Record turnout for U-17 World Cup in Kolkata, Bengal CM congratulates all

Chief Minister Mamata Banerjee congratulated people from different walks of life, from administration to police as well as the spectators for making the recently concluded Under-17 World Cup tournament a grand success.

She tweeted on Monday: “Kolkata achieves a unique position in the U-17 World Cup. Out of 13 lakh 47 thousand spectators in India who watched the U-17 matches in all the venues, Kolkata is the highest with 6 lakh 8 thousand watching it at the Vivekananda Yuba Bharati Krirangan. This is more than 45% of the total spectator count. Next highest is Delhi with 19.78%. The per match spectator average in India is 25,906, while in Kolkata it is 55, 345- more than double. It is all about our passion for football and the excellent arrangements at the Yuba Bharati Krirangan. My best wishes to all.”

It may be mentioned that FIFA officials who had visited Kolkata had praised the stadium and the infrastructure. Chief Minister Mamata Banerjee took a personal interest and held a series of meetings with senior officials of different departments to make the U-17 World Cup a grand success.

Bidhannagar Municipal Corporation (BMC) had kept the area outside the stadium clean. The roadside gardens were decorated and roads were brightly illuminated. The police along with BMC specified the areas where the spectators could park their vehicles.
State Transport department deployed special buses to ferry the spectators to the venue from the districts as well as from different important points in the city. After the matches were over, the department provided buses so that the spectators coming from the district could return home safely.

There was heavy deployment of policemen outside the stadium and after the matches ended after 10 pm, the police guided the spectators to the respective areas from where the state-run buses left for different areas.

Coordination among various government departments coupled with Mamata Banerjee’s constant monitoring had made the event a grand success.

 

যুব বিশ্বকাপে দর্শকের সংখ্যা বিচারেও কলকাতা অনবদ্য: মুখ্যমন্ত্রী

বিষয়টা যখন খেলা, বিশেষত ফুটবল, তখন তা নিয়ে আবেগের বিচারে সারা দেশের মধ্যে কলকাতার অবস্থান অনবদ্য, এক নম্বরে। যুব বিশ্বকাপ উপলক্ষে সেই কথাটা আরও একবার প্রমাণ হল।

সোমবার ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে দেশের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি দর্শক মাঠে এসেছেন। গোটা ভারতের বিভিন্ন স্টেডিয়ামে প্রায় ১৩ লক্ষ ৪৭ হাজার দর্শক মাঠে এসেছিলেন। কিন্তু, শুধুমাত্র কলকাতায় এসেছিলেন ৬ লক্ষ ৮ হাজার দর্শক। যা মোট দর্শকের প্রায় ৪৫ শতাংশ। এরপরই রয়েছে দিল্লির স্থান। দিল্লিতে মোট দর্শকের ১৯.৭৮ শতাংশ মাঠে এসেছিলেন। এছাড়াও প্রতিটি ম্যাচে গোটা দেশে গড়ে যেখানে ২৫ হাজার ৯০৬ জন দর্শক মাঠে এসেছিলেন, সেখানে কলকাতায় প্রতিটি ম্যাচে গড়ে ৫৫ হাজার ৩৪৫ জন দর্শক মাঠে এসেছেন। অর্থাৎ, দ্বিগুণেরও বেশি।

মুখ্যমন্ত্রী বলেছেন, ফুটবলের প্রতি আমাদের আবেগ এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই এটা সম্ভবপর হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য খেলার দিন গড়ে ৬০০ বাস চালানো হলেও ফাইনালের জন্য ৭০০-র বেশি বাস রাস্তায় নামানো হয়েছিল। শুধু মিলনমেলা-উল্টোডাঙা বা করুণাময়ী-উল্টোডাঙা রুটে নয়, বারাসত, জোকা, বেহালা, দমদম, ডানলপসহ শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে দর্শকদের মাঠে এনেছে সরকারি বাস। একই সঙ্গে প্রতিটি বাসের লোকেশন ‘পথদিশা’ অ্যাপে দেওয়ায় যাত্রীদের সুবিধা হয়েছে বলেই অনেকে মনে করছেন।

Bidhannagar Municipal Corporation to launch app for better governance

Aamar Sahar, a pilot project of Bidhannagar Municipal Corporation (BMC) on information and communication technology to leverage the governance is set to be completed by the end of this year.

The most attractive thing of the project is an App, which will provide various civic services. The total project will be completed within 3 months of time. People can pay taxes, apply for licenses by the app from anywhere of the world.

 

Bidhannagar City Police has already developed a mobile application which residents can use for various purposes.

 

জনপরিষেবার জন্য বিধাননগর পুরসভার নতুন মোবাইল অ্যাপ

বিধাননগর মিউনিসিপালিটি কর্পোরেশন একটি পাইলট প্রজেক্ট হল ‘আমার শহর’। এই বছরের শেষের দিকেই এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে।

এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় জিনিস একটি অ্যাপ, যা বিভিন্ন নাগরিক সেবা প্রদান করবে। সমগ্র প্রকল্পের কাজ ৩ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এই অ্যাপটির মাধ্যমে ট্যাক্স দিতে পারবে, পৃথিবীর যে কোন জায়গায় লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে।

বিধাননগর সিটি পুলিশ ইতিমধ্যেই একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। এই অ্যাপটি এলাকাবাসীরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

New services for Nabadiganta township inaugurated

The Trinamool Congress-led West Bengal Municipal Affairs & Urban Development Department has been continuously taking environment-friendly, citizen-centric initiatives to improve the quality of life of the citizens of the State.

Nabadiganta Industrial Township Authority (NDITA), formerly known as Sector V, which is part of Bidhannagar Municipal Corporation, is the IT and service-sector gateway of India’s eastern region.

The inauguration and the laying of foundation stone of nine projects for Nabadiganta Industrial Township took place on Monday. The Trinamool Congress-ruled Bidhannagar Municipal Corporation has been doing commendable developmental work ever since it came into power there last year.

Two projects were inaugurated at Nabadiganta – online services for trade license and property tax, and the beautified Nabadiganta Bus Terminus.

For seven other projects, the foundation stones were laid – beautification of the banks of the water bodies along Ring Road, construction of Wetland Interpretation Centre, Wi-Fi services along the main roads of the township, construction of 10 bus shelters, upgradation and beautification of Ring Road and New Town Link Road, strengthening of the remaining main roads of the township and the construction of a drainage pumping station.

It was also announced at the inaugurations of the adoption of unit area system of property tax assessment.

The projects were inaugurated by the Municipal Affairs & Urban Development Minister and Chairman, NDITA, Firhad Hakim.

 

বিধাননগরের নতুন টাউনশিপ নবদিগন্ত উদ্বোধন হল

বিধাননগরের নতুন টাউনশিপ নবদিগন্ত উদ্বোধন হল সোমবার। গত বছর তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা ক্ষমতায় আসার পর যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছে তা যথেষ্ট প্রশংসনীয়।

এদিন নবদিগন্তের ২টি পরিষেবা চালু হল। একটি অনলাইনে সম্পত্তি কর আদায় পরিষেবা এবং ট্রেড লাইসেন্স পরিষেবা এবং অপরটি নবদিগন্ত বাস টার্মিনাস।

রিং রোড, নবদিগন্ত সংলগ্ন জলাভূমি সংরক্ষণ কেন্দ্র, নবদিগন্তে ওয়াইফাই পরিষেবা, ১০টি নতুন বাস রাখার জায়গা, ড্রেনেজ পাম্পিং স্টেশন, নবদিগন্তে একাধিক রাস্তার সংস্কার এবং সৌন্দর্যায়ন শিলান্যাস হল।

রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রকল্পের উদ্বোধন করেন।