Railways facing neglect: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee expressed grief over the loss of lives  in the derailment of Jagdalpur-Bhubaneswar Hirakhand Express and alleged the Railways is now neglected and given less priority with curtailment in the Budget.

Mamata Banerjee, who had previously served as the Rail Minister, took to Twitter hours after the derailment. She wrote: “Railways carries crores of people every day. It is the lifeline of the nation. We are proud of our Indian Railways employees. However, now Railways is neglected & being given less priority. The Budget is being curtailed. Safety and security are being compromised.”

“We don’t blame the minister, he is earnest in his efforts. But govt needs to address issues urgently,” the CM said in another tweet.

Mamata Banerjee also offered condolences to the family of the deceased.

 

রেলকে কম গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার রাতে হীরাখণ্ড এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মুখ্যমন্ত্রী জানান, “ভারতীয় রেল দৈনিক কয়েক কোটি যাত্রী বহন করে। এটাই দেশের জীবনরেখা। আমরা ভারতীয় রেলের কর্মচারীর কাজে গর্বিত। অথচ রেল বিভাগ অবহেলার শিকার। রেলকে খুব কম গুরুত্ব দেওয়া হচ্ছে। রেলের জন্য বাজেট কমানো হচ্ছে। যাত্রীদের সুরকশা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপস করা হচ্ছে। আজকের দুর্ঘটনায় আমি মর্মাহত। অনেক যাত্রী প্রাণ হারিয়েছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করি,। তাদের নিকটজনকে আমার সমবেদনা জানাই”।

তিনি আর একটি টুইটে লেখেন, ‘আমরা মন্ত্রীকে দোষ দেব না। তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এই বিষয়টিকে দ্রুত গুরুত্ব দেওয়া উচিত সরকারের।’

 

Day 2 of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta

Today was the second day of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta.

Trinamool MPs of Lok Sabha and Rajya Sabha held a sit-in demonstration at South Avenue for the second day. The dharna began with 2 minutes silence for the 120 people who lost their lives due to demonetisation. Several MPs – Saugata Roy, Kalyan Banerjee, Sukhendu Sekhar Roy, Kakoli Ghosh Dastidar, Sisir Adhikari, Sultan Ahmed – made short speeches highlighting the sufferings of people every hour.

A dharna was organised just three kilometres away from the office of the Central Bureau of Investigation (CBI) in Bhubaneswar. Senior Trinamool Congress leaders including Secretary General of the party Partha Chatterjee, All India General Secretary, Subrata Bakshi, Chandrima Bhattacharya and Manish Gupta  attended the dharna.

Dharnas were also organised in front of CGO complex and RBI headquarters in Kolkata. They will continue even today.

Protests are being organised in Punjab, Kishanganj (Bihar), Manipur, Tripura, Assam, and Jharkhand against the note ban and the suffering that is being caused to the people.

 

নোট বাতিলের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ দ্বিতীয় দিন

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্ত ও তার ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিরুদ্ধে  এবং কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ  দ্বিতীয় দিন।

দিল্লির সাউথ এভিনিউতে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ধর্ণা দেন। সকাল ১১টায় নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ধর্ণা। এরপর প্রত্যেক ঘন্টায় বর্ষীয়ান সাংসদরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ।

ওড়িশার ভুবনেশ্বরের সিবিআই অফিসের মাত্র তিন কিঃ মিঃ দুরে আজ ধর্ণা দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, মনীশ গুপ্ত প্রমুখ।

ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলবে প্রতিবাদ।

 

Trinamool is organising nationwide protests against Modi babu’s shameless flop-show: Mamata Banerjee

In a statement on Twitter, Bengal Chief Minister Mamata Banerjee said that the Trinamool Congress is organising nationwide protests against Narendra Modi’s “shameless flop-show” (implying the draconian policy of demonetisation).

She announced the staging of dharnas over the next three days, that is, Monday, Tuesday and Wednesday, in Bengal, Odisha (Bhubaneswar), Punjab, Bihar (Kishanganj), Manipur, Tripura, Assam, Jharkhand and Delhi.

Mamata Banerjee, through her statement, also demanded that “restrictions should be removed” on the withdrawal of cash from banks and ATMs because of the “hardships being faced by millions due to demonetisation”.

Today, about 35 Trinamool MPs have begun a peaceful protest, on South Avenue in New Delhi, against demonetisation and the resultant suffering caused to millions. It would continue till 6 pm.

 

মোদী বাবুর নির্লজ্জ ফ্লপ শোয়ের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে নামল তৃণমূলঃ মমতা বন্দ্যোপাধ্যায়

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “নরেন্দ্র মোদীর ‘নির্লজ্জ ফ্লপ শোয়ের’ (হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস।

তিনি জানান, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তিনদিন ব্যাপী বাংলা, ওড়িশা (ভুবনেশ্বর), পাঞ্জাব, বিহার (কিষাণগঞ্জ), মনিপুর, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও দিল্লীতে ধর্ণা চলবে।

এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ব্যাঙ্ক ও এটিএম-এর মাধ্যমে টাকার লেনদেনের ক্ষেত্রে “বিধিনিষেধ বা ঊর্ধ্বসীমা” তুলে নেওয়ারও দাবি জানান।

এই প্রতিবাদে আজ দিল্লীর সাউথ অ্যাভিনিউতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সাংসদরা। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই ধর্ণা।