Film on Kanyashree Scheme earns praise at KIFF

After all the international honours, now a short film on the Kanyashree Scheme has become a big hit at the 23rd Kolkata International Film Festival (KIFF). It was screened on November 13.

The 15-minute film – Kanyashree Samman – projects the struggle of 15 young girls from Howrah against adverse circumstances and financial constraints. It has been directed by Mallika Roychowdhury.

A brainchild of Mamata Banerjee, the Kanyashree Prakalpa, launched in 2013, is a cash transfer scheme aimed at retaining girls in schools and preventing their early marriage. In July 2017, Kanyashree Prakalpa won the first prize at United Nations Public Service Awards in Hague.

 

চলচ্চিত্র উৎসবেও কন্যাশ্রীর জয়জয়কার, ভিড় বিদেশী দর্শকদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প সারা পৃথিবীতে প্রশংসিত। রাষ্ট্রসংঘের কাছ থেকে তিনি স্বয়ং ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন।  এই বিষয় নিয়ে যদি কোনও তথ্যচিত্র বানানো হয়, নিঃসন্দেহে সেটি মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি করবে।

অমিত ব্যানার্জি এবং মল্লিকা রায় চৌধুরীর পরিচালনায় তাই ‘কন্যাশ্রী সম্মান’ একটি স্বার্থক তথ্যচিত্র হয়ে উঠল, যা দেখানো হল শিশির মঞ্চে। এদের মধ্যে একজন চিত্র সাংবাদিক।

অডিও ভিস্যুয়ালে যাদের টেস্টিমনি নেওয়া হয়েছে, সবাই হাওড়ার বাসিন্দা। গরীব ঘরের কিশোরী কন্যারা যখন একের পর এক বলে যাচ্ছে কীভাবে তাঁরা এই প্রকল্পের সাহায্য পেয়ে উপকৃত হয়েছে, তখন বলতেই হয় এত কন্যা এই বাংলায় কন্যাশ্রী প্রকল্পের ফলে পড়াশোনা করে বড় হয়ে ভালো ফলাফল করবে।

Source: Khabar 365 Din

 

State Govt to set up hydroelectric power station in the Hills region

The Bengal Government would start the construction of a batch of small hydroelectric power stations in the Hills region.

The one at Ragnu in Darjeeling district, worth 6 megawatt (MW) has already been approved and work is in progress. Surveys are going on for setting up others in Rimbik, Nagrakata, Mirik and other places.

Hydroelectric power stations are much less pollution, hence the decision for setting up these in an ecologically sensitive region like the Darjeeling district has been taken.

Currently, 1076 MW of electricity is produced in Bengal using the hydroelectric method.

Source: Bartaman

 

পাহাড়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজে ঝাঁপাচ্ছে রাজ্য

পাহাড়ে নতুন করে একগুচ্ছ নয়া জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করতে চায় রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। সেই মতো রিম্বিক, নাগরাকাটা, মিরিক সহ একাধিক জায়গায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং জেলার রগনুতে ছ’মেগাওয়াটের আরও একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। সমীক্ষার জন্য গত মাসের শেষের দিকে টেন্ডার ডাকা হয়েছে।

বর্তমানে রাজ্যে জলবিদ্যুৎ ক্ষেত্র থেকে ১০৭৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। তার মধ্যে ৯০০ মেগাওয়াটের পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পও রয়েছে। বাকিগুলি হল, তিস্তা ক্যানাল প্রকল্প (৬৭.৫ মেগাওয়াট), রাম্মাম প্রকল্প (৫১ ,মেগাওয়াট), জলঢাকা প্রকল্প (৪৪ মেগাওয়াট) সহ অন্যান্য কেন্দ্র। রাজ্য চাইছে দার্জিলিংয়ে ছোট (কমবেশি ৫ মেগাওয়াট) জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে।

জলবিদ্যুতের ক্ষেত্রে দূষণের সমস্যা কম থাকে। তার ওপর এইসব কেন্দ্র তৈরি হয়ে যাওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামুলকভাবে অনেক কম হয়। পাহাড়ে জলবিদ্যুতের পাশাপাশি পুরুলিয়ায় তুর্গা পাম্প স্টোরেজ প্রকল্প (১০০ মেগাওয়াট) রুপায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

তাপবিদ্যুতের পাশাপাশি এবার অচিরাচরিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়োমাসসহ অন্যান্য উৎস রয়েছে। তাঁর মধ্যে পাখির চোখ করা হচ্ছে সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎকেই।

State Govt planning to set up eco-industrial parks

The Bengal Government is seriously exploring the possibility of setting up eco-industrial parks, which includes the creation of a sustainable model for future units, as the State Government is committed to anything that is green, clean and sustainable.

Towards that end, it would soon initiate discussions with the United Nations Industrial Development Organization (UNIDO) and the Confederation of Indian Industry (CII).

An eco-industrial park is a community of manufacturing and service businesses located together on a common property. It is also an initiative for a valid approach for scaling up resource efficiency and cleaner production in industrial zones. It is one of the practical ways for transition to green industry and achieving resource efficiency.

Over the last six years, the Trinamool Congress Government has proved its commitment towards the development of environment-friendly methods, processes and programmes, be it the setting of a target of generating about 3,000 MW through alternative sources of energy or the recently-taken decision to introduce 20 electric buses for Kolkata and its surrounding areas or setting up solar lights in parks or the countless other measures

Source: Millennium Post

ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়তে উদ্যোগী রাজ্য সরকার

উন্নয়নের সাথে সাথে পরিবেশ রক্ষার প্রতিও দায়বদ্ধ রাজ্য সরকার। ‘ক্লিন এন্ড গ্রীন’ উন্নয়নের মডেলকেই পাখির চোখ করেছে রাজ্য। তাই এবার ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ভাবনা রাজ্য সরকারের।

এই লক্ষ্যে রাজ্য সরকার আলোচনা করছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র সঙ্গে।

একই জায়গায় একসাথে অনেকগুলি ম্যানুফ্যাকচারিং ও পরিষেবামূলক ব্যাবসায়িক প্রতিষ্ঠান মিলে তৈরী হয় একটি ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এর ফলে একদিকে যেমন সম্পদ ব্যাবহারের কার্যকারিতা বৃদ্ধি হয়, পাশাপাশি কারখানায় উৎপাদনও অনেকটাই পরিবেশ-বান্ধব হয়।

বিগত ছয় বছরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বিভিন্ন পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে। বাংলায় অচিরাচরিত শক্তির মাধ্যমে ৩০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। খুব শীঘ্রই ২০ টি ইলেকট্রিক বাস চলবে কলকাতার রাজপথে। বিভিন্ন পার্কগুলিতে সৌরআলো উৎপাদনও হচ্ছে।

Water taxis for leisure rides on Hooghly river soon

Soon, water taxis would be available for leisure rides on the Hooghly river. The West Bengal Transport Corporation (WBTC) will be operating the vessels, which are akin to motor boats, from jetties in Kolkata.

Eight seats would be available in each water taxi. People can hire the whole boat too. Initially, the service would be available from the jetty at Millennium Park. According to a WBTC official, the vessels would be delivered by December 25; hence, plans are afoot to start the rides during the Christmas holidays.

Currently, WBTC operates mayurpakshi boats for one-hour leisure riders on the Hooghly every Saturday, Sunday and public holidays. This is a very popular service. The rides cost Rs 100 per passenger.

WBTC officials hope that the water taxis too would be popular.

 

এবার গঙ্গাতে ওয়াটার ট্যাক্সি নামাচ্ছে রাজ্য

এবার জলক্রীড়ার মজা মিলবে শহরেই। চাইলে বড়দিনের ছুটিতে শহরে ঘুরতে এসে গঙ্গাবক্ষে ওয়াটার ট্যাক্সিতে প্রমোদ ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন যে কেউ। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রের খবর, আপাতত দু’টি ওয়াটার ট্যাক্সি তৈরি করা হচ্ছে।

বর্তমানে প্রমোদ ভ্রমণের জন্য শনি, রবি এবং অন্যান্য ছুটির দিনে বাহারি নৌকা ময়ূরপঙ্খী চালায় পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এক ঘণ্টা করে যাত্রীদের গঙ্গায় ঘোরানো হয়। থাকে গান-বাজনার আয়োজনও। তার জন্য খরচ পড়ে জনপ্রতি ১০০ টাকা। নিগমের এই আয়োজন যাত্রী মহলে বেশ জনপ্রিয় হয়েছে। গঙ্গায় ওয়াটার ট্যাক্সি নামানোর পরিকল্পনাও পর্যটকদের মধ্যে জনপ্রিয় হবে বলে আশা নিগম কর্তাদের।

ওয়াটার ট্যাক্সিতে আটটি করে সিট থাকবে। কেউ চাইলে নিজেদের পরিবার বা বন্ধু-বান্ধবদের জন্য গোটা জলযানটিই ভাড়া নিতে পারবেন। আলাদা করে সিটের ভাড়া দেওয়ারও ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মিলেনিয়াম পার্কের জেটি থেকে এই জলযানগুলি চালানো হবে।

সাধারণ জলযানের তুলনায় ওয়াটার ট্যাক্সি অনেকটাই বেশি গতিতে যেতে পারে। এই জলযান গঙ্গা ভ্রমণে নয়া উৎসাহ তৈরি করবে বলে মত তাদের।

Source: Bartaman

Bengal Govt giving new homes for one-horned rhinos

The Bengal Government is setting up two new homes for the one-horned rhinoceros – Rasmati Jheel in the Patlakhawa forest area in Cooch Behar district and the Ramsai jungle near Gorumara National Park in Jalpaiguri district. With the number of rhinos rising steadily in the jungles of Gorumara and Jaldapara, this is a welcome step.

The river Torsa flows through the Patlakhawa forest. The earmarked area is a grassland, and hence an ideal habitat for the rhinoceros. The rhinos will be released in the ratio of two females for every male.

The district of Cooch Behar has many components of tourism; only wildlife tourism was missing. With the new home for rhinos this too will be fulfilled. There are plans to also develop an elephant safari in the district.

Source: Millennium Post

একশৃঙ্গ গণ্ডারদের জন্য দুটি নতুন ঠিকানা বাংলায়

জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে বেড়ে চলেছে একশৃঙ্গ গণ্ডারদের সংখ্যা। এবার তাদের জন্য নতুন দুটি বাসস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। প্রথমটি হল কোচবিহার জেলার পাতলাখাওয়া জঙ্গলে রাসমতি ঝিলে; অন্যটি জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় অভয়ারণ্যের রামসাইয়ের জঙ্গলে।

পাতলাখাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। এই অঞ্চলটি গণ্ডারদের পক্ষে খুব আদর্শ বাসস্থান হতে চলেছে। এখানে ২টি মহিলা পিছু ১টি পুরুষ – এই অনুপাতে গন্ডার ছাড়া হবে।

কোচবিহারে পর্যটনের অনেক সুযোগ, শুধু বন্যপ্রাণ কেন্দ্রিক পর্যটনের কোনও সুযোগ ছিল না। সরকারের এই উদ্যোগের ফলে তাও পূরণ হয়ে যাবে। পরিকল্পনা আছে এই জেলায় একটি হাতির সাফারিও শুরু করার।

Bengal is the ultimate investment destination: Mamata Banerjee in Scotland

Bengal Chief Minister Mamata Banerjee today attended a Business Meet organised by Scottish Development International with the support of Asia Scotland Institute and Edinburgh Chamber of Commerce, at Edinburgh.

Top business houses of Scotland were present. The CM held a fine round of interaction with business leaders from Bengal on prospects of investment and doing business in the state.

Potential areas of collaboration included engineering, services, healthcare, education, tourism and hospitality, power and energy, life sciences and research, food processing, IT and ITeS.

 

Highlights of her speech:

  • Bengal and Scotland have a long history of cultural ties. Just like our past ties, I invite you to come to Bengal in future and invest in the State. We are trying to create an even more investment- friendly atmosphere.
  • I extend a warm welcome to you all to attend the Bengal Global Business Summit on 16-17 January, 2018. More than 30 countries are participating. Japan is our partner country.
  • There is a lot of scope for collaboration in various sectors – health, education, tourism, power and energy, life science and research, IT & ITES.
  • Bengal is the ultimate business destination. We have the economic potential, political stability. Bengal is the gateway to the North-Eastern States. You can also expand to Bangladesh, Nepal, Bhutan, Myanmar, Thailand, and Malaysia.
  • Our captains of industries have spoken already about their experience of doing business in Bengal. I need not blow the trumpet of my own government.
  • We have a legacy of 34 years of misrule by the Left. We ushered in political, economic, administrative and social reforms. Bengal’s Kanyashree – a scheme for the empowerment of the girl child – has won the United Nations Public Service Award.
  • England recently won the U-17 World Cup Football. Kolkata was the proud host of the quarter final, semi final and final matches. I was lucky to hand over the prizes to the winners.
  • GDP growth of Bengal is higher than the national growth rate in India. Our growth in industry, agro and services sector is also higher than the national average.
  • Edinburgh is an educational hub. We want you to collaborate with our universities. The talent in Bengal is unmatched.
  • Bengal has the land bank and land map. We have MSME policy, Textile policy, Tourism Policy. Bengal is No. 1 in skill development. We are the cultural capital of India.

 

বাংলাই এখন শিল্পের গন্তব্য: স্কটল্যান্ডে মুখ্যমন্ত্রী

আজ এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

কি বললেন তিনি এই বৈঠকে? দেখে নিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • স্কটল্যান্ড ও বাংলার সম্পর্ক বহু পুরোনো। ভারতে যখন ব্রিটিশ রাজ ছিল তখন কলকাতা ছিল তাদের রাজধানী। আপনাদের আহ্বান জানাই, ভবিষ্যতেও বাংলায় আসুন, শিল্প গড়ুন।
  • বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ২০১৮ তে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। ১৬-১৭ জানুয়ারী হবে এই সম্মেলন। ৩০টিরও বেশি দেশ আসবে এই সম্মেলনে। জাপান আমাদের পার্টনার দেশ।
  • বাংলায় লগ্নির সম্ভাবনা বিপুল। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, জীব বিদ্যা ও গবেষণা, তথ্যপ্রযুক্তি সহ নানা ক্ষেত্রে লগ্নি করতে পারেন আপনারা।
  • বাংলাই এখন শিল্পের গন্তব্য। আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিপুল। রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতাও রয়েছে। উত্তর-পূর্ব ভারত সহ বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার গেটওয়ে বাংলা।
  • আমি নিজেই নিজের সরকারের প্রশংসা করবো না। আমাদের ‘ক্যাপ্টেনস অফ ইন্ডাস্ট্রি’রা ইতিমধ্যেই বাংলায় বাণিজ্যের অভিজ্ঞতার কথা বলেছেন।
  • বাংলায় ৩৪ বছরের বাম অপশাসনের পর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিক সংস্কারের কাজ হয়েছে। মেয়েদের ক্ষমতায়নের জন্য বাংলার কন্যাশ্রী প্রকল্প পেয়েছে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস পুরস্কার।
  • সদ্যসমাপ্ত অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল জিতেছে ইংল্যান্ড। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা কলকাতায় হয়েছে। আমি নিজে বিজয়ীদের পুরস্কার তুলে দিতে পেরেছি বলে গর্ব বোধ করছি।
  •  বাংলার জিডিপি গ্রোথ ভারতের জাতীয় হারের থেকে বেশি। শিল্প, কৃষি, পরিষেবা – সব ক্ষেত্রেই বাংলার বৃদ্ধির হার জাতীয় হারের চেয়ে বেশি।
  • এডিনবরা একটি জনপ্রিয় শিক্ষার হাব। আমরা চাই আপনারা বাংলার বিশ্ববিদ্যালয়গুলির সাথে কোলাবোরেট করুন। বাংলার মেধা বিশ্ব বিখ্যাত।
  • বাংলার ল্যান্ড ম্যাপ ও ল্যান্ড ব্যাঙ্ক আছে।  আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি আছে, বস্ত্রশিল্প নীতি আছে, পর্যটন নীতি আছে। দক্ষতা বিকাশে বাংলা এক নম্বরে। বাংলাই ভারতের সাংস্কৃতিক রাজধানী।

Mitsubishi Chemicals to invest Rs 5,000 cr in textile plant in Bengal: Dr Amit Mitra

Bengal Finance and Industries Minister Dr Amit Mitra made a major announcement yesterday from the UK, where he has gone as part of Chief Minister Mamata Banerjee’s entourage for meeting potential investors for Bengal as well as for inviting prominent industrialists to the upcoming Bengal Global Business Summit.

He announced that Mitsubishi Chemicals is going to set up a large-capacity plant for manufacturing components required in the textile industry.

Explaining the process, he said that the PTA (purified terephthalic acid) made by the company would be converted through the process of continuous polymerisation in the plant to fibre, which would then be converted by spinning mills into the textile components.

The plant is going to provide employment opportunities for 50,000 to 1 lakh people. This number would be gradually upped to 5 lakh. The minister said that work is going to start on a priority basis.

The initial investment amount would be Rs 5,000 crore, which would be scaled up to Rs 10,000 crore in due course.

Dr Mitra said that Bengal would soon be at the forefront of the textile sector in the country.

 

রাজ্যে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মিৎসুবিশি: অমিত মিত্র

রাজ্যের বস্ত্রশিল্পে এবার বিনিয়োগ আসছে মিৎসুবিশির হাত ধরে। এ বার রাজ্যে পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করবে মিৎসুবিশি। এর জন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ফলে ৫০ হাজার থেকে ১ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে।

মিৎসুবিশি কেমিক্যাল কর্পোরেশন ইন্ডিয়া এই প্রথম একটি বাইপ্রডোক্ট তৈরি করবে। নাম পিটিএ অর্থাৎ পিউরিফায়েড টেরিপ্যাথিলিক অ্যাসিড। এই বাইপ্রোডাক্ট থেকেই পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করা যাবে।

এতদিন রাজ্যে এধরনের ফ্যাব্রিক তৈরি হত না। মিৎসুবিসি তা তৈরি করা শুরু করলে বাংলাদেশে রফতানিও বিপুল বাড়বে বলে আশাবাদী শিল্পমন্ত্রী। রাজ্যে বস্ত্রশিল্পের নবদিগন্ত খুলতে চলেছে।

মঙ্গলবার রাতে লন্ডনে বৈঠক সেরে ট্রেনে করে এডিনবরার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার এডিনবরায় বসছে রাজ্যের বাণিজ্য সম্মেলন। সেখানে বাংলার সাম্প্রতিক উন্নয়নের খতিয়ান শিল্পপতিদের জানানো হবে।

তার আগে মিৎসুবিসির এই বিনিয়োগের আশ্বাস রাজ্যের বাড়তি পাওনা বলেই মনে করছে শিল্পমহলের একাংশ।

 

 

Mamata Banerjee invites UK investors to Bengal

Chief Minister Mamata Banerjee on Monday urged investors to come to Bengal where the government is business-friendly and talent is unlimited. She said this while addressing the FICCI-UKIBC round table in London.

The Chief Minister said there was not only surplus power but the government also has land banks and so, to acquire land is not a problem in Bengal anymore. She also added that the workers in Bengal are excellent and extremely committed and hardworking. She also mentioned the fact that, unlike during the earlier Left Front Government, the Trinamool Congress Government has brought down the number of man-days lost due to strikes to zero.

Mamata Banerjee also said that the State Government is sending government officials to Oxford and Cambridge Universities and to Singapore to train them.

She pointed out to the gathering that the government cares for the poor and downtrodden, and that nearly 90 per cent of the population of the State have been benefitted by one scheme or the other implemented by the State Government.

Projecting her recent feat with Kanyashree Prakalpa bagging the United Nations Public Service Award for Asia Pacific, she said it was an extremely helpful scheme for the girl child and has won worldwide accolades.

Present at the summit were 18 representatives from different British companies, Oxford University and banks as well as prominent industrialists from Bengal.

 

লন্ডনে বাণিজ্য বৈঠক মুখ্যমন্ত্রীর

সোমবার এ বারের ব্রিটেন সফরে প্রথম বাণিজ্য সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (ইউকেআইবিসি) প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, মুখ্যসচিব-সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা। ব্রিটেনের পক্ষে ছিল দিয়াজিও, গ্রিন ব্যাঙ্ক গ্রুপ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক-সহ নানা সংস্থার ১৮ জন প্রতিনিধি। ইউ কে আই বি সি-র চেয়ারম্যান ব্রিটেনের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী।

এই বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী যান লক্ষ্মী মিত্তলের বাড়িতে রাজ্যে লগ্নির সম্ভাবনা নিয়ে কথা বলতে। ভারতীয় সময় মধ্যরাত পেরিয়ে চলে বৈঠক।
২০১৫ সালে মমতা যখন এখানে এসেছিলেন, তখন ইউকেআইবিসি-র সঙ্গে ২২টি চুক্তি হয়েছিল। এর মধ্যে ১৭ টিই বাস্তবায়নের দিকে এগিয়েছে।

পশ্চিমবঙ্গে আরও একটি উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য এই বৈঠকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে কথা হয়েছে। নিউটাউনকে গ্রিন সিটি তৈরি করতে গত বার আলোচনা হয়েছিল। ব্রিটিশ সংস্থার সঙ্গে হিডকোর সে ব্যাপারে মউ হয়েছে বলে খবর। শিল্পমন্ত্রীর বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কতটা এগোনো গিয়েছে, এই সাফল্যের তালিকাই তার প্রমাণ। আগামী দিনে আরও এগোনো যাবে।’’

ব্রিটিশ শিল্পপতিদের রাজ্যে আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গে শিল্প গড়ার সুবিধার দিকগুলি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এ রাজ্যে রয়েছে দক্ষ শ্রমিক অথচ যার মজুরি কম। শিল্পের জন্য প্রয়োজনীয় জমি সরকারের ল্যান্ড ব্যাঙ্কেই রয়েছে বলে দাবি করেন তিনি। জানিয়ে দেন, তাঁর আমলে শ্রমদিবস নষ্টের সংখ্যা শূন্যে এসে দাঁড়িয়েছে।ব্রিটেনের একটি শিল্প প্রতিনিধি দলকে আগামী জানুয়ারিতে রাজ্যের শিল্প সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

Source: Millennium Post

It is official: Rosogolla belongs to Bengal

The Bengal Government on Tuesday, November 14 won the two-and-a-half-year-old battle over rosogolla as Chennai-based Geographical Indications (GI) Registry announced that one of India’s signature sweets originated in the state and not in Odisha.

Chief Minister Mamata Banerjee had initiated the idea of registering the patent in favour of Bengal. Welcoming the judgement, she tweeted, “Sweet news for us all. We are very happy and proud that Bengal has been granted GI (Geographical Indication) status for Rosogolla”.

According to the deputy controller of patents and designs in Kolkata, the dispute (with Odisha) that rosogolla originated in Bengal has been settled under the GI Act that authenticates a product relating to either a geographical location or community or society.

The Bengal Government had quoted 19th-century history to claim rosogolla was invented by Nabin Chandra Das, a famous sweetmeat maker, in 1868.

Bengal getting the patent has the potential to translate into good business for confectioners.

The director of sweet-maker KC Das Private Ltd. and a great great grandson of Nabin Chandra thanked the Chief Minister for her proactive role. He also said the State Government had borne the entire expenditure of the dispute-settling process.

Bengal is already the holder of 14 GI tags – Darjeeling tea, nakshi kantha, Santiniketan leather goods, the Bankura horse, Laxman Bhog, Khirsapati (Himsagar) and Fazli mangoes, Shantipur, Baluchari and Dhaniakhali sarees, Joynagar moa, Bardhaman sitabhog and mihidana, and gobindobhog and tulaipanji rice.

A GI tag entails that no other region can manufacture or produce an item that has been awarded the status by the Chennai-based institution. For example, tea growers in Nepal cannot call their produce Darjeeling tea, which there was a tendency till the tag was awarded to Darjeeling. It assures the exclusivity of the product as well as its essence and quality.
Source: Hindustan Times

রসগোল্লা বাংলারই, উচ্ছসিত মুখ্যমন্ত্রী

রসগোল্লা বাংলারই। ওডিশার সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষ হাসি হাসল বাংলাই। রসগোল্লার জিওগ্র্যাফিকাল ইন্ডিকেশন ফর গুডসের রেজিস্ট্রেশন পেল পশ্চিমবঙ্গ।

২০১৫ সালে রসগোল্লার আঁতুড়ঘরের নয়া দাবিদার হিসেবে উঠে আসে ওডিশার নাম। নিজেদের রসগোল্লার উত্‍‌সস্থল হিসেবে দাবি করে জিআই-এর অধিকারের দাবিতে লড়াই শুরু করে ওডিশা সরকার। তাদের যুক্তি ছিল, উল্টোরথের পরদিন ওডিশায় পালিত হয় রসগোল্লা দিবস। তবে বাংলাও লড়াইয়ে পিছিয়ে থাকে না। প্রয়োজনীয় নথি পেশ করে রসগোল্লার মালিকানা দাবি করে পশ্চিমবঙ্গ সরকার।

রসগোল্লার বাঙালিয়ানা নিয়ে পেশ করা হয় নানা জোরদার যুক্তি। দাবি করা হয়, দেশের কোনও অংশেই ছানার কোনও মিষ্টি ভোগ হিসেবে দেওয়ার প্রচলন নেই। দেবতাকে নিবেদন করে ক্ষীরের মিষ্টি দেওয়ারই প্রচলন রয়েছে।

ওডিশার যুক্তির বাস্তব কোনও ভিত্তি না-থাকায় তাদের দাবি খারিজ করে রসগোল্লার GI রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গকেই দেওয়া হয়েছে।

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবার জন্য একটি মিষ্টি খবর। বাংলার রসগোল্লা জি আই ট্যাগ পেয়েছে, আমরা সকলে আনন্দিত ও গর্বিত’।

State Govt firming up plans for fish tourism

Bengalis are synonymous with being fish-eaters. Keeping that in mind, the State Government is firming up plans to set up a fish tourism circuit. And not just Bengalis, anyone can partake of delicious fish dishes to be served as part of tours.

The State Fisheries Development Corporation (SFDC) is preparing the blueprint for the tourism circuit. The circuit would centre around the hotels run by SFDC in places like Digha, Udaypur, Henry Island, Bishnupur, Jamunadighi and Siliguri.

A typical tour would consist of a two days-one night package, with fish as the focal theme – be it food or sightseeing. And fish dishes to be served would comprise the traditional favourites of Bengalis as well as newly-introduced varieties in the state like chanos (also called milkfish), pompano, cobia (all marine fishes) and vannamei (a type of shrimp).

The fish tourism circuit would begin functioning with tours to Digha.

Salient points:

· Air-conditioned luxury buses would take tourists to the SFDC-run hotels (from Kolkata, in the case of Digha).

· Lunch and dinner would consist of a range of fish dishes, cooked both in the Bengali as well as in foreign styles.

· Supper would consist of fish pakoda or fish fry, along with coffee.

· After lunch, films where fish is the focal theme, like Ganga and Padma Nadir Majhi, would be shown.

· During the evening, the hotel would arrange fishing trips.

· Early morning the next day, the guests would be taken to bheris or fish farms to watch live huge fishes being caught for commercial exploitation.

· After coming back to the hotel, breakfast would be served, which would consist of fish kachori, fish sandwich or fish-stuffed paratha.

· Breakfast would be followed by sightseeing (to places like Mandarmani and Talsari, in the case of the Digha tour).

· Coming back, lunch would be served, again consisting of a huge fish spread.

· Later, the tourists would be taken back home/to their bases aboard the luxury buses.

 

মাছের পদে মন ভরিয়ে ঘোরার আমেজ রাজ্যজুড়ে

কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। নিপুণ হাতে কাঁটা বেছে মাছ খাওয়ার যে কৌশল বাঙালি যুগ যুগ ধরে রপ্ত করেছে, সেই রেওয়াজকে আর চার দেওয়ালে আটকে রাখতে চায় না রাজ্য সরকার।

দুপুরে সরষে বাটা-কাঁচালংকা অথবা আদা-পিয়াজ-রসুনের রসায়নে মাছের ঝাল খেয়ে যাদের অরুচি ধরে গিয়েছে, তাদের জন্য একেবারে নতুন আয়োজন। রেস্তরাঁয় গিয়ে ভিন্ন স্বাদের মাছ চাখা নয়। শুধু মাছকে থিম করেই আস্ত একটা পর্যটন প্যাকেজ চালু করতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। শুধু নিছক বেড়ানো নয়। ঝালে-ঝোলে-অম্বলে মাছ দিয়ে পাত সাজিয়ে বাজিমাৎ করতে চায় নিগম। সেই ভাবনা থেকেই মাছকে থিম করে সকাল-সন্ধ্যা অতিথি আপ্যায়নে এবার রাজ্যে আসছে ফিশ ট্যুরিজম।

মৎস্য দপ্তরের আওতায় থেকে এখন চুটিয়ে ব্যাবসা করছে মৎস্য উন্নয়ন নিগম। কাঁচা মাছ বিক্রি তো আছেই, পাশাপাশি রয়েছে তাদের নিজস্ব রেস্তরাঁয় রকমারি খাওয়ার আয়োজন। রাজ্যের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নিগমের ফুড কোর্ট। কলকাতার পাশাপাশি দীঘা, উদয়পুর, হেনরি আইল্যান্ড, বিষ্ণুপুর, যমুনাদিঘি বা শিলিগুড়িতে আছে সেসব হোটেল। দপ্তরের কর্তাদের কথায়, যেখানে যেখানে নিগমের বড় ভেড়ি রয়েছে, সেই সব এলাকার আশপাশে তৈরি করা হয়েছে হোটেলগুলি। সেগুলিতেই এই ফিশ ট্যুরিজম চালু করছে নিগম। নলবনে এমনই আহারি পর্যটনের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী।

ভারতে কোথাও আলাদা করে মাছ কেন্দ্রিক পর্যটন নেই, এমনটাই দাবি করছেন দপ্তরের কর্তারা। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সৌম্যজিৎ দাস বলেন, যারা মাছ ভালোবাসেন, তারা যাতে মাছকে সঙ্গী করে ঘুরে-বেড়াতে পারেন, সেই ব্যবস্থাই করছি আমরা। সেখানে থাকবে ছিপ নিয়ে মাছ ধরার বিলাসিতা বা ভেড়ি থেকে মাছ ধরা চাক্ষুষ করার আয়োজন। থাকবে সাইট সিয়িং। সঙ্গে থাকবে নানা ধরনের মেছো পদ। দীঘা বা উদয়পুর বা বকখালির কাছে হেনরি আইল্যান্ডে যেমন সেগুলি সহজে হবে, তেমনই বিষ্ণুপুর, বর্ধমান বা শিলিগুড়িতেও পর্যটকরাও আনন্দ পাবেন। নিগমের এই উদ্যোগটিকে কাজে লাগাতে দায়িত্ব দেওয়া হয়েছে একটি প্রথম সারির ট্যুর অপারেটর সংস্থাকে।

সংস্থাটির কর্ণধারের কথায়, আমরা যেমন গোটা ট্যুরে পর্যটকদের চিরাচরিত মাছ খাওয়াব, তেমনই থাকবে চ্যানোস, পমপ্যানো, কোবিয়া বা ভেনামাই’য়ের মতো মাছ। রান্নাতেও থাকবে কেরামতি। সব মিলিয়ে মাছ দিয়েই পর্যটনের নতুন দরজা খুলতে তৈরি রাজ্য।

মেছোবিলাসঃ-

দীঘায় যে ফিশ ট্যুরিজম চালু হচ্ছে, সেখানে সকালে কলকাতা থেকে বিলাসবহুল বাসে পর্যটকদের নিয়ে যাবে নিগম। এক রাত-দু’দিনের প্যাকেজে পরের দিন ফের কলকাতায় ফেরা।

দুপুরের খাবার পাতে থাকবে পাঁচ রকমের মাছের পাঁচ পদ। কোনওটা আবহমানকালের বাঙালি রান্না, আবার কোনওটায় বিদেশি ‘টাচ’ দিয়ে ফিউশন। খাওয়ার শেষে ভাত-ঘুমের আগে ভিসিডিতে ‘পদ্মা নদীর মাঝি’ বা ‘গঙ্গা’র মতো সিনেমা, যেখানে মাছই থিম।

বিকালে ফিশ পকোড়া বা ফিশ ফ্রাই সহযোগে কফি। ছিপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা করে দেবেন কর্মকর্তারাই। রাতে ফের খাবার পাতে পাঁচ রকমের মাছ দিয়ে আয়োজন।

ভোরবেলা মাছ ধরা দেখতে নিয়ে যাবেন উদ্যোক্তারা। কীভাবে পেল্লায় সাইজের গলদা জালে ধরা পড়ছে, সেসব দেখা যাবে একেবারে ‘লাইভ’।

ফিরে এসে মাছের কচুরি, ফিশ স্যান্ডউইচ বা মাছের পুরভরা পরোটার মতো জলখাবার খেয়ে বেড়াতে বেরনো। নিজস্ব টোটোতে মন্দারমণি বা তালসারির মতো সাইট সিয়িং করাবেন উদ্যোক্তারাই। ফিরে এসে ফের পাঁচ রকম পদ সাজিয়ে লাঞ্চ।

দীঘার মতোই মৎস্য উন্নয়ন নিগমের হাতে থাকা রাজ্যের সবক’টি হোটেলেই এমন প্যাকেজ ট্যুর থাকছে।

 

Source: Bartaman