Bengal Govt planning online platform for folk artistes

After the hugely successful Lok Prasar Prakalpa, comes another initiative by the Bengal Government for folk artistes – an online platform, using which one can easily approach the government to engage artistes who are enrolled under the Lok Prasar Prakalpa.

Chief Minister Mamata Banerjee had introduced the scheme, Lok Prasar Prakalpa to extend support to folk artistes across the state and to revive many art forms on the verge of extinction. In the first year itself, as many as 84,720 folk artistes were brought under the scheme, and gradually around 2 lakh artistes have been brought under its purview.

The online platform would be made accessible via a link in the official portal of the Bengal Government, Egiye Bangla.

Clicking on the link will take the user to another webpage, on which the details regarding the programme for which artistes enrolled under the Lok Prasar Prakalpa have been sought, need to be typed in. After going through the details of the programme, concerned State Government officials will take the required steps.

At present, one needs to approach district authorities for engaging the artistes enrolled under the scheme. With the introduction of the online platform, engaging them would be possible from any part of the globe.

The plan is to introduce the online platform during the next financial year, that is, 2018-19.

 

লোকশিল্পীদের জন্য ওয়েবসাইট আনছে রাজ্য

লোক প্রসার প্রকল্পের বিপুল সাফল্যের পর রাজ্য সরকার লোকশিল্পীদের জন্য নিল আরও এক উদ্যোগ – একটি নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে লোক প্রসার প্রকল্পে শিল্পীদের অন্তর্ভুক্ত করতে যে কেউ আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক প্রসার প্রকল্পের সূচনা করেন রাজ্যের লোক শিল্পীদের সাহায্য করতে। পাশাপাশি, বিভিন্ন লোকশিল্প যা বর্তমানে বিলুপ্তির পথে, সেগুলিকে পুনরুজ্জীবিত করাও উদ্দ্যেশ্য এই প্রকল্পের। ২ লক্ষ লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

লোকশিল্পীদের ওয়েবসাইটটিতে রাজ্য সরকারের ওয়েব পোর্টাল ‘এগিয়ে বাংলার’ মাধ্যমে ঢোকা যাবে।

এগিয়ে বাংলার ওয়েবসাইটের ওই বিশেষ লিঙ্কটিতে ক্লিক করলে একটি ভিন্ন ওয়েবপেজ খুলবে যেখানে বিভিন্ন অনুষ্ঠানের তালিকা থাকবে। যে অনুষ্ঠানের জন্য শিল্পী নিজের নাম নথিভুক্ত করতে চান, তা টাইপ করতে হবে। এর পর ওই অনুষ্ঠানের ব্যাপারে বিশদে জানার পর, ওই সংক্রান্ত সরকারি আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই মুহূর্তে এই নাম নথিভুক্ত করার জন্য জেলা কর্তৃপক্ষকে জানাতে হয়। ওয়েবসাইট উদ্বোধনের হলে এই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করা সম্ভব হবে।

Source: Millennium Post

People have rejected the Opposition: Mamata Banerjee in Assembly

Bengal Chief Minister Mamata Banerjee today delivered a speech in the State Assembly during a discussion on the Governor’s address.

During her speech, she highlighted the major achievements of the government. The CM also took a dig at the Opposition, who, she said, do not feel proud is anything good happens in the State.

She also criticised the Union Budget and said it was a flop-show.

 

Highlights of her speech:

  • The Opposition lacks the courage to listen to us. The people of Bengal have rejected them.
  • Why did the Left Front Govt not hike the honorarium of ASHA, ICDS workers? Centre has stopped funds for these projects. We are providing them incentives from our coffers. Is this my crime?
  • They left behind a huge debt burden. We are facing a legacy. We work with limited resources. 45% of borrowings are spent on development in Bengal.
  • In Bengal, CPI(M) and Congress are made for each other. This is nothing new.
  • How much loss was incurred due to demonetisation? How much black money has been recovered? A white paper must be released. GST has negatively impacted the economy.
  • Opposition is obsessed with criticising the Trinamool. They do not feel proud about Bengal. Look at our achievements in social sector.
  • They blame us for everything. Will they next blame us for cloudy weather or lack of rainfall or if the sun does not come out?
  • Congress is helpless without Trinamool in Parliament. And in Assembly they do not show any courtesy.
  • The Opposition even politicises accidents. What did the previous government do when boats capsized in Kakdwip and Kolaghat?
  • Why were rescue forces not allowed to go near the accident site? Who prevented them?
  • Yesterday’s Union budget was hopeless, flop, bluff budget. Funds have been slashed for National Health Mission. SC/ST welfare has not been looked into.
  • The Centre talks about doubling farmers’ income. We have already done that. Income of farmers in Bengal has increased from Rs 93,000 to Rs 2,39,000 in six years.
  • I would urge the Centre to waive off loans of farmers.
  • I am happy to see the MLAs of Darjeeling present in the House. I will visit Darjeeling on February 6. We want the progress of Hills.
  • We have included 34,000 additional farmers in pension scheme. The pension amount has also been increased.
  • Kanyashree girls are our pride. We have hiked their monthly stipend. We have extended the scheme to university. The scheme has been adjudged the best among 63 nations by the UN.
  • We have given scholarships to 57 lakh SC/ST students. We have distributed 70 lakh cycles. The whole process was carried out by e-tendering.
  • From birth to life – we have schemes for all phases of life. We have introduced a new scheme ‘Ruposree’. Six lakh girls will benefit from the scheme.
  • We have started a new scheme ‘Manobik’ wherein 2 lakh physically challenged people will get monthly pension of Rs 1000.
  • 1.3 lakh farmers have been trained. We have decided to abolish mutation fee for the farmers. We have abolished cess on tea. We have formed a fund of Rs 100 crore for the welfare of tea garden workers.
  • Load Sheddings have become a thing of the past. Has the Left forgotten about the dark days? We are trying to solve the problem of low voltage but sections with vested interests are not allowing a power grid at Bhangor.
  • We have been providing free healthcare for the last two years. We already have Swasthya Sathi insurance scheme. We have Mabhoi scheme for journalists. And Centre has now come up with health insurance scheme.
  • For employment generation, we will set up Silicon Valley Asia in Rajarhat.
  • 108 new Police Stations have been created. Out of proposed 73 Women Police Stations, 48 have already been made functional. Number of departments have been reduced from 63 to 52.
  • NCRB report regarding women trafficking in Bengal was misleading. We have sent a letter to the NCRB asking for a corrigendum to be issued.
  • We will start a pension scheme for journalists from April, 2018. We will soon bring a law to give 10% relief to senior citizens in municipal tax.
  • Trinamool believes in communal harmony. Congress-CPI(M) must remember courts give permission to RSS rallies, not us.

 

 

মানুষ বিরোধীদের বয়কট করেছেঃ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর একটি আলোচনার জবাবী ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার বক্তৃতায় তিনি সরকারের প্রধান সাফল্যগুলি তুলে ধরেন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, কখনো তারা রাজ্যের জন্য গর্ব করেন না।

কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে তিনি বলেন যে এটি একটি ফ্লপ-শো ছিল।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • রাজ্যপালের ভাষণের জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
  • শুধু হিংসা করলেই হয় না। বিরোধীরা আমার বক্তৃতার সময় উপস্থিত থাকে না। ওরা সরকারের উত্তর শুনতে ভয় পায়।
  • কেন বাম সরকার আই সি ডি এস ও আশা কর্মীদের মাইনে বাড়ায়নি?কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমি ওদের ১৫০০ টাকা আর্থিক সাহায্য করেছি। এটা কি অপরাধ?
  • রাজ্যকে দেনায় জর্জরিত করেছে সিপিএম। আমরা সেই ঋণের বোঝা বহন করছি। আমাকে সীমিত টাকার মধ্যে কাজ করতে হয়। যে টাকা আমরা ধার করি তার ৪৫% টাকা উন্নয়নের জন্য খরচ করি বাকিটা দেনা শোধ করি।
  • বাংলায় চিরকাল সিপিএম-কংগ্রেস এক। এটা নতুন কিছু নয়। মানুষ ওদের বয়কট করেছে।
  • নোট বাতিলের ফলে কত ক্ষতি হয়েছে? কত কালো টাকা ফেরত এসেছে? আজও অজানা। এখনও এর কোন স্বেতপত্র প্রকাশ করা হয়নি। জিএসটির ফলে অর্থনীতি ভেঙে পড়েছে।
  • যত তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতা করছেন তত মানুষ তাদের দূরে সরিয়ে দিচ্ছে। বাংলা নিয়ে কখনো ওরা গর্ব করে না। আমাদের আর্থ সামাজিক ক্ষেত্রে বাংলার উন্নতি নিয়ে কথা বলে না।
  • সব কিছুর জন্য ওরা তৃণমূলকে দায়ী করে। শুধু কুৎসা ও অপপ্রচার করে আর টিভিতে ভাষণ দেওয়া ছাড়া আর কোন কাজ নেই। এরপর বলবে রোদ উঠেছে কেন? তৃণমূল জবাব দাও। বৃষ্টি হচ্ছে না কেন? তৃণমূল জবাব দাও। সূর্য উঠছে না কেন? তৃণমূল জবাব দাও। সব কিছুর একটা লিমিত থাকে।
  • মানুষকে অবজ্ঞা করবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে অশ্রদ্ধা করবেন না।
  • দিল্লিতে তৃণমূলকে ছাড়া কংগ্রেসের চলে না, সংসদ চলে না। আর বিধানসভায় আপনারা কি ব্যবহার করেন। শুধু নোংরা কথা বলা আর dirty game খেলা।
  • একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করছে বিরোধীরা। কাকদ্বীপ, কোলাঘাটে যখন নৌকাদুবি হয়েছিল আগের সরকার কি ব্যবস্থা নিয়েছিল? কত ক্ষতিপূরণ দিয়েছিল?
  • গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়ছে।এটা একটা হোপলেস, সুপার ফ্লপ, ব্লাফ বাজেট। না ঘরকা না ঘাটকা বাজেট। ১০০ দিনের কাজের টাকা, ন্যাশনাল হেলথ মিশনের টাকা কমিয়ে দিয়েছে। SC/ST দের জন্য টাকা সেভাবে বরাদ্দ করা হয়নি। সংখ্যালঘুদের টাকা ৪০০০ কোটি টাকা থেকে কমিয়ে ১০০০ কোটি টাকা করা হয়েছে।
  • কৃষকদের আয় নাকি দেড় গুণ বাড়ানো হবে। অথচ আমরা ইতিমধ্যেই তাদের আয় আড়াই গুন বাড়িয়ে দিয়েছি। ৯১ হাজার টাকা থেকে তা বেড়ে দাঁড়িয়েছে বার্ষিক ২,৩৯,০০০ টাকা।
  • কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কৃষকদের সব ঋণ মুকুব করে দেওয়ার জন্য।
  • দার্জিলিং এর বিধায়করা এখানে উপস্থিত আমি খুব খুশি, দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। আমরা চাই উন্নয়ন হোক। আগামী ৬ ফেব্রুয়ারী আমি দার্জিলিং যাব।
  • কৃষকদের পেনশন ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আরও ৩৪,০০০ কৃষক এই প্রকল্পের আওতায় আসবেন।
  • কন্যাশ্রী আমাদের গর্ব। ওদের স্কলারশিপ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েও এই স্কিম চালু করেছি। ৬৩ টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রীকে প্রথম পুরস্কার দিয়েছে রাষ্ট্রসংঘ।
  • ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল বিতরণ করেছি। সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে ই-টেন্ডারের মাধ্যমে।
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি। আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম – রূপশ্রী। এর মাধ্যমে ৬ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • আরও একটি নতুন প্রকল্প চালু করা হল যার নাম – মানবিক। এর মাধ্যমে ২ লক্ষ প্রতিবন্ধীদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।
  • ১.৩ লক্ষ কৃষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমি মিউটেশন ফি মুকুব করা হয়েছে। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হয়েছে। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • লোডশেডিং আজ বাংলার ইতিহাস। বাম সরকার সেই সব অন্ধকার দিনগুলি ভুলে গেলেন?আমরা লো ভোল্টেজের সমস্যা সমাধান করার চেষ্টা করছি।
  • গত ২ বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে বাংলায়। ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয়েছে। সাংবাদিকদের জন্য মাভৈ প্রকল্প চালু করেছি। কেন্দ্র এতদিন পর স্বাস্থ্য প্রকল্প আনল।
  • কর্মসংস্থানের জন্য আমরা রাজারহাটে সিলিকন ভ্যলি এশিয়া তৈরি করব।
  • আমরা ১০৮ টি নতুন থানা গড়েছি। ৭৩ টি প্রস্তাবিত মহিলা থানার মধ্যে ৪৮ টি কাজ করা শুরু করে দিয়েছে। সরকারী দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমিয়ে ৫২ করা হয়েছে।
  • রাজ্যে নারী পাচার নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট দিয়েছে NCRB। আমরা ওদের চিঠি দিয়ে বলেছি সংশোধনী আনতে।
  • সাংবাদিকদের জন্য আমরা এপ্রিল থেকে নতুন পেনশন প্রকল্প চালু করব। প্রবীণ নাগরিকদের পুরসভা করে ১০% ছাড় দেওয়া হবে।
  • একতা ও সম্প্রীতি তৃণমূলের চোখের মণি। আরএসএস-এর সভার অনুমতি কোর্ট দেয় আমরা নই এটা সিপিএম কংগ্রেসের মনে রাখা উচিত।

Death knell of BJP has been sounded: Abhishek Banerjee at Howrah

Speaking at the student-youth convention of Trinamool Congress, AITYC National President Asbhishek Banerjee today said that the death knell of BJP has been sounded. “They got two goals in Bengal and three goals in Rajasthan. Their downward spiral began in Gujarat. Du hajar unish (2019), BJP finish,” he commented.

He also had a message for the party workers: “Old workers are our assets. The new workers must learn about the struggles and movements of Mamata Banerjee. We all have to work unitedly.”

He took a dig at the Opposition. “For conducting bike rally in Bengal they are hiring workers/bikes from UP. They do not have any base here. Those who used to wear red jerseys for CPI(M) are seeking votes wearing saffron shirts today. People have rejected the negative politics of the Opposition. They only indulge in canards and conspiracies.”

He also said that those who gave the slogans ‘Bhaag Mamata Bhaag’ are nowhere to be seen today.

Regarding the upcoming Panchayat polls, he said, “We have to win people’s trust in Panchayat polls. Let the Opposition indulge in smear campaign, we will continue the surge of development.”

Abhishek maintained, “We never take any anti-people policies. On the other hand, Centre is bringing FRDI Bill. You will never no longer have any control over your savings.”

Abhishek Banerjee reiterated, “We will never bow our heads before anyone. We are answerable to the people. Mamata Banerjee is not in politics for votes. She is committed to the welfare and development of the people of Bengal.”

 

বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ায়

 

আজ তৃণমূলের ছাত্র যুব সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওরা যত মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছে, তত মুখ থুবড়ে পড়েছে। ৩ গোল খেয়ছে রাজস্থানে, ২ গোল খেয়েছে বাংলায়, গুজরাট থেকেই বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। ২০১৯ বিজেপি ফিনিশ।

দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের পুরনো দিনের কর্মীরা আমাদের দলের সম্পদ। যারা নতুন এসছেন, তাদের তৃণমূলের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন সম্বন্ধে জানতে হবে। নতুন আর পুরনোর সংমিশ্রণেই একটা দল বলবান হয়, বুথে-ব্লকে পুরনো কর্মীদের চিনতে হবে।

বিরোধীদের উদ্দেশ্যে বলেন, বাইক র‍্যালি করতে হলে উত্তর প্রদেশ থেকে বাইক নিয়ে আসতে হচ্ছে, বাইক জোগাড় করতে পারে না, ভোট চায় কোন মুখে? যারা সিপিএমের হয়ে দুর্নীতি করত, দাদাগিরি করত, তারাই আজ বিজেপির হয়ে ভোট চাইতে যাচ্ছে, কুৎসা ও বিরোধিতার যোগ্য জবাব মানুষ দিয়েছে।

তিনি আরও বলেন, ভাগ মমতা ভাগ যারা বলেছিল, আজ তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়েও বাংলার মাটিতে খুঁজে পাওয়া যায় না।

আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের সব জায়গায় গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমাদের মানুষের সমর্থন, ভালোবাসা, আস্থাকে পাথেয় করে সেটা অর্জন করতে হবে, মানুষকে আমাদের উন্নয়নে সামিল করতে হবে। যারা কুৎসা করছে, তাদের করতে দিন, আমরা উন্নয়নে ছিলাম, মানুষের পাশে ছিলাম, আমরা মানুষের পাশে থাকবো।

অভিষেক আরও বলেন, এফআরডিআই থেকে শুরু করে, নোটবাতিল, জিএসটি একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এফআরডিআই বিল পাস হলে আপনার কর দেওয়া ব্যাঙ্কে রাখা গচ্ছিত টাকার উপর আগামীদিনে আপনার অধিকার থাকবে না।

তিনি বলেন, মানুষকে আঘাত করবে এরম কোনও সিদ্ধান্ত আমরা নিতে পারব না, আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করেন না, আমরা উন্নয়নের পরিষেবা প্রতি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই।

CPI(M)-Congress and BJP have a secret understanding: Mamata Banerjee at Student-Youth Convention

Trinamool Congress Chairperson Mamata Banerjee today addressed the party’s annual Student-Youth Convention at Dumurjola Stadium in Howrah district.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party were present at the convention.

 

Highlights of her speech:

Trinamool is a party of the people. We cannot function without their support. Maa, Mati, Manush are our driving force.

We registered an emphatic victory in Uluberia and Noapara. The credit goes to the people and the grassroots workers who have worked tirelessly.

Our workers are our assets. Every block president, student leader must become the pillar of support for the party. There is no place for arrogance.

Leaders do not drop from skies. There is no place for lobbying. Leaders have to be formed among the workers. Election tickets are not for sale in our party.

Food, shelter, clothing – these are the basic necessities of life. There is no place for greed in public life.

I admire the workers who dedicate themselves to the party and will never sell-out the party for selfish needs.

We are paying for the debt incurred by the Left. The amount of work we have done despite financial constraints, is unmatched.

Sabuj Shree, mid-day meal, scholarships, Sabuj Sathi, Samabyathi – from birth to death we have schemes for all phases of life.

Kanyashree girls are our pride. We have increased their monthly stipend. We have abolished khajna tax for farmers.

We have started crop insurance for farmers. 79 lakh Kisan Credit Cards have been distributed.

25 lakh houses have been built for the poor. We have constructed 23,000 km roads. We have generated 81 lakh jobs in 6 years.

We are no. 1 in 100 Days’ Work, MSME, e-tendering, skill development, agriculture, ease of doing business.

We have announced a new scheme ‘Ruposhree’. Six lakh girls will benefit from this initiative. We have started ‘Manobik’ scheme for the physically-challenged people.

BJP does not understand governance. 12,000 farmers have committed suicide. Why have they not waived off loans taken by farmers?

No mechanism, no funds allocated for the announcements. The budget shows the nervousness of the BJP.

BJP has been decimated in Rajasthan. BJP will disappear after 2019.

People have blessed us abundantly in Bengal. Even if all three parties get together, they cannot defeat us.

Dr Amit Mitra said this budget is big bluff. I called it a big flop.

Hinduism is an all-encompassing religion. It is not narrow and petty like the BJP.

Ramakrishna Paramhansa had said joto mot, toto poth. This is our guiding motto.

Trinamool believes in unity, harmony, development, credibility, culture, education, traditions, democracy, humanity.

Our only ideology is the welfare of the people.

BJP only understands the language of money. Bengal cannot be conquered by money power.

Central agencies target us because we oppose their brand of politics. Trinamool does not bow its head before anyone.

CPI(M) and Congress have an understanding with the BJP.

Youth and students must counter the BJP’s propaganda on social media. BJP spends crores on social media.

We do not have the money but we have the support of the youth. We have to focus on making our digital network strong in districts.

The next generation of leaders will emerge from the youth.

We had a traitor in our party. We are thankful to God he is no longer with our party. Trinamool has been saved.

Section of the media targets us. But they remain silent on the wrongdoings of the BJP.

I am committed to the development and welfare of people from all walks of life.

 

সিপিএম, বিজেপি, কংগ্রেসের গোপন বোঝাপড়া আছে, ছাত্র-যুব সম্মেলনে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হবে।

দক্ষিণ বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হয় হাওড়া জেলার ডুমুরজোলা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

তৃণমূল কংগ্রেস মানুষের দল। মানুষকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয় নি। আমাদের একমাত্র সম্পদ মা মাটি মানুষ।

নোয়াপাড়ার ও উলুবেড়িয়ার উপনির্বাচনে এই পরিমাণ ভোটে জেতা সহজ নয়। সব কৃতিত্ব মানুষের। আর ওই ভোট সংগ্রহ করতে যে কর্মীরা এলাকায় এলাকায় রৌদ্রে জ্বলে ঘাম ঝরিয়ে এলাকায় এলাকায় কাজ করে তাদের।

আমার দলীয় কর্মীরা আমাদের সম্পদ। একেকটা ব্লক প্রেসিডেন্ট, দলের একেকটা স্তম্ভ তৈরী হোক। আমি নেতা, এই নিয়ে অহঙ্কার করার জায়গা নেই।

নেতৃত্ব তৈরী করতে হয়, নেতা গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরী হয়। কে কোথাকার  নেতা, লবি করে বলতে হয় না, তৃণমূল একমাত্র দল যারা টাকা দিয়ে টিকিট বিক্রি করে না, লবি করে না।

নিজের জন্য একটু খাদ্য বস্ত্র বাসস্থান, এর বেশী কিছু লাগে না। লোভ সম্বরণ করা, রাজনীতির একটা বড় হাতিয়ার।

আমি সেই সব কর্মীদের প্রাণ দিয়ে ভালবাসি, যারা লোভ সম্বরণ করে দেখাতে পারে, যে আমরা দলের জন্য সব কিছু করতে পারি, কিন্তু নিজের জন্যও দলকে বিক্রি করি না।

সিপিএমের দেনা আমাদের শোধ করতে হচ্ছে, ওদের দেনায় আমরা জর্জরিত হয়ে গেছি। যে কাজ আমাদের সরকার করেছে, এই কাজ কোন সরকার করে দেখাতে পারবে না।

জন্মালেই সবুজশ্রী, স্কুলে গেলেই মিড ডে মিল, সংখ্যালঘু ভাতা, সবুজ সাথী, সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু আমাদের প্রকল্প আছে।

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব, তাদের স্কলারশিপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষকদের জন্য খাজনা মুকুব করা হয়েছে।

বিনা পয়সায় ক্রপ ইনস্যুরেন্স করে দেওয়া হয়েছে। ৬৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

২৫ লক্ষ গরীব লোকের বাড়ি তৈরী করে দিয়েছি আমরা। ২৫০০০ কিঃমিঃ রাস্তা তৈরী করে দিয়েছি গ্রামে।

১০০ দিনের কাজে, ক্ষুদ্র-মাঝারি শিল্পে, ই-টেন্ডারে, কৃষি কর্মণে, ইজ অফ ডুয়িং বিজনেসে আমরা এক নম্বরে।

আমরা কণ্যাশ্রীর মত রুপশ্রী স্কিম তৈরী করে দিয়েছি। । ছয় লক্ষ মেয়েরা এই সুবিধা পাবে। আমরা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘মানবিক’ স্কিম শুরু করেছি।

বিজেপি কোনও গভর্নেন্স-ই জানে না। ১২,০০০ হাজার কৃষক ভারতবর্ষে আত্মহত্যা করেছে। কেন আজ পর্যন্ত কৃষকদের ঋন মকুব করে নি?

বাজেটে কোনও মেক্যানিজম রাখেনি, কোনও টাকা সেভাবে দেওয়া হয়নি। হতাশার বাজেট, নার্ভাসনেসের বাজেট, ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়।

রাজস্থানে বিজেপি হেরে ভূত। এমন হার হারবে ২০১৯ সালে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।

মানুষের আশির্বাদ আমরা অনেক পেয়েছি বাংলায়। তিনটে পার্টি ভোট একসঙ্গে করলেও আমাদের হারাতে পারবে না।

অমিত দা (ডঃ অমিত মিত্র) এই বাজেট-কে বিগ ব্লাফ বলেছে, আর আমি বলেছি সুপার ফ্লপ।

হিন্দু ধর্ম সার্বজনীন ধর্ম। বিজেপি-র মত সংকীর্ণ ও ক্ষুদ্রমণা নয়।  

রামকৃষ্ণ পরমহংস বলে গিয়েছিলেন ‘যত মত, তত পথ। সেটাই আমাদের চলার পাথেয়।

তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে একতা, সম্প্রীতি, উন্নয়ন,বিশ্বাসযোগ্যতা, সভ্যতা, শিক্ষা, সুস্থ-সংস্কৃতি, প্রকৃত গণতন্ত্র, মানবিকতা।      

আদর্শ আমাদের একটাই, আমরা জনগনের পক্ষে।

বিজেপি শুধুমাত্র টাকা ছাড়া আর কিছু চেনে না। কিন্তু টাকা দিয়ে বাংলা জয় করা যায় না।

কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের টার্গেট করে, কারণ আমরা তাদের ব্র্যান্ডের রাজনীতির বিরোধিতা করি। কিন্তু তৃণমূল কংগ্রেস কারুর সামনে মাথা নোয়ায় না।

সিপিআই(এম) এবং কংগ্রেসের বিজেপির সঙ্গে বোঝাপড়া আছে।

ছাত্র-যুবদের সোশ্যাল মিডিয়ায় বিজেপি-র প্ররোচনার জবাব দিতে হবে। বিজেপি সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা খরচ করে।

চুরি করা হাজার টাকার থেকে ১ টাকার গুরুত্ব অনেক বেশী। জেলায় জেলায় সোশ্যাল নেটওয়ার্ককে স্ট্রং করতে হবে।

আগামী ৫০ বছরের জন্য জেনারেশন তৈরী করে দিয়ে যাব।

দু-একটা গদ্দার সব দলে থাকে, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে, এরা গেছে আমি বেছে গেছি। আমার দল বেঁচে গেছে।

সংবাদমাধ্যমের একাংশ শুধু আমাদের টার্গেট করে। বিজেপি যে কোটি কোটি টাকা রোজ খরচা করে, সেটা নিয়ে কটা খবর বেরিয়েছে?

তৃণমূল কংগ্রেসের কেউ কোনদিন জনবিরোধী সিদ্ধান্ত নেবে না।

Trinamool’s reaction to Union Budget 2018-19

Trinamool’s reaction to Union Budget 2018-19

Super-flop show; big bluff show. No mechanism to implement announcements.

It is clear that all sections are displeased, disappointed, angry : the unemployed, the farmers, the youth, SC/ST, majority, minority.

People have lost their trust in this government. People have lost their faith. After today’s #Budget, their credibility is now zero.

Bengal gives free treatment and medicines. Our schemes on health, education and the emancipation of girls have already been implemented.

Bengal has already doubled farmer income in 5 years. Now GOI is again talking about doubling farmer income. Will agriculture grow at 12% per annum? They are again bluffing.

– Derek O’Brien, Leader of All India Trinamool Congress Parliamentary Party in Rajya Sabha

 

কেন্দ্রীয় বাজেট নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া

সুপার-ফ্লপ শো; বিরাট ধাপ্পাবাজি। যে ঘোষণাগুলি করা হয়েছে সেগুলি বাস্তবায়িত করার কোনও রূপরেখার কথা বলা হয়নি।

কর্মহীন মানুষ, কৃষক, যুব, তপসিলি জাতি ও উপজাতি, সংখ্যাগুরু, সংখ্যালঘু সমাজের সর্বস্তরের মানুষ অসন্তুষ্ট, আশাহত, ক্ষুব্ধ।

মানুষ এই সরকারের প্রতি বিশ্বাস হারিয়েছে। আজকের বাজেটের পর এই সরকারের আর কোনও গ্রহণযোগ্যতা নেই।

বাংলায় স্বাস্থ্যপরিষেবা ও ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়নের বিভিন্ন প্রকল্প বাংলায় ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

বাংলায় পাঁচ বছরেই কৃষকদের আয় দ্বিগুন হয়েছে। আর কেন্দ্রীয় সরকার এখন কৃষকদের আয় দ্বিগুন করার কথা বলছে। প্রতি বছর কৃষিক্ষেত্রে বৃদ্ধি কি ১২ শতাংশ হারে হবে? আবারও মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।

– ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা

10 major features of Bengal Budget 2018

Bengal Finance Minister Dr Amit Mitra today presented the State Budget for the year 2018-19 at the West Bengal Legislative Assembly.

The Budget laid stress on social welfare as well as employment generation. From farmers to tea garden workers, people with disabilities to women empowerment, there were several major announcements.

Ruposhree and Manobik were two new schemes announced in the Budget today.

 

Here are the key features of Bengal Budget 2018-19:

  • To provide relief to common people as well as the real estate sector – stamp duty reduced by 1% on properties (rural as well as urban) up to Rs 1 crore. Stamp duty will be reduced to 6% from existing 7%.
  • Tea sector is facing a lot of hardship. They have not been able to recuperate from the problems. In the FY 2018-19 and 2019-20, the Finance Minister proposed to abolish agricultural income tax in tea gardens completely. The Government will also abolish cess on tea industry. Twenty-five lakh tea workers will be benefited.
  • Due to the absence of banks, the economy in rural areas is mostly cash-dependent. Due to demonetisation, the farmers of Bengal faced a lot of hardships. We have already abolished khajna tax on agricultural land. The Government has decided to abolish mutation fee on agriculture also. This will benefit lakhs of farmers.
  • The State has made great strides in agriculture. It has created new records in food-grain production. The State is No. 1 in the production of vegetables, and No. 2 in potato production. To ensure farmers get the right price for their produce, the Government will create a special fund of Rs 100 crore for farmers.
  • The State provides old-age pension to farmers. The Finance Minister proposed to increase the monthly pension from Rs 750 to Rs 1000. The number of beneficiaries will increase from 66,000 farmers to one lakh farmers. Additional 34,000 farmers will hence benefit from this scheme.
  • For the empowerment of girls in Bengal, the Chief Minister launched the Kanyashree scheme. The state spends Rs 1,250 crore per annum for this scheme. This is a great step towards social reform. The annual stipend is proposed to be increased from Rs 750 to Rs 1000. Lakhs of girls will be benefitted.
  • A lot of families face hardship arranging money for the marriage of their daughters. The State wants to stand by these families. Families with annual income less than Rs 1.5 lakh, will get Rs 25,000 to facilitate the marriage of their daughters after they attain the age of 18. This scheme will be called Ruposhree. Rs 1,500 crore allocated for this scheme. Six lakh families will benefit.
  • Persons with 40% disabilities or more will receive a monthly pension of Rs 1,000. The scheme will be called Manobik. Rs 250 crore for this scheme allocated for this scheme.
  • Budget proposal worth Rs 2,14,958.75 crore presented for FY 2018-19.
  • Despite the hurried implementation of GST and demonetisation, the State has created 8,92,000 jobs in the last fiscal year.

 

 

২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটের উল্লেখযোগ্য ১০ টি প্রস্তাব

আজ বিধানসভায় ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

বাজেটে সামাজিক কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টি থেকে কৃষক, চা বাগান কর্মী, নারী ক্ষমতায়ন, প্রতিবন্ধী মানুষ সহ সকলের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ বাজেটে ‘মানবিক’ ও  ‘রূপশ্রী’ এই দুই নতুন প্রকল্পের ঘোষণা করলেন অমিত মিত্র।

 

বাজেটের উল্লেখযোগ্য কিছু প্রস্তাবঃ

  • গৃহ নির্মাণ শিল্পের ক্ষেত্রে ৪০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা অবধি সম্পত্তি মূল্যের ওপর স্ট্যাম্প ডিউটি ১% হারে ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। গ্রামাঞ্চলে স্ট্যাম্প ডিউটি বর্তমানে ৬% থেকে কমে ৫% হবে এবং শহরাঞ্চলে ৭% থেকে কমে ৬% হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ও গৃহ নির্মাণ শিল্প বিশেষ ভাবে উপকৃত হবে।
  • ছোট চা বাগান অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যার প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। আগামী ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে কৃষি আয়কর সম্পূর্ণ ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। এর ফলে ২৫ লক্ষ চা শ্রমিক উপকৃত হবেন। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হচ্ছে।
  • গ্রামাঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবার অভাবে কৃষি অর্থনীতি নগদ টাকা লেনদেনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের সিদ্ধান্তের জন্য কৃষি অর্থনীতি ভেঙে পড়েছে। কৃষকদের প্রদেয় খাজনা মুকুব করা হয়েছে। তাদের আরও আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষিজমি  মিউটেশন ফি মুকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ কৃষক ভাইবোনেরা উপকৃত হবে।
  • বিগত ৬ বছরে আমরা কৃষিতে অনেক উন্নতি করেছি। খাদ্যশস্য উৎপাদনে আমরা নতুন নজির গড়েছি। শাক সবজি উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থান ও আলু উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলা। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • বয়স্ক কৃষক ও তাদের পরিবারের সাহায্যের জন্য রাজ্য বার্ধক্য ভাতা প্রদান করে। বর্তমানে গড়ে ৬৬০০০ কৃষক ভাই-বোনেরা এই প্রকল্পে মাসে ৭৫০ টাকা পেনশন পান। এই পেনশন ৭৫০ থেকে বাড়িয়ে ১০০০ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এছাড়া এই ভাতা প্রাপকদের সংখ্যা ৬৬০০০ থেকে বাড়িয়ে ১ লক্ষ করার প্রস্তাব দিচ্ছি। ফলে আরও ৩৪০০০ কৃষক এই পেনশন লাভ করবে।
  • বাংলার মেয়েদের শিক্ষার উন্নতি, প্রশস্তি ও প্রগতির জন্য মুখ্যমন্ত্রীর একান্ত নিজস্ব উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প এগিয়ে চলেছে। এই প্রকল্পে রাজ্য বছরে ১২০০ কোটি টাকা ব্যয় করে। সমাজ সংস্কার গঠনের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। কন্যা সন্তানদের শিক্ষা আরও উন্নতির লক্ষ্যে তাদের বার্ষিক বৃত্তির পরিমাণ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হচ্ছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। আমাদের সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ। যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের নাম ‘রূপশ্রী’। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে।
  • যাদের প্রতিবন্ধকতা ৪০% বা তার বেশি রয়েছে তাদের মাসে ৭৫০ টাকা পেনশন দেওয়া হয়, এদের কথা ভেবে নতুন পেনশন প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের নাম ‘মানবিক’। এই প্রকল্পে ২ লক্ষ মানুষকে ১০০০ টাকা মাসিক পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হল। এটি মুখ্যমন্ত্রীর নিজস্ব পরিকল্পনায় সৃষ্টি।
  • ২০১৮-২০১৯ অর্থবর্ষের জন্য ২,১৪,৯৫৮.৭৫ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
  • মা মাটি মানুষের সার্বিক উন্নয়নের প্রধান লক্ষ্য আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি। ২০১৭-২০১৮ অর্থবর্ষে পরিকল্পনাহীন ও তাড়াহুড়ো করে চালু করা জিএসটি ও নোট বাতিলের ধাক্কা সত্ত্বেও আমরা রাজ্যে ৮,৯২,০০০ কর্মসংস্থান সুনিশ্চিত করতে পেরেছি।

 

Bengal CM warns against attempts to distort history, science

Chief Minister Mamata Banerjee called upon the intellectuals to be alert against any effort to distort history and science at the inaugural programme of the 42nd International Kolkata Book Fair at Salt Lake’s Central Park on Tuesday.

“I urge the authors and writers of the country to remain alert so that the distorted version of history is not published in books,” she said. Without mentioning BJP, she trained her guns at the Centre against which she had been quite vocal on previous occasions.

She had earlier alleged that the BJP was trying to present a distorted version of Indian history. At the inauguration of the Kolkata International Book Fair, she once again reminded the scholars to thwart any such attempt.

বইয়ের পাহারাদার হতে হবে সাহিত্যিকদেরই: মুখ্যমন্ত্রী

ইতিহাস বিকৃতি রুখতে এগিয়ে আসতে হবে সাহিত্যিকদের। বইয়ের পাহারাদার হিসাবে সজাগ থাকতে হবে তাঁদের। মঙ্গলবার ৪২তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে লেখক শিল্পীদের প্রতি এই আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি। তারপরেও শ্রদ্ধেয় সাহিত্যিক ও লেখকদের আছে আমার আবেদন দেখবেন বইয়ের বিকৃতি যেন কেউ করতে না পারে। ইতিহাস যেন বিকৃত না হয়। আপনারা নজর রাখুন।বইয়ের পাহারাদার আপনারা।বই হল মানুষের মনের জানালা, হৃদয়ের জানালা, সৃষ্টির আলো। বইয়ের মধ্যে দিয়েই একটা সমাজ গড়ে ওঠে। বই পড়েই আমরা সমস্ত ইতিহাস জানতে পারি। বই ছাড়া সমাজ চলতে পারে না”।

প্রাচীন, আধুনিক ও সামাজিক ইতিহাস বইতেই লিপিবদ্ধ থাকে। শিক্ষা-সংস্কৃতি-সভ্যতা-মানবিকতার আলো দেখায় বই। বই ছাড়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই বইয়ের বিকৃতি আটকাতেই সচেষ্ট হতে সাহিত্যিকদের এগিয়ে আসতে বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “ বাংলা বরাবরই ভারতের সাংস্কৃতিক রাজধানী। বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল”।
একই সঙ্গে আগামী বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের নির্ঘণ্টও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর ১৯ জানুয়ারি বইমেলার উদ্বোধন হবে।

Bengal Governor praises Mamata Banerjee and State Govt

Governor K N Tripathi has congratulated the state government for the various measures it had taken to tide over demonetisation and hasty introduction of Goods and Service tax (GST). He was addressing the MLAs at the beginning of the Budget session at the West Bengal Legislative Assembly on Tuesday afternoon.

He congratulated Chief Minister Mamata Banerjee for holding 350 administrative meetings and public distribution programmes across the state. He commented that with the state economy having barely recovered from the effects of demonetisation, manufacturers, suppliers, traders as well as consumers were badly hit by the introduction of GST.

But because of the leadership of Banerjee, the state could tide over these two major problems. He also mentioned that the dynamic Chief Minister strongly believes in individual freedom and has always resented any infringement on individual freedom or any compromise with the sanctity of the privacy of citizens.

He also congratulated the state government for peaceful holding of different festivals involving various communities. The Governor mentioned in his speech the great achievement of the state government, in implementing the Kanyashree project that has reached out to 45 lakh girl students. August 14 has been dedicated as Kanyashree Divas and the project has bagged the prestigious Public Service Award, given by the United Nations at its headquarters at The Hague, Netherlands.

He said through reforms in the tax collection mechanism and application of information technology, revenue collection has risen from Rs 21,128 crore to Rs 45,646 crore in just four years. Bengal is one of the few states that has surplus power generation capacity. Also, the farthest parts of the state are now connected by roads. The state government has taken up construction of infrastructure assets to the tune of Rs 12,000 crore, which will come up in the next 3-4 years and will give a huge boost to the economy.

 

বিধানসভায় রাজ্যপালের মুখে মমতার সরকারের প্রশস্তি

রাজ্যের বাজেট অধিবেশনের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্পের প্রশংসা করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

এদিন রাজ্যপাল ভাষণের শুরুতেই মুর্শিদাবাদের বাস দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেন। পরে তৃণমূল সরকারের আনা বিভিন্ন প্রকল্পের প্রশংসাও করেন তিনি।

এদিন রাজ্যপালের প্রশংসায় উঠে আসে কন্যাশ্রীর বিশ্বজয়ের কথা। কন্যাশ্রী প্রকল্পে রাজ্য সরকার যে সাফল্য পেয়েছে, তা বিশ্বেও সমাদৃত হয়েছে। সেইসঙ্গে এদিন রাজ্যপাল প্রশংসা করেন রাজ্যের খাদ্যসাথী প্রকল্প, সেফ ড্রাইভ সেভ লাইফ, ইকো পার্ক নিয়েও রাজ্য সরকারের।

রাজ্যপালের কথায়, কলকাতায় এখন বিশ্ব সিনেমার অন্যতম প্রদর্শনী মঞ্চ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারের প্রশংসা করেন রাজ্যপাল। তাঁর কথায় উঠে আসে একাধিক পুলিশ কমিশনারেট গঠনের কথা। এমনকী বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়েও তিনি প্রশংসায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি রাজ্য সরকারের নিজস্ব প্রতীক প্রাপ্তির পাশাপাশি ফিফা বিশ্বকাপ আয়োজনের সাফল্যও তুলে ধরেন তাঁর ভাষণে।

দার্জিলিংয়ে শান্তি ফিরে আসা প্রসঙ্গেও তিনি রাজ্যের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। রাজ্যের সরকার পাহাড়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শান্তি ফিরিয়ে এনেছে। এক্ষেত্রেও রাজ্য সরকার সাফল্য দেখিয়েছে। সেইসঙ্গে রাজ্যের অর্থনৈতিক সাফল্যের কথাও উঠে আসে রাজ্যপালের কথায়।

 

Nine books by Bengal CM released at the 2018 Kolkata Book Fair

Like every year, this year too Chief Minister Mamata Banerjee released her books at the 2018 Kolkata International Book Fair (KIBF). Nine of her books released this year.

With these nine, the total number of books penned by the Chief Minister would touch 79. Many of these have been translated into English and Urdu too.

Maa, Mati, Manush is a collection of her poems published in Hindi by Rajkamal Prakashan, another book written in Ol-Chiki script published by the Paschim Banga Santali Academy. The other books of the Chief Minister were published by Dey Publishing. The other book penned by the Chief Minister was Savera which is written in Urdu. My Journey is an English book written by the Chief Minister depicting the days of her struggle.

The rest five are in Bengali — Sishu Bela, a book for children, Asahishnuta, Rudraksha, a collection of her poems, Amar Naba Prajanma and Banglar Kanyashree Aaj Viswajaye, which depicts how school students have benefitted from the Kanyashree scheme, a brainchild of the Chief Minister.

Many of Mamata Banerjee’s books have been translated to English and Urdu.

 

 

বইমেলায় এবার মুখ্যমন্ত্রীর আরও ৯টি বই

বিগত কয়েক বছরের মত এবছরের বইমেলাতেও পাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। ২০১৮র কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর আরও ৯টি নতুন বই। সব মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ৭৯ ছুঁতে চলেছে।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি, লেখা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ বাংলা তথা ভারতের বহু মানুষের মনে দাগ কেটেছে।

বাংলা ‘মা মাটি মানুষ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী কবিতার হিন্দী সঙ্কলন যা প্রকাশ করছে রাজকমল প্রকাশন। আরেকটা বই প্রকাশিত হচ্ছে অলচিকি হরফে যা পশ্চিমবঙ্গ সাঁওতালি আকাদেমি প্রকাশ করছে। মুখ্যমন্ত্রীর বাকি বইগুলি প্রকাশ করেছে দে’জ পাবলিশিং। মুখ্যমন্ত্রীর লেখা অন্যান্য বইগুলি হল, সভেরা যা লেখা হয়েছে উর্দু ভাষায়। ‘মাই জার্নি’ আরেকটি ইংরাজি বই যা মুখ্যমন্ত্রীর নিজের লেখা নিজের সংগ্রামের দিনগুলিকে নিয়ে।

বাকি পাঁচটি বই বাংলায় লেখা – শিশুদের জন্য লেখা শিশু বেলা, কবিতার সঙ্কলন অসহিষ্ণুতা, রুদ্রাক্ষ, এ ছাড়া আমার নব প্রজন্ম, বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী, যাতে লেখা আছে স্কুল পড়ুয়ারা কীভাবে কন্যাশ্রীর মাধ্যমে উপকৃত হয়েছে যে প্রকল্পটি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, একাধিক আন্দোলনের সাফল্য যেমন তাঁর বইয়ের বিষয় হয়েছে, তেমনই নিজের একান্ত অনুভূতিগুলিকেও কখনও গদ্যে, কখনও কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আর এসব অনুভূতিগুলি আবারও ৯টি নতুন বইয়ের আকারে বইমেলার আকর্ষণ হতে চলেছে।

Source: Khabar 365 Din

 

Bengal CM inaugurates 42nd Kolkata International Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the 42nd Kolkata International Book Fair today. The focal theme country for 2018 is France.

This is for the first time that the fair will be held at Central Park in Salt Lake.

The state Transport department will run 131 additional buses on weekdays and 177 buses on weekends to facilitate the visitors, particularly those who come from the districts by train and get down at either Howrah or Sealdah railway stations.

France Day will be observed on January 31, followed by Bangladesh Day on February 3, where some Russian authors will interact with Bengali authors.

This will be followed by Children’s Day on February 4. The Kolkata literature festival will be held from February 8 to 10.

Well known publishers from the country and abroad are taking part in the fair along with their local counterparts. One of the major attractions are five books penned by Chief Minister Mamata Banerjee, including a book on rhymes for children.

Following the inauguration, the Chief Minister put up a Facebook post:

The much-awaited festival of books has arrived.

Today, I was present in the inauguration ceremony of 42nd International Kolkata Book Fair at Central Park, Salt Lake.

From 31st January to 11th February, 2018, it is going to be the usual celebration with books here in this great event in Kolkata.

Soumitra Chatterjee was felicitated in today’s programme for his outstanding contribution to the world of creativity.

This year, the theme country is France. Mr Alexander Ziegler, HE Ambassador of France was present on the occasion.

I also inaugurated stalls of Kolkata Police, West Bengal Police and “Jago Bangla”.

9 books authored by me, including 2 translated versions in Santali and Hindi of my earlier works, have been published today from the book fair. With these, the number of books authored by me during the spare time I can manage goes up to 79.

The next Kolkata Book Fair will be inaugurated on 19th January, 2019.

My best wishes to all.

 

 

কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিধাননগর সেন্ট্রাল পার্কে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বইমেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্ডার জেইগলার এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

মেলা–‌প্রাঙ্গণে আলোকস্তম্ভ, ওয়াচ টাওয়ার লাগানো হয়েছে। বসেছে পথ–‌নির্দেশিকাও। মেলা–‌চত্বরে এবারও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে থাকছে পাউচে পানীয় জলের ব্যবস্থা।বইমেলায় আসা বইপ্রেমীদের নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ করেছে বিধাননগর পুলিস। মানুষের যাতায়াতে ও মেলা–‌প্রাঙ্গণের ভেতরে–‌বাইরে যাতে অসুবিধে না হয়, তার জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। গাড়ি কোথায় পার্কিং করা যাবে?‌ সেখানে জায়গা আছে কি?‌ জেনে নেওয়া যাবে বিধাননগর পুরসভার নতুন অ্যাপ ‘‌IKBF-BMC Car Park‌’‌ থেকে।

এই প্রথম শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকছে। কোনও শিশু হারিয়ে গেলে দ্রুত যাতে তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা যায়, তার জন্য থাকছে ‘‌চিলড্রেন কার্ড’‌। সেখানে শিশুর নাম, বয়স, অভিভাবকের নাম, তাঁর সঙ্গে সম্পর্ক এবং ফোন নম্বর লেখার জায়গা থাকবে। বইমেলায় ঢুকেই ওই কার্ড নিয়ে, পূরণ করে শিশুর পকেটে রেখে দিতে হবে।

নিরাপত্তা–‌নজরদারিতে বইমেলাকে ৪টি ‘‌জোনে’‌ ভাগ করা হয়েছে। ৮টি ওয়াচ টাওয়ার, সিসিটিভি–‌র মাধ্যমেও নজরদারি চলবে। ব্যাগ পরীক্ষা করা হবে। অস্ত্র নিয়ে ঢোকা যাবে না। মেলায় কোথায় কোন্‌ স্টল রয়েছে তা জেনে নেওয়া যাবে ‌‘‌International Kolkata Book Fair 2018‌’‌ অ্যাপ থেকে। ‘‌বইমেলা স্পেশ্যাল’‌ বাস পাওয়া যাবে ৯ নম্বর ট্যাঙ্কের কাছে খোলা জায়গা থেকে।বইমেলার দিনগুলোয় পরিবহণ দপ্তরের তরফে অতিরিক্ত ২০০টি সরকারি এসি, নন-এসি বাস চালানো হবে।