Handicraft artisans witness marked growth under the Trinamool Congress Govt

Chief Minister Mamata Banerjee’s zeal for taking Bengal back to its glory days is bearing fruit. Minister of State for Micro, Small and Medium Enterprises (MSME) Department recently said that the Trinamool Congress Government has brought about a marked growth in the socio-economic condition of handicrafts artisans in the rural reaches of the state by giving them platforms to sell their items. He was speaking at the prize-distribution ceremony of the State Handicrafts Expo in New Town.

As many as 40 handicrafts and handloom fairs are organised by the Trinamool Congress Government at various locations every year. During the previous Left Front Government, only 12 such fairs used to be held.

The minister followed it up with another comparison – from the various fairs, handicraft items worth nearly Rs 40 crore are sold every year, compared to Rs 18 crore during the previous government’s rule. Not just that, many of the handicraft items have found a market abroad, courtesy again, the current State Government.

The government is also bearing the travel expense of the artisans who bring their products from far-off districts and showcase them at the fairs. To ensure that the artisans do not face any difficulties, the MSME Department is also waiving the entry fees for the participants.

 

তৃণমূলের আমলে হস্তশিল্পের প্রসার ঘটেছে

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হস্তশিল্পীদের তৈরী সামগ্রী নিয়ে বিগত বাম শাসনে সারা রাজ্যে মেলা হত মাত্র ১২টি। আর ২০১১ সালে রাজ্যে শাসনভার বদলানোর পর তা বেড়ে হয়েছে ৪০টি। সেই আমলে সব মেলা মিলিয়ে সর্বোচ্চ বিক্রি হয়েছিল ১৮ কোটি ৭৪ লক্ষ টাকার। সেখানে গত বছরই ৪০টি মেলায় ৪৫ কোটি টাকার বেশী বিক্রি হয়েছে।

এবার হস্তশিল্প মেলা হচ্ছে নিউটাউনের ইকো পার্কে। সেখানে ১০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। ইতিমধ্যেই ১১ কোটি ৫৪ লক্ষ টাকার জিনিস বিক্রি হয়েছে। এভাবেই রাজ্যের বর্তমান সরকার হস্তশিল্পীদের তৈরী করা নানা সামগ্রী বিপণনের সুযোগ ও সম্ভাবনা বাড়িয়েছে।

এই পরিসংখ্যান দিয়ে রাজ্য সরকারের সাফল্য ব্যাখ্যা করেন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী। ইকো পার্কে এদিন রাজ্য পর্যায়ে হস্তশিল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৭৫ জনকে আর্থিক পুরস্কার ও মানপত্র তুলে দেন তিনি।

Source: Millennium Post

Investments in north Bengal worth Rs 2,345.82 Cr: Dr Amit Mitra

The 5th North Bengal Conclave has turned out to be a big boost to industry in the region. Dr Amit Mitra, Bengal’s Finance and Industry & Commerce Minister, said at the day-long summit on December 5, which he had inaugurated, that the region has received investments worth Rs 2,345.82 crore over the last two years.

He explained the figure thus: Expressions of interest worth Rs 888 crore were signed at the conclave, and during the Agro Synergy in May 2017, it was approximately Rs 600 crore. Combining these with the work undertaken in 2015, and proposed investments and new projects, the figure comes to a staggering Rs 2,345.82 crore.

He also said that this is just an indicative figure, implying that more is to come adding that there is huge potential in north Bengal, and the State Government will do everything to attract investments in the region.

 

উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ শিল্পপতিদের

শিল্প সম্মেলনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করলেন শিল্পপতিরা।

শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় সিআইআই শিল্প সম্মেলনের আয়োজন করেছিল। বাংলাদেশ ও ভুটান থেকেও শিল্পপতিরাও এখানে আসেন। এ ছাড়া উত্তরবঙ্গের আট জেলার শিল্পপতিরাও অংশ নেন। বাংলাদেশের শিল্পপতিরা উত্তরবঙ্গের পর্যটন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ আবেদন করে ভারতের শিল্পপতিদের বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করতে।

উত্তরবঙ্গে বিনিয়োগে অনেক সুযোগ, পাহাড় থেকে সমতলে সব জায়গায় বিনিয়োগ করা যায়। শিলিগুড়ি সংলগ্ন গাজোলদবায় ভোরের আলোতে পর্যটন হাব তৈরী হচ্ছে। সেখানেও বিনিয়োগ করা যায়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতি জেলায় ল্যান্ড ব্যাঙ্ক তৈরী হয়েছে। শিল্পের সমস্ত প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করে। বাগডোগরা থেকে বাংলাদেশ পর্যন্ত বিমান চালানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ১৭০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

Source: Millennium Post

‘Ahare Bangla’ food festival to begin today

The food festival of Bengal Government ‘Ahare Bangla’ is going to start from December 8 and continue till December 11. People can visit the festival on all the days between 12 noon to 9 PM. The inauguration of the festival will be held on December 7 evening.

Representatives from four foreign countries will be participating in ‘Ahare Bangla’ this year, which starts from December 8 at New Town Mela Ground. Representatives from China, Japan, Russia and Nepal will be present at the food festival to give the residents of city of joy a taste of their cuisine.

There will be enough space in the mela ground where an arrangement for more than 2000 people will be made.

‘Ahare Bangla’ is the brainchild of Chief Minister Mamata Banerjee. It may be recalled that in 2016 there was a staggering footfall of 1.5 lakh people in just five days at the annual food festival, while it was around 65,000 in 2015.

 

‘আহারে বাংলা’ খাদ্য উৎসবের উদ্বোধন আজ

পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত বঙ্গীয় খাদ্য উৎসব ‘আহারে বাংলার’ উদ্বোধন হবে আজ। কাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে উৎসব প্রাঙ্গন। ৮ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর অবধি নিউটাউন মেলা প্রাঙ্গনে চলবে এই খাদ্য উৎসব। রোজ দুপুর বারোটা থেকে রাত ৯টা অবধি চলবে ‘আহারে বাংলা’ খাদ্য উৎসব।

এবারের খাদ্য উৎসবে চীন, জাপান, রাশিয়া, নেপাল সহ নানা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। উৎসব প্রাঙ্গনে একসাথে ২০০০ লোকের জন্য জায়গার ব্যবস্থা থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই খাদ্য উৎসব শুরু হয় ২০১৫ সালে। এবছর ৬৫০০০ লোক এই মেলায় এসেছিলেন। ২০১৬ সালে ‘আহারে বাংলা’ তে হয় বিপুল জনসমাগম। ১.৫ লক্ষেরও বেশি মানুষ রসনাতৃপ্তির জন্য এই খাদ্য উৎসবে এসেছিলেন।

The State of communal harmony in India

The Constitution enshrines as a fundamental right, held essential to the core of the democratic values of India, the religious equality and protection of vulnerable minorities. While there is a deafening silence on action taken for the protection and against the violators of these fundamental rights, there is also a noticeable outsourcing of terror by the Government in office to the many local right-wing affiliates of the ruling party and the mob.

On communal harmony, or its disruption thereof, the indifference of this Government is becoming clearer with each passing incident of lynching and/or rioting. True, law and order is the jurisdiction of the State. This is where it becomes important to note the findings of the Minority Rights Groups International (MRG) on communal violence in India, based on data from the Ministry of Home Affairs.

RIOTING AND THE ROLE OF THE BJP

There has been a sharp upward rise in incidents of communal violence, between 2014 and 2016: 644 (2014), 751 (2015) and 703 (2016) which are concentrated in eight states. Over 85 per cent of recorded communal violence cases in the last 5 years have been from 2013 to 2016. Six out of the eight states showing concentrated violence have governments that are formed by the ruling party at the centre. So far, in three years and five months to May 2017, 322 persons have been killed and 7,398 have been injured in communal violence.

The rapid rise of communal violence is reflected in the spurt of it during the election campaign and the subsequent increase in violence against minorities in the case of UP, from 2017 itself. Up to 20% of all communal violence nationwide over the first five months of 2017 occurred in Uttar Pradesh, according to this reply to the Lok Sabha (lower house of Parliament) by the ministry of home affairs on August 8, 2017, where the BJP gained stronghold through the spread of vitriol and a fear of the “other”.

A Yale survey (“Do parties matter for ethnic violence? Evidence from India”) also points to the definite political gains, in the favour of the BJP, post a riot, given that it leads to further marginalisation and intimidation of the minorities while it strengthens the sentiments of fear that the party capitalises on for electoral dividends. Why UP becomes a case study to this effect is because of the repeated increase in communal violence incited as a tool, by the BJP before elections; patterns repeated in 2013, 2014 as well as in 2017.

Riots almost announced the arrival of the NDA and has since become a key political tool of the many cells of the BJP is glaring. While the then State Governments, and especially State Governments formed by opposition parties, are attacked for not being able to contain the volatility, what is noteworthy is the glaring involvement of the local BJP leaders and a repetition of this pattern of othering around hyper-masculinity and an overt sense of majority persecution that is fueled by the rising shakhas of agencies such as RSS and Durga Vahini. 2015 data identifies that in the five years preceding it, the RSS grew by 61% in shakhas that are designed to organise on local levels and are in a number of occasions those that the riot related rumour mongering can be traced back to.

Here let us take into account the riots that in the North 24 Paraganas of Bengal and the involvement of the JP IT cell secretary of Asansol who had uploaded a fake video of Muslim police officer beating a Hindu man on social media. The fake narrative was also strengthened by the spread of Bhojpuri film footage as acts of violation and sexual harassment by Muslim men over Hindu women. This along with the legitimising retweets of so many such fake new pieces by members high up in the rungs of the BJP declares the direct involvement of the party in worsening the law and order situation while the State Government worked effectively to limit it.

INCIDENTS OF LYNCHING AND STOKING COLLECTIVE RAGE

Addressing the matter of mob violence and lynching of minorities in the name of cow protections, research suggests Muslims were the target of 51% of violence centred on bovine issues over nearly eight years (2010 to 2017) and comprised 86% of 28 Indians killed in 63 incidents. As many of 97% of these attacks were reported after Prime Minister Narendra Modi’s government came to power in May 2014, and about half the cow-related violence – 32 of 63 cases – were from states governed by the Bharatiya Janata Party (BJP) when the attacks were reported, revealed our analysis of violence recorded until June 25, 2017. While this data is alarming, they are not merely numbers.

Mob violence and cow terrorism has taken the lives of a 52 year old man in Dadri, of a sixteen year old boy in Okhla, a 55 year old in Alwar, those whose houses were burnt down in Chattisgarh and these are merely from among these that get media coverage. An analysis of 62 incidents of communal violence between Hindus and Muslims during 2016 covered in mainstream media outlets found that Muslims appeared to have been most affected.

The case of the Government on cow slaughter can be made through a reading of Article 48 of Part IV of the Constitution (as the Finance Minister readily did on the floor of the Rajya Sabha this Monsoon Session), but there is no part of the Constitution that directs the Government to terrorise its citizens through the politics of food and through the active widening of existing fissures. There also can be a defense of the Union Government given riots are State Subjects. Whether in Malda, Fatehpur, in Vadodara or in Basirhat the ruling party of the centre and its reluctance to curb communal sentiments is prominent. Regular baiting of populism while breaking down local law and order in states that pose any opposition is also undeniable.

There is no one way to end an argument on the pressing need to protect minorities against prejudice induced crimes of the most heinous kind. The ideals of equality, liberty and secularism and the idea of pluralism are built into the democratic fabric of India. The current Government’s failing attempts at upholding these values and their active tactics to bore holes into this fabric then become exceedingly conspicuous. To protect the principles that have been the foundational base of post-colonial, emancipated India its people and their fundamental rights must at all cost be protected, even if it is from the elected representatives of the State.

Construction of Kolkata Eye to start early next year

Construction of the landmark Kolkata Eye, a giant ferris wheel, is to start early next year, at the Millennium Park on the bank of the river Hooghly in Kolkata.

This is a dream project of Chief Minister Mamata Banerjee, who had conceived of the idea after her London business visit a few years back. Global tenders for the project will be opened on December 11.

The Kolkata Eye, modeled on the famous London Eye on the river Thames, will be like a giant vertical merry-go-round, with capsules located at the ends of the spokes of the ferris wheel for people to get into and enjoy exhilarating bird’s-eye views of both Kolkata and parts of Howrah, on the other side of the river. Each rotation would take 45 minutes.

The wheel would be 135 metres (m) in height and the total width of the structure (including the area around it) 120 m. A cafeteria would also come up on the site.

The giant wheel is expected to become a major tourist attraction not just in Kolkata, but in the whole country, as no other place in India has such a tourist attraction.

 

কলকাতা আই-এর কাজ শুরু নতুন বছর থেকেই

নতুন বছরে শুরু হতে চলেছে মিলেনিয়াম পার্কে ‘‌কলকাতা আই’–‌‌এর কাজ। দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শেষ হয়েছে। এ কথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

বিধানসভায় মন্ত্রী জানান, এই প্রকল্প রূপায়ণের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। ৯ ডিসেম্বর বিশ্ব দরপত্র ডাকা শুরু হবে। ১১ ডিসেম্বর দরপত্র খোলা হবে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হবে কলকাতা আই।

প্রসঙ্গত, লন্ডন আইয়ের আদলে তৈরি হবে কলকাতা আই। এর উচ্চতা হবে ১৩৫ মিটার। ১২০ মিটার চওড়া। মিলেনিয়াম পার্কে ওই জায়ান্ট হুইল তৈরি করা হবে। একবার ঘুরতে সময় লাগবে ৪৫ মিনিট। যেখান থেকে পুরো কলকাতা শহরকে দেখা যাবে। থাকবে বিনোদন পার্ক, ক্যাফেটেরিয়া। শহরবাসীর কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে এটি।

আশা করা হচ্ছে, ২৪ মাসের মধ্যে কলকাতা আই নির্মাণের কাজ শেষ করে ফেলা যাবে।‌‌‌

 

Source: Aajkal

State Govt to introduce 411 more buses in December

The State Government is going to introduce 411 more buses, both AC and non-AC, on Bengal’s roads. This was announced by the Transport Minister in the Assembly on November 29. Both intra-city and inter-city routes will be covered. Some of these buses would also be run on environment-friendly compressed natural gas (CNG).

Of these, 156 buses would connect various towns in the districts. Chief Minister Mamata Banerjee had made announcements about these 156 routes during her administrative review meetings. Thakurnagar-Howrah, Memari-Kolkata and Jamalpur-Kolkata are among the new routes.

This is the latest in a series of introductions that the department has been carrying out since the last few months. Several were introduced in Kolkata prior to the FIFA Under-17 World Cup too.

Other buses to be introduced, said the Transport Minister, include 130 electric buses (of which 30 would be in the Asansol-Durgapur sector and the rest in and around Kolkata) and 20 electric buses in the township of New Town. Once charged, the electric buses would be able to run for 100 to 130 kilometres.

The Transport Minister also said that anyone wanting to run buses gets all sorts of help from the Transport Department, including loans on easy terms through the Gatidhara Scheme.

Five buses have been bought for running between Darjeeling and Mirik.

 

ডিসেম্বরে ৪১১ নতুন বাস রাস্তায় নামাবে রাজ্য

বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্যে ১৩০টি ইলেকট্রিক, পরিবেশ বান্ধব বাস নামাতে চাইছে রাজ্য পরিবহণ দপ্তর। এর মধ্যে ৩০টি বাস চলবে আসানসোল-দুর্গাপুর এলাকায়। একশোটি বৃহত্তর কলকাতায়।

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পরিবহণমন্ত্রী একথা বলেন। এর বাইরে সরকারি খরচে কেনা ২০টি ইলেকট্রিক বাস শীঘ্রই নিউটাউনে চলতে শুরু করবে। এছাড়াও, ডিসেম্বরের মধ্যে আরও ৪১১টি সরকারি বাস রাস্তায় নামবে বলে মন্ত্রী বলেন। এর মধ্যে এসি এবং নন-এসি বাস রয়েছে।

পরিবহণমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাঙ্কের একটি প্রকল্পে রাজ্যে ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাস প্রতি ভর্তুকি হিসেবে প্রায় ৬০ লক্ষ টাকা পাওয়া যাবে। ওই প্রকল্পের যা মাপকাঠি, তাতে শুধু দুর্গাপুর-আসানসোল ও কলকাতা মহানগরীতে এই বাস চালানো যাবে।

বাসে ইলেকট্রিক চার্জ দেওয়ার জন্য দুর্গাপুর ও কলকাতায় দুটি ডিপোকে চিহ্নিত করা হয়েছে। কলকাতায় এসপ্লানেডে ট্রাম কোম্পানির ডিপোতে ইলেকট্রিক চার্জ দেওয়ার ব্যবস্থা তৈরি করা হচ্ছে। একবার চার্জ দিলে এই বাস ১০০-১৩০ কিলোমিটার চলবে। প্রাকৃতিক গ্যাস (সিএনজি) দিয়েও পরিবেশ বান্ধব বাস চালানোর উদ্যোগ নেওয়ার কথা মন্ত্রী জানিয়েছেন। যে ৪১১টি নতুন বাস কেনা হবে, তার মধ্যে সিএনজি চালিত বাসও আছে।

পরিবহণমন্ত্রী আরও বলেন, রাজ্যে চলা বেসরকারি বাসের সংখ্যা ২৪ হাজার ৮৩৮। সরকারি বাসের সংখ্যা ৩০৯১। বাম আমলের তুলনায় সরকারি বাস বেড়েছে। ২০১০-১১ সালে ২৭১১টি সরকারি বাস চলত। কেউ বেসরকারি বাস নামাতে চাইলে সরকার সবরকম সাহায্য করবে। গতিধারা প্রকল্পে বাস কেনার জন্য ঋণের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠকে বেশ কিছু নতুন রুটে বাস চালানোর কথা বলেছেন। নতুন যে বাসগুলি আছে তার মধ্যে ১৫৬টি ওই রুটগুলিতে চালানো হবে।

ঠাকুরনগর-হাওড়া, মেমারি-কলকাতা, জামালপুর-কলকাতা প্রভৃতি রুটে বাস চালানোর কথা জানিয়েছেন। পাহাড়ে চালানোর জন্য নতুন পাঁচটি বিশেষ বাস কেনা হয়েছে। এই বাসগুলি মিরিক ও দার্জিলিংয়ের মধ্যে চালানো হবে। কালিম্পংয়ে ট্রাক টার্মিনাল করা হচ্ছে। মিরিকের জন্য পাঁচ কোটি টাকা খরচ করে বাস টার্মিনাল করা হচ্ছে। সাঁতরাগাছি সহ বৃহত্তর কলকাতায় অনেকগুলি বাস টার্মিনালের উন্নয়ন করা হচ্ছে। বহরমপুরে একটি নতুন বাস টার্মিনাল করার জন্য পুরসভাকে টাকা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ছাত্রদের কম ভাড়ায় যাতায়াতের জন্য স্মার্ট কার্ড চালু করেছে। অন্য দুটি সরকারি পরিবহণ সংস্থাকে এরকম ব্যবস্থা করতে বলা হয়েছে।

Source: Bartaman 

We must march ahead together for the sake of humanity: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee attended a function of the Minority Affairs and Madrasah Education Department at Netaji Indoor Stadium today, giving out scholarships to children.

Salient points of her speech:

Five lakh children from minority communities were presented scholarships today. In 2011, the annual budget of the Minorities Development & Finance Corporation was Rs 472 crore. In six years, the budget has been increased nearly eight times to Rs 3717 crore (and this despite having to pay Rs 40,000 crore per year, the debt legacy of the CPM).

During the last six years, 1.71 crore children have received scholarships, which is a record. The Centre takes money due as taxes from us, but does not give us what is our due. It has stopped funding minorities’ scholarships. The State Government is giving it from its own treasury.

The State Government has allotted Rs 258 crore for giving pension to 2.5 lakh people.

Those who have no work the whole day sit in front of televisions. Their aim is to devise ways to instigate people.

We have given education loans worth Rs 63 crore to more than 18,000 children belonging to the minority communities. Loans for starting businesses have been given to 7 lakh youths. Opportunities to pursue higher education have been given to 1.65 lakh people. People from the minority community are becoming doctors and engineers now.

Burial places and cremations grounds have been renovated. Minority Bhavans have been constructed in every district. We have set up Aliah University, Haj Houses, hostels for the minority communities, ITIs and polytechnic colleges.

All the people of Bengal are our pride. We do not see Hindus and Muslims as being different, we all belong together. This is what humanity is all about. We have to take everyone along, including the Dalits, Adivasis and minorities, on the road to progress.

In some areas, certain people are trying to divide the communities and instigating conflagration. These people are inciting others by bribing them with money. Do not give any importance to them. If you see such people, inform the authorities immediately.

What has happened at GD Birla School is not correct. Teachers are our pride, they are our guardians. Only a few teachers may be bad, but that doesn’t mean the teaching profession should be denigrated. Along with the schools, the teachers should also take up more responsibilities.

I also appeal to the media to follow their responsibilities properly. Some of them publish the wrong news. Those who commit a crime would be punished; there would be no compromise on that. Guardians have the right to protest; but at the same time it has to be kept in mind that children must not miss school.

A person who can take everyone along is a leader. The one who divides a country can never become any sort of leader, let alone lead a country. People do not remember them.

The spirit of Hinduism is about unity; it takes everyone along. It does not teach to divide. We do not agree with those who want to follow only their own rules of religion. Hinduism teaches people to love those from other religions too.

What is the harm in taking everyone along? Some persons ask who do I work for and support? Well, I work for everyone. The evil elements in society – those who spread hatred and rumours, conspire and plot – want to divide people. But the influence of such people is temporary. Keep faith. We ourselves are our biggest strength.

 

সবাইকে নিয়ে চলার নাম মানবিকতাঃ মুখ্যমন্ত্রী

 

আজ নেতাজি ইনডোরে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সংখ্যালঘু ছেলেমেয়েদের হাতে স্কলারশিপ তুলে দেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

৫ লক্ষ সংখ্যালঘু ছেলেমেয়েকে আজ স্কলারশিপ দেওয়া হল। ২০১১ সালে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের বাজেট ছিল ৪৭২ কোটি টাকা, ৬ বছরে এই বাজেট ৮ গুণ বাড়িয়ে ৩৭১৭ কোটি টাকা করা হয়েছে (সিপিএমের ৪০ হাজার কোটি টাকা দেনা শোধ করেও)।

এই ৬ বছরে ১ কোটি ৭১ লক্ষ ছেলেমেয়ে স্কলারশিপ পেয়েছে যা রেকর্ড। বাংলা থেকে কর আদায় করে নিয়ে যায় অথচ পাওনা টাকা দেয় না। সংখ্যালঘুদের স্কলারশিপের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য নিজের কোষাগার থেকে তাদের স্কলারশিপের টাকা দিচ্ছে।

রাজ্য সরকার ২৫৮ কোটি টাকা বরাদ্দ করেছি আড়াই লক্ষ লোককে পেনশন দেওয়ার জন্য।

যাদের কোন কাজ নেই সকাল থেকে টিভির সামনে বসে পড়ে ছবি তোলার জন্য। কোন কাজ করে না, শুধু আগুন লাগায়।
১৮ হাজারের বেশি সংখ্যালঘু ছেলেমেয়েকে আমরা শিক্ষা ঋণ দিয়েছি ৬৩ কোটি টাকা। ৭ লক্ষ ছেলেমেয়েকে ব্যবসা করার জন্য ঋণ দিয়েছি। আমরা ওবিসি রিজার্ভেশন করেছি। ১ লক্ষ ৬৫ হাজারের বেশি ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে।

কবরস্থান, শশ্মান ঘাটগুলির ও সংস্কার করা হচ্ছে। সব জেলায় মাইনরিটি ভবন তৈরি হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়, হজ, হোস্টেল, আইটিআই, পলিটেকনিক কলেজ নির্মাণ করা হয়েছে।

বাংলার সব মানুষ আমাদের গর্ব। আমরা হিন্দু-মুসলমান ভাগাভাগি করি না, সকলে একসাথে চলি। সবাইকে নিয়ে চলার নাম মানবিকতা, সর্বধর্ম। দলিত,আদিবাসী, সংখ্যালঘু সবাইকে ভালবেসে এগিয়ে যেতে হবে।

বিভিন্ন এলাকায় কেউ কেউ বন্ধু সেজে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, ভাগাভাগি করার চেষ্টা করছে। এইসব অজানা অচেনা লোক টাকার থলি নিয়ে বসে আছে, এদের গুরুত্ব দেবেন না। এরকম লোক দেখতে পেলে সাথে সাথে পুলিশের কাছে অভিযোগ জানাবেন।

সংবাদমাধ্যমকে আমার অনুরোধ তারা সঠিকভাবে যেন তাদের ভূমিকা পালন করেন। কেউ কেউ বাজে ঘটনাকে প্রচার করে। অপরাধ করলে তার শাস্তি হবে, সেখানে কোনরকম কম্প্রোমাইজ করা হবে না।

যে দেশের সবাইকে নিয়ে চলবে সেই হবে দেশ নেতা। যারা দেশকে ভাঙ্গে তারা দেশের নয়, কোন চেয়ারের নেতাও হতে পারে না। তাদের কোন স্থায়িত্ব থাকে না।

হিন্দুধর্ম সর্বজনীন, সবাইকে গ্রহণ করে। হিন্দু ধর্ম ভাগাভাগি করতে শেখায় না। কেউ যদি নিজের ইচ্ছেমতো ধর্ম পালন করে তাঁর সঙ্গে আমরা একমত নই। নিজের ধর্মের সঙ্গে সঙ্গে অন্য ধর্মকেও ভালোবাসতে শেখায় হিন্দু ধর্ম।

সবাইকে নিয়ে চললে আপত্তিটা কোথায়? ওরা আমায় বলে আমি কাদের জন্য কাজ করব, কাদের সঙ্গে কথা বলব? আমি সবার জন্য কাজ করি। যারা সমাজের দুষ্টু লোক, যারা কুৎসা, চক্রান্ত, ষড়যন্ত্র ও চক্রান্ত করে তারা ভাগাভাগি চায়। এটা সাময়িক, ভরসা রাখুন। আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় ভরসা।

Bonyopran Sathi launched to support wildlife conservation

The Bengal Government’s Forest Department, in a unique bid to garner public support for wildlife conservation, has launched a project, Bonyopran Sathi (Honorary Wildlife Volunteer Service Programme), that offers wildlife enthusiasts to venture into core areas of forests, especially in north Bengal and the Sundarbans, to get real-life experiences on how to deal with animals.

The initiative was kicked off in north Bengal on November 26, in which 13 persons are being allowed to spend nights in as many as six core areas in the forests of Jaldapara, Gorumara and Buxa.

Visitors will be taken in small groups of 10 to 15 to six earmarked core areas of forests in north Bengal forest and the Sundarbans.

The visitors will stay with forest guards in camps, which will also give them the experience of keeping guard in the forest. Before a tour starts, they will be provided a day-long training on how to behave if they come close to an elephant, a leopard or a deer during their adventure. A team will be accompanied by two Forest Department officials, who will be experts in handling wild animals.

The programme, which was announced some months back, has already attracted a lot of wildlife enthusiasts, with the Forest Department website receiving as many as 128 applications. The programme is open only to residents of Bengal over the age of 18.

 

Source: Millennium Post

 

 

গরুমারা জাতীয় উদ্যানে শুরু দেশের প্রথম বণ্যপ্রাণ সাথী প্রকল্প

গরুমারা জাতীয় উদ্যানে শুরু হল দেশের মধ্যে প্রথম বন্যপ্রাণ সাথী প্রকল্প, উদ্বোধন করলেন বনমন্ত্রী। বন কর্মীদের সঙ্গে ঘন জঙ্গলে থাকতে হবে। কাজ করতে হবে বন কর্মীদের সঙ্গে। এক কথায় অভূতপূর্ব অভিজ্ঞতার সুযোগ। প্রথম পর্যায়ে ডুয়ার্সের একাধিক জঙ্গলে কাজ করবেন ১৩ জন বন্যপ্রাণ সাথী। সুন্দরবনেও চালু হবে এই প্রকল্প।

জঙ্গলের নিস্তব্ধতায় হঠাৎ চিতাবাঘের গর্জন। খুব কাছ থেকে হাতির দলের যাতায়াত। বাইসনের দৌড়। নাম না জানা পাখিদের কলবর। শহুরে জীবন থেকে একেবারে অন্য জগতে কয়েকটা দিন-রাত। পরিবেশ প্রেমীদের জন্য সেই সুযোগ করে দিয়েছে বন দফতরের বন্যপ্রাণ সাথী প্রকল্প।

বন্যপ্রাণ সাথী প্রকল্পে অংশ নিতে ১২৮টি আবেদন জমা পড়ে, তার মধ্যে ১৩ জন বন্যপ্রাণ সাথীকে বাছাই করা হয়েছে। ১৩ জনের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। বনকর্মীদের সঙ্গে সবসময় জঙ্গলে থাকবেন তাঁরা। রাতে পাহাড়ার দায়িত্বেও থাকবেন বন্যপ্রাণ সাথীরা।

বন দপ্তরের এই উদ্যোগে খুশি পরিবেশ প্রেমিরা।

 

Source: Millennium Post

Dr Amit Mitra to inaugurate 5th North Bengal Conclave

The fifth edition of North Bengal Conclave is taking place today in Siliguri. The State Finance and Industry & Commerce Minister, Dr Amit Mitra will inaugurate it.

The conclave will host a series of business-to-business (B2B) meetings between industry representatives from Bangladesh, Nepal, Bhutan and those from the districts of Darjeeling, Alipurduar, Cooch Behar, Jalpaiguri, Kalimpong, Malda, Dakshin Dinajpur and Uttar Dinajpur. These districts comprise north Bengal.

Through the bringing of all stakeholders under one roof, the conclave aims to turn the huge investment opportunities that North Bengal holds into a reality.

Every since the Trinamool Congress Government came to power six year ago, the region of north Bengal as a business destination has been promoted widely through various forums. The North Bengal Conclave is a result of that effort.

The north Bengal division of the premier business federation, Confederation of Indian Industry (CII) is organising it, in close cooperation with the Bengal Government.

The North Bengal Conclave is a focussed attempt to highlight the potential of the region and convince prospective investors of the long-term reward they can reap by investing their money in a range of sectors.

 

Source: Millennium Post

 

 

‘নর্থ বেঙ্গল কনক্লেভের’ উদ্বোধনে অমিত মিত্র

আজ পঞ্চম ‘নর্থ বেঙ্গল কনক্লেভের’ উদ্বোধন করবেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। সিআইআইয়ের উত্তরবঙ্গ ডিভিশন ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কনক্লেভটি অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে।

বাংলাদেশ, ভুটান, নেপাল থেকে প্রতিনিধিরা আসবেন এই কনক্লেভে। থাকবেন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পঙ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার শিল্পপতিরা। কনক্লেভে হবে নানা বিটুবি বৈঠক। আশা করা যায় এই কনক্লেভের ফলে উত্তরবঙ্গে বিনিয়োগের নতুন দিগন্ত খুলে যাবে।

ছ’বছর আগে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বিনিয়োগ টানার সচেষ্ট প্রয়াস করেছেন।

 

Source: Millennium Post

E-office system for State Govt offices from January 2018

Bengal is a leading state in the country when it comes to e-governance, and has been recognised as such through various awards, both by the Central Government and private organisations. Various websites and other initiatives have been rewarded with the National Awards for e-Governance, SKOCH Award, Golden Peacock Award, etc.

To further this initiative, the Bengal Government has decided that from January 2018, government offices would be converted into e-offices.

All paper documents of all departments would be scanned in a step-by-step manner and stored online. Easy retrieval systems would be put in place and communicated to all concerned officials.

E-governance, initiated by the Trinamool Congress Government, has led to massive transparency in the running of the State Government, a far cry from the ways of the previous Left Front Government.

Another advantage is that there is no chance of the loss or misplacement of files. Also, one need not go from one table to another or from room to another to get hold of a file – everything is available at the end of a few clicks.

Among the many online systems implemented by the government are the Government Receipt Portal System (GRIPS) of Finance Department, e-tendering (now all tenders issued by the government are done so online), online single-window clearance system for large-scale industries, etc.

 

Source: Anandabazar Patrika

 

 

২রা জানুয়ারী থেকে রাজ্য সরকার চালু করছে ই-অফিস ব্যবস্থা

২রা জানুয়ারী, ২০১৮ থেকে রাজ্যে ফাইলের জায়গা নেবে ই-অফিস। কর্মীদের টেবিলে থাকবে কম্পিউটার। সেখানেই তৈরি হবে ফাইল। মাউসের এক ক্লিকেই কম্পিউটারে ভেসে উঠবে ফাইলের একের পর এক পাতা।

টেন্ডার দেওয়া, কর ব্যবস্থার হিসেব, এমনকী ফাইল ট্র্যাকিংয়ের মতো বহু কাজ এখন ই-অফিসের মাধ্যমে হচ্ছে।

সরকারি আইন ও মামলা সংক্রান্ত ফাইল, কোনও তদন্তের ফাইল, সরকারের নীতি সংক্রান্ত ফাইল, বেশি দামে কেনাকাটার কোনও ফাইল— দৈনন্দিন প্রয়োজনে লাগা এই গুরুত্বপূর্ণ ফাইলগুলি অপরিবর্তিত অবস্থায় থাকবে। তবে এই ধরনের ফাইলের স্ক্যান করা প্রতিলিপি রাখা থাকবে ই-অফিসে। পরের ধাপে এর বাইরে থাকা ফাইলগুলি শুধু স্ক্যান করে ই-অফিসে রেখে দেওয়া হবে। এখন বিভিন্ন দপ্তর তাদের ফাইলের তালিকা তৈরি করছে।

সরকারি অধিকর্তাদের মতে, যে কাজ করতে দু’মাস লাগতো, ই-অফিসে সেটাই হতে পারে কয়েক দিনে। ই-অফিস থেকে ফাইল হারানোর সম্ভাবনা নেই। নিয়ম মেনে কাজ করলে ফাইল খুঁজে বের করতে বেশি সময় লাগার কথা নয়। আবার, ফাইলের রেকর্ড একবার সার্ভারে চলে গেলে তা নষ্ট করা কঠিন।

কম্পিউটারে ফাইলের তথ্য-ভাণ্ডার থাকলে দপ্তরের মন্ত্রী-সচিবরা সহজেই কাজের অগ্রগতি দেখে নিতে পারবেন। প্রতিটি দপ্তরের সব তথ্য মজুত থাকবে রাজ্য সরকারের কেন্দ্রীয় সার্ভারে।