitish Kumar ji as CM for greater need of our country & development in State,” she had tweeted.

On behalf of the party, National Spokesperson and Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said: “BJP loses. India saved.”

Tweet from Mamata Banerjee:

ADB loan push for state corridor

The Mamata Banerjee government has got another big boost before the chief minister’s London visit on July.

The screening committee of the Department of Economic Affairs under the union Finance Ministry has cleared loan approval of receiving $500 million Asian Development Bank (ADB) loan to the West Bengal government for setting up the 231 km long North South corridor from East Midnapore to Murshidabad that will cross six districts and move parallel to NH-34.

This is the highest amount of ADB loan granted for any ADB-assisted single project in the country. The total cost of the project, to be executed by the West Bengal Highway Development Corporation Limited (WBHDCL) is estimated as Rs 4,696 crore.

The corridor would help to remove the critical bottlenecks in freight movement not only from the northern parts of the state and north eastern states of the country but also from the neighbouring countries like Bhutan and Nepal to Haldia and Paradeep.

About the corridor

According to the plan, the corridor will run across six districts on the western side of the Ganges parallel to NH-34 and would serve at least 40% of the total population of the state, connecting a 231 km stretch from Mechogram near Haldia in East Midnapore to Morgram near Jangipur in Murshidabad.

The corridor will connect the important national highways of NH-6, NH-2, NH-60 and NH-34. The corridor will also reduce travel distance of Morgramm – Haldia port for about 60 km and will reduce about three hours of travel time in comparison to NH-34.

Kharagpur and the south west part of the country will get shorter connectivity to north east in addition to the faster connectivity to Haldia from states like Bihar, Jharkhand and the north eastern states along with Nepal and Bhutan.

 

The story was originally published in The Times of India on 10 June, 2015

Bengal leads among States in Clean Ganga Mission

The West Bengal Government has another reason to smile. A recent meeting held in Delhi shows that Bengal tops in executing the clean Ganga mission schemes among the five states through which the Ganges flows. The other four states are Uttarakhand, Uttar Pradesh, Bihar and Jharkhand.

The meeting was held by officials of the ministry of water resources to review the performance of the five Ganga states in implementing National Ganga River Basin Authority (NGRBA) schemes.

According to officials, the data shows that Bengal, which also has the highest number of sanctioned projects, has completed 23 out of the 30 sanctioned projects that are being implemented in 24 towns across the state, with a sanctioned cost of Rs 1352 crore.

Uttarakhand comes next, completing two projects out of the 16 sanctioned projects being implemented in 11 towns there, with a sanctioned cost of Rs 251.21 crore. Uttar Pradesh is yet to complete any of the 15 sanctioned and ongoing projects. Bihar is implementing 12 schemes and Jharkhand one.

It was discussed in the meeting that a more Ganga-centric multi-pronged strategy would be followed to prevent river pollution.

Selected stretches will be properly monitored with CCTVs to check activities on the river side and the quality of water.