Bengal Govt to lay underground cables for TV & internet

Following the instruction of Chief Minister Mamata Banerjee, the State Government has decided to lay underground cables for the transmission of television and internet services across the 126 municipalities and six municipal corporations.

The project would be overseen by the State Government’s Urban Development and Municipal Affairs Department. The cables would be laid by the process of microtunnelling.

Soon, the department would hold meetings with multi-system operators (MSO), cable operators and telecom firms, for whom the cables would be laid, to explain to them the government’s stand as well as listen to their suggestions. It has been decided, as of now, that a certain amount of money would have to be paid by them in lieu of the work to be done by the government.

The initiative is under the newly-introduced scheme, Green City Mission, which aims at developing sustainable and eco-friendly ‘Green and Clean Cities’ and planned development of all the municipal cities and towns of Bengal.

 

রাজ্য জুড়ে টিভি-ইন্টারনেটের কেবল নেওয়া হবে ভূগর্ভ দিয়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য জুড়ে টিভি চ্যানেল এবং ইন্টারনেট পরিষেবার কেবল মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।

রাজ্যের ১২৬টি পুরসভা এবং ছ’টি পুরনিগম এলাকাতেই এই ব্যবস্থা করা হবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এই কেবল মাটির তলা দিয়ে করার নির্দেশ দিয়েছেন। গ্রিন সিটি প্রকল্পের আওতায় সমস্ত পুরসভায় এই কাজ করা হবে।

মাইক্রো টানেলিং ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্প করা হবে। ফুটপাথের তলা দিয়ে এই মাইক্রো টানেলগুলি বসানো হবে। তার মধ্যে দিয়ে কেবলগুলি নিয়ে যাওয়া হবে।

খুব শীঘ্রই এবিষয়ে পুরসভাগুলি, এমএসও এবং কেবল অপারেটরগুলি সঙ্গে বৈঠক করা হবে। এই কাজ করার জন্য কেবল অপারেটর, টেলিকম সংস্থা বা এমএসও’দের পুরসভাকে একটা টাকা দিতে হবে। পাশাপাশি তাদের এবিষয়ে কি কি দাবি আছে তাও শোনা যাবে।

Source: Bartaman

Gandhi Bhawan in Beleghata to be taken over by State Govt

The Bengal Government has decided to take over Gandhi Bhawan in Beleghata (Kolkata).

Mahatma Gandhi had chosen to stay here because the Muslims and Hindus lived close to each other in Beleghata at that time, and there seemed to be no let-up in the bloodbath that began in 1946. As a tribute to his stay, the house was named Gandhi Bhawan.

After taking over, the State Government will be fully in charge of maintaining the house. The museum will be opened up for all and sundry. The government has plans for promoting the place as a major tourist spot, as it is intimately connected with the Mahatma’s philosophy of non-violence.

The museum houses artefacts used by Mahatma Gandhi during his stay. It also houses documents and letters.

Every year, his birth and death anniversaries, on October 2 and January 30, respectively, are celebrated with much fanfare here.

 

বেলেঘাটা গান্ধীভবন অধিগ্রহণ করবে রাজ্য

বহু স্মৃতিবিজড়িত বেলেঘাটার গান্ধীভবনে মানবাধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এই ঐতিহাসিক ভবনটি সরকার দেখভাল করবে। এ ব্যাপারে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। গান্ধীভবনের কিছু কাজ পূর্ত দপ্তর দেখত। এখন পুরোটাই সরকার দেখবে।

স্বাধীনতার আগে দাঙ্গার সময় বেলেঘাটায় বড় গোলমাল হয়। দু’পক্ষই দাঙ্গায় জড়িয়ে পড়ে। গান্ধীজি আসেন। তিনি অনশনে বসেন। দু’দিন পর দুই সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি গান্ধীজির সঙ্গে দেখা করেন। তাঁকে আশ্বাস দিয়ে বলেন, আমরা শান্তিতে থাকব। আর গোলমাল হবে না। গান্ধীজি অনশন প্রত্যাহার করে নেন। গান্ধীভবনের এই বাড়িটির আগে নাম ছিল হায়দারি মঞ্জিল।

দাঙ্গার সময় প্রায় মাসখানেক গান্ধীজি বেলেঘাটায় ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকেই বেলেঘাটার এই গান্ধীভবনে ২ অক্টোবর তাঁর জন্মদিন ও ৩০ জানুয়ারি তাঁর মৃত্যুদিন পালন করা হয়। একটি মিউজিয়ামও রয়েছে। গান্ধীজির ব্যবহৃত চরকাটিও সযত্নে রাখা আছে এই গান্ধীভবনে। বহু দুষ্প্রাপ্য ছবি রয়েছে। দেওয়ালে পর পর টাঙানো রয়েছে এই ছবিগুলি।

গান্ধীভবনে এসে নিয়মিত যাতে দর্শকরা সব কিছু দেখতে পান, তার জন্য সরকার বিশেষ উদ্যোগ নেবে। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে গান্ধীভবনের দরজা। প্রচার করা হবে।

গান্ধীভবনটি দীর্ঘ দিন ধরে পূর্ব কলকাতা গান্ধী স্মারক সমিতি এবং পূর্ব কলকাতা বাপুজি স্মারক সমিতি যৌথ উদ্যোগে দেখাশোনা করে। বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে এই দুই সমিতি। এবার বড় কাজটি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Source: Aajkal

Three-stage oversight structure for cooperative societies

The Bengal Government has decided to set up a three-stage structure for oversight of the cooperative societies.

There would be a state-level committee, under which would be district-level committees and under each of these would be block-level committees.

The primary work of these committees would be to monitor the cooperative societies, to ensure that the committees work at a fast pace and to ensure proper coordination between these committees and various departments of the government at all levels.

The state-level committee will work under the chairmanship of the State Government’s chief secretary, and would consist of five other senior administrative officials – additional chief secretaries of the Agriculture, Panchayats and Rural Development, and SHG Departments, principal secretary of the Finance Department and the chief executive officer of the West Bengal State Rural Livelihood Mission.

The district-level committees would be headed by the district magistrates (SP) and the block-level committees would be headed by block development officers (BDO).

The block-level committees would hold monthly meetings, the district-level committees would hold bi-monthly meetings and the state-level committee would hold tri-monthly meetings.

 

সমবায়গুলিতে ত্রিস্তরীয় কমিটি গড়ছে রাজ্য

সমবায়ে কাজকর্মের ওপর নজরদারির জন্য ত্রিস্তরীয় কমিটি গড়ছে রাজ্য সরকার। রাজ্য, জেলা এবং ব্লক স্তরে এই কমিটি সমবায়ের কাজকর্মের ওপর নজরদারি চালাবে। কোনও নির্বাচিত সমবায়ী নয়, পাঁচ থেকে ছ’জন প্রশাসনিক কর্তা থাকবেন ওই কমিটিতে। গত ২৩ ডিসেম্বর রাজ্য সরকার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে। জেলায় জেলায় তা পৌঁছে গিয়েছে।

গ্রামীণ এলাকার মানুষের সুবিধার কথা ভেবে সমবায়কে আরও শক্তিশালী করাটা লক্ষ্য এই উদ্যোগের। রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্য, জেলা এমনকী ব্লক স্তরেও একটি করে কমিটি করা হচ্ছে। জেলায় জেলায় কো অপারেটিভের কাজকে মনিটর করবে এই কমিটিগুলি। কাজে গতি আনার চেষ্টা করবে।

মন্ত্রী বলেন, বাম সরকারের আমলে কো অপারেটিভে লুঠের রাজত্ব ছিল। এ বিষয়ে আগেই নজর দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে কো অপারেটিভগুলি ব্যাঙ্কের কাজ করে। স্বচ্ছতা আরও বাড়িয়ে মানুষের কাজে যাতে লাগানো যায় সে জন্যই এই সিদ্ধান্ত।

জানা গিয়েছে, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমবায়ের সমন্বয় রক্ষা করতেও কাজে আসবে এই কমিটি। সরকারি নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, কো অপারেটিভ সেক্টরে মনিটরিং করার জন্য রাজ্য, জেলা এবং ব্লক স্তরে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং পরিষেবা আরও ভালো করার জন্যই এই সিদ্ধান্ত। মূলত গ্রামীণ এলাকার কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এই কমিটির বড় ভূমিকা থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

রাজ্যস্তরের মনিটরিং কমিটির মাথায় থাকছেন স্বয়ং মুখ্যসচিব। তিনিই এই কমিটির চেয়ারপার্সন। এছাড়াও সদস্যদের মধ্যে থাকছেন কৃষি দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন, এসএইচজি দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, অর্থদপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের চিফ এক্সিকিউটিভ অফিসার। সমবায়ের প্রিন্সিপাল সেক্রেটারিকে কনভেনার বা মেম্বার সেক্রেটারি করার কথাও বলা হয়েছে।

এমনভাবেই জেলাস্তরে জেলাশাসককে চেয়ারপার্সন করা হচ্ছে। সঙ্গে সদস্য হিসাবে থাকছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিআরডিসি), ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার। এআরসিএস বা ডেপুটি রেজিস্ট্রারকে কনভেনার বা মেম্বার সেক্রেটারি করার কথা বলা হয়েছে।

ব্লকস্তরে বিডিওকে কমিটির মাথায় রাখা হচ্ছে। এছাড়াও থাকছেন এডিও, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, ফিশারিজ এক্সটেনশন অফিসার, ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, কো অপারেটিভ ইন্সপেক্টর। কো অপারেটিভ ইন্সপেক্টরকে কনভেনার করা হচ্ছে ব্লকস্তরের কমিটিতে। নির্দেশিকায় বলা রয়েছে, প্রয়োজনে আরও অফিসারকে এই কমিটিতে ঢোকানো যাবে।

প্রাথমিক নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক মাসে ব্লক লেভেল কমিটি বৈঠকে বসবে। দু মাস অন্তর জেলাস্তরের কমিটি বৈঠকে বসবে। আর রাজ্যস্তরের কমিটি তিন মাস অন্তর বৈঠকে বসবে।

Source: Bartaman

Major fish hub coming up in Tapandighi (Dakshin Dinajpur)

A major fishery project is coming up at Tapandighi in Dakshin Dinajpur district, at an investment of Rs 54 crore. It would cover an area of 108.52 acres, 85 acres of which would comprise of water bodies. The project is being undertaken by the Bengal Government’s Fisheries Department.

The project would be a fish hub, and would thus enable several activities under one roof – cultivating fish, selling to wholesalers, long-term storage in modern cold storages, processing and packaging of fish, making arrangements for transporting to various markets, etc. Fish sellers from other places would be able to sell their catch to wholesalers too, for which a building called Action House would be constructed.

The State Fisheries Development Corporation, which is under the Fisheries Department, is the agency overseeing the hands-on work. Being a project at such a large scale, it is expected to take three years for completion.

Besides the fishery project, there would also be an eco-park and a biodiversity park. These would attract tourists and would form a source of income for the hub. Infrastructure would be constructed for the boarding of 25 to 30 tourists at one go.

This project would establish the primacy of fish cultivators and sellers of Bengal in the fish trade in northern Bengal and north-eastern India. It would also ensure the employment of about 1,000 people.

তপনদিঘিতে ৫৪ কোটি টাকা ব্যয়ে বড় মৎস্য প্রকল্প গড়ছে রাজ্য

দক্ষিণ দিনাজপুরের তপনদিঘিতে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে এবার বড়সড় মৎস্য প্রকল্প গড়তে চলেছে রাজ্য সরকার। জেলা পরিষদ এবং মৎস্য দপ্তর (রাজ্য মৎস্য উন্নয়ন নিগম) যৌথভাবে এই প্রকল্প রূপায়িত করতে চলেছে।

মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছ উৎপাদন, নিলাম করা, মজুত করা, তা বিক্রির জন্য বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া ইত্যাদিকে একই ছাতার তলায় আনতে তপনদিঘিতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজ্যে আর কোথাও এমন প্রকল্প নেই।

মৎস্য দপ্তর সূত্রের দাবি, তপনদিঘিতে একটি ‘ফিশ-হাব’ তৈরীর পরিকল্পনা পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। কীভাবে তা বাস্তবায়িত করা যায়, সেবিষয়ে পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছিল মৎস্য দপ্তরকে। সেই মতো কাজ করছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম (এসএফডিসি)। ইতিমধ্যেই তারা ডিপিআর তৈরী করে ফেলেছে।

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১০৮.৫২ একর জায়গা জুড়ে এই প্রকল্পটি তৈরি করা হচ্ছে। যার মধ্যে ৮৫ একর জলাশয়। সেখানে মাছ চাষ ছাড়াও দিঘির একপাশে কলকাতার আদলে একটি ইকো পার্ক ও জীব-বৈচিত্র্য পার্ক তৈরী করা হবে। সেইসঙ্গে যেহেতু এই এলাকায় প্রচুর পাখি আসে, তাই তাদের কথা মাথায় রেখে কয়েকটি বার্ড ওয়াচ টাওয়ারও তৈরি করা হচ্ছে।

পাশাপাশি একটি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র ও আলোচনা কেন্দ্রও তৈরি করা হবে। এছাড়াও ফুড কোর্ট এমনকী পর্যটকদের থাকার জন্য পরিকাঠামোও এখানে তৈরি করা হচ্ছে। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিশ-হাবের পাশাপাশি পর্যটক টানতে সৌন্দর্যায়নের কথা মাথায় রেখেই একাংশে কৃত্রিমভাবে প্রকৃতিতে ফুটিয়ে তোলা হবে। সেখানে একলপ্তে ২৫- ৩০ জন পর্যটক যাতে থাকতে পারেন, সেই পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী বলেছেন, শুধু বাজার ধরাই নয়, ছোট-বড় মাছ চাষের মাধ্যমে মৎস্যজীবীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করাই সরকারের লক্ষ্য। একারণে সেখানে মৎস্যজীবীদের আলাদা প্রশিক্ষণ ও কর্মশালা করারও ব্যবস্থা করা হবে।

Image is representative

Bengal Panchayat Dept presents success of Ushar Mukti Scheme through coffee table book

The success of the Ushar Mukti Scheme, being implemented by the Bengal Government’s Panchayats and Rural Development Department, in transforming fallow land to cultivable land, has been showcased through a coffee table book, titled Transforming Land and Lives.

The scheme is being implemented through the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The book is being done by the department. The book will have 110 pictures, of which 15 will be full-page pictures. The success stories will have an English and a Bengali version on each page. The 70 to 80-page book will be accompanied by an eight to 12-page ‘brief folder’, which will be added to the book jacket.

Two examples of success stories are the large mixed-fruit orchards which have been planted at Keshavpur village in Dunishol gram panchayat and at Duttakeshavpur village in Punishol gram panchayat, both in Bankura district’s Onda block.

 

অনাবাদী জমিকে ফসলি করার উপাখ্যান নিয়েই মলাটবন্দি হচ্ছে ‘ঊষার মুক্তি’

এ রাজ্যে অনাবাদী, রুক্ষ জমিতে ফসল ফলানো ১০০ দিনের প্রকল্পের অন্যতম কর্মসূচি। ‘ঊষার মুক্তি’ নামে এই কর্মসূচির সাফল্যকে মলাটে মুড়ে বইয়ের আকারে প্রকাশ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। বইয়ের নাম দেওয়া হয়েছে ‘কফি টেবিল বুক’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বাঁকুড়ার ওন্দা ব্লকের অভাবনীয় সাফল্যকে ঘিরেই আবর্তিত হবে পঞ্চায়েত দপ্তরের এই প্রয়াস। এরপর জঙ্গলমহলের রুক্ষ অনাবাদী পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের বিভিন্ন ব্লকে অনাবাদী জমি কীভাবে ফসলি হয়ে উঠেছে, তার বিবরণও সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

অনাবাদী, রুক্ষ জমিতে কীভাবে ফসল ফলানো হয়েছে, ইংরেজি ও বাংলায় লেখা সেরকম ২০টি প্রতিবেদন দিয়েই তৈরি হচ্ছে বইটি। এই বইয়ে রাখা হচ্ছে ১১০টি ছবি, যার মধ্যে ১৫টি থাকছে পাতাজুড়ে। বইয়ের প্রতি পাতায় থাকছে একটি ইংরেজি ও একটি বাংলায় লেখা সাফল্যের ‘গল্প’। ৭০ থেকে ৮০ পাতার এই বইয়ের সঙ্গে থাকছে ৮ থেকে ১২ পাতার একটি ‘ব্রিফ ফোল্ডার’ও। কফি টেবিল বুকের জন্য তৈরি সুদৃশ্য জ্যাকেটের সঙ্গেই থাকবে এই ব্রিফ ফোল্ডারটি।

Source: Bartaman

Bengal Govt boosting library infrastructure

The State Government is taking a slew of measures to encourage the young generation to visit the libraries in the state. There are around 2,480 libraries in Bengal under the jurisdiction of the Mass Education and Library Department.

It is being ensured that facilities like adequate number of staff, and amenities like drinking water and toilet facilities are available at every library.

The government is turning 80 libraries into model libraries. They will receive Rs 3 lakh each for complete overhaul of infrastructure.

Funds are also being provided to non-government sponsored libraries for boosting infrastructure. There are 1,036 such libraries in the state and in the current fiscal (2017-18), a total fund of Rs 1.76 crore has been allocated to these libraries. In the next financial year, that is, 2018-19, this allocation will be raised to nearly Rs 3 crore.

 

গ্রন্থাগার পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকারের

 

রাজ্য সরকার যুব সমাজকে গ্রন্থাগারমুখী করতে নানারকম উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারের অধীনে এখন ২৪৮০টি গ্রন্থাগার আছে।
যথেষ্ট পরিমাণ গ্রন্থাগার কর্মী, পানীয় জল ও বাথরুমের সুবন্দোবস্ত নিশ্চিত করা হয়েছে রাজ্যের সমস্ত গ্রন্থাগারে।

৮০টি গ্রন্থাগারকে মডেল গ্রন্থাগার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই লাইব্রেরীগুলি ৩লক্ষ টাকা করে পাবে সমস্ত পরিকাঠামো তৈরী করতে।

বেসরকারি গ্রন্থাগারগুলিকেও টাকা দেওয়া হচ্ছে পরিকাঠামো তৈরীতে। এইরকম গ্রন্থাগার রাজ্যে আছে ১০৩৬টি; ২০১৭-১৮ অর্থবর্ষে মোট ১.৭৬ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এদের। আগামী অর্থবর্ষে এই অনুদানের রাশি বেড়ে হবে ৩কোটি টাকা।

Source: Millennium Post

Bengal Govt to construct 13,000 km of rural roads

The Bengal Government has decided to construct 13,000 km of rural roads in order to improve the rural economy, said the State Panchayats and Rural Development Minister recently.

For this, the government will invest Rs 3,100 crore, which is part of a Rs 7,800 crore project. For building rural roads, the State Government pays 50 per cent of the cost of a project. The cost of laying 1 km is Rs 60 lakh. PSUs like NBCC and NPCC have been engaged to execute the projects.

The initial plan was to build 7,000 km of roads but, after seeing the superior performance of the Bengal Government, the Centre has provided sanction for 13,000 km.

The minister also informed that the State Government would provide Rs 2,700 crore to widen and renovate 3,000 km of rural roads.

 

১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করবে রাজ্য সরকার

 

গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করার। একথা জানান রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।

এই প্রকল্পের জন্য সরকার ৩১০০ কোটি টাকা খরচা করবে। গ্রামীণ সড়ক নির্মাণে রাজ্য সরকার ৫০ শতাংশ টাকা দেয়। প্রতি কিঃ মিঃ রাস্তা নির্মাণে খরচ হয় ৬০ লক্ষ টাকা। এই প্রকল্প প্রণয়ন করবে এনবিসিসি ও এনপিসিসির মত রাষ্ট্রায়ত্ত সংস্থা।

প্রথমে ৭০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু, রাজ্য সরকারের কাজের মুন্সিয়ানা দেখে কেন্দ্র ১৩০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে।

মন্ত্রী বলেন, রাজ্য সরকার ৩০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা চওড়া করতে ২৭০০ কোটি টাকা দেবে।

Source: The Statesman

Bengal is no. 1 in housing scheme: CM Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee handed over houses constructed as part of the Banglar Bari Scheme to occupants at Netaji Indoor Stadium today. These houses are meant to house the urban poor.

Five lakh people spread over 21 districts are going to be handed over certificates of occupancy.

Mamata Banerjee wants that every citizen of Bengal should have a roof over their heads, and Banglar Bari is a continuation towards that end.

Highlights of her speech:

5 lakh families who do not have pucca houses, have received money for building houses. They will receive Rs 1.2 lakh.

We are aware of the practical problems faced by people in receiving money in instalments. I will request my officials to clear the amount in two instalments only.

Prices of essentials are on the rise. Fuel prices are rising. People are facing a lot of hardship.

We are committed to the welfare of the downtrodden. We are committed to provide a ‘ceiling’ (chhad) on every head.

We have distributed 25 lakh houses under different schemes. We are No. 1 in housing scheme in the country.

Bengal is No. 1 among States in creating rural employment. This is a huge achievement.

We have created 23,000 km rural roads already. 8,000 km roads will be inaugurated on February 13 from Nadia.

Significance of grassroots workers in development work is paramount. Panchayats are our direct link to people.

We have abolished khajna tax on agricultural land. We have given compensation worth Rs 1,200 crore to 30 lakh families who suffered due to floods.

বাড়ি নির্মাণে এক নম্বরে বাংলাঃ মুখ্যমন্ত্রী

আজ রাজ্যজুড়ে গরিব মানুষের বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচীর পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। রাজ্যের ২১টি জেলার প্রায় পাঁচ লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দেওয়া হল।

জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষ বাড়ি বানাতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। রাজ্যের অন্য অংশের মানুষ পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। কী ধরনের বাড়ি হবে, তার নকশা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে।

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান আর্থিক বছরে ৩ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তাকে ছাপিয়ে ৫ লক্ষ ৬৮ হাজার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, সবার মাথায় যেন ছাদ থাকে। গরিব মানুষের আস্তানার অভাব না হয়।

মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কয়েক জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর জেলায় জেলায় তা দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ বাংলা আবাস যোজনা অনুষ্ঠানে ৫ লক্ষ পরিবারকে – যাদের মাটির বাড়ি অথবা বাড়ি নেই – বাড়ি দেওয়া হল। পাকা বাড়ি তৈরী করতে ১.২ লক্ষ টাকা দেওয়া হবে।

আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, বাস্তব কিছু সমস্যা আছে। আমি অফিসারদের অনুরোধ করব মানুষের সুবিধার জন্য এই টাকাটা ২ কিস্তিতে দেওয়ার জন্য।

প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল সব কিছুর দাম বাড়ছে।

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তার মাথার ওপর একটা ছাদ অর্থাৎ একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে যাতে সে সভ্য সমাজে মানবিকভাবে বাঁচতে পারে।

আমরা ৬ বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় ২৫ লক্ষ বাড়ি নির্মাণ করেছি গরীব মানুষদের দেওয়ার জন্য। বাড়ি তৈরির ক্ষেত্রে সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে।

১০০ দিনের কাজে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা ১ নম্বরে। এটা একটা বড় কাজ।

ইতিমধ্যেই গ্রামাঞ্চলে ২৩ হাজার কিমি রাস্তা করে দেওয়া হয়েছে। আগামী ১৩ তারিখ নদিয়া থেকে আরও ৮ হাজার কিমি রাস্তা-র উদ্বোধন করা হবে।

নিচু তলার মানুষের গুরুত্ব সবচেয়ে বেশি। গ্রামাঞ্চলে পঞ্চায়েতই হল জনসংযোগের সবচেয়ে বড় জায়গা।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষ পরিবারকে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।

 

Bengal’s Khadya Sathi scheme earns high praise from the Centre

The Centre has appreciated the fact that the Bengal Government provides fortified atta, or dough (by adding vitamins) to its populace at no extra cost to them, under the Khadya Sathi Scheme.

This was recently stated by the Union Health Minister at a recent meeting with the health minister and the health secretaries of the states and union territories in New Delhi.

For enriching the atta with vitamins, the State Government undertakes an additional expenditure of Rs 1.5 per kg. Yet it provides this enriched atta to the people at the same Rs 2 per kg, the subsidised price for just plain wheat.

Thus, by not charging any additional amount, the State Government provides its citizens an annual subsidy of Rs 65 crore for this vitamin-enriched atta.

It must be mentioned here that the state converts the wheat it gets under the Central Food Security Act into atta at its own cost too.

 

ভর্তুকি দিয়ে রাজ্যে ২ টাকা কেজি আটা, মুখ্যমন্ত্রীকে বাহবা দিল কেন্দ্র

গণবণ্টন ব্যবস্থায় ‘ভিটামিনযুক্ত আটা’ দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছ থেকে কোনও বাড়তি পয়সা নেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উলটে প্রায় ৬৫ কোটি টাকা ভর্তুকি দেয়। জাতীয় খাদ্য সুরক্ষার অধীনে কেন্দ্র দু’টাকা কিলো দরে গম দেয়। কিন্তু সেই গম থেকে আটা তৈরি এবং তার পুষ্টিগুণ বাড়াতে ভিটামিন যুক্ত করার জন্য প্রতি কেজিতে দেড় টাকা অতিরিক্ত খরচ হয়। কিন্তু তা সত্ত্বেও রাজ্য গ্রাহকের কাছ থেকে কোনও বাড়তি পয়সা নেয় না। কেন্দ্রের থেকেও অতিরিক্ত সহায়তা চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করল কেন্দ্র।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং সচিবদের নিয়ে এক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানালেন, খুবই প্রশংসনীয় উদ্যোগ। অন্য রাজ্যগুলিও যাতে এরকম উদ্যোগ নেয়, তার জন্য বলব।

জাতীয় খাদ্য সুরক্ষা আইন মোতাবেক ২ টাকা কেজি দরে গম এবং ৩ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। কিন্তু এরপরেও পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীকে সস্তায় চাল, আটা দিতে ভর্তুকি দেন। প্রতি কিলো চালে এক টাকা করে ভরতুকি দেয় রাজ্য। তাই চালও মেলে দু’ টাকা দরে।

একইসঙ্গে কেন্দ্র গম দিলেও গ্রামীণ এলাকায় তা ভিটামিন যুক্ত আটায় পরিণত করে রাজ্য। একাজে সরকারের ৬৪ কোটি ৭২ লক্ষ টাকা খরচ হয়। অন্ত্যোদয় অন্ন যোজনার গ্রাহকরা এই আটা পান। মমতার সরকারের এই উদ্যোগই দিল্লিতে প্রশংসিত হয়েছে। পাশাপাশি ‘প্রায়োরিটি হাউসহোল্ডে’র ক্ষেত্রে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় সাড়ে তিন টাকা কেজি দরে আটা দেওয়া হয়।

Source: Bartaman

Fisheries science and veterinary colleges to come up in Jalpaiguri dist

Two specialised educational institutions are coming up in north Bengal – one for teaching fisheries science and the other for teaching veterinary sciences. Both are being set up by the Bengal Government and will be located at Mainaguri in Jalpaiguri district.

With these two, the government is going to fulfil a long-standing demand of the student community. All such institutions are currently located in south Bengal.

Rs 251 crore has already been allotted for the construction of the two colleges, which are going to come up on 151 acres. Courses would start in 2019.

Currently, veterinary and fisheries sciences are taught at West Bengal University of Animal and Fishery Sciences in Belgachia in Kolkata, with an Extension Centre at Lodhashuli in Jhargram district, and at Bidhan Chandra Krishi Viswa Vidyalaya in Mohanpur in Nadia district.

প্রাণী ও মৎস্যবিজ্ঞান কলেজ উত্তরবঙ্গে

 

রাজ্যে প্রাণী ও মৎস্যবিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান আপাতত দু’টি এবং দু’টিই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে নেই একটিও। সেই ঘাটতি জোড়া কলেজ দিয়ে পূরণ করে দিতে চাইছে রাজ্য সরকার। একই সঙ্গে ভেটেরিনারি বা প্রাণী কলেজ এবং ফিশারিজ সায়েন্স বা মৎস্যবিজ্ঞান কলেজ পাচ্ছে উত্তরবঙ্গ। জলপাইগুড়িতে খুব শীঘ্রই ওই দু’টি কলেজ গড়ে তুলবে রাজ্য।

ওই দু’টি কলেজ তৈরিতে বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। দু’টি প্রকল্পই রূপায়ণ করবেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

রাজ্য সরকার ওই দু’টি কলেজ তৈরির জন্য ইতিমধ্যেই প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়কে ২৫১ কোটি টাকা বরাদ্দ করেছে। দু’টি প্রতিষ্ঠানের জন্য জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রায় ১৫১ একর জমি দেখা হয়েছে।

ফেব্রুয়ারিতেই নতুন দু’টি কলেজ তৈরির কাজ শুরু হবে। ২০১৯ সালে নতুন দু’টি কলেজের পঠনপাঠন শুরু হয়ে যাবে।

সেই সঙ্গে ঝাড়গ্রামের লোধাশুলিতে ৪০ একর জমিতে প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। ঝাড়গ্রামে পশু-প্রজনন কেন্দ্র তৈরি হবে। ‘ব্ল্যাক বেঙ্গল গোট’ ও ঘুংড়ু প্রজাতির শুয়োর চাষ হবে সেখানে।