Bengal Govt to take help from marine scientists of Norway for growing hilsa

To improve the production of the ever-popular hilsa (ilish) in the state, the Bengal Government has decided to take help from marine scientists of Norway and experts specifically on hilsa.

For this, the government has signed a memorandum of understanding (MoU) with the Norwegian government. A delegation from the country has already visited the state.

Already, with the help of marine scientists of Jadavpur University, the government has started cultivation of the fish in five regions, comprising estuarine regions and regions in the Ganga basin.

As a result of these initiatives, not only would hilsa become more affordable, hilsa cultivators would also be able to earn a viable livelihood.

 

রাজ্যে ইলিশ মাছের ফলন বাড়াতে সাহায্য করবে নরওয়ে

বাংলায় ইলিশের উৎপাদন বাড়াতে নরওয়ের বিজ্ঞানী ও ইলিশ বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানীদের সাহায্যে প্রাথমিক ভাবে সাগর মোহনায় এবং গঙ্গা নদীর অববাহিকায় ৫টি এলাকা চিহ্নিত করে, বিশেষ প্রকল্পে হাত দিয়েছে রাজ্য।

এ ব্যাপারে নরওয়ের সঙ্গে রাজ্যের মৌ স্বাক্ষরিত হয়েছে। তাদের একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গেছে, আবার আসবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানের গবেষকরাও রাজ্য সরকারের কথায় আগেই একটি রিপোর্ট দিয়েছিলেন।

সেপ্টেম্বরের পূর্ণিমার ৫দিন আগে থেকে অক্টোবরের পূর্ণিমার ৫দিন পর পর্যন্ত নদীতে ইলিশ মাছ ধরা একেবারেই নিষিদ্ধ করা হবে। এজন্য ইলিশ ধরার ওপর নির্ভরশীল মৎস্যজীবী পরিবারকে বিকল্প আয়ের ব্যপারে মৎস্য দপ্তর সহযোগিতা করবে।

মূলত যে পাঁচটি জায়গায় ইলিশ ধরা ওই সময়ে নিষিদ্ধ করা হবে, সেগুলি হল:

১. সুন্দরবনে ঠাকুরানী, মাতলা ও রায়মঙ্গল নদীর অববাহিকায় পাঁচ বর্গ কিলোমিটার
২. ফারাক্কা বাঁধ এলাকা
৩. ফারাক্কা থেকে লালবাগ পর্যন্ত এলাকা
৪. ডায়মন্ড হারবার থেকে নিসচিন্দপুর, গোদাখালি
৫. বলাগড়, হুগলী ঘাট থেকে কাটোয়া।

এই উদ্যোগের ফলে ইলিশ মাছ শুধু যে সুলভ হবে তা নয়, পাশাপাশি বাংলার মৎস্যজীবীদের সুদিনও আসবে।

 

Rs 1,000 crore to be invested in the plastics industry in Bengal

The Indian Plastics Federation (IPF) has decided to invest Rs 1,000 crore in Bengal in the next one year. Towards that end, it is going to set up a Poly Park capable of housing 3,000 manufacturing units. This was announced recently by the president of IPF, and coming just before the 2018 edition of the Bengal Global Business Summit (BGBS), it is welcome news indeed.

Not just that, he said that, seeing the encouragement for the plastics industry in Bengal (as a result of the positive industrial climate brought about by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government) and the demand for plastic products in general, the organisation will be setting up quite a few Poly Parks in the near future. One is already up and running beside National Highway 6, popularly known as Mumbai Road.

The president of IPF also said that the organisation would be participating in BGBS. Seeing this interest too, IPF has decided to hold the trade fair, Indplas in Kolkata from November 30 to December 3.

 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যে প্লাস্টিক শিল্পে বিপুল লগ্নি

চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই বাংলার জন্য সুখবর। আগামী এক বছরের মধ্যেই রাজ্যে প্লাস্টিক শিল্পে এক হাজার কোটি টাকার বিনিয়োগ করবে ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন। তৈরী হতে চলেছে আরও তিন হাজার ইউনিটের গলিপার্ক।

ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, রাজ্য প্লাস্টিক শিল্পের ক্ষেত্রে খুব আগ্রহী। সমানে চাহিদা বাড়ছে। আগামীদিনে আরও বেশ কয়েকটি পলিপার্ক তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বাণিজ্য সম্মেলনেও অংশ নেবেন তারা।

আগামী নভেম্বর মাসে বিশ্বের বাজারে পূর্ব ভারতের প্লাস্টিক শিল্পের চাহিদা বাড়িয়ে তুলতে ইকো পার্কে আয়োজিত হবে অষ্টম আন্তর্জাতিক মানের প্লাস্টিক প্রদর্শনী ‘ইন্ডপ্লাস ১৮’। প্রদর্শনী চলবে ৩০নভেম্বর থেকে ৩ ডিসেম্বর।

এই প্রদর্শনীতে অংশ নেবে তাইওয়ান, চিন, মালয়েসিয়া, থাইল্যান্ড, হংকং, দুবাই থেকে আসা প্রতিনিধিরা। থাকবেন দেশের উদ্যোগপতিরাও।

Source: Sangbad Pratidin

High-level Polish delegation to participate in business summit

A high-level Polish delegation will participate in the upcoming Bengal Global Business Summit (BGBS) and representatives of Silesia, an economically robust region of the east European country, and West Bengal will sign an MoU on bilateral cooperation, an official statement said on Thursday.

The head of the delegation Marek Magierowski, Deputy Minister of Foreign Affairs responsible for the relations with Asia and economic cooperation, will be accompanied by Grzegorz Tobiszowski, First Deputy Minister of Energy, Ambassador of Poland to India, Adam Burakowski, as well as by representatives of Silesia.

The delegation comprises a group of over a dozen prosperous Polish companies, representing mostly the energy sector, including coal mining and coking coal production. Poland and India rely heavily on coal, the statement said.

“Our mutual goal is to increase energy efficiency which could be done by development of energy saving, clean technologies and modernisation of the energy units,” it said.

Polish companies that will be present at the BGBS to be held on January 16-17 in the metropolis, will be offering innovative products, technologies and services in this field and their representatives are hoping to find new business opportunities and partnerships in the state, the statement added.

পোল্যান্ডের এক প্রতিনিধি দল আসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে

পোল্যান্ডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। সাথে পূর্ব-ইউরোপের এক অর্থনৈতিক ভাবে স্বচ্ছল অঞ্চল সিলেসিয়ার প্রতিনিধিরাও থাকবেন। বাংলার সাথে স্বাক্ষরিত হবে মউ।

এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন Marek Magierowski, Deputy Minister of Foreign Affairs responsible for the relations with Asia and economic cooperation। সাথে থাকবেন Grzegorz Tobiszowski, First Deputy Minister of Energy, Ambassador of Poland to India, Adam Burakowski এবং অন্যান্য প্রতিনিধিরা।

এই দলে থাকবে এক ডজনেরও বেশি পলিশ কোম্পানি, বিশেষ করে বিদ্যুৎ ও কয়লা ক্ষেত্রের কোম্পানি। বিদ্যুৎ সাশ্রয়, স্বচ্ছ প্রযুক্তি ব্যবহার ও আধুনিকীকরণের ওপর দেওয়া হবে জোর।

 

Holistic development of the youth – Key focus of Bengal Govt

The Department of Youth Services & Sports (Youth Wing) has undertaken many programmes regarding the education, health, employment, and holistic mental and physical development of the students and youth of Bengal.

The major achievements of the Youth Wing of the department are as follows:

  • Youth Hostel: 18 youth hostels renovated, 3 constructed and operational, another 23 being constructed. Online booking made possible at www.youthhostelbooking.wb.gov.in
  • Grants to 5,800 clubs and organisations for development of sports infrastructure
  • Financial assistance to 331 institutions and organisations for development of playgrounds
  • Financial assistance to 2,244 institutions and organisations for setting up multi-gyms
  • Financial assistance to 635 institutions and organisations for construction of mini indoor games facilities
  • Organisation of annual Youth Festivals, Rakhibandhan Utsav, Vivek Chetana Utsav, Subhas Utsav and Jangalmahal Cup, and the implementation of Safe Drive Save Life programme.
  • Initiative to help 1,000 poor but meritorious students preparing for various jobs (WBCS) and professional courses (medical & engineering)
  • Organisation of vocational training jointly with the Technical Education, Training and Skill Development
  • Department, under the guidelines of the National Council of Vocational Training (NCVT); so far, 40,00 youths have been given training
  • Under the auspices of the West Bengal Mountaineering and Adventure Sports Foundation (WBMASF), encouraging more youths to take up mountaineering and adventure sports activities; since independence, till May 2011, only four mountaineers from Bengal conquered Mt Everest whereas 18 did so in the last six years, till May 2017
  • Framing of stringent rules for the selection of climbers for Mt Everest and other 8,000 m-plus peaks and introduction of Radhanath Sikdar-Tenzing Norgay Adventure Award and Chhanda Gayen Bravery Award
  • Organising two annual events – Student’s Science Seminar and West Bengal State Student Youth Science Fair (with assistance from Birla Industrial & Technical Museum (BITM)) – to eradicate blind faith, superstitions and prejudices, and inculcate a scientific approach among the students and the youth
  • To create a healthy socio-cultural ambience, setting up a three-tier organisation styled as ‘Bangla Yuba Kendra’ set up to coordinate programmes in this regard, for which 462 volunteers at the block and municipal levels and 24 coordinators at the district-level work
  • Running about 1,000 Youth Computer Training Centres throughout the state for providing low-cost computer training to students and youths to make them employable; at these centres, online examinations and third party assessments have been introduced
  • The Plan expenditure under the head of Youth Wing rose to Rs 185.3 crore during financial year 2016-17, from only Rs 5.52 crore during 2010-11.

ছাত্র-যুব উন্নয়নের অঙ্গীকার মা, মাটি, মানুষের সরকারের

গত ৬ বছরে বাংলার ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদেরদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক মানসিক ও শারীরিক বিকাশের জন্য বেশ কিছু ইতিবাচক কর্মসূচী গ্রহণ করেছে মা, মাটি, মানুষের সরকার।

কিছু উল্লেখযোগ্য সাফল্য:

  • যুব হোস্টেল – ১৮টি পুরনো হোস্টেলকে সংস্কার করে চালু করা হয়েছে। ৩টি নতুন যুব হোস্টেলও চালু হয়েছে। আরও ২৩টি নতুন যুব হোস্টেলের নির্মাণকাজ চলছে এবং তা শীঘ্রই শেষ হবে। www.youthhostelbooking.wb.gov.in -এর মাধ্যমে অনলাইনে যুব হোস্টেল বুক করা যায়।
  • ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের জন্য ক্লাবগুলিতে আর্থিক সহায়তাঃ এই প্রকল্পের অধীনে ৫৮০০টি ক্লাব/সংস্থাকে অনুদান প্রদান করা হয়েছে।
  • খেলার মাঠের উন্নয়নঃ ৩৩১টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • মাল্টিজিম প্রতিষ্ঠাঃ ২২৪৪টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • মিনি ইনডোর গেমস নির্মাণঃ ৬৩৫টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • আমাদের রাজ্যের ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের উন্নয়নে এই দপ্তর আয়োজন করছেঃ- ‘বার্ষিক যুব উৎসব, সাবধানে চালাও জীবন বাঁচাও, রাখিবন্ধন উৎসব, বিবেক চেতনা উৎসব, সুভাষ উৎসব, জঙ্গলমেলা কাপ’।
  • এই দপ্তর ১০০০ গরীব অথচ মেধাবী ছাত্রছাত্রীকে বিভিন্ন কর্মসংস্থান (ডবলুবিসিএস) এবং পেশাদার কোর্সের (মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং) জন্য প্রস্তুতির উদ্যোগ গ্রহণ করেছে।
  • স্বনিযুক্তির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই দপ্তর, ন্যাশানাল কাউন্সিল অব ভোকেশানাল ট্রেনিং গাইডলাইনের আওতায়, টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টসহ ভোকেশানাল ট্রেনিং-এর আয়োজন করছে। এ পর্যন্ত ৪০০০ যুবাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন-এর অধীনে এই দপ্তর বেশী সংখ্যক যুবাদের পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর মতো খেলাধুলোয় অংশগ্রহণের জন্য উৎসাহ জুগিয়ে চলেছে। রাধানাথ শিকদার-তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড এবং ছন্দা গায়েন সাহসিকতা পুরস্কার চালু করা হয়েছে এবং প্রতি বছর তা প্রদান করা হয়।
  • রাজ্যের ছাত্রছাত্রী এবং যুবাদের মধ্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে এবং তাদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জারিত করার লক্ষ্যে এই বিভাগ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিকাল মিউজিয়ামের সহায়তায় দুটি বার্ষিক কর্মসূচী চালু করেছে। ১. স্টুডেন্টস সায়েন্স সেমিনার এবং ২. ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টুডেন্ট ইয়ুথ সায়েন্স ফেয়ার।
  • এই দপ্তরের বিভিন্ন কর্মসূচীর সঙ্গে সাযুজ্য বিধানের জন্য সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ‘বঙ্গ যুব কেন্দ্র’ রূপে একটি ত্রিস্তরীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ব্লক/পৌরসভা পর্যায়ে ৪৬২জন স্বেচ্ছাসেবক এবং জেলা পর্যায়ে ২৪জন কোঅর্ডিনেটর এই উদ্দেশ্যে কাজ করছেন।
  • সারা রাজ্যে ছাত্রছাত্রী ও যুবাদের কাজের জন্য উপযুক্ত করে তোলার লক্ষ্যে প্রায় ১০০০ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কাজ করে চলেছে, তাদের কম মুল্যে কম্পিউটার প্রশিক্ষণ দানের জন্য। অনলাইন পরীক্ষা এবং থার্ড পার্টি অ্যাসেসমেন্ট চালু করা হয়েছে।
  • ২০১০-১১ সালে পরিকল্পনা খাতে ব্যয় হত মাত্র ৫.৫২ কোটি টাকা, যা ২০১৬-১৭ সালে বাড়িয়ে করা হয়েছে ১৮৫.৩ কোটি টাকা।

 

 

Irrigation Dept setting up 7 quality control labs

In a bid to ensure timely completion of work, the State Irrigation and Waterways Department is setting up seven quality control laboratories across Bengal. The laboratories are equipped with all sorts of modern gadgets necessary to carry out the required tests.

This is the first initiative by any State Government department that carries out infrastructural development work. The move to set up the laboratories will ensure minimum time and investment for proper quality tests of materials.

The first-of-its-kind was set up at the department’s Haringhata, Nadia-based River Research Institute (RRI) in October. Two more, in the Purba and Paschim Medinipur districts, were inaugurated in mid-December. The centre in Nadia district will cater to both Nadia and North 24 Parganas.

The four more in the pipeline will come up in Kolkata (Salt Lake), Bankura, Bardhaman and in north Bengal. The quality control centre at Salt Lake will also serve Kolkata while the one in Bankura will also serve the district of Purulia.

The state-of-the-art quality control centres will facilitate error-free reports after testing samples of materials including sand, steel and concrete.

In a related development, the Irrigation Department is going to start degree courses on ‘River Engineering’ and ‘Hydrology and Hydro-informatics’, and short-term courses for departmental engineers and other employees in order to update themselves, at the River Research Institute.

 

৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে সেচ দপ্তর

সময়মত কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সেচ ও জলপথ দপ্তর সারা রাজ্যে ৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে। এই কেন্দ্রগুলিতে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে যার মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হবে।

পরিকাঠামো উন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগ এই প্রথম। এই উদ্যোগের ফলে কম খরচে ও সময়ে গুনমান পরীক্ষা করা সম্ভব হবে।
এই ধরনের প্রথম কেন্দ্র গড়া হয় হরিণঘাটায়, যার নাম নদীয়া রিভার রিসার্চ ইনস্টিটিউট। ডিসেম্বরের মাঝামাঝি আরও দুটি কেন্দ্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হয়।

নদীয়া জেলার কেন্দ্রটি নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত পরীক্ষা করবে। আরও চারটি কেন্দ্র হবে বিধাননগরে, বাঁকুড়া, বর্ধমান ও উত্তরবঙ্গে। বাঁকুড়ার কেন্দ্রে পুরুলিয়ার কাজও হবে।

অত্যাধুনিক গুনমান নির্ণয় গবেষণাগারগুলি নির্ভুল রিপোর্ট দেবে। মূলত পরীক্ষা করা হবে বালি, ষ্টীল ও কংক্রিট।এর পাশাপাশি সেচ দপ্তর নদী গবেষণা কেন্দ্রে ডিগ্রী কোর্স চালু করেছে ‘রিভার ইঞ্জিনিয়ারিং’ ও ‘হাইড্রোলজি অ্যান্ড হাইড্রো-ইনফরমেটিক্স’ এর ওপর। এছাড়া দপ্তরের ইঞ্জিনিয়ারদের জন্য স্বল্প মেয়াদী কোর্সও থাকবে।

Source: Millennium Post

Kulik Bird Sanctuary to be redeveloped by Tourism Dept

Kulik Bird Sanctuary near Raiganj in Uttar Dinajpur district is going to be redeveloped, and the tourist lodge inside the forest renovated, by the State Tourism Department at a cost of Rs 4 crore.

The place is also known as Raiganj Wildlife Sanctuary. Kulik is one of the largest bird sanctuaries in Asia.

Another measure that would be taken to draw more tourists would be to free the Kulik River of pollution. The areas around the bird sanctuary would also be developed, for which a separate fund would be allotted. The Tourism Department has asked the district administration to prepare a report on which action would be taken.

 

কুলিক পখিরালয় সংস্কার করবে পর্যটন দপ্তর

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাছে কুলিক পখিরালয় সংস্কার করবে রাজ্য পর্যটন দপ্তর। ওই পখিরালয়ে অবস্থিত ট্যুরিস্ট লজের সংস্কার করা হবে। খরচ হবে ৪কোটি টাকা।

এই অঞ্চলটি রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি নামেও পরিচিত। এই পখিরালয়টি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম।

এই কুলিক নদীকে দূষণমুক্ত করলে এখানে আরও পর্যটকরা আসতে পারবেন। পখিরালয়ের চারপাশের বনাঞ্চলটিরও সংস্কার করা হবে। এর জন্য আলাদা করে টাকা অনুমোদন করা হবে।

পর্যটন দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এই কাজের জন্য একটি রিপোর্ট তৈরী করতে, যার ওপর ভিত্তি করে এই কাজ শুরু হবে।

Source: The Statesman

No major event can be held during Gangasagar Mela: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee urged Gangasagar pilgrims not to believe whatever the saffron brigade was saying in order to ensure a safe and secured pilgrimage.

Addressing the inaugural ceremony of the Vivek Chetna Utsav that was held at Babughat where hundreds of pilgrims have gathered to march ahead towards Gangasagar to take the holy dip, the Chief Minister said: “Gangasagar Mela is such a major event in which around 30 lakh people from different parts of the country visit and the administration has to be vigilant round-the-clock to ensure safe and secured journey of the devotees. Right at this time, they are planning to take out a rath… Actually, they have no work apart from creating trouble and to do politics in everything.”

The Bengal CM She further said: “When so many people from so many states including Rajasthan, Uttar Pradesh, Bihar, Jharkhand are here, what is the need to organise another programme and create a divide if you have love for the Hindu religion.” She also raised the question adding that there are some who want to create problems intentionally as they do not want any good to take place.

“In case anything odd takes place at the Gangasagar Mela, those who are conspiring will be held responsible,” she maintained. In the same breath, she urged the pilgrims from other states to consider Bengal as their home and let the administration know if they are facing any problem instead of listening to those who would try to create problems. “We don’t allow any big programme at the time of Gangasagar as we need to maintain a proper vigil to ensure safety and security of around 30 lakh people. I would request all to not do anything that would lead to an atmosphere of discord,” The Bengal CM said adding that it is the first priority to give protection to the lakhs of pilgrims visiting the event. Drawing a relevance to matches at Eden Gardens, she said since there cannot be 10 matches taking place at the ground, similarly, “No major event can be held during Gangasagar Mela.”

She further added that there was nothing in Sagar Island earlier. “We went to the place 10 days ago and found massive development including setting up of shelters for the pilgrims, proper illumination, good roads, etc.” She also slammed the Centre for not extending any financial support unlike the Kumbha Mela for organising such a big fair. Banerjee said: “We are giving our best in making better arrangements for the pilgrims without anyone’s support. The Centre didn’t give us anything. It is the state government that undertook all the development work in Sagar Island.”

 

গঙ্গাসাগরের সময় অন্য কোনও যাত্রা হতে পারে না: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

 

গঙ্গাসাগরের সময় অন্য কোনও যাত্রা হতে পারে না। চক্রান্ত চলছে। এই সময় কেন রথযাত্রা হবে? শুধু আমাদের পেছনে লাগা, দুষ্টুমি করা। গঙ্গাসাগরের সময় যদি কোনও গোলমাল হয়, তাহলে দায়ী থাকবে ওরা। বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর মেলা ক্যাম্পের মঞ্চ থেকে এভাবেই বক্তব্য পেশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রী এদিন এখানে বিবেক চেতনা উৎসবের সূচনা করেন। বিবেকানন্দের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০–১২ জানুয়ারি রাজ্যব্যাপী উৎসব পালন করা হবে। সহযোগিতায় রামকৃষ্ণ মঠ ও মিশন। বক্তব্য পেশ করতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, বাধ্য হচ্ছি বিজেপি–র কথা বলতে। ওরা আগুন লাগাতে জানে, নেভাতে জানে না। দাঙ্গা করতে জানে। শুধু আমাদের পেছনে লাগে, দুষ্টুমি করে ও চক্রান্ত করে। গঙ্গাসাগরের সময়ও চক্রান্ত করার পরিকল্পনা করছে। রামকৃষ্ণ ও বিবেকানন্দের আদর্শের কথা তিনি তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দাবি করেন, নেতাজি ও বিবেকানন্দের জন্মদিনে কেন জাতীয় ছুটি ঘোষণা করা হচ্ছে না? কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, কুম্ভমেলার জন্য কেন্দ্র প্রচুর টাকা দেয়। গঙ্গাসাগরের জন্য কোনও টাকা দেয় না। তিনি বলেন, আমি ইতিমধ্যেই সব ব্যবস্থা ঠিক আছে কিনা তা দেখতে সাগরে গিয়েছিলাম। আগে খুব খারাপ অবস্থা ছিল। এখন সাগরে যাওয়ার কোনও অসুবিধা নেই। .

 

mamata banerjee sagar island

Ganga Sagar Mela – Do’s and Dont’s

The Bengal Government has taken all necessary steps to make the Gangasagar Mela a success for everyone concerned, most of all, for the pilgrims.
The administration has also asked everyone to take certain precautionary measures. Listed below are certain do’s and don’ts.

DO’S

· Follow the instructions of the police and volunteers, and cooperate with them

· Be specially careful regarding the elderly and the children. Everyone should carry some form of identity card so that chances of getting lost are minimized.

· Those coming in groups should ensure that the elderly and the children always remain with the group, otherwise there is a possibility of their getting lost in the crowd. In case anyone gets lost, contact the nearest police helpdesk.

· Keep a discreet watch on co-passengers on your journeys. If you spot anything amiss, inform the nearest police personnel or volunteer. Do not panic or spread rumours, do not cause stampedes.

· If there is heavy rainfall, wait patiently and cooperate with administration officials.

DON’TS

· Do not hurry or run unnecessarily, else mishaps can occur. This is also applicable during boarding and de-boarding of vessels. A small mistake can cause a big tragedy.

· The barricades and drop-gates are made of bamboo; so do not try to lean heavily on them or cross over them, as they may break.

· Please do not light fires at the fairground; this can lead to major mishaps.

· Do not keep your things in the charge of unknown persons; they may get stolen.

· Do not accept any food or water from unknown persons; this may lead to danger to your health.

· Do not go into deep water while bathing

· Do not touch any unknown or unclaimed object; if you notice any such thing, inform the police immediately.

গঙ্গাসাগর মেলায় কি করবেন আর কি করবেন না

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতি বছরের মত এবছরেও গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে। এই পুণ্য স্নান করতে দেশ বিদেশ থেকে এসেছেন লক্ষ লক্ষ পুন্যার্থী ও পর্যটক। তাদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য প্রশাসন গ্রহণ করেছে প্রচুর পদক্ষেপ। আগন্তুকদের প্রতি কিছু বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যাতে কোনওভাবে কোনও অপ্রীতিকর ঘটনার সাক্ষী না হতে হয় তাদের।
করণীয়ঃ-
· উপস্থিত পুলিশ কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশ মেনে চলুন এবং এদের সাথে সহযোগিতা করুন।
· বয়স্ক মানুষ এবং শিশুদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। এদের সঙ্গে পরিচয়পত্র রাখলে ভালো হয়। তাতে এদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে না।
· দল বেঁধে যে সকল তীর্থযাত্রীরা আসেন, তাদের দলের শিশু ও বয়স্ক মানুষদের সর্বদা নিজেদের সঙ্গে রাখুন, নতুবা ভিড়ের মধ্যে এদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে। যদি কেউ নিখোঁজ হয়ে যান, তাহলে নিকটবর্তী পুলিশ সহায়তা কেন্দ্রে নিখোঁজ হওয়ার খবর জানান।
· এই যাত্রাপথে যাত্রীদের সড়ক অথবা রেল এবং জল পথে যাতায়াত করতে হয়। সুতরাং সহযাত্রীর সঙ্গে সর্বদা সতর্ক থাকবেন। কোনও অবস্থাতে আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। এতে প্রচুর ভিড়ের মধ্যে ছোটাছুটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সর্বদা প্রয়োজন মত উপস্থিত পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিন।
· বৃষ্টিপাতের কারণে যাত্রীদের বিভিন্ন জায়গায় অপেক্ষা করতে হতে পারে। দয়া করে ধৈর্য ধরে উপস্থিত প্রশাসনিক কর্মীদের সহযোগিতা করুন।

করণীয় নয়ঃ-
· তীর্থ যাত্রার সময় দুর্ঘটনা এড়াতে দয়া করে তাড়াহুড়ো করবেন না। লঞ্চে ওঠা নামার সময় তাড়াহুড়ো বা দৌড়োদৌড়ি করবেন না। আপনার সামান্য ভুলে বহু লোকের প্রান সংশয় হতে পারে।
· ব্যারিকেড অথবা ড্রপ গেটগুলি বাঁশ ও কাঠের তৈরী, এগুলিতে চাপ দেওয়া বা টপকানোর চেষ্টা করবেন না। এগুলি ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে।
· মেলার মধ্যে দয়া করে আগুন জ্বালাবেন না। এতে বড় ধরনের অগ্নিকান্ডের সম্ভাবনা থাকে।
· কোনও অজানা লোকের কাছে জামা কাপড় বা অন্যান্য জিনিস রাখবেন না। এতে আপনার জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকে।
· কোনও অজানা লোকের দেওয়া খাদ্য অথবা পানীয় গ্রহণ করবেন না। এতে আপনার বিপদ হতে পারে।
· সমুদ্রে স্নানের সময় বেশী গভীরে যাবেন না, এতে প্রান সংশয় হতে পারে।
· কোনও অজানা অথবা পরিত্যক্ত বস্তু ছুঁয়ে দেখবেন না। এরকম কোনও কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

Bengal Govt to double power supply during Ganga Sagar Mela

The State Government has decided to double the power supply to Sagar Island during the Ganga Sagar Mela from 8.9 million units (MU) to 16 MU per day. The annual fair will be held from January 10-16 this time.

Millions of people from across the country, most of whom are pilgrims, and some, tourists, as well as many foreign tourists, descend on to Sagar Island in the Sundarbans every year. Doubling the load capacity will result in a smooth power situation during the seven days of the fair, which centres around the ashram of Kapil Muni on the island. Power cuts will be a thing of the past.

The Power Department will also arrange six generators to meet any emergency situation. As many as 10 centres will be set up inside the Sagar Mela where a total of 50 Power Department officials will be deployed. They would oversee the entire situation, as well as attend to any complaint that may arise within two to three minutes. There will be an additional deployment of 300 contractual staff. Various electrical apparatuses including high and low-tension wires have also been repaired.

গঙ্গা সাগর মেলায় দ্বিগুন বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্য সরকার

 

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গঙ্গাসাগর মেলা চলাকালীন স্বাগর দ্বীপে বিদ্যুৎ যোগান দ্বিগুন করবে। সাধারণত সাগরে ৮.৯ MU বিদ্যুৎ সরবরাহ করা হয়; মেলার সময় বিদ্যুৎ যোগান বাড়িয়ে ১৬ MU করা হবে। এই মেলা সাগর দ্বীপে কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত হবে ১০-১৬ই জানুয়ারি।

সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ – তীর্থযাত্রী, অন্য রাজ্যের পর্যটক, বিদেশী পর্যটক – এই মেলায় আসেন প্রতি বছর। বিদ্যুৎ সরবরাহ দ্বিগুন করার ফলে কোনওরকম বিদ্যুতের ঘাটতি হবে না।

বিদ্যুৎ দপ্তর ৬টি জেনারেটরের ব্যবস্থা রাখবে। মেলার অন্তর্গত ১০টি জায়গায় অন্তত ৫০ জন বিদ্যুৎ দপ্তরের কর্মী সবসময় উপস্থিত থাকবেন। এছাড়া ৩০০ চুক্তিভিত্তিক কর্মী ওখানে থাকবেন। সাগর দ্বীপের বৈদ্যুতিক পরিকাঠামো ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে।

 

Bengal Chief Minister conveys her best wishes to pilgrims at Gangasagar Mela

Like every year, this year too, the Bengal Government has set up all the facilities for a successful Gangasagar Mela, and Chief Minister Mamata Banerjee has taken a leading part.

Lakhs of pilgrims have arrived from all over India, and many from other countries too. Among the steps taken are satellite phones to police personnel at crucial points, Wi-Fi zone, CCTV, a special website, and others.

The Chief Minister has a special message for all the pilgrims congregated at Ganga Sagar.

Chief Minister’s message:

My heartiest welcome to all pilgrims to Gangasagar Mela. To make your entire journey to, and stay at, Gangasagar Mela successful and safe, the Bengal Government has taken a lot of measures.
Adequate drinking water, toilet, residence and other facilities have been arranged for all pilgrims. Life insurance has also been taken on all pilgrims by the State Government.
Security arrangements have been taken at all places – be it at the fairground or along the way. We wish for all of you a successful, safe and blessed stay.

 

গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

প্রতি বছরের মত এ বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে গঙ্গাসাগর মেলার।

এই পুণ্য স্নান করতে দেশ বিদেশ থেকে এসেছেন লক্ষ লক্ষ পুন্যার্থী, পর্যটক। তাদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন গ্রহণ করেছে প্রচুর পদক্ষেপ।

স্যাটেলাইট ফোন, ওয়াইফাই জোন, সিসিটিভি, ওয়েবসাইট সব খোলা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। প্রশাসনের তরফ থেকে পুন্যার্থীদের দেওয়া হয়েছ কিছু সতর্ক বার্তা।

এবার মুখ্যমন্ত্রী স্বয়ং আগন্তুকদের উদ্দেশ্যে বার্তা দিলেন:

“গঙ্গাসাগরে আগত সমস্ত তীর্থ যাত্রী মা, বোন, ভাই এবং গুরুজনদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাদের যাত্রা সাফল্যমন্ডিত, নিরাপদ এবং কল্যাণময় করার জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হয়েছে।

পানীয় জল, শৌচালয়, যাত্রী-নিবাস ইত্যাদির পর্যাপ্ত এবং উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। সকল তীর্থযাত্রীদের জীবনবীমাও করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা তথা মেলা প্রাঙ্গণ এবং অন্য সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আমরা আপনাদের সাফল্যমণ্ডিত, নিরাপদ ও মঙ্গলময় যাত্রার শুভ কামনা করি।”