Calculated plan to destroy freedom of expression: Bengal CM on Padmavati row

Bengal Chief Minister Mamata Banerjee today charged that the controversy over Sanjay Leela Bhansali’s Padmavati was a “calculated plan” of a political party to destroy freedom of expression.

She urged film industry members to come out in support of Bhansali and his film.

“The Padmavati controversy is not only unfortunate but also a calculated plan of a political party to destroy the freedom to express ourselves.

“We condemn this super emergency. All in the film industry must come together and protest in one voice,” she said in a tweet.

 

 

পদ্মাবতী বিতর্ক নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

পদ্মাবতী বিতর্ক নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি নিয়ে এই বিতর্ককে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।

আজ একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানালেন, একটি রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির জন্য সুপরিকল্পিতভাবে মত প্রকাশের স্বাধীনতাকে এভাবে ধ্বংস করা হচ্ছে।

এই ‘সুপার এমারজেন্সি’র কড়া নিন্দা করেছেন তৃণমূলনেত্রী। সারা দেশের চলচ্চিত্র মহলের এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন তিনি।

 

Museum coming up inside Bengal Assembly

On November 20, Chief Minister Mamata Banerjee is going to lay the foundation stone of a museum inside the Assembly premises. The museum will depict the rich history of the Legislative Assembly, and through it, the immense contribution of Bengal to the freedom struggle of the country.

It will be housed inside a five-storied building, which will have, among other facilities, a state-of-the-art auditorium.

The history of the Bengal Legislature can be traced back to January 18, 1862 when, under the Indian Councils Act of 1861, a twelve-member Legislative Council for Bengal Presidency was established by the Governor-General of British India, with the Lt Governor of Bengal and some nominated members.

Under the provisions of the Government of India Act 1935, the Bengal Provincial Legislature, as it was named later, was made bicameral – housing the Legislative Council and the Legislative Assembly.

The Legislative Council was abolished in 1969 through the enactment of the West Bengal Legislative Council (Abolition) Act.

At present, the Legislative Assembly has 295 members, which includes 294 members directly elected from single-seat constituencies and one nominated from the Anglo-Indian community. Its term is five years, unless sooner dissolved.

Source: Millennium Post

রাজ্য বিধানসভায় তৈরী হচ্ছে একটি সংগ্রহশালা

পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার তৈরী হবে একটি সংগ্রহশালা। ২০শে নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই শিলন্যাস করবেন।

রাজ্য বিধানসভার সোনালী ইতিহাসের সরণি হয়ে উঠবে এই সংগ্রহশালা। দেশের স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গ বিধানসভার যে ভূমিকা ছিল তাও ধরা থাকবে এই সংগ্রহশালায়।

একটি পাঁচতলা ভবনে তৈরী হবে এই সংগ্রহশালাটি। এখানে থাকবে একটি প্রেক্ষাগৃহও।

রাজ্যের বিধানসভার সূচনা হয় ১৮৬২ সালের ১৮ই জানুয়ারী। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১ অনুসারে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল, লেফট্যানেন্ট গভর্নর অফ বেঙ্গল ও কিছু মনোনীত সদস্যদের নিয়ে একটি ১২ সদস্যের বিধানপরিষদ গঠন করা হয়।

গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫ অনুসারে বেঙ্গল প্রভিন্সিয়াল লেজিসলেচারকে দ্বিকাক্ষিক করা হয় (বিধানসভা ও বিধানপরিষদ)। ১৯৬৯ সালে অবশ্য রাজ্যের বিধানপরিষদকে তুলে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ (অ্যাবলিশন) অ্যাক্টের মাধ্যমে।

এই মুহূর্তে বিধানসভার সদস্য সংখ্যা ২৯৫ (২৯৪ জন নির্বাচিত এবং ১ জন মনোনীত সদস্য থাকেন আংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে)। বিধানসভার মেয়াদ ৫ বছর।

Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

State Govt inks MoU with UK body for skill development of healthcare professionals

For skill development of healthcare professionals employed with the Bengal Government, a Memorandum of Understanding (MoU) has been signed between the State Government’s Institute of Health and Family Welfare and the United Kingdom’s Department of Health’s Health Education England.

According to a communiqué, the initiative to sign the agreement was taken to ‘strengthen the collaborative relationship to support skill development of healthcare professionals in Bengal and the UK’, after ‘recognising the common healthcare challenges the two countries face and as well as the value of learning in a global context’.

The MoU will ensure sharing of expertise on education and training of healthcare professionals, including review, and upgradation, wherever required, of existing educational programmes, and development of new ones.

According to Health Department officials, the agreement will facilitate acquiring of best practices in healthcare education and practices by doctors of Bengal. in fact, it will be beneficial for both as it will be a continuous process of knowledge sharing.

Source: Millennium Post

 

স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে ইউকের সাথে মৌ স্বাক্ষর রাজ্যের

রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বিকাশের জন্য ইউকের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এই চুক্তিটি হয়েছে রাজ্যের ‘ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ এর সাথে  ইউকের স্বাস্থ্য দপ্তরের ‘স্বাস্থ্যশিক্ষা ইংল্যান্ড’ এর।

বাংলা ও ইউকের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং স্বাস্থ্যক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের দক্ষতা বিকাশের জন্যই এই উদ্যোগ। এই দুই দেশে স্বাস্থ্যপরিষেবা প্রদানের ক্ষেত্রে যে প্রতিকূলতা আছে তার মূল্যায়ন করে আন্তর্জাতিক স্তরে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোও লক্ষ্য এই চুক্তির।

এই মউয়ের ফলে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ বাড়বে। এর ফলে বর্তমান স্বাস্থ্যশিক্ষার পরিকাঠামো যেমন উন্নীত করা যাবে তেমনই ভবিষ্যতে আরও নতুন কর্মসূচী চালু করার সুযোগও পাওয়া যাবে।

Overwhelming response from British, Scottish investors: Amit Mitra

Dr Amit Mitra, state Finance minister expressed immense satisfaction over the response of the British and Scottish businessmen who attended the meetings with the Chief Minister in the past one week.

Talking to newsmen here on Friday afternoon, Dr Mitra said: “There was an overwhelming response from the investors. We have invited them to come to Bengal Global Business Summit scheduled to be held in January, 2018. They have shown interest in education, water purification and healthcare.”

Dr Mitra said Presidency University has already shown interest to collaborate with Edinburgh University in Life Science. “The Vice-Chancellor of Presidency University called up and has shown keen interest to collaborate in various fields of Life Science like Genetics. There will be joint research programmes and scholar exchange programmes.”

Dr Mitra said some firms have shown interest in water management like generation of electricity from tidal waves and supply of clean drinking water. “We have exchanged our views with them and their response is highly satisfactory,” he maintained. Edinburgh is developed in healthcare system and in two areas the businessmen present at the meeting had shown keen interest.

“One is the training programme for nurses and the other is providing expertise through video conferencing of medical treatment and surgery. In remote areas, we can take help of this technology,” he added. The British and Scot businessmen had B2B meetings with their counterparts in India.

Mamata Banerjee had addressed the businessmen at FICCI UKIBC roundtable at St. James Court Hotel in London on Monday. Again on Thursday, she addressed Scottish businessmen who attended a meeting organised by the Scottish Development International in collaboration with Asia Scotland Institute and Edinburgh Chambers of Commerce.

Highlighting Bengal as an emerging business destination, recovering from the rigours of 34-years of misrule by the erstwhile Left Front government, the Chief Minister was extremely passionate and proficient in her case studies which projected the sea changes that have been brought about by her government since she came to power in 2011.

In both the meetings, Mamata Banerjee had argued strongly in favour of investing in Bengal. She had said that the economic scenario in Bengal had improved over the past few years and it is now the ideal destination for investment. She had explained to the businessmen and investors about the land use policies, industrial policies framed by Bengal government and assured that availability of land will not be a problem.

 

লন্ডন এবং স্কটল্যান্ডের বাণিজ্য সফরে প্রাপ্তি অনেক: শিল্পমন্ত্রী

লন্ডন এবং স্কটল্যান্ডের বাণিজ্য সফর সফল। লগ্নির একাধিক ইতিবাচক সম্ভাবনা নিয়েই রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর বাণিজ্য প্রতিনিধিদল। সাতদিনের সফরে এগুলিই প্রাপ্তি বলে শনিবার এডিনবরারহোটেলে জানালেন রাজ্যের শিল্প-বাণিজ্যমন্ত্রী অমিত মিত্র।

সফরের শেষদিন দুপুরে গোটা সফরের সারসংক্ষেপ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত মিত্র। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে যে ৩০ জন শিল্পপতি এসেছেন, তাঁরা প্রত্যেকেই রাজ্যের বাণিজ্যেসবস্তরের  প্রতিনিধিত্ব করেন। ব্রিটেন-ভারত বিজনেস কাউন্সিলের বৈঠকে যে ব্রিটেনের সবচেয়ে বড় সংস্থা ব্রিটিশ টেলিকম সহ এত বড় বড় সংস্থার কর্ণধাররা উপস্থিত ছিলেন, সেটা অবশ্যই বড় প্রাপ্তি। কারণ, আমরা ভেবেছিলাম, ক্ষুদ্র এবং মাঝারি সারির সীমিত কিছু সংস্থা ওই বৈঠকে উপস্থিত থাকবে।”

“এছাড়া আরও বড় প্রাপ্তি হল, ওই সভায় স্বয়ং ব্রিটেনের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী তথা স্ট্যান্ডার্ড চাটার্ডের প্রাক্তন চেয়ারম্যান ও সিইও লর্ড ডেভিসের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনা। এই প্রথমভারতের কোনও অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি। এটা অবশ্যই স্পেশাল। শিল্পমহলের এই উচ্ছ্বসিত সাড়ায় আমরা অভিভূত। আমরা এখন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তাঁদের স্বাগত জানানোর জন্যঅপেক্ষা করছি,” বলেন অমিত মিত্র।

স্কটল্যান্ড সফরের ক্ষেত্রেও নিজেদের সাফল্য তুলে ধরতে মন্ত্রী বলেন, “আমরা ভেবেছিলাম এডিনবরার শিল্পবৈঠকে ২০-২৫টি সংস্থা থাকবে। কিন্তু বৃহস্পতিবার সেখানে ৮০টি সংস্থা উপস্থিত ছিল। এখান থেকেআমাদের তিনটি নতুন প্রাপ্তি। প্রথম, জল পরিশোধনের গবেষণাপ্রাপ্ত ফল স্কটল্যান্ড রাজ্যের সঙ্গে বিনিময় করতে রাজি হয়েছে। দ্বিতীয়ত, জোয়ার-ভাটা কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়, তাতে সিদ্ধহস্তস্কটল্যান্ড। সেই প্রযুক্তিও আমাদের সঙ্গে তারা বিনিময় করবে বলে জানিয়েছে। তৃতীয়ত, ডান্ডির নার্সিং স্কুলে যাতে রাজ্যের পড়ুয়ারা নিজেদের উন্নত করতে আসতে পারে, সেজন্য ইতিবাচক কথাবার্তা হয়েছে।”

তিনি আরও বলেন, “এখানে শিল্পসংস্থাগুলির সঙ্গে রাজ্য সরকারের মুখোমুখি আলোচনা হয়েছে। এবার পালা, সংশ্লিষ্ট ক্ষেত্রে যে সব সংস্থা রাজ্যে কাজ করছে, তাদের সঙ্গে এই কোম্পানিগুলিকে মুখোমুখিআলোচনার রাস্তা তৈরি করে দেওয়া। আশা করছি, আসন্ন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনেই সেই ব্যবস্থা করে ফেলতে পারব আমরা। কারণ, ইতিমধ্যে ডব্লুবিআইডিসি সেই তালিকা তৈরি করে ফেলেছে।”

Bengal CM returns to Kolkata after winning UK citizens’ and investors’ hearts

Chief Minister Mamata Banerjee returned to Kolkata from her England- Scotland tour on Saturday evening. She had left for England on November 10.

At Wimbledon she had unveiled a Blue Plaque at the house where Sister Nivedita lived before she had left for India at the end of 1897.

Mamata Banerjee also addressed a meeting which was attended by businessmen, bankers and educationists in London. It was organized by Ficci- UKIBC.

Steel baron LN Mittal invited her to his house and the two had a highly fruitful meeting. Mamata Banerjee invited Mittal to the Bengal Global Business Summit ( BGBS) which scheduled to be held in January 2018.

The CM also addressed a meeting organised by Scottish Development International in Edinburgh, Scotland where she pitched strongly in favour of investing in Bengal. She was accompanied on her United Kingdom trip by state Finance Minister Dr Amit Mitra, Chief Secretary and a team of industrialists.

 

বিলেত সফরের পর কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী

ইংল্যান্ড এন্ড স্কটল্যান্ড সফর সেরে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ই নভেম্বর তিনি বিলেত সফরে যান।

এই সফরে তিনি উইম্বলডনে সিস্টার নিবেদিতার বাড়িতে ‘ব্লু প্লাক’ এর উন্মোচন করেন। লন্ডনে ফিকি ও উইকেআইবিসির উদ্যোগে আয়োজিত একটি বণিকসভায় বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী।

স্টিল শিল্পের কর্ণধার লক্ষ্মী মিত্তলের সাথেও বৈঠক করেন তিনি। তাকে ২০১৮র বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

এরপর এডিনবরায় স্কটিশ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল আয়োজিত একটি বাণিজ্য বৈঠকে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন শিল্প-বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব এবং একঝাঁক শিল্পপতি।

West Bengal State Handicrafts Fair 2017 begins

West Bengal State Handicrafts Fair 2017, popularly known as Hastashilpa Mela, was inaugurated on November 18. The fair is being held near gate number 1 of Eco Park in New Town.

The fair will continue till December 10, 2017 and will be open for public every day from 1 PM till 8.30 PM. The fair features the best of handicrafts from Bengal. The stalls are being run by the handicraft-makers themselves. Besides selling the craftwork, the fair will also act as a platform for the realization of business opportunities.

The fair is being organised by the Micro and Small Scale Enterprises and Textiles Department.

Bengal has a rich centuries-old culture, whose handicrafts are famed across the country and even internationally. A few years back, under the aegis of the Trinamool Congress-run government, United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO) collaborated with the State Government to set up Shilpagram, a rural crafts hub. These Shilpagrams have earned a lot of praise from international experts as centres for the marketing, selling and preservation of the rich culture of Bengal.

শুরু হল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা

পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র শিল্প দপ্তরের আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন হল ১৮ই নভেম্বর। চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। নিউটাউনে ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে আয়োজিত হচ্ছে এই মেলা। রোজ বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।

বাংলার হস্তশিল্প দেশে, বিদেশে বিখ্যাত। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরী করেছেন বিশ্ব বাংলা ব্র্যান্ড। ইউনেস্কোর সহযোগিতায় গঠিত হয়েছে শিল্পগ্রাম, যা আদতে গ্রামীণ হস্তশিল্পের হাব।

এই হস্তশিল্প মেলায় রাজ্যের সেরা হস্তশিল্পের সম্ভার নিয়ে সমস্ত জেলা থেকে এসেছেন শিল্পীরা।

 

World Food India festival turns out to be extremely successful for Bengal

The World Food India 2017, held in Delhi, where Bengal had a major presence, has turned out to be a happy hunting ground for the State Government.

The sessions over the three days were very useful for the food processing and allied sectors. More than 20 government-to-business (G2B) meetings (i.e., between departments of the State Government, which had participated at WFI, and various companies) were held, as well as many business-to-business (B2B) meetings (i.e., between Bengal-based and outside companies).

It has turned out that many entrepreneurs are extremely interested in investing in Bengal in the food processing sector. They have expressed eagerness for signing memoranda of understanding (MoUs) at the Bengal Global Business Summit (BGBS) 2018, to be held on January 16 and 17. Approximately Rs 500 crore is expected to be invested.

 

খাদ্য উৎসব থেকে রাজ্যে ৫০০ কোটি লগ্নির আশা

দিল্লিতে ‘বিশ্ব খাদ্য মেলা’য় অংশ নিয়ে মাত্র তিনদিনে পশ্চিমবঙ্গ প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রাথমিক প্রতিশ্রুতি আদায় করেছে। দেশি বিদেশি বিনিয়োগ মিলিয়ে কেবলমাত্র খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার সহযোগী সেক্টরেই এই অঙ্কের ‘বাণিজ্য’ করেছে রাজ্য সরকার।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, লগ্নির বিষয়ে সরকারের সঙ্গে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ‘বিজনেস বৈঠক’ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ ধরনের ২৬ টি বৈঠকে চুক্তির প্রাথমিক প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এখানে। চূড়ান্ত চুক্তি হবে আগামী জানুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই এটা সম্ভব হয়েছে; বিনিয়োগের এই বাড়তি উদ্যোগে সরকারের ‘এগিয়ে বাংলা’ স্লোগান সত্যি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

কেবল বিনিয়োগই নয়। বাংলার খাদ্যসম্ভার মেলায় পাতে পড়ার অপেক্ষা রাখেনি। দেদার বিকিয়েছে সরষে ইলিশ, ফিশ পোলাও, গলদা, গুগলির দো পিঁয়াজা। তিনদিনে মাছের পদের বিপনী ৯৩ হাজার টাকা ছাড়িয়েছে। গেঁড়ি গুগলি, আড়, রুই, কাতলা, ইলিশ, আড়, বাসার মত ২০ রকম মাছের ৫৫৫ কেজি পেটি মেলায় গেছিল কলকাতা থেকে।

এই মাছ কোথায়, কীভাবে মিলবে তা নিয়ে খোঁজখবর নিয়েছে ইতালি, সৌদি আবর, কোরিয়ার অতিথিরা; দিল্লি, মুম্বই, তামিলনাড়ুর ব্যবসায়ীরা তো বটেই।

পাশাপাশি রাজ্য সরকারের ‘সুফল বাংলা’ প্রকল্পের রাধাতিলক, কালোনুনিয়া, তুলাইপাঞ্জি, গোবিন্দভোগের মত সুগন্ধি চালের পাশাপাশি চামড়মণি, বাঁশকাঠি ব্রাউন রাইস, কালোভাতের অর্ডার দিয়ে গিয়েছে খাদ্য মেলায় অংশ নেওয়া তামিলনাড়ু, পাঞ্জাব, কোরিয়া, নেদারল্যান্ডের প্রতিনিধিরা।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ নিগমের হাঁস, টার্কি, কোয়েলের মাংস আর ২৩ রকম চিকেন পদের রেসিপি জানতে পশ্চিমবঙ্গের স্টলে উপচে পড়েছিল ভিড়।

Source: Millennium Post

 

Bengal Govt to buy 7 crore jute bags from state’s jute manufacturers

The Bengal Government, through its Food and Supplies Department, has decided to buy 7 crore jute bags from the state’s jute manufacturers, through the Jute Corporation of India.

These bags would be supplied to the state’s rice mills, for them to supply rice to the government.

Jute is a traditional industrial sector of Bengal, which has been neglected for long by the Central Government despite repeated requests by the Bengal Government to help the jute farmers and manufacturers.

This latest move by the State Government is the result of Chief Minister Mamata Banerjee forming a Group of Ministers to look into ways of ameliorating the condition of those involved with the jute industry, be they jute farmers, jute mill workers or others.

Of the 7 lakh jute bags to be bought, the government would buy 1.2 lakh for transporting the rice from the kharif growing season, at a cost of Rs 300 to 325 crore.

রাজ্যের পাটশিল্প বাঁচাতে ৭ কোটি বস্তা কিনবে খাদ্য দপ্তর

রাজ্যের পাটশিল্প ও পাটচাষিকে উৎসাহিত করতে খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর নয়া পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর রাজ্য জুড়ে মিলগুলিকে ৭কোটি পাটের ব্যাগ (বস্তা) সরবরাহ করতে চলেছে। এই ব্যাগগুলিতেই রাজ্য সরকারকে চাল সরবরাহ করবে মিলগুলি।

পাটশিল্পকে উৎসাহিত করতে ও এই শিল্পের একটা দীর্ঘমেয়াদি সমাধান সূত্র বার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, লক্ষ লক্ষ মানুষের জীবিকার সঙ্গে যুক্ত সেক্টরগুলির পুনরুজ্জীবনে নয়া কৌশল অবলম্বন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্ত্রী গোষ্ঠী তৈরি করেছেন। এই গ্রুপ অফ মিনিস্টার্স এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার শীঘ্রই খারিফ মরশুমে চাল সংগ্রহের জন্য ৩০০ থেকে ৩২৫ কোটি টাকা ব্যয়ে ১.২ লক্ষ চটের বস্তা কিনতে চলেছে।

Source: Khabar 365 Din