Silver pompano fish to soon add variety to the plates of Bengalis

The Bengal Government’s Fisheries Department, through its unit, State Fisheries Development Corporation Ltd. (SFDC) has started the large-scale culture of the silver pompano fish. This would make the fish, which normally sells at high prices, affordable for many.

Silver pompano looks and tastes just like the pomfret but costs Rs 100 more per kilogram; hence there is a high demand for it just as there is for pomfret.

A research institute in Kochi has supplied the initial group of 15,000 hatchlings to start the cultivation, to a State Government hatchery in Alampur in Purba Medinipur district. The fishes would achieve a weight of 500 to 600 grams in three months, after which they would be brought to the open market to be sold. The first batch is expected to arrive in the markets in November.

Initially, only the SFDC will sell the fishes. Later on, private hatchery owners would be given permission to rear and sell these fishes.

The cultivation of these fishes was started on an experimental scale a year back at the Alampur hatchery, whose success prompted the government to start cultivation on a large scale.

 

রাজ্যে শুরু সিলভার পমপ্যানো মাছের চাষ

মৎস্যপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য মৎস্য দপ্তর। ইচ্ছা থাকলেও চড়া দামের জন্য পমফ্রেট মাছ যাঁরা কিনতে পারছেন না, তাঁদের জন্য এগিয়ে এল রাজ্য মৎস্য দপ্তর। বাণিজ্যিকভাবে রাজ্যে এবার সিলভার পমপ্যানো মাছের চাষ শুরু করল তারা।

কোচির সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে রাজ্যে ঢুকেছে প্রায় ১৫,০০০সিলভার পমপ্যানো–র চারা। যা পাঠিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের আলমপুরে। যেখানে সরকারি জলাশয়ে বড় হয়ে উঠবে এই চারাগুলি। তিন মাসের মধ্যে চারাগুলির ওজনদাঁড়াবে ৫০০ থেকে ৬০০ গ্রাম। খোলাবাজারে এরপর এগুলিকে বিক্রির জন্য নিয়ে আসা হবে।

এই মাছের স্বাদ একেবারেই পমফ্রেট মাছের মতো। না বলে পাতে দিলে বোঝা খুবই শক্ত যে পমফ্রেট খাচ্ছি না সিলভার পমপ্যানো খাচ্ছি। অথচ দামের তফাত কেজি প্রতি প্রায় ১০০ টাকার মত।

হিসেব অনুযায়ী এই মাছ বাজারে আসতে আসতে নভেম্বর মাস হয়ে যাবে।

Source: Aajkal

 

State Govt facilitating delivery of ‘Ashwin Package’ for Bengalis residing overseas

Only a few weeks are left for Durga Puja. So orders for articles used during Durga Puja are coming thick and fast to exporters and vendors in Bengal.

The Bengali Association of Yorkshire in England has placed orders with the State Government for 8,000 of the red lotuses of Bankura. The government-run West Bengal Agro Industries Corporation Ltd. (WBAIC) is coordinating with the lotus growers in Bankura district.

Quite a few associations in London have conveyed to the State Government the need for other essential articles too – dhan (paddy leaves), durba (a type of grass), baelpata (leaves of wood apple trees), kola-bou (a stem of a banana plant decked up as a woman), etc. WBAIC is facilitating all requirements for these overseas Durga Puja committees.

After England, now the Bengali associations of USA too are showing a lot of interest in asking the Bengal Government to fulfil their requirements.

Naturally, all this is also leading to farmers and cultivators feeling happy, and what better gift than this during the Puja season.

 

লন্ডনে মিলবে কলাবউ, ধান-দূর্বা’র ‘আশ্বিন প্যাকেজ’

পুজো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই ইয়র্কশায়ার বাঙালি অ্যাসসিয়েশন আট হাজারটি বাঁকুড়ার লাল পদ্মের অর্ডার পাঠিয়েছে রাজ্যের কাছে। রাজ্যের কৃষি শিল্পোন্নয়ন নিগমের কর্তারা বাঁকুড়ার জলপদ্মের চাষিদের সঙ্গে যোগাযোগ করেছে।

লন্ডনের বেশ কিছু ক্লাব আগে থেকেই রাজ্যের কাছে জানিয়েছিল, শুধু পদ্মফুলই নয়, পুজোর অন্যান্য সরঞ্জাম হিসেবে ধান, দূর্বা, বেলপাতা, কলা-বউ এরও চাহিদা আছে তাদের। এবার সব চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে রাজ্য কৃষি শিল্পোন্নয়ন নিগম তাদের ‘আশ্বিন প্যাকেজ’ নিয়ে।

লাল পদ্ম, ধান, দূর্বা, কলা বউ নিয়ে আশ্বিন প্যাকেজে থাকছে পুজোর প্রয়োজনীয় নানান ধরনের উপকরণ।

লন্ডনের দুর্গাপুজো কমিটিগুলোর বিপুল চাহিদার ফলে লাভের মুখ দেখছে বাংলার চাষিরা। এরফলেই আরও উৎফুল্ল হয়েছে কৃষি ও শিল্পোন্নয়ন নিগম। আশ্বিন প্যাকেজের কথা জানতে পারছে আমেরিকার কিছু পুজো উদ্যোক্তারা। ‘লন্ডনের পরে এবার আমেরিকা যাবে বাংলার কলা বউ’ গৌরবের সঙ্গে বললেন রাজ্যের এক শীর্ষ আধিকারিক।

Source: Khabar 365 Din

 

WB Govt celebrates International Mother Language Day

Like every year, the West Bengal government observes International Mother Language Day with full honour at Bhasha Shahid Smarak, Deshapriya Park.

West Bengal Chief Minister Ms Mamata Banerjee was present on the occasion along with her Cabinet colleagues Subrata Mukherjee, Firhad Hakim, Aroop Biswas, Kolkata Mayor Sovan Chatterjee and many other dignitaries.

The Bhasha Shahid Smarak at Deshapriya Park was set up at the initiative of Mamata Banerjee.

On the eve of International Mother Language Day, West Bengal Chief Minister Ms Mamata Banerjee paid an ‘innovative’ tribute to the martyrs of the 1952 Language Movement (Bhasha Shahids) by changing her Twitter profile name to Bengali font.

For the last few years, Chief Minister Mamata Banerjee has been leading from the front in making today worth remembering in West Bengal’s cultural calendar. This is in stark contrast to the Left Front’s 34 years in power, when little or nothing was done for something so close to the heart of Bengalis.

On 19 February, the Chief Minister inaugurated the Bhasha Shahid Smarak at the Ekushe Udyan park, opposite MP Birla Planetarium in Kolkata.

 

আজ ভাষা দিবস উদযাপন করল পশ্চিমবঙ্গ সরকার

আজ আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। প্রতি বছরের মত এবছরও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে এই উপলক্ষে আজ দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে ‘অমর একুশে’ অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চ্যাটার্জি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেশপ্রিয় পার্কে একটি স্মারক তৈরি হয়েছে।

গত ১৯শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তর, রাজ্য সরকার ও কলকাতা পুরসভার উদ্যোগে বিড়লা প্ল্যানেটোরিয়ামের বিপরীতে ২১শে উদ্যানে একটি ভাষা শহিদ স্মারকের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার উচ্চতা প্রায় ১৪ ফুট। মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে মাতৃভাষার জন্য লড়াইয়ে শহিদ ভাইয়ের মৃতদেহ নিয়ে বোন বসে আছে। বোনের মুখে শোকের চিহ্ন নেই।

এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকল ভাষাভাষীর মানুষকে অভিনন্দন ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee’s innovative homage to ‘Bhasha Shahids’ on Twitter

On the eve of International Mother Language Day, West Bengal Chief Minister Ms Mamata Banerjee paid an ‘innovative’ tribute to the martyrs of the 1952 Language Movement (Bhasha Shahids) by changing her Twitter profile name to Bengali font.

For the last few years, Chief Minister Mamata Banerjee has been leading from the front in making 21 February a date worth remembering in West Bengal’s cultural calendar. This is in stark contrast to the Left Front’s 34 years in power, when little or nothing was done for something so close to the hearts of Bengalis.

Respecting Bengal’s heritage

On 19 February, the Chief Minister inaugurated the Bhasha Shahid Smarak at the Ekushe Udyan park, opposite MP Birla Planetarium in Kolkata. The beautiful memorial comprises of a statue of a beautiful young woman with long braided hair, holding a dead man on her lap. The woman symbolises ‘Mother Language’ and the dead man, the martyrs who gave their lives for the cause of their language. On the pedestal are etched the famous lines “Aamar bhai-er rakte rangano Ekushe February/ Ami ki bhulite pari” in Bengali.

Mamata Banerjee had earlier inaugurated another splendid memorial at Deshapriya Park in south Kolkata, consisting of a series of stacked-up pedestals in red, one smaller than the other going from the bottom to the top, arranged haphazardly, with the names of the ‘Bhasha Shahids,’ or Language Martyrs, and other associated with the movement, on them.

 

ভাষা শহীদদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভাবনী শ্রদ্ধার্ঘ্য

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে নিজের ট্যুইটার অ্যাকাউণ্টের নাম বাংলা ভাষায় বদল করে ১৯৫২ সালের শহীদদের প্রতি এক অভিনব পদ্ধতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষমতায় আসার পর থেকে গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী প্রতি বছর এই দিনটিকে উদযাপন করেন যথাযথ সম্মানের সাথে। গত ৩৪ বছরে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন কিছু করেনি এইসকল শহীদদের উদ্দেশ্যে।

বাংলার ঐতিহ্য

গত ১৯শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিড়লা প্ল্যানেটোরিয়ামের বিপরীতে ২১শে উদ্যানে এই ভাষা শহিদ স্মারকের আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তথ্য ও সংস্কৃতি দপ্তর, রাজ্য সরকার ও কলকাতা পুরসভার উদ্যোগে এই স্মারক বসেছে।

মূর্তিটির উচ্চতা ১৪ ফুট। মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে মাতৃভাষার জন্য লড়াইয়ে শহিদ ভাইয়ের মৃতদেহ নিয়ে বোন বসে আছে। বোনের মুখে শোকের চিহ্ন নেই। সামনে লেখা, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। কয়েক বছর আগে রাষ্ট্রপুঞ্জ ২১ ফ্রেব্রয়ারি দিনটিকে ঘোষণা করেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আগামী ২১ ফেব্রুয়ারি এখানে অনুষ্ঠান হবে। প্রতি বছরের মত ওই দিন বিকেলে দেশপ্রিয় পার্কেও অনুষ্ঠান হবে।

এর আগে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে একটি ভাষা শহীদ স্মারক উন্মোচন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

 

Here’s what Mamata Banerjee tweeted